নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

পুরুষ ও সুন্দরী; এবং অন্যান্যরা

১৮ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

পুরুষ ও সুন্দরী





পুরুষ চিরকালই ‘পুরুষ’ নয়- ‘সুন্দরী’দের দেখলেই কুপোকাত।





পুরুষেরা চির-উন্নত-শির; তাঁদের মাথা আকাশ ছাড়িয়ে যায়, কিন্তু সুন্দরীদের সামনে সে-মাথা নুয়ে পড়ে।



সুন্দরীদের সমীপে পুরুষেরা চিরকালই নতজানু। এর ব্যতিক্রম মাত্র একজনকেই দেখা যায়- সে হলেম আমি।





অর্থাৎ, আমি বলতে চেয়েছিলাম যে, পুরুষ মানুষ যত বড়, যত জ্ঞানী, যত মহৎ, যত দেমাগী বা অহঙ্কারীই হোন না কেন, সুন্দরীদের সামনে তাঁদের ব্যক্তিত্ব কোথায়, কীভাবে যেন লোপ পেয়ে যায়। তাঁরা সবকিছু ভুলে সুন্দরীদের তোষণে ব্যস্ত হয়ে পড়েন।



এর যত ব্যতিক্রম, তা দেখা যায় কেবল আমার মধ্যে- তাই হিংসুটে ললনারা আমার দিকে বাঘের মত হাঁ করে আছে- সুযোগ পেলেই আস্ত গিলে খাবে।





সত্য ভাষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লোকটি কে, জানেন?



আমি।



১১ মার্চ ২০১৪





সততা



একবার তুমি আমার কিছু লেখা চুরি করে সামান্য সাজিয়ে নিজের নামে ছাপিয়ে দিলে, রেফারেন্স হিসাবে লিখলে সুমনা চৌধুরীদের নাম। আরেকবার একটা গল্প লিখবার পর কৃতজ্ঞতা জানালে সহেলিকে, যার প্রাপ্য আমি ছিলাম।



তুমি কি চোর নও?



ভেবো না, আমি এ কথার কোনো জবাব চাইছি না।



এমন কিছু প্রশ্ন আছে, যা তোমার বিবেকের কাছে প্রক্ষিপ্ত হবে; এমন কিছু জবাব আছে, যা তোমার বিবেকের কাছেই গচ্ছিত রয়েছে। মনে রেখো- এগুলো তুষের আগুন, আর-কেউ না জানুক- তুমি জানো, তোমার বিবেক তোমাকে কুরে কুরে খাচ্ছে।



কারণ,

তুমি জানো, তুমি সৎ নও- তুমি একটা চোর।



১২-১৮ মার্চ ২০১৪





অনির্বাণ বোধ



উড়ে যায় দূরের আকাশ, পালকে একগুচ্ছ মেঘ

বিকেল হেসে ওঠে কাঁধে রেখে দুপুরের সুখ

বাতাস আছড়ে পড়ে জরাজীর্ণ, বিদীর্ণ ধুলোয়। একঝাঁক পিঁপড়ে

ঘুম ভুলে উল্লাসে ফেটে পড়ে। ঝিমখাওয়া সময়কে খাবলে খেতে খেতে

সতেজ ঘাসের মতো লকলকে চোখে থরে থরে জেগে ওঠে বিশুদ্ধ জিগীষা



চলো, জীবনকে খুঁড়ে দেখি- সব রং, রূপ ও নির্যাস- তোমারই



১৩ মার্চ ২০১৪



কবিতা



ক্রমশ রিয়েলিটি ছেড়ে ফ্যান্টাসির দিকে ধাবিত হচ্ছে কবিতা। একটা সমুদ্র হঠাৎই পাখি হয়ে আকাশে উড়ে যায়, মেঘের বুক ছিঁড়ে গজিয়ে ওঠে অসংখ্য চারাগাছ। একটা পাহাড় নদী হয়ে মহাকাশে ডুবে যায়, একটা নদী মানবীর হাত বাড়িয়ে প্রেমিকা হয়ে ওঠে। উড়ন্ত রোদ থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়ে পাখির শাবক, বৃষ্টিতে ঝরে পড়ে থোকা থোকা সুখ এবং অমরাবতীর ফুল। কবিতারা ফ্যান্টাসি- কাল্পনিক সুরম্য ভুবন। শব্দেরা চিত্রকল্প।



শব্দেরা চিত্রকল্প - এসব বাহাস বাতুলতা। শব্দেরা একটা যুদ্ধ। শব্দেরা বোমারু বিমান। শব্দেরা গোলন্দাজ শেল- তোমার বুকের উপর সজোরে ধাক্কা খাবে। তুমি বিধ্বস্ত। শব্দেরা সুবিপুল ভাব। শব্দেরা সুগভীর সিন্ধু। শব্দেরা আপনআপনিই আসবে, তোমার পঙ্‌ক্তিতে বেছে নেবে যে যার অবস্থান। অভিধান ঘেঁটে শব্দদের জোর করে চাপিয়ে দিও না- এরা অপাঙ্‌ক্তেয়; এরা কিছুদিন বাদে ঝরে যাবে, মরে যাবে- তোমার কবিতা অবশ্য তার অনেক আগেই মৃত এক ফসিল।



কবিতারা ফ্যান্টাসি নয়, কবিতারা জীবন। তুমি আর আমি রক্তমাংসে কবিতার ভিতর।



১৪ মার্চ ২০১৪





মন্তব্য ৬২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৪

মামুন রশিদ বলেছেন: ১) সুন্দরীদের দেখে কুপোকাত হলে পুরুষ কি পুরুষ থাকে না?? :| B:-/

২) ব্যতিক্রমের উদাহরণে স্বজনপ্রীতি হয়েছে ;)

৩) হিংসা হিংসা /:) :#>

৪) হে হে 8-|


চোরকাব্য ভালো লেগেছে । লেখাচোরের জন্য করুণা!

অনির্বাণ বোধ মোটামুটি!

কবিতারা ফ্যান্টাসি নয়, কবিতারা জীবন। তুমি আর আমি রক্তমাংসে কবিতার ভিতর।

কবিতা বেস্ট :) :)



১৮ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১) সুন্দরীদের দেখে কুপোকাত হলে পুরুষ কি পুরুষ থাকে না?? :| B:-/
- না। সে অ-পুরুষ হয়ে যায় :)

২) ব্যতিক্রমের উদাহরণে স্বজনপ্রীতি হয়েছে ;)
- ঠিক স্বজনপ্রীতি বলা যায় না। আপনার নামটা ‘ব্যতিক্রম’ থেকে শুধু বাদ পড়ে গেছে, এই যা। কীভাবে যে এত বড় ভুলটা করলাম! :(

৩) হিংসা হিংসা /:) :``>>
- নির্ঘাত হিংসা। ললনারা কীভাবে যে এত হিংসুটে হয়!

৪) হে হে 8-|
_ :)


বাকি মন্তব্য গঠনমূলক।

অসংখ্য ধন্যবাদ প্রিয় মামুন ভাই।

২| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৫

শায়মা বলেছেন: ভাইয়া মিথ্যা বলে না। অহনা অহনা করে তোমার লেখা সেই ২০০৮/৯ এর তোষামুদী কবিতাগুলো কিন্তু ভুলিনি আমি। হি হি হি :P



আরো ভাবীজীকে নিয়ে কত্ত কিছু লিখেছো আবার বলো নতজানু হওনা। দাঁড়াও ভাবীজীকে ফোন দিতে হবে এখুনি!:) :) :)


১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
অহনার রূপকথা

জানি না কী তার গাত্রবর্ণরূপ। জানি না তার নদীর লাবণ্য ছিল কী না-ছিল। বড্ড মনে পড়ে নি এসব তুচ্ছাতিতুচ্ছ বাহ্যিকতা। আমি তার বলয়বন্দি প্রেমাসক্ত পুরুষ, যুগযুগান্তকাল। আমি তার বাহির দেখি নি; খুঁজেছি অন্তরের হেমখণ্ডখনি।

কী হবে তার গাত্রবর্ণরূপে, যদি গো তার প্রেম নাহি মেলে!

***

ভাবীজি আমাকে বলে দিয়েছেন কোনো সুন্দরীর সামনে নতজানু না হওয়ার জন্য। আমি স্ত্রীর অবাধ্য হতে পারবো না।

৩| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০৩

আম্মানসুরা বলেছেন: মামুন রশিদ বলেছেন:১) সুন্দরীদের দেখে কুপোকাত হলে পুরুষ কি পুরুষ থাকে না?? :| B:-/

২) ব্যতিক্রমের উদাহরণে স্বজনপ্রীতি হয়েছে ;)

৩) হিংসা হিংসা /:) :``>>

৪) হে হে 8-|


মামুন ভাই যে সত্য বলেছেন সেই সাক্ষী শায়মা আপুর কথায় ও প্রমানিত হয়েছে :P

শায়মা বলেছেন: ভাইয়া মিথ্যা বলে না। অহনা অহনা করে তোমার লেখা সেই ২০০৮/৯ এর তোষামুদী কবিতাগুলো কিন্তু ভুলিনি আমি। হি হি হি


আমি একজন নিরিহ পাঠক হিসাবে পোস্ট পড়ে মজা পেয়েছি =p~

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তথ্য-উপাত্ত সবই উপরে সন্নিবেশ করা হয়েছে। এবার সত্যাসত্য প্রমাণের ভার আমার উপর, মানে, আপনার উপরও :)

আপনি পোস্ট পড়ে মজা পেয়েছেন জেনে খুব আনন্দিত হলাম আপু।

শুভেচ্ছা।

৪| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৫

নিশাত তাসনিম বলেছেন: ভালো লাগলো ।

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নিশাত তাসনিম। শুভেচ্ছা।

৫| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৬

ফিলিংস বলেছেন: আপনি কি হিজড়া......

১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না ভাই। আপনি?


ধন্যবাদ।

৬| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৬

কয়েস সামী বলেছেন: প্রথমটা পড়ে চিন্তিত। শেষেরটা অসাধারন। অনেকদিন পর আপনের কবিতা পড়লাম।

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে দেখে ভালো লাগছে খুব, প্রিয় গল্পকার।


চিন্তিত হবার কারণ নেই, বি কনফিডেন্ট :)

শুভেচ্ছা।

৭| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:




বছরের সেরা কৌতুক "সুন্দরীদের সমীপে পুরুষেরা চিরকালই নতজানু। এর ব্যতিক্রম মাত্র একজনকেই দেখা যায়- সে হলেম আমি।" :P


কবিতারা ফ্যান্টাসি নয়, কবিতারা জীবন। তুমি আর আমি রক্তমাংসে কবিতার ভিতর।

অসাধারণ উক্তি।

পোষ্টে +++

১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বছরের সেরা কৌতুক উপহার দিতে পেরে নিজেকে খুব কৃতার্থ মনে হচ্ছে :)


উদার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

বেশ কিছুদিন পর আপনাকে দেখছি আমিনুর ভাই। আশা করি ভালো ছিলেন।

শুভেচ্ছা।

৮| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৯:১০

অলওয়েজ ড্রিম বলেছেন: পুরুষ মানে কি ঘাড়ত্যাড়া? একরোখা? কঠিন? কোথাও নুইবে না? তাহলে প্রথম লাইন ঠিক আছে।

আমার কাছে পুরুষ সে যে তার পৌরুষের তরঙ্গাঘাতে উদ্বেলিত হয়ে নারীর সামনে প্রেমে (কামে ও ভালোবাসায়) নমনীয় হবে। বৃদ্ধরা নারীর সামনে সাধারণত মাথা নোয়ায় না। বিনয় কম করে। কারণ তাদের পৌরুষ শেষ হয়ে যায়। ঐ যে লাঞ্চন গল্পের বিখ্যাত সেই উক্তিটি মনে নেই? - আমার বয়স সেই বৃদ্ধদের মতো অতো বেশিও হয়ে যায় নি যারা আর নারীর অনুরোধ রাখার প্রয়োজন অনুভব করে না।

স্মৃতি থেকে লিখলাম। উদ্ধৃতিটা হুবহু দিতে পারলাম না। তবে ভাবার্থটা এরকমই।

"অনির্বাণ বোধ" দারুণ লেগেছে। "বিকেল হেসে ওঠে কাঁধে রেখে দুপুরের সুখ" খুবই ভাল লাগার মতো একটি লাইন। তবে অর্থটা স্পষ্ট হয় নি। একটু খোলাসা করবেন?

"কবিতা"র প্রথম অংশ অসাধারণ হয়েছে। এমন ফ্যান্টাসি বেশ লাগে।

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরুষদের ব্যাপারে যা বললেন তাতে দেখি আমার চোখ খুলে গেলো! :) :) খুব ভালো বলেছেন :)

নারীর কাছে আত্মসমর্পণ অনেক গর্ব ও আনন্দের- নর ও নারী উভয়ের জন্য, যাঁরা এক মহৎ প্রেমের বন্ধনে আবদ্ধ। কিন্তু মেয়েদের দেখলেই নিজের সবটুকু বেচে দিতে হবে, আমি সেটা সাপোর্ট করি না। ‘দ্য লাঞ্চ্যন’ গল্পের নায়ক তার যৌবনোচিত কাজটি করেছিলেন, কিন্তু তিনি এতই সংযত ছিলেন যে তাঁর ব্যক্তিত্ব আগাগোড়া উজ্জ্বল আলোয় ভাস্বর ছিল। আচ্ছা যাই হোক, আপনার মতামতের প্রতি আমার শ্রদ্ধা থাকলো।

পোস্টের বাকি অংশের ব্যাপারে যা বললেন তাতে আমি বিগলিত। ধন্যবাদ আপনাকে।

শুভেচ্ছা জানবেন।

৯| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

দালাল০০৭০০৭ বলেছেন: ভাল লাগল ভাই । ++++++++

১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দালাল ভাই।

১০| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯

বটবৃক্ষ~ বলেছেন:

মামুন রশিদ বলেছেন: ১) সুন্দরীদের দেখে কুপোকাত হলে পুরুষ কি পুরুষ থাকে না?? :| B:-/

২) ব্যতিক্রমের উদাহরণে স্বজনপ্রীতি হয়েছে


;) B-) B-) B-) শহমত!!! হাহহাহা!!


আর কবিতা গুলো পরে মুগ্ধ!!!
কবিতারা ফ্যান্টাসি নয়, কবিতারা জীবন। তুমি আর আমি রক্তমাংসে কবিতার ভিতর।


খুব মূল্যবান কথামালা!

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ আপনিও শেষ পর্যন্ত মামুন ভাইয়ের সাথে শহমত পোষণ করলেন? :) :) এ কথা আমার অনেকদিন মনে থাকবে :) :)


তবে কবিতাগুলো পড়ে মুগ্ধ হয়েছেন জেনে উচ্ছ্বসিত হলাম :) আপনাকে অনেকগুলো ধন্যবাদ ;)

১১| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪২

অদৃশ্য বলেছেন:





'' সুন্দরীদের সমীপে পুরুষেরা চিরকালই নতজানু। এর ব্যতিক্রম মাত্র
একজনকেই দেখা যায়- সে হলেম আমি।''

________ হাসিটা কিভাবে হাসলে ভালো লাগবে তাই ভাবছি কবি...



শুভকামনা...

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট পড়ে ফিক করে হেসে ফেললাম যে ;) তবে আপনি কীভাবে হাসলেন সেটা দেখার জন্য মনটা অস্থির হয়ে গেলো যে!!!!!

১২| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩

অদৃশ্য বলেছেন:






শেষের কবিতাটি অনবদ্য... অনন্য...



কবির জন্য
শুভকামনা...

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মতো কবির কাছ থেকে এমন প্রশংসা পাওয়া আমার জন্য বিরাট প্রাপ্তি।


অদৃশ্যকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

১৩| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২০

লাবনী আক্তার বলেছেন: সুন্দরীদের সমীপে পুরুষেরা চিরকালই নতজানু। এর ব্যতিক্রম মাত্র একজনকেই দেখা যায়- সে হলেম আমি।


এই লাইন পরে অনেক্ষন হেসেছি। :D :D :P :P



কবিতারা ফ্যান্টাসি নয়, কবিতারা জীবন। তুমি আর আমি রক্তমাংসে কবিতার ভিতর।


চমৎকার লাগল শেষেরটা।

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার হাসিটা অনেক চমৎকার লাগলো আপুমণি ;) এমন হাসি কি সবাই হাসতে পারে? আর আমিও আপনাকে হাসাতে পেরে গর্বিত বোধ করছি ;)


শেষের কবিতার ব্যাপারে মন্তব্যে খুব খুশি হলাম।

ধন্যবাদ আপু।

১৪| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই কী যে চমৎকার হয়েছে তা বুঝানো যাবেনা।







ধন্যবাদ।

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার এক্সপ্রেশন আমাকে মুগ্ধ করলো। অনেক ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী।

১৫| ১৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভালো বলেছেন আপু।

১৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দেওয়ান কামরুল হাসান রথি ভাই।

১৬| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:০৩

শুঁটকি মাছ বলেছেন: কবিতারা ফ্যান্টাসি নয়, কবিতারা জীবন। তুমি আর আমি রক্তমাংসে কবিতার ভিতর।

অসাধারণ!!!!!!

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শুঁটকি মাছ।

১৭| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কিছু কবিতা নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
কবিতা যখন সালিশ বসায়, উপেক্ষা করা অসম্ভব।

শেষ কবিতার বিষয় 'কবিতা'। যে প্রসংগ এসেছে, তার জবাব ইতোমধ্যে অসংখ্য আমাদের মাঝে। মহাকাল কোন সব ধারণ করছে। তারপরও ভিন্ন ভিন্ন প্রচেষ্টা ব্যাপারটাই সুন্দর।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



কিছু কবিতা নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
কবিতা যখন সালিশ বসায়, উপেক্ষা করা অসম্ভব।
চমৎকার বলেছেন আশরাফ ভাই। চিন্তাশীল উক্তি।

‘কবিতা’র ব্যাপারে গঠনমূলক বক্তব্য ভালো লাগলো।


ধন্যবাদ আশরাফুল ভাই।

১৮| ১৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩০

এহসান সাবির বলেছেন: উড়ে যায় দূরের আকাশ, পালকে একগুচ্ছ মেঘ
বিকেল হেসে ওঠে কাঁধে রেখে দুপুরের সুখ
বাতাস আছড়ে পড়ে জরাজীর্ণ, বিদীর্ণ ধুলোয়। একঝাঁক পিঁপড়ে
ঘুম ভুলে উল্লাসে ফেটে পড়ে। ঝিমখাওয়া সময়কে খাবলে খেতে খেতে
সতেজ ঘাসের মতো লকলকে চোখে থরে থরে জেগে ওঠে বিশুদ্ধ জিগীষা

চলো, জীবনকে খুঁড়ে দেখি- সব রং, রূপ ও নির্যাস- তোমারই.........

পোস্টে ভালোলাগা।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই। শুভ কামনা।

১৯| ২০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫০

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ব্লগে দেখি না অনেক দিন হয়ে গেলো। খুব ব্যস্ত নাকি?


ধন্যবাদ কমেন্টের জন্য। শুভ কামনা।

২০| ২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:০৪

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: তেমন ভাল লাগলো না।

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার পোস্ট তেমন ভালো লাগলেও আপনার নিকনেইমটা আমার দারুণ পছন্দ হলো।

অনেক ধন্যবাদ এবং শুভ কামনা মলিন পট্টবস্ত্র।

২১| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: “ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা
নিতান্ত সহজ সরল,
সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি
তারি দু-চারটি অশ্রু জল।
নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা,
নাহি তত্ত্ব নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে
শেষ হয়ে হইল না শেষ...”

এখন তখন বয়ে আসা বাতাসের মতো
মনের অনুভূতিগুলো লিপিবদ্ধ করে
সংরক্ষণ করা তোমার গুণ...
যা সব লেখকেরই থাকা প্রয়োজন।
সকালের শুভেচ্ছা।

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তুমি আমার ভিতরে একটা গুণ আবিষ্কার করতে পেরেছ, সেজন্য তোমাকে ধন্যবাদ এবং নিজের গুণ দেখে নিজেই পুলকিত বোধ করছি।

তোমাকেও শুভেচ্ছা, মহিয়সী।

২২| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সর্বনাশ! পুরুষ নিয়ে এত কিছু! আমি তো অতি সাধারন পুরুষ। 8-| #:-S :P


কবিতারা ফ্যান্টাসি নয়, কবিতারা জীবন। তুমি আর আমি রক্তমাংসে কবিতার ভিতর।
দারুন বলেছেন, কবিতারা আসলেই ফ্যান্টাসি নয়, কবিতারা জীবন।

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


:) :) :)


অনেক ধন্যবাদ মোজাদ্দিদ ভাই।

২৩| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৮

বাবুল হোসেইন বলেছেন: পুরুষ চিরকালই ‘পুরুষ’ নয়- ‘সুন্দরী’দের দেখলেই কুপোকাত।

টেস্টিং কমেন্ট.।।

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: টেস্টিং কমেন্ট সাকসেসফুল ;) ধন্যবাদ বাবুল ভাই।

২৪| ২১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৭

আফ্রি আয়েশা বলেছেন: চমৎকার !!!
পড়ে খুব আনন্দ পেলাম ।

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পড়ে আনন্দ পেয়েছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

২৫| ২১ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৯

বৃষ্টিধারা বলেছেন: মজা লাগলো পোষ্ট এবঙ মন্তব্য ।

২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে দেখেও ভালো লাগছে। ধন্যবাদ উপস্থিতির জন্য ;)

শুভেচ্ছা।

২৬| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

মোঃ ইসহাক খান বলেছেন: বুদ্ধিদীপ্ত, চমৎকার, সংক্ষিপ্ত সব বচন।

শুভেচ্ছা।

২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার। শুভেচ্ছা।

২৭| ২২ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৪

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: অনেক গুণই আছে এখানে একটার কথা বলেছি।
হৃদয় নিংড়ে তোমার মতো করে সত্য সাজানোর গুণ
কম লেখকেরই আছে। এগুলোই দেখবে একদিন
মহাকাব্যে রূপ নিয়েছে। শুভেচ্ছা অবিরাম।

২২ শে মার্চ, ২০১৪ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তোমার কথায় সত্যিই নিজেকে আবিষ্কার করছি ;)

২৮| ২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৩৫

মাহমুদ০০৭ বলেছেন: কত জন কত কথা বলে যায় ,
সব পড়ি আর ভাবি আমি কতই না তুচ্ছ ।

ছাই ভাই কত সুন্দর করে লিখে , হিংসে হয় একটু একটু ;)


আপনি ই আসল পুরুষ এ কথা জানতে পেরে খুবই ভাল লাগছে ;)
আচ্ছা সুন্দরী দেখলে মাথা ঘুরায় কেন ? বলতে পারেন ? :P

পুরো পোস্ট আর কমেন্টে অনেক অনেক ভাল লাগা । খুবই উপভোগ
করলাম ।

ভাল থাকুন ছাই ভাই :)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


আচ্ছা সুন্দরী দেখলে মাথা ঘুরায় কেন ? বলতে পারেন? :P


সুন্দরীদের দেখে পুরুষেরা মাথা ঘুরে পড়ে যায়- ইতিহাসে এর অসংখ্য নজির রয়েছে, কিন্তু পুরুষ দেখে নারীরা ফেইন্ট হয়ে গেছে- ইতিহাসে এমন কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায় না। এর কারণ কী? আপনার মতো আমিও এ প্রশ্নের জবাব খুঁজছি বহুকাল ধরে। আমার অস্থিরতা দেখে অবশেষে গুরু আশীর্বাদ করে বলেছিলেন, ‘প্রার্থনা করি, পরজন্মে সুন্দরীতমা হও।’

২৯| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৯

বৃতি বলেছেন: কবিতা নিয়ে শেষ ভাবনাগুলো বেশ ভাল লাগলো।

আর প্রথমদিকের অনেকগুলো কথাতে হাসলাম :P

আপনার "ছাই ভাই" নামটা বেশ মজার। ব্যবহার করা শুরু করব কিনা চিন্তা করছি।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে হাসাতে পেরে নিজেকে কৃতার্থ মনে হচ্ছে আপু ;)

জুন আপু বলে ছাই ভাই বা দেশি ভাই, কেউ কেউ ধুলো ভাই, আর কেউ কেউ সোনা ভাই বলেন আসল নামের বাইরে ;) যে-কোনো সম্বোধনেই খুব গর্বিত এবং আনন্দিত বোধ করি ;)

ভালো থাকুন আপু।

৩০| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: কবিতা বাদে সবটাতে মজা পেয়েছি । আর কবিতা পড়ে আপনার কবিতা বিষয়ক ভাবনায় মুগ্ধ হয়েছি ! :)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আদনান ভাই।

৩১| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৮

মিছবাহ পাটওয়ারী বলেছেন: সুন্দরীদের সমীপে পুরুষেরা চিরকালই নতজানু। এর ব্যতিক্রম মাত্র একজনকেই দেখা যায়- সে হলেম আমি। --- হা হা হা। ভালোই লিখেছেন

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ;)


ধন্যবাদ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.