![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
ইসলাম
ইসলাম তো নয় চক্ষু বুঁজে গাজায় মারা টান,
ইসলাম তো নয় ঢোল তবলা বাদ্যমুখর গান।
ইসলাম তো নয় পরের মাল সব হস্তগত করা,
ইসলাম তো নয় মাজার ঘুরে ভন্ড পীর ধরা।
ইসলাম তো নয় দরগায় বসে মজমা শুধু করা,
ইসলাম তো নয় সুযোগ পেলে পরকীয়ায় পরা।
ইসলাম তো নয় পরনারীর দুই হাত চেপে ধরা,
ইসলাম তো নয় মন্দ ও পাপ জেনে নিজে করা।
ইসলাম তো নয় সওয়া যতো পাপ ও অনাচার,
ইসলাম তো নয় মন্দ কাজের খুলে রাখা দ্বার।
ইসলাম তো নয় জলসায় বসে গাওয়া পঁচা গান,
ইসলাম তো নয় ঘুরে ঘুরে খাওয়া মুরগীর রান।
ইসলাম কি নয় জানলে যখন তওবা করো ভাই,
বলো আল্লাহ এসব পাপে না যেনো আর জড়াই।
২| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪৩
বিজন রয় বলেছেন: অনেকেই ইসলাম ঠিকভাবে পালন করে না।
৩| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০০
কামাল১৮ বলেছেন: @ বিজন রয়,কিভাবে ঠিক ভাবে পালন করতে হবে যদি বলে দিতেন।মোসলমানদের উপকার হতো।যদিও আমি পালন করি না।
৪| ২৫ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: ওকে।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩২
কামাল১৮ বলেছেন: ইসলাম সুন্দর ধর্ম।যা কিছুই করোনা কেন তওবা করলে সব মাপ।আইনের হাত থেকে মাপ নাই।