|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আগামী দিনের কাছে
একটি অন্ধকার দুপুরের সূর্যকে ঢেকে দিয়ে
দাঁড়ালো ঘড়ির কাঁটায়। পথের পালকে প্রজাপতি মেললো পাখা
পাখিদের পায়ে পায়ে
একটি ঝাঁঝালো দিনের গান সহসা থেমে গেলো তার কিছু আগে
আমাকে বনের হাওয়ারা চিরদিন ডাকে ওদের শরীরে মাখি রং
অনেক অনেক কথা জমা হয়ে গেছে, বর্ষারাতের জমেছে ইতিহাস
এবার আমাকে ফিরে যেতে হবে, নদীরা ভরে গেছে প্লাবনে
তোমারও যদি কিছু গান থাকে, তুলে রাখো, কোনোদিন শুনে নেব সঙ্গোপনে
৩ এপ্রিল ২০০৯
তাহাদের ইতিকথা
রাতভর তাস খেলে, জুয়া খেলে, মদ ছুঁতে ছুঁতে সরে আসে নারীর শরীর ভেবে
তারপর গলা ছেড়ে গেয়ে ওঠে বয়েতী গীত
তাহাদের কোনো দুঃখ ছিল না, নারীরাও দুঃখের মতো গাঙের তুফানে
ভেসে গেছে বহুকাল হলো। এসব শুধু
মরে যাওয়া পুকুরের নিভে যাওয়া ঢেউয়ের ইতিকথা
তারার স্বননে আলোরা নাচে জোনাকি ও ঝিঁঝিদের সাথে
পাপিষ্ঠ পাখিদের মুমূর্ষু চোখ নেশা ও জিঘাংসায় জ্বলেপুড়ে ছারখার
আমাদের তাহারা ভুলে গেছে গাছেদের ঋণ, জ্বলিবার স্বাদ। এসব শুধু
মরে যাওয়া পুকুরের নিভে যাওয়া ঢেউয়ের ইতিকথা
৬ এপ্রিল ২০০৯
 ৬২ টি
    	৬২ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪০
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ জানবেন বোধহীন স্বপ্ন। শুভেচ্ছা।
২|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৩৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৩৪
মামুন রশিদ বলেছেন: দুটো কবিতাই চমৎকার! তাহাদের ইতিকথা বেস্ট 
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০১
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই। ভালো থাকবেন।
৩|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৪৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৪৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
২০০৯ এর কবিতা?
ধন্যবাদ শেয়ারে।
খুবই সুন্দর দুইটা। 
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০২
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নতুন কবিতা নাই  ব্লগেও নিয়মিত হবার খায়েস
 ব্লগেও নিয়মিত হবার খায়েস  এজন্য পুরোনো কবিতা দিয়েই লেগে থাকতে চেষ্টা করছি
 এজন্য পুরোনো কবিতা দিয়েই লেগে থাকতে চেষ্টা করছি 
ধন্যবাদ আশরাফুল ভাই। ভালো থাকুন।
৪|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৫৮
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৫৮
সায়েম মুন বলেছেন: আপনার কবিতা পড়ে এখনই কবিতা লিখতে ইচ্ছে করছে।  
 
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০৪
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ কিন্তু লিখলেন না কেন? আচ্ছা, নিচে আপনার ইনস্ট্যান্ট কবিতা যেন দেখতে পাই 
শুভেচ্ছা।
৫|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৩৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৩৬
এহসান সাবির বলেছেন: মরে যাওয়া পুকুরের নিভে যাওয়া ঢেউয়ের ইতিকথা.......
শুভকামনা।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
এসব শুধু
মরে যাওয়া পুকুরের নিভে যাওয়া ঢেউয়ের ইতিকথা
ধন্যবাদ এহসান ভাই। ভালো থাকুন।
৬|  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৬
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: খুবই সুন্দর দুইটা।
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০৭
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই। ভালো থাকবেন।
৭|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:২০
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:২০
জোবায়েদ-অর-রশিদ বলেছেন: 
এ-কথাটি আপনার জন্যও প্রযোজ্য। 
বিধি-নিষেধ মেনে বড় ভয়ে ভয়ে মন্তব্য করছি, মশাই ! 
প্রথম কবিতাটি ভালই লাগল। তবে
  
রাতভর তাস খেলে, জুয়া খেলে, মদ ছুঁতে ছুঁতে সরে আসে নারীর শরীর ভেবে তারপর গলা ছেড়ে গেয়ে ওঠে বয়েতী গীত 
তাহাদের ইতিকথা শব্দজটে জ্বলেপুড়ে ছারখার হলো যে ! 
শুভ কামনা।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২২
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ জোবায়ের ভাই। অনেক ভালো থাকা হোক।
৮|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:২৭
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:২৭
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশ! আপনার লেখার ধরনটা বেশ ভালো লাগে, অল্প পড়েছি কিন্তু চিনে নিতে কষ্ট হয় না! দুইটাতেই অসংখ্য ভালো লাগা। শুভকামনা জানবেন।  
 
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২৪
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর আমাদের দেখা হলো- খুব ভালো লাগছে। মন্তব্যে অনেক আনন্দিত বোধ করছি। ধন্যবাদ এবং শুভ কামনা।
৯|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১:৫৬
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১:৫৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভীষণ ভালো লেখেন আপনি ভাইয়া । ++++++++++++++++++
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২৯
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপু। শুভ কামনা।
১০|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ২:১২
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ২:১২
সায়েদা সোহেলী বলেছেন:  ।ধুলোবালি থেকে কি করে সোনাবীজ ফলাতে হয় তাআপনার কাছ থেকে শিখতে ইচ্ছে করে খলিল ভাই 
 ।অসাধারন !!! 
(আবারও বলতেই হচ্ছে ভাগ্যিস সে শহর ছেড়ে চলে গিয়েছিলেন! !) 
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৩৬
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বি----রা-----ট ব---ড় একটা লজ্জা পেলুম আপু  তারপরও, প্রশংসা বলে কথা, ঢের উপভোগও করলাম
 তারপরও, প্রশংসা বলে কথা, ঢের উপভোগও করলাম 
অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা সোহেলী আপুর জন্য।
‘সোহেলি’ শব্দটার অর্থ কি জানা আছে, আপু?
১১|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ২:৫২
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ২:৫২
মাসুম আহমদ ১৪ বলেছেন: দুইটাই ভালা লাগছে
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৩৭
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ মাসুম ভাই।
১২|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  ভোর ৪:১৬
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  ভোর ৪:১৬
শান্তির দেবদূত বলেছেন: প্রথমটা তেমন ভালো লাগেনি ( কি জানি হয়তো বুঝিইনি) দ্বিতীয়টা ফাটাফাটি হয়েছে, পড়ার কিছুক্ষণ পর পর্যন্ত কানের কাছে যেন রিমঝিম করে বাজছিল। পুরো কবিতাটাই গ্রামোফোনের পিন আটকে যাওয়ার মত মাথায় আটকে গেছে! দারুন লিখেছেন! শুভেচ্ছা রইল।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪২
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাইফুল ভাই, আপনার সাথেও অনেকদিন পর সাক্ষাৎ ঘটলো। আশা করি খুব ভালো ছিলেন এবং আছেন।
এবার কবিতা। যেটা ভালো লাগে নি সেটা চুলোয় যাক- কিন্তু যেটি ভালো লেগেছে, সেটির ব্যাপারে যা বললেন তাতে সত্যিই আমার এখন আকাশে উড়ে বেড়াতে সাধ হচ্ছে। এজন্য বিরাট একটা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি।
শুভ কামনা।
১৩|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  ভোর ৫:১২
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  ভোর ৫:১২
নস্টালজিক বলেছেন: তাহাদের ইতিকথার দৃশ্যকল্প সুন্দর!
শুভেচ্ছা, খলিল ভাই!
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৫৪
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় রানা ভাই। শুভেচ্ছা আপনাকেও।
১৪|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  ভোর ৬:৩৪
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  ভোর ৬:৩৪
খেয়া ঘাট বলেছেন: এবার আমাকে ফিরে যেতে হবে, নদীরা ভরে গেছে প্লাবনে
তোমারও যদি কিছু গান থাকে, তুলে রাখো, কোনোদিন শুনে নেব সঙ্গোপনে
++++++++++++
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৫৬
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত্তগুলো প্লাস!!!!!!!!!!!!!!!!!!!!!! এই অমূল্য উপহারের জন্য অনেক ধন্যবাদ প্রিয় খেয়া ঘাট। ভালো থাকবেন।
১৫|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ৮:১৪
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ৮:১৪
ডট কম ০০৯ বলেছেন: এসব শুধু
মরে যাওয়া পুকুরের নিভে যাওয়া ঢেউয়ের ইতিকথা 
দারুণ। 
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৩২
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আরমান ভাই। ভালো থাকবেন।
১৬|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১০:১৬
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: এবার আমাকে ফিরে যেতে হবে, নদীরা ভরে গেছে প্লাবনে
তোমারও যদি কিছু গান থাকে, তুলে রাখো, কোনোদিন শুনে নেব সঙ্গোপনে।
সুন্দর। দারুণ লিখেছেন।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:১২
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি আনোয়ার ভাই। ভালো থাকুন।
১৭|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১১:১৫
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১১:১৫
সুমন কর বলেছেন: দু'টোই ভাল। তবে আমার কাছে প্রথমটি বেশি।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:২১
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন কর। ভালো থাকবেন।
১৮|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:২৬
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৪:২৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
এসব শুধু
মরে যাওয়া পুকুরের নিভে যাওয়া ঢেউয়ের ইতিকথা
আপনার স্বকীয়তা আমাকে বরাবরই মুগ্ধ করে...!! ++
অনেক ভালোলাগা,
ভালো থাকুন ।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:২৫
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিরাট একটা প্রশংসা দিলেন গ্রানমা  অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকুন।
 অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ভালো থাকুন।
১৯|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৪৭
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  বিকাল ৫:৪৭
নিশাত তাসনিম বলেছেন: দুটি কবিতা বেশ ভালো লাগলো। ++++
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৩০
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ নিশাত তাসনিম। শুভেচ্ছা।
২০|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০১
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:০১
মায়াবী ছায়া বলেছেন: এবার আমাকে ফিরে যেতে হবে, নদীরা ভরে গেছে প্লাবনে
তোমারও যদি কিছু গান থাকে, তুলে রাখো, কোনোদিন শুনে নেব সঙ্গোপনে",, ,,,,,,, সুন্দর।।
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০৩
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ধন্যবাদ মায়াবী ছায়া। ভালো থাকুন।
২১|  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৫৯
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৫৯
বেলা শেষে বলেছেন: আগামী দিনের কাছে তাহাদের ইতিকথা 
 good & beautiful.
good luck...
up to next time,
  ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০৪
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বেলা শেষে। শুভ কামনা।
২২|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪  দুপুর ১২:২১
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪  দুপুর ১২:২১
মোঃ ইসহাক খান বলেছেন: সুন্দর, শান্ত চরণগুলি। 
সাধুবাদ। 
  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:২০
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ইসহাক ভাই।
২৩|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:১২
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:১২
বোকামন বলেছেন:  
কবিতার ইতিকথায় ভাল লাগা রইলো। 
আপনি চমৎকার “বাংলা” লিখেন। 
শুভ কামনা, কবি।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৯
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সম্মানিত ব্লগার প্রিয় বোকামনের উপস্থিতি খুবই আনন্দদায়ক। মন্তব্যে অনেক ভালো লাগা।
শুভেচ্ছা।
২৪|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:৪৭
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১২:৪৭
রাসেলহাসান বলেছেন: দুটোই চমৎকার! ভালো লেগেছে।
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫০
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ রাসেল হাসান ভাই।
২৫|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ৯:৪৪
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ৯:৪৪
শাপলা নেফারতিথী বলেছেন: দুটোই ভালো লেগেছে..
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৩
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শাপলা নেফারতিথী।
২৬|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৮
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৮
জুন বলেছেন: আমাদের তাহারা ভুলে গেছে গাছেদের ঋণ, জ্বলিবার স্বাদ। এসব শুধু
মরে যাওয়া পুকুরের নিভে যাওয়া ঢেউয়ের ইতিকথা 
না ভুলেন নি ছাই ভাই ।  নইলে কি ২০০৯ এর কবিতা স্মরণ করতে পারতেন ! 
অনেক ভালোলাগলো দুটো কবিতাই ।
+
  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৪২
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  সন্ধ্যা  ৭:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় দেশি আপু। শুভেচ্ছা জানবেন।
২৭|  ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৩২
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৩২
ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার !! দুটোই। 
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪  দুপুর ১২:৪৮
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪  দুপুর ১২:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফ্রাস্টেটেড। শুভেচ্ছা।
২৮|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৫৭
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৮:৫৭
আরুশা বলেছেন: ভালোলাগা দুটিতেই সোনাবীজ ছাই ধুলাবালি ছাই ভাই   ++++++্
 ++++++্
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:০০
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ আরুশা। আমার ব্লগে স্বাগতম।
২৯|  ০২ রা মার্চ, ২০১৪  সকাল ৯:০৩
০২ রা মার্চ, ২০১৪  সকাল ৯:০৩
সায়েদা সোহেলী বলেছেন:  জি ভাইয়া জানতাম মনে হয় , তবে উচ্চারণ ব্যবধান আছে যদিও . 
 আপনার জানা টা বলেন শুনি  
 
  ০২ রা মার্চ, ২০১৪  বিকাল ৪:১৩
০২ রা মার্চ, ২০১৪  বিকাল ৪:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহেলি বা সেহেলি শব্দের অর্থ খেলার সাথি বা বান্ধবী  
 
৩০|  ০২ রা মার্চ, ২০১৪  বিকাল ৪:৩০
০২ রা মার্চ, ২০১৪  বিকাল ৪:৩০
অদৃশ্য বলেছেন: 
অদ্ভুত সুন্দর...
কবির জন্য
শুভকামনা...
  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩৫
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কবি। আপনি কোথায়?
৩১|  ০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ৩:২৫
০৪ ঠা মার্চ, ২০১৪  রাত ৩:২৫
সায়েদা সোহেলী বলেছেন:  
  ৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩৬
৩০ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   
 
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৩১
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ৯:৩১
বোধহীন স্বপ্ন বলেছেন: চিত্রকল্প গুলো চমৎকার, যেন চোখে দেখতে পেলাম।