| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মোঃ ফরিদুল ইসলাম
	জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
অফিসে ভাল কর্মীদের যন্ত্রণা:-
১: কঠিন কাজটা তাকেই করতে হবে, কারণ অন্য কেউ করতে পারে না।
২: সহজ কাজটা তাকেই করতে হবে কারণ সহজ কাজতো অন্য কাউকে দেওয়ার দরকার কি!
৩: দ্রুত সার্ভিসটা তাকেই দিতে হবে কারণ অন্য কাউকে দিলে দেরি হয়ে যাবে।
৪: ব্যাক্তিগত পরিচিত তাই সার্ভিসটা তাকেই দিতে হবে কারণ অন্য ডেস্কে আবার কেন যাবে।
৫: নিজের কাজ শেষ করে সবার আগে বাসায় যাওয়া যাবেনা কারণ অন্যদের কাজ এখনও শেষ হয়নি।
৬: অমুক করলে ভুল করতে পারে তাই কাজটা তাকেই করতে হবে যাতে ভুল না হয়।
৭: বেশি বেশি কাজ করার পরও কিছু সময় বসে থাকলে শুনতে হবে এখনতো কাজ কমে গেছে।
৮: জরুরী প্রয়োজনে ছুটি দরকার কিন্তু নেওয়া যাবে না কারণ তার Desk টা কে সামলাবে।
৯: অনেক কাজের চাপে একটি কাজ না করতে চাইলে শুনতে হবে কাজ দিলে করতে চায়না।
১০: কঠিন কাজ কৌশলে দ্রুত করে দিলে শুনতে হবে কাজটি যথাযত হয়নি মনে হয়।
১১: অসংখ্য কাজ নির্ভুল করলেও একদিন একটা ভুল করলে সকলের সমালোচনা শুনতে হয়।
১২: বিশেষ কাজ সামনে আসলে ভাগ করার সময় তাকে সমান সমান অথবা কিছু কাজ বেশি দেওয়া হয় কারণ সে ভাল পারেতো।
১৩: তার Desk এ বেশি কাজ থাকলে আমলে নেওয়া হয় না. কিন্তু তাকে প্রয়োজনে অন্য Desk এ দিলে তার কাজগুলি অসংখ্য Desk এ ভাগ করে দেওয়া হয়।
১৪: কোন ধরণের ভাল সুযোগ আসলে তাকে দেওয়া হয় না কারণ প্রতিষ্ঠানের সুবিধা বেশি দেখতে হবেতো।
১৫: ACR দেওয়ার সময় বেশি দেওয়া যাবেনা, ইনসাফ করতে হবেতো কারণ সবাইতো কাজ করে।
২| 
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫  সকাল ৯:৫৩
কিরকুট বলেছেন: বাংলাদেশের বেশিরভাগ মালিকানাধীন অফিসে অফিস স্টাফদের নিদৃষ্ট কাজের কোন সিমা নাই। তাদের সব কাজ করতে হয়। তাদের কাজের টাইম ফ্রেম নাই। অফিসের ঢোকার সময় আছে বের হবার নিদৃষ্ট সময় নাই।
৩| 
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫  সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে। মানুষ আপনাকে তখনই ভালোবাসবে, যখন আপনি বেশি কাজ করবেন। ভালো কাজ করবেন।
৪| 
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫  দুপুর ২:১৮
বিজন রয় বলেছেন: বাহ! অনেক পয়েন্টস তুলে ধরেছেন। এগুলো অনেকটাই সত্যি।
৫| 
২৫ শে সেপ্টেম্বর, ২০২৫  রাত ১:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: 
ফেসবুকের পোস্ট কপি করে করে ব্লগে দিয়ে কি হবে? আপনি নিশ্চিত থাকুন, ব্লগ থেকে আপনাকে দুই টাকাও দিবে না। ভাংতি পয়সাও দিবে না। 
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫  রাত ১২:৩৭
এইচ এন নার্গিস বলেছেন: বাংলাদেশে অফিসে কাজ করা কঠিন । খুব বেশি অফিস পলিটিক্স । নেই কোনও সিস্টেম, নাই ট্রাইব্যুনাল ,নাই বস খারাপ ব্যাবহার করলে তাকে ট্রেড ইউনিউনে নেয়ার ব্যাবস্থা ।