![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
পুরুষ সবচেয়ে ভয় করে যে প্রাণীটিকে, তার নাম নারী।
সবচেয়ে অবিশ্বাস করে যে প্রাণীটিকে, তার নাম নারী।
সবচেয়ে ঘৃণা করে যে প্রাণীটিকে, তার নাম নারী।
সবচেয়ে ভালোবাসে যে প্রাণীটিকে, তার নাম নারী।
পুরুষ যে প্রাণীটিকে চোখে চোখে রাখতে চায়, তার নাম নারী।
পুরুষ যে প্রাণীটির জন্য সবচেয়ে বেশি চোখের জল ফেলে, তার নাম নারী।
পুরুষ যে প্রাণীটিকে সন্দেহ করে, তার নাম নারী।
যাকে সবচেয়ে বেশী কামনা করে, তার নাম নারী।
পুরুষ যে প্রাণীটির জন্য সবকিছু বিসর্জন দেয়, তার নাম নারী।
রাত জেগে যে প্রাণীটির কবিতা লেখে, তার নাম নারী।
সবচয়ে সেরা গিফট কেনে একজন পুরুষ যার জন্য, সে কোন এক নারী।
পৃথিবীতে যত ফুল, তার বেশিরভাগ উপহার দেয় পুরুষ তার প্রিয় নারীকে।
পুরুষ বিরহে কাঁদে যার জন্য সবচেয়ে বেশি, সে আর কেউ নয়, নারী।
পুরুষ যে এতোকিছু করে, সে কেবল তার নারীর জন্য।
একজন পুরুষ যাকে মনের মতো করে সাজায়, সে একজন নারী।
পুরুষ যার জন্য সিংহাসন ত্যাগ করে, সেও একজন নারীর জন্য।
পুরুষ যার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে, সেও একজন নারীর জন্য।
তবুও এ-ও সত্য—
নারী শুধু পুরুষের আবেগের কেন্দ্র নয়, নারী হলো মা, যে পুরুষকে পৃথিবীতে আনে।
নারী হলো বোন, যে নিঃস্বার্থ ভালোবাসায় আগলে রাখে।
নারী হলো স্ত্রী, যে সংসারের ভার কাঁধে তুলে নেয়।
নারী হলো কন্যা, যে ঘর আলোকিত করে তুলতে জন্মায়।
পুরুষের কাছে এক বিভ্রমের নাম নারী,
কিন্তু সেই বিভ্রমই আবার পুরুষের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা!
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১১
বিজন রয় বলেছেন: আপনি কি নারী পুরুষ বিশারদ?
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪১
বাজ ৩ বলেছেন: অনেক কিছু বাদ পড়েছে,সমস্যা নাই আমি সংযোজন করে দিচ্ছি—
একজন পুরুষ তার মূল্যবান জীবনটাকে বিনষ্ট করে যার জন্য তার নাম নারী।
রাতের ঘুম হারম করে যার জন্য তার নাম নারী
ইমানকে বেচে দিয়ে মুনাফেকি কিনে যার জন্য তার নাম নারী
আখিরাতকে ধ্বংস করে দুনিয়া কিনে যার জন্য তার নাম নারী।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৭
সাইফুলসাইফসাই বলেছেন: বাজে চিন্তা আসে কারণ নারী
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৩
জেনারেশন একাত্তর বলেছেন:
গার্বেজ