![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
মানুষ মহান রবের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি
যাকে দেখতে আপনার বিশ্রী লাগে, ঘৃণা হয়। তাকে দেখেই কেউ কেউ হয়ত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। মায়ায় পড়ে যায়।
যার সাথে কথা বলতে আপনার বিরক্ত লাগে, তার সাথে একটুখানি কথা বলার জন্য কেউ কেউ হয়ত সারাদিন অপেক্ষা করে থাকে।
যার সহজ- সরলতা দেখে আপনার তাকে ব্যাকডেটেড কিংবা খ্যাত মনে হয়। অন্য কারও কাছে তাকে ভালোলাগার একমাত্র কারণই হয়ত তার এই 'সহজ-সরলতা'।
কালো রঙের মানুষটাকে দেখে আপনি যখন মুখ ফিরিয়ে নেন, ভালো লাগেনা। অন্য কারও কাছে হয়ত এই কালো মানুষটাই প্রিয়। সাদা তো আর সবার পছন্দের হয় না। কালো মানুষটাই হয়ত কারও প্রথম পছন্দ।
আপনার কাছে যেমন গুড লুক, ড্রেসআপ, গ্লেমার প্রথম প্রায়োরিটি পায়, অন্য কারও কাছে হয়ত মনের সৌন্দর্যটাই প্রথম প্রায়োরিটি।
আসলে একটা কথা জানেন কি- একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না, আবার একই সাথে এটাও সত্যি একটা মানুষ কখনো সবার কাছে খারাপ হয় না। সবার অপছন্দের হয় না। প্রত্যেকটা মানুষই কারও না কারও কাছে তার প্রিয় ব্যক্তিত্ব। যে যেমন তাকে ঠিক তেমনভাবেই ভালো লাগার কেউ না কেউ ঠিকই আছে।
তাই কেউ যদি আপনাকে খারাপ বলে কিংবা অপছন্দ করে তাতে কষ্ট পাবেন না। কারণ আপনি একটা মানুষ, আপনি কখনো সবার পছন্দের হতে পারবেন না। এটা খুব স্বাভাবিক। শুধুমাত্র আপনি কেন পৃথিবীতে কেউই সবার কাছে পছন্দের হতে পারে না। কেউ না। তাই যারা আপনাকে ভালো ভাবে, যারা আপনাকে পছন্দ করে তাদেরকে নিয়েই ভাবুন। আর যারা আপনাকে অছন্দ করে কিংবা খারাপ ভাবে তাদেরকে তাদের মতো করে ভাবতে দিন। নিশ্চয়ই কোন একিদন তারা নিজেরাই নিজেদের উত্তরটা পেয়ে যাবে। অপেক্ষা করুন!
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২৫ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: কারাগারে বিভিন্ন আসামী আছে। এরা খুবই কষ্টে আছে। এদের ছেড়ে দেওয়া উচিৎ। কারন আল্লাহ এদের সৃষ্টি করেছেন।