নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

জনৈকা সুশ্রী গায়িকার প্রতি

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৩২

আনিলাম

অপরিচিতের নাম

ধরণিতে,

পরিচিত জনতার সরণিতে।












এর আগে আমি এক সুশ্রী অভিনেত্রীর প্রেমে পড়েছিলাম

যাঁর কবিতাগুলো তাঁর রূপের চেয়েও অধিক হৃদয়ভেদী ছিল।

তাঁকে প্রেম প্রকাশের আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন- প্রেম তাঁর

নেশা নয় উঠতি কবিদের মতো। তিনি বলেছিলেন- ‘কবিতা লিখুন।’

কবিতা লিখতে লিখতে আমি অন্ধ ও অসাড় হয়ে বহুকাল মুখ থুবড়ে পড়ে

ছিলাম কোনো এক অরণ্যের রুক্ষ সরণিতে। দূর থেকে পবিত্র ধ্বনির

মতো ভেসে আসে তোমার অমৃত কণ্ঠসুর- ‘মনমাঝি নাইয়া- ’

চমকে সম্বিৎ ফিরে পেলে নিজেকে আবিষ্কার করি তীব্র ছুটে যেতে

তোমার সুরের উৎসে। তুমি ধীর রাগে গাইছিলে- ‘ভবনদীর কুল...’



হে সুন্দরী গায়িকা, রহস্যময়ী কবিতা-কন্যা, তুমি তো কবিতা

বোঝো না, বোঝো না কবিকে; তুমি যখন গাও, শহরের বাগান

যখন মূর্ছনায় বুঁদ হয় তোমার পায়ের ছন্দে, দুপুরের অলস পৌরুষে

তখন সচকিত জেগে ওঠে ঝড়। খুঁটিয়ে খুঁটিয়ে তোমাকে খুঁজি-

তোমার ফ্যানপেইজ- নিত্যরঙিন শাড়ি ও সাজনে তোমাকে

ভিন্ন ভিন্ন রূপে খুঁজি- কাশবন, নদীচর- শহীদ মিনার- তোমার

সুনির্মল চোখ আমাকে কাঁদায়, গভীর দৃষ্টিতে আমি ডুবে যাই-

হায়- তোমাকে নিয়ে আজও কোনো কবি কবিতা লিখেন নি,

কোনো গান লেখা হয় নি তোমাকে নিয়ে- অথচ একদিন আচানক

অকল্যান্ড ভ্রমণে বের হয়ে প্রেমিকের পাশে বসে বিয়ের কাজটি

সেরে ফেললে- তুমি তখন আনন্দে উদ্বেলিত- তখন বাংলাদেশের

জীর্ণ কুটিরে জনৈক কবির রক্তাক্ত হৃৎপিণ্ড মৃত্যুযন্ত্রণায় ছটফট করছিল



তোমাকে মানুষ জানতো না। কেউ কেউ জানতো। আজ জানবে অনেকে।



তোমার এই রূপ যেদিন থাকবে না, সুশ্রী অভিনেত্রীও যেভাবে

বিগত-যৌবনা হয়েছেন- সেদিন আমারও চোখ থাকবে না তোমার

শাড়ির ভাঁজ আর শরীরের রহস্য পরতে পরতে পরখ করার।

কিন্তু জেনে রাখো- সেদিন তোমার একটি বাসনা খুব তীব্র হবে-

কোনো এক কবি সেই বহুকাল আগের মতো প্রতিটা অলস দুপুরে

তোমাকে খুঁজে খুঁজে যেন বিধূর সন্ন্যাসী হয়। সেদিনও ‘তোমার’

কবিতারা বেঁচে থাকবে- আর বিষণ্ণ ফুলের মতো আমার সমাধিতে

লুটিয়ে পড়ে নিরন্তর নিভৃতে কাঁদবে- নীরবে কেবলই কাঁদতে থাকবে।



২৮ এপ্রিল ২০১৪













কোনোদিন যদি মনে হয়

মিছেই নষ্ট করেছি সময়

গানের পেছনে,

তোমার গনগনে

রূপের উত্তাপে ধ্বংস করেছি নিজেকে;

যদি মনে হয়-

এসব বালখিল্য কবিতারা কবির জন্য নয়

তবুও অগ্নিভূক পোকাদের মতো

ঝাঁপ দেব তোমার আগুনে।

যদিবা অগণন খ্যাতির ভিতরে

কোনো একদিন ‘তোমার’ কবিতারা কলঙ্কিত তারা হয়ে

এঁকে দেয় দুর্লঙ্ঘ্য ক্ষত-

তবুও তোমাকেই চাই- তোমার প্রেমেতে কবিতার অমরত্ব।

তবু তুমি ধরে রেখো সুর, রূপের দ্রোহ

তোমাতে আমার সন্ন্যাস, তোমাতেই ধ্যানের সমারোহ।



২৯ এপ্রিল ২০১৪









অমিত সম্ভাবনাময়ী এ সুকণ্ঠী ও সুশ্রী গায়িকার নাম সিঁথি সাহা। আমি অবাক হচ্ছি এ কারণে যে এরকম ট্যালেন্টেড একজন গায়িকাকে আমরা খুব কম মানুষই চিনি- এমনও হতে পারে যে আমাদের এই ব্লগ বা আমার ফেইসবুক ফ্রেন্ডদের মধ্যে হয়তো অনেকেই তাঁর নাম আজ প্রথম বারের মতো জানলেন। আমি অবশ্য এর আগে সিঁথি সাহাকে নিয়ে এই ব্লগে তিনটা পোস্ট পাবলিশ করেছিলাম, এবং ফেইসবুকেও বেশ কয়েকবার তাঁকে নিয়ে স্টেটাস দিয়েছি। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘কল্পনা’, ‘অলস দুপুর’, ‘প্রার্থনা’, ‘পহেলা বৈশাখ’, ‘বৈঠা’, ‘তুমি প্রথম তুমি শেষ’, ‘ভেবে ভেবে’, ‘না বলো না’, ‘পূর্ণতা’, ইত্যাদি অন্যতম। আমার জানা মতে এ পর্যন্ত তাঁর দুটো একক এ্যালবাম বের হয়েছে। ‘প্রজাপতি’ ছায়াছবিতে তাঁর ‘টাকা’ গানটি আমার কাছে অসাধারণ লেগেছে। তাঁর কণ্ঠ দরাজ ও শক্তিশালী।









ইউটিউবের লিংক কাজ করছে না। নিচের লিংকে ক্লিক করে সরাসরি ইউটিউবে গিয়ে তোমার দেয়া শেষ কথা গানটি শোনা যাবে। এ গানের কোনো ভিডিও নেই। সিঁথি সাহার স্টিল ফটোগ্রাফ দিয়ে এটি করা হয়েছে।







কোনো এক সুশ্রী গায়িকাকে নিয়ে কবিতা লিখেছি, একদিন এটি আমার জন্য খুব বিব্রতকর হতে পারে। নিজেকে খুব তুচ্ছ, খাটো মনে হতে পারে, কলঙ্কচিহ্নের মতো আমার সকল খ্যাতিকে ধূলায়িত ও ম্লান করে দিতে পারে। এ গায়িকার নাম-ডাক যদি খুব অচিরেই বাংলাদেশের হৃদয় হতে মুছে যায়, আর কবি হিসাবে আমার খ্যাতি ছড়িয়ে পড়ে- সিঁথিকে নিয়ে লেখা আমার কবিতা যেমন মূল্য পাবে না, তেমনি এক অখ্যাত গায়িকাকে নিয়ে কবিতা লেখার দায়ে পদে পদে আমাকে হয়তো ভর্তসনার শিকার হতে হবে। কিন্তু তা সত্ত্বেও সিঁথিকে মানুষ তখন আবার নতুন করে খুঁজবেন, সিঁথি আবার জেগে উঠবেন। এর উলটোটা যদি ঘটে- এ গায়িকা বাংলাদেশের শীর্ষে পৌঁছে গেলেন, আর কবি হিসাবে আমি আজকের মতোই অজ্ঞাত ও অখ্যাত থেকে গেলাম, সিঁথিকে নিয়ে লেখা আমার কবিতা কোনো মূল্য পাবে না; প্রিন্সেস ডায়ানা, ক্লিওপেট্রা, মেরিলিন মনরো, ঐশ্বরিয়া রাইকে নিয়ে সবাই যা খুশি লিখবেন তা বলাই বাহুল্য। কিন্তু তবু আমি এটাই চাই- যাতে আমার এ লেখাটি সেদিন জ্বলন্ত সাক্ষী হয়ে জেগে ওঠে- হ্যাঁ, আমিই সর্বপ্রথম সিঁথিকে আবিষ্কার করেছিলাম, সিঁথি একদিন শীর্ষে উঠবেন- আমি ছাড়া আর কেউ সিঁথির মধ্যে এ সম্ভাবনা আবিষ্কার করতে পারেন নি।



সিঁথি সাহা তাঁর রূপের কারণে নয়, কণ্ঠমাধুর্যের কারণেই মানুষের হৃদয়ে স্থান লাভ করবেন, অনেক অনেক দিন বেঁচে থাকবেন।



***



পরিশিষ্ট



***



সিঁথি সাহার কয়েকটি মিউজিক ভিডিও নিচে যুক্ত করা হলো। ‘বৈঠা’ আমি রিমিক্স করেছি। ‘বৈঠা’ এবং ‘তোমার দেয়া’ গান দুটোর কোনো মিউজিক ভিডিও করা হয়েছে কিনা জানি না। সিঁথি সাহার স্টিল ফটোগ্রাফ দিয়ে ও দুটোর মিউজিক ভিডিও আমার বানানো।





অলস দুপুরে









কল্পনা









এলো এলো বৈশাখ









প্রার্থনা









বৈঠা – মনমাঝি নাইয়া









তোমার দেয়া শেষ কথা মনে পড়ে যায়









সিঁথি সাহাকে নিয়ে আমার আগের পোস্ট ও ফেইসবুক স্টেটাস সমূহ



সিঁথির সাহার 'বৈঠা'র খোঁজে; অতঃপর আরো কিছু গান

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৪



সিঁথি সাহার গাওয়া একটি গান - বৈঠা নে তোর মনমাঝি নাইয়া

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৯



সিঁথি ও আনানের গান

১১ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১



সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া ফেইসবুক

16 September 2010 at 02:11



সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩২





সিঁথি সাহার ফেইসবুক ফ্যানপেইজ

মন্তব্য ৬২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৫৮

মাহমুদ০০৭ বলেছেন: উনার নাম আমি আগে শুনিনি । আজ প্রথম শুনলাম - আপনার মারফত ।

গান শুনে দেখব ।

হ্যাঁ, আমিই সর্বপ্রথম সিঁথিকে আবিষ্কার করেছিলাম, সিঁথি একদিন শীর্ষে উঠবেন- আমি ছাড়া আর কেউ সিঁথির মধ্যে এ সম্ভাবনা আবিষ্কার করতে পারেন নি। - তাই যেন হয় , তাই যেন হয় ।

উনার বরাত খুবই ভাল - আপনার নজর কাড়তে পেরেছেন :)
কবিতা অসাধারণ হয়েছে ।

ভাল থাকুন প্রিয় ছাই ভাই :)

০৩ রা মে, ২০১৪ রাত ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছুক্ষণ আগে পোস্ট এডিট করে সিঁথি সাহার কিছু মিউজিক ভিডিও যোগ করে দিলাম। সময় পেলে দেখবেন।

আমার বরাত খুবই খারাপ- কারণ সিঁথি সবার নজরই কেড়ে নিচ্ছেন ;) ভালোবাসা ভাগ হয়ে যাচ্ছে ;)

আপনিও ভালো থাকুন প্রিয় মাহমুদ ভাই।

২| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:১২

মামুন রশিদ বলেছেন: ছবি দেখে আপনার মত আমিও প্রেমে পড়ে গেলাম 8-|



হিংসা হিংসা! একজন কবির জন্য এক বুক হিংসা !!

০৩ রা মে, ২০১৪ রাত ১০:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাঃ হাঃ হাঃ হিংসার কথা শুনে খুব আরাম পাচ্ছি প্রিয় মামুন ভাই ;)

ধন্যবাদ।

ভালো থাকুন।

৩| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


একসময় সুমনা হকের প্রেমে পরছিলাম এখনও উঠতে পারিনাই ........ :( :(

০৩ রা মে, ২০১৪ রাত ১০:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আজ থেকে আরও ২৬ বছর আগে আমার এক কলিগকে দেখতাম সুমনা হকের জন্য পাগল। কিন্তু গানের পাগল না;) পিঠের উপর দিয়ে কোমর ছাড়িয়ে প্রায় হাঁটু পর্যন্ত ঝুলে পড়া চুলের পাগল ছিল সে ;) সুমনা জানেন গানের মতো চুলও তাঁর সম্পদ, তাই বার বার পিছন ফিরে চুল দেখাচ্ছেন ;)

ধন্যবাদ শেয়ার করার জন্য। সুমনার প্রতি আপনার প্রেম অটুট থাক- এই কামনা।

৪| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৫৫

ডি মুন বলেছেন: বাহ, সিঁথি ভীষণ সুশ্রী । আপনার কবিতার মতোই :)

০৩ রা মে, ২০১৪ রাত ১০:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডি মুন। শুভেচ্ছা।

৫| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমার ল্যাপটপে সিথি সাহার ১৩ টা গান আছে। প্রায়ই শুনতে হয় :)

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জেনে ভালো লাগলো।

‘নির্বাচিতা’ এ্যালবামের লিংকটা কি আছে? আগে একবার ডাউনলোড করেছিলাম। এখন খুঁজে পাচ্ছি না।

ধন্যবাদ আশরাফুল ভাই।

৬| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৩৮

অন্ধবিন্দু বলেছেন:

সিঁথি সাহার গান শুনবো। পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই। উদ্বেলিত-কবিতা বেশ ভালো লাগলো।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অন্ধবিন্দু। শুভেচ্ছা।

৭| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:২৭

সবুজসবুজ বলেছেন: বেশ প্রতিভাবান শিল্পী। যদিও আমি আগে কোনোদিন এর গান শুনিনি বা শোনার সৌভাগ্য হয় নি। ভালো হত যদি বাকী গানগুলোর লিঙ্ক দিতেন।


গানের প্রেমে পড়া নিয়ে আমার নিজের একটা কথা মনে পড়ে গেল। আমি তখন বেশ ছোটো। প্রেমে পড়ার মতো বয়স তখনো হয় নি। তবু গান শুনে এক বিখ্যাত শিল্পীর প্রেমে পড়ে গেলাম। তখনো তাঁর কোনো ছবি দেখার সৌভাগ্য হয় নি। কারণ তখন এতটা আধুনিক জীবন ছিল না। গান শুনে মনে মনে তাঁর ছবি কল্পনা করে নিয়েছিলাম। মনের যত রঙ মেশানোর সবটা মিশিয়ে নিতে কোনো কার্পণ্য করিনি। তাঁর গলার সুরের মতোই চেহারা কল্পনা করেছিলাম তাঁর।

অনেকটা পরে তাঁর ছবি দেখার সৌভাগ্য হয়েছিল। কিন্তু আমার কল্পনার ছবির সঙ্গে সেই ছবি মেলেনি। কিন্তু তারপরে যতদিন গেছে তত তার প্রেমে পড়েছি।

তিনি লতা মঙ্গেশকর।


ভালো থাকবেন।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার দাবি অনুযায়ী সিঁথির কিছু গান যোগ করে দিলাম।

গান শুনে এক বিখ্যাত গায়িকার প্রেমে পড়ার কাহিনি খুব ভালো লাগলো। লতা’র কণ্ঠ তাঁর বাহ্যিক সৌন্দর্যের অনেক উর্ধ্বে।

শুভেচ্ছা জানবেন।

৮| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

ডট কম ০০৯ বলেছেন: দূর্জয় ভাই সিথি সাহার গান ধার দেন।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সিঁথির ফেইসবুক ফ্যানপেইজে যান। ওখানে তাঁর গানগুলো পাবেন। অন্য একটা সাইটের লিংকও দেয়া আছে। তাছাড়া ইউটিউবে তো পাবেনই।

বেশ কিছু গান যুক্ত করা হয়েছে।

ধন্যবাদ আরমান ভাই।

৯| ০৩ রা মে, ২০১৪ রাত ৯:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//তবুও তোমাকেই চাই- তোমার প্রেমেতে কবিতার অমরত্ব
তবু তুমি ধরে রেখো সুর, রূপের দ্রোহ
তোমাতে আমার সন্ন্যাস, তোমাতেই ধ্যানের সমারোহ।//

সুন্দরকে নিয়ে বিব্রত হবার কিছু নেই। বরং সুন্দরের যথাযথ মূল্যায়নের জন্য পুরস্কার প্রাপ্য।



বিষয়টি শৈল্পিক দৃষ্টিকোণ থেকে স্বতন্ত্রভাবে দেখলে অসাধারণ একটি দু'টি কবিতা। সবমিলিয়ে একটি উত্তম ব্লগ পোস্ট।

শুভেচ্ছা জানবেন, কবি :)

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কাছ থেকে একটি উত্তম ব্লগপোস্টের স্বীকৃতি পেয়ে আনন্দিত। এটাই আমার পুরস্কার। বাকি যে কথাগুলো বললেন তাও আমার কম প্রাপ্তি নয়।

অনেক ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন ভাই।

শুভেচ্ছা।

১০| ০৩ রা মে, ২০১৪ রাত ৯:৫৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
শুক্লপক্ষ হতে আনি
রজনীগন্ধার বৃন্তখানি
যে পারে সাজাতে
অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে,
যে আমারে দেখিবারে পায়
অসীম ক্ষমায়


আমার অতিপ্রিয় উপন্যাসের লাইনগুলো দেখে
প্রথমেই মনটা ভালো হয়ে গেল, তাই
আরও কয়েকটা লাইন তুলে দিলাম !!

শুভকামনা সেই শিল্পির জন্য ।
আপনার লেখায় অনেক ভালোলাগা !!

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা। কিছু লাইন শেয়ার করার জন্য কিছু বাড়তি ধন্যবাদ নিন ;)

শুভেচ্ছা।

১১| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম শুনলাম উনার নাম । সময় সুযোগ হলে গান এনজয় করার চেষ্টা করবো ।

০৩ রা মে, ২০১৪ রাত ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।

১২| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম শুনলাম উনার নাম । সময় সুযোগ হলে গান এনজয় করার চেষ্টা করবো ।

১৩| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্রিন্স মাহমুদ ফিচারিং 'নির্বাচিতা'

দরিদ্র.কমের লিংক দিলাম।

কোনটা সমস্যা হলে বইলেন। আপলোড করে দেয়া যাবে।

০৩ রা মে, ২০১৪ রাত ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নাহ্‌, হচ্ছে না। কী ধরনের সমস্যা যেন।

থাক, কাল দেখবো নে ;)

ধন্যবাদ কষ্ট করার জন্য।

১৪| ০৩ রা মে, ২০১৪ রাত ১০:৫৮

ডার্ক ম্যান বলেছেন: আপনাকে দেখে আমি অনুপ্রাণিত হইলাম। আমিও শুরু করতে চায় তারকাদের প্রতি আমার একতরফা প্রেমের কাহিনী। ;) ;) ;) ;) B-)

০৩ রা মে, ২০১৪ রাত ১১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনুপ্রাণিত হচ্ছেন বলে ভালো লাগলো। তবে আমার আরও দু-একজন আছে কিন্তু ;)

১৫| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:০৬

ডার্ক ম্যান বলেছেন: আমার ১০ থেকে ১৫ জন হবে। এর মধ্যে দুই তিনজন আবার ইন্ডিয়ান ঝাল।

০৩ রা মে, ২০১৪ রাত ১১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও



সেই অর্থে অবশ্য আমার সংখ্যাও আরও বাড়বে ;)

১৬| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৯:৩০

সোনালী ডানার চিল বলেছেন:
আপনার কবিতা সুন্দর, আরধ্য মানবী সুন্দর- তার গানও শ্রুতিমধুর!
তবে আগে কখনও তার গান শোনা হয়নি।

আপনার জন্য শুভেচ্ছা!!

০৮ ই মে, ২০১৪ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরাধ্য মানবী সুন্দর জেনে ভালো লাগছে। তাঁর গান শ্রুতিমধুর জেনে আরও বেশি ভালো লাগছে। আশা করি তাঁর গান আগামীতেও আমাদের আনন্দ দিতে থাকবে।

ধন্যবাদ প্রিয় কবি।

১৭| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১০:০৭

এহসান সাবির বলেছেন: ভিডিও গুলো দেখবো।

০৮ ই মে, ২০১৪ রাত ১০:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি ভালো লাগবে।

ধন্যবাদ এহসান ভাই।

১৮| ০৪ ঠা মে, ২০১৪ রাত ১১:৩০

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ইয়ে মানে ওনার প্রতি আমারও ঈষৎ দুর্বলতা আছে :!> আমার মনে হয় ওনার প্রতি সুবিচার করা হয়নি । তবুও ওনার বয়স অল্প, আশা করি উনার কাছে থেকে সুন্দর কিছু গান পাওয়া যাবে :!>

০৮ ই মে, ২০১৪ রাত ১০:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


আমার মনে হয় ওনার প্রতি সুবিচার করা হয়নি।

:( :( :( :( :( :( :( :(

ওনার প্রতি আপনারও ঈষৎ দুর্বলতা আছে জেনে হিংসা লাগছে যে!!!!


আশা করি তাঁর গানগুলো শুনবেন ;)

১৯| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:২৪

সপ্নাতুর আহসান বলেছেন: মামুন রশিদ বলেছেন: ছবি দেখে আপনার মত আমিও প্রেমে পড়ে গেলাম 8-|
স হও ম ত
গান তো দেখে বলা যায় না, সেটা শুনেই বলতে হবে। লেখাটা বেশ ভাল লেগেছে।

০৮ ই মে, ২০১৪ রাত ১০:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখা ভালো লেগেছে জেনে আমি খুশি। সিঁথির গান ভালো লাগলে এ পোস্টের পেছনে ব্যয়িত শ্রম সার্থক হবে বলে মনে করছি ;)

ধন্যবাদ স্বপ্নাতুর আহসান ভাই।

২০| ০৫ ই মে, ২০১৪ রাত ৯:১৪

আমি সাদমান সাদিক বলেছেন: আগে জানতাম না , আশা করি গান শোনা হবে ।

০৮ ই মে, ২০১৪ রাত ১০:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন জানতে পারলেন তো! আশা করি গানগুলো শুনে দেখবেন। ধন্যবাদ।

২১| ০৫ ই মে, ২০১৪ রাত ৯:১৪

আমি সাদমান সাদিক বলেছেন: আগে জানতাম না , আশা করি গান শোনা হবে ।

২২| ০৭ ই মে, ২০১৪ সকাল ৮:৪৫

কয়েস সামী বলেছেন: অাপনের কাছে ম্যাগাজিন পাঠামু। ক্যামনে?

০৮ ই মে, ২০১৪ রাত ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফেইসবুকে আপনার নাম খুঁজে বের করেছি, কিন্তু ওটা যে আপনারই নিকনেইম তা নিশ্চিত নই। মেসেজ পাঠিয়েছি। জবাবের অপেক্ষায় এখন ;)

২৩| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৪০

ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: ১ ও ২ দু’টি কবিতাই সুন্দর লেগেছে।
২ বেশি ভালো লেগেছে। তা সিঁথি সাহাকে
লিঙ্ক দেয়ার কথা ভুলো না কিন্তু!
আজ আমার গুরুর শুভ জন্মদিন---
তাঁকে ভালোবাসি---
http://www.youtube.com/watch?v=EPZz7Ni6qX8

০৮ ই মে, ২০১৪ রাত ১১:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২টি কবিতাই সুন্দর লেগেছে জেনে আনন্দিত। কিন্তু সিঁথিকে এ পোস্টের লিংক দিলে জগতের কী কী উপকার সাধিত হবে, তা বলো দিকি ;)

২৪| ০৮ ই মে, ২০১৪ বিকাল ৪:১২

বাংলার ঈগল বলেছেন: গ্রাম্য ভাষায় একটা কথা প্রচলিত আছে:

যে না চেহারা নাম রাখছে পেয়ারা!

আশা করি আরো ভালো গান উপহার দিবে এবং জনপ্রিয় হবে। (কিন্তু প্রভা/আখির মত জনপ্রিয় না!)

০৮ ই মে, ২০১৪ রাত ১১:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২৫| ০৮ ই মে, ২০১৪ রাত ৮:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: গায়িকার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ। উনার গান আগে শুনিনি, শুনে দেখা দরকার।

আর কবিতাগুলো বেশ!

০৮ ই মে, ২০১৪ রাত ১১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি গানগুলো আপনার ভালো লাগবে।

ধন্যবাদ প্রোফেসর সাহেব।

২৬| ০৮ ই মে, ২০১৪ রাত ৯:৩২

তাসজিদ বলেছেন: সুন্দরি দেখলেই মন খারাপ হয়ে যায়।

০৮ ই মে, ২০১৪ রাত ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হুম! তো, এ রোগের কী ওষুধ? ;) ;)

২৭| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

কয়েস সামী বলেছেন: সম্ভবত ওটা আর কারো। সার্চ বাটন টিপলে এক ইসরাইলের এক কয়েস সামীর অাইডি পাওয়া যায়। আপনি মনে হয় তারেই নক করসেন!! আপনার অাইডি দিলে আমিই এড করুম নে।

০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইতো বলি, কোনো রিসপন্স নাই কেন ;)

আমাকে সার্চ দিনঃ সোনাবীজ অথবা ধুলোবালিছাই

২৮| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:০০

সীমানা ছাড়িয়ে বলেছেন: সিঁথির গান খুব সুন্দর। ভাল লাগল।

০৯ ই মে, ২০১৪ রাত ৮:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সীমানা ছাড়িয়ে।

২৯| ০৯ ই মে, ২০১৪ রাত ৮:০০

কয়েস সামী বলেছেন: অনুরোধ পাঠাইলাম!

০৯ ই মে, ২০১৪ রাত ৮:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ম্যাগাজিনের জন্য ঠিকানা পাঠিয়েছি ;)

৩০| ১০ ই মে, ২০১৪ সকাল ৮:৫৩

তাসজিদ বলেছেন: লেখক বলেছেন: হুম! তো, এ রোগের কী ওষুধ?

সাদি মোবারক। B-)) B-)) B-))

১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জলদি কনে দেখুন ;)

৩১| ১০ ই মে, ২০১৪ সকাল ৮:৫৮

তাসজিদ বলেছেন: কলিজা পোড়ার গন্ধ পাচ্ছি গায়িকাকে দেখার পর থেকে :#> :#>

১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন ;)

৩২| ১১ ই মে, ২০১৪ রাত ৯:০৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো লাগলো

১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.