নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য তথ্য জানতে ও জানাতে চাই

মোঃ ফরিদুল ইসলাম

জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।

মোঃ ফরিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

তাদেরকে বলে দিও...

২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৯:২০

তাদেরকে বলে দিও...
"কাল হাশরের মাঠে বাবা-মা-ভাই-বোন-স্ত্রী-সন্তান কেউ কাউকে চিনবে না।"
তাদেরকে বলে দিও...
"আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকা অবস্থায়ও মৃত্যু আসতে পারে।"
তাদেরকে বলে দিও...
"দুনিয়ার এই জীবন কিয়ামত পর্যন্ত দীর্ঘ হলেও তা একদিন শেষ হয়ে যাবে।"
তাদেরকে বলে দিও...
"দুনিয়ার জীবনের কষ্ট মাত্র ৬০/৭০ বছর। আখিরাতের জীবন অনন্তকাল।"
তাদেরকে বলে দিও...
"দুনিয়ার জীবন বেহুদা খেল-তামাশা ছাড়া কিছুই না।"
তাদেরকে বলে দিও...
"মৃত্যু অনিবার্য, সুতরাং তা যেন হয় আল্লাহরই পথে।"
তাদেরকে বলে দিও...
"ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে এসেছে, বিজয়ী হয়েই থাকবে।"
তাদেরকে বলে দিও...
"আমরা কখনোই পরাজিত হই না। হয়তো জিতি নয়তো মরি (শহীদ হই)।"
তাদেরকে বলে দিও...
"জাহান্নামের অধিবাসী বেশিরভাগ নারীরা।"
তাদেরকে বলে দিও...
"দাজ্জালের বেশি অনুসারী হবে নারীরা।"
তাদেরকে বলে দিও...
"জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের ৬৯ গুণ।"
তাদেরকে বলে দিও...
"জাহান্নাম দুনিয়ার জেলখানার মত নয়। সেখানের কষ্ট মানুষের অনুমানেরও বাইরে।"
তাদেরকে বলে দিও........
"শহীদদের কোনো মৃত্যু কষ্ট নেই। সামান্য পিপড়ার কামড়ের অনুভূতি।"
তাদেরকে বলে দিও........
"শহীদরা মৃত্যুর পর থেকেই জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে।"
তাদেরকে বলে দিও......
"শহীদের রুহ সবুজ পাখিদের ভেতর দিয়ে দেয়া হবে। কিয়ামত পর্যন্ত তারা জান্নাতের বাগানে ঘুরে বেড়াবে।"
তাদেরকে বলে দিও......
"জান্নাতে প্রথম পা রাখতেই দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে।"
তাদরকে বলে দিও.......
"কারাগার কারো জন্য লাশ কাটা ঘর, জাহান্নাম। আর কারো জন্য জান্নাত, নবী ইউসূফের পাঠশালা।"
তাদেরকে বলে দিও.......
"কখনও ঝড়ে যেও না। আল্লাহর হুকুমের উপর শক্ত হয়ে জমে থেকো। যদিও হাতে জ্বলন্ত আঙ্গার রাখার মত হয়।"
তাদেরকে বলে দিও......
"যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকি পোকার, সে জীবন যেন তাদের না হয়।"

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১০:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: উপকারী পোষ্ট যারা বুঝে তাদের জন্য।

২| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১১:১৯

কামাল১৮ বলেছেন: জাহান্নামের কোন প্রমান আছে।আছে কেবল দাবি।

৩| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪৪

সুলাইমান হোসেন বলেছেন: @কামাল ১৮,এই পোস্ট মূলত সৎ্যসন্ধানিদের জন্য,আপনাদের জন্য নয়

৪| ২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.