| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ ফরিদুল ইসলাম
জন্ম- ১৯৮৭ খ্রিঃ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লোধপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতার নাম মোঃ সিরাজুল ইসলাম, মাতার নাম ফাতেমা বেগম।
১.কঠোর ভাষায় কথা বলিও না (৩:১৫৯)
২.রাগ দমন কর (৩:১৩৪)
৩.অন্যের সাথে ভাল আচরণ কর (৪:৩৬)
৪.নিষ্ঠুর হইও না (৭:১৩)
৫.অন্যের ভুলকে ক্ষমা কর (৭:১৯৯)
৬.মানুষের সাথে নম্র ভাষায় কথা বল (২০:৪৪)
৭.আস্তে শব্দ কর (৩১:১৯)
৮.অন্যকে বিপদ গ্রস্ত করোনা (৪৯:১১)
৯.পিতা মাতার উপর দায়ীত্ববান হও (১৭:২৩)
১০.পিতা মাতার সাথে উফ শব্দটাও বলনা (১৭:২৩)
১১.না বলে পিতা মাতার ঘরে প্রবেশ করনা (২৪:৫৮)
১২.বকেয়া লিখে রাখ (২:২৮২)
১৩.কাউকে অন্ধভাবে অনুসরণ করনা (২:১৭০)
১৪.ঋন ফিরিয়ে দেওয়ার আরো সুযোগ দিতে হবে (২:২৮০)
১৫.সুদ নিও না (২:২৭৫)
১৬.ঘুষ খেয়ো না (২:১৮৮)
১৭.শর্ত ভাঙিয়ো না (২:১৭৭)
১৮.বিশ্বাস বজায় রাখো (২:২৮৩)
১৯.সত্যকে মিথ্যার সাথে মিলিয় না (২:৪২)
২০.মানুষের মাঝে সঠিক বিচার কর। (৪:৫৮)
২১.সুবিচারে কঠোর অবস্থান রাখো (৪:১৩৫)
২২.মৃত ব্যাক্তির সম্পদ তার পরিবারে সঠিক ভাবে ভাগ করে দেও (৪:৭)
২৩.নারীদেরও উত্তরোধিকার হওয়ার নিয়ম আছে (৪:৭)
২৪.এতিমের সম্পত্তি গ্রাস করোনা (৪:১০)
২৫.এতিমকে রক্ষা করো (২:২২০)
২৬.অন্যের সম্পদ কৌশলে গ্রাস করোনা (৪:২৯)
২৭.মানুষের মধ্য বিবাদ মিমাংসা কর (৪৯:৯)
২৮.সন্দেহ এড়িয়ে চল (৪৯:১২)
২৯.পিছে কান পেত না (২:২৮৩)
৩০.সাহায্যার্থে সম্পদ ব্যয় কর (৫৭:৭)
৩১.গরীবকে খাওয়াতে উৎসাহ প্রদান কর (১০৭:৩)
৩২.প্রয়োজনে সাহায্য করো (২:২৭৩)
৩৩.অপচয় করোনা (১৭:২৯)
৩৪.অথিতি আপ্পায়ন কর। (৫১:২৬)
৩৫.নিজে যাচাই করে অন্যকে করতে বল (২:৪৪)
৩৬. পৃথিবীতে কোন কিছুর অপব্যবহার করনা (২:৬০)
৩৭.যুদ্ধের সময় পালায়ন কর না (৮:১৫)
৩৮.যে যুদ্ধ করে শুধু তার সাথে যুদ্ধ কর। (২:১৯০)
৩৯.যুদ্ধে শিষ্টাচার বজায় রাখ। (২:১৯১)
৪০.ধর্মের ব্যাপারে জোর কর না (২:২৫৬)
২|
০৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১:২৮
শ্রাবণধারা বলেছেন: ফেসবুক থেকে কপি পেস্ট করলে সেটা প্রথমেই উল্লেখ করে দেওয়া প্রয়োজন।
৩|
০৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: সব ধর্মেই এরকম ভালো ভালো কথা বলা হয়েছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:১৩
এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার উপদেশ ।