![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
কি চমৎকার সমাধান!
"যখন আমি কষ্ট পাই”
কোরআন বলেঃ--"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে!" --------- [সূরা ইনশিরাহ]
"যখন আমি সুখ চাই”
কোরআন বলেঃ--"আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন! " ---------[সূরা তালাক-০৭]
"যখন আমি প্রিয় জিনিস টা পেলাম না”
কোরআন বলেঃ--"তোমরা হয়তো এমন জিনিস পছন্দ কর, যা তোমাদের জন্য অকল্যাণ কর!! " ---------[সূরা বাক্কারা-২১৬]
"যখন আমি বিচার চাই”
কোরআন বলেঃ--"আপনি ধৈর্য ধারণ করুণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার না করেন "!!--------[সূরা ইউসুফ -১০৯]
"যখন আমি কষ্ট সহ্য করতে চাই না”
কোরআন বলেঃ--"যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে, আর আমি কাউকে তার সামর্থ্য এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। তারা হচ্ছে জান্নাতবাসী সেখানে তারা চিরকাল থাকবে। "--------[সূরা আরাফ-৪২]
"যখন আমি আল্লাহর সাহায্য চাই”
কোরআন বলেঃ-"ভেঙে পড় না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখ আল্লাহর সাহায্য অতি নিকটে। "---------[সূরা বাক্কারা-২১৪]
"যখন আমি ধৈর্য ধারণ করি”
কোরআন বলেঃ-"যারা সবরকারী তারা পুরুষ্কার পায় অগণিত” --------[সূরা যুমার-১০]
"যখন আমি হতাশায় থাকি”
কোরআন বলেঃ-"আল্লাহর উপর ভরসা কর, যদি তোমরা বিশ্বাসী হও"। --------[সূরা মায়িদা-২৩]
"যখন আমি তাওবা করি”
কোরআন বলেঃ--"আল্লাহ তাওবা কবুলকারী, করুণাময়"!--------[সূরা তাওবা-১০৪]
"যখন আমি নিরাশ হই”
কোরআন বলেঃ-"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না"!--------[সূরা ইউসুফ-৮৭]
"অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে, তার চেয়েও উত্তম"!!--------[সূরা আনফাল-৭০]
"যখন আমি ভালো কিছু করি”
কোরআন বলেঃ-"উত্তম কাজের প্রতিদান, উত্তম ছাড়া আর কী হতে পারে?" --------[সূরা আর রহমান-৬০]
"যখন আমি বিপদে পড়ি”
কোরআন বলেঃ-"আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। ---------[সূরা বাক্কারাঃ-১৫৫]
"খুব শীগ্রই তোমার রব তোমাকে এতো দেবে যে, তুমি খুশি হয়ে যাবে”! -------[সূরা আদ-দুহা:০৫]
সুবহানআল্লাহ।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৬
সামরিন হক বলেছেন: এবং আমার জীবনে এর প্রতিটি বাক্য প্রতিফলিত হয়েছে।আলহামদুলিল্লাহ।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৮
মোঃ ফরিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয়
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১১
বিজন রয় বলেছেন: যার যেমন বিশ্বাস তার তেমন ফল।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৮
জেনারেশন একাত্তর বলেছেন:
বেদুইনদের সমাধান। এগুলো মরুভুমির প্রচলিত কথা থেকে সংগ্রহ করা হয়েছে।