|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তোমার এখনও ঘুম হয় না রাতে, স্নানের শেষে
আগুন জড়িয়ে কাঁদো। কদলীকাণ্ডে পুষ্পঋণ রেখে
নিজেকে ছুটি দাও সারণির গানে।
তখন বিশুদ্ধ দিনে দরজা-জানালায় ধীরে ধীরে বাতাসের সমাহারে
একখণ্ড ছায়া নেমে আসে।
তোমার জন্য কবিতা লিখি আজও, লিখতে বলেছিলে বলে
সব নেশা কেটে গেছে, সনাতনী নেশাটুকু বিলকুল রয়ে গেলো
এভাবেই প্রতিদিন বেঁচে উঠি, আরেকবার প্রদক্ষিণ ঘটে
তোমার উদ্ভাস হেসে ওঠে আলোকবর্ষ সুদূরের হতে
তোমার আঙুলগুলোয় দিধিষু নদীর কুয়াশা
এ কথা সকলে বোঝে না, দু-একজন ছাড়া।
২৪ ফেব্রুয়ারি ২০১১
 ৭১ টি
    	৭১ টি    	 +১০/-০
    	+১০/-০  ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:৫৬
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ধন্যবাদ অন্ধবিন্দু। শুভেচ্ছা।
আপনার হিপ-হপ অসাধারণ হয়েছে। দক্ষ লেখোয়াড় আপনি।
২|  ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:৪২
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:৪২
সুমন কর বলেছেন: দিধিষু কি নদীর নাম? 
কবিতায় ৩য় লাইক। 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:০৬
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দ্বিতীয়বার বিয়ে হয়েছে, এমন নারীর স্বামীকে দ্বিধিষু বলা হয়। শাব্দিক অর্থ বললাম। কবিতায় এটা উপমা আকারে এসেছে।
ধন্যবাদ সুমন ভাই।
৩|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৩১
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৩১
 আমিনুর রহমান বলেছেন: 
আমিও দ্বিধিষু জানতাম না তাই ডিকশনারি দেখতে গিয়ে দেরী হয়ে গেলো। এখন দেখি সুমন প্রশ্ন করে ফেলেছে আর আপনি উত্তর ও দিয়ে ফেলেছেন।
কবিতা পাঠে ভালো লাগা। 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৩৩
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আপনাদেরকে কষ্টে ফেলার জন্য দুঃখিত 
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আমিনুর ভাই। শুভেচ্ছা।
৪|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৩৪
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৩৪
আবু শাকিল বলেছেন:  ভাললাগা ছুয়ে গেল।
আপনারা এত ভাল ভাল কবিতা কেমতে লেখেন ভাই???আমার ত কবিতার ক আসে না।
 ভাললাগা ছুয়ে গেল।
দিধিষু শব্দ টা আমার কাছে নতুন। অর্থ আপনার মাধ্যমে জেনে গেলাম।ধন্যবাদ লইবেন    
   
 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৪৭
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ভালোলাগা ছুঁয়ে গেলো বলে আনন্দিত বোধ করছি। কিন্তু দ্বিতীয় লাইন পড়ে তো বিষম লজ্জা পাচ্ছি 
 আরও একটা জায়গায় দিধিষু শব্দটা পাবেন। সময় পেলে একবার ঘুরে আসতে পারেন।  
ধন্যবাদ আবু শাকিল ভাই।
৫|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৫৫
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৫৫
শাপলা নেফারতিথী বলেছেন: ভালো লেগেছে ভাইয়া.. 
কবিতার তারিখ দেখে মনে হয়ে গেলো আরো একটা বছর চলে যাচ্ছে... 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১:০০
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আরও একটা বছর চলে যাচ্ছে। কবিতাটা দেখতে পাচ্ছি ২০১১ সালে লেখা। প্রায় সাড়ে তিন বছর আগে। 
ধন্যবাদ আপু পড়ার জন্য। ভালো থাকবেন।
৬|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১:০৭
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১:০৭
শাপলা নেফারতিথী বলেছেন: আমি আসলে ২৪ ফেব্রুয়ারির কথা বলেছি.. 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১:১০
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও ইয়েস, ইয়েস। আর মাত্র কিছুদিন পরই আরেকটা বছর পূর্ণ হতে যাচ্ছে।
আবারও ধন্যবাদ আপু।
৭|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১:২৭
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১:২৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতার লাইনগুলোর টান অনেক সুন্দর ভালো লেগেছে । অর্থ বুঝতে একটু কষ্ট হয়েছে । তবে যা বুঝেছি তা সঠিক কিনা জানিনা ।  
 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৩
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  কবিতার লাইনগুলো যদি আপনাকে টেনে থাকে, তবেই আমি খুশি।
কবিতা অবশ্যই বুঝবার বস্তু- কবিতাবোদ্ধাদের বিপরীতে এটাই আমার সুদৃঢ় অবস্থান। কিন্তু কিছু কিছু কবিতা অবশ্যই থাকবে, যার গূঢ়ার্থ হয়তো কবি নিজেও জানেন না। রবীন্দ্রনাথকে অনেক সময় স্কুল-কলেজের জন্য নির্বাচিত কবিতার একটা মূলভাব দাঁড় করিয়ে দিতে হতো। একটা নির্দিষ্ট বিষয় বা বক্তব্যকে সামনে রেখেই যে সবাই, বা কোনো কবি সব সময় কবিতা লিখেন, মনে হয় ব্যাপারটা তা নয়। কী-বোর্ড খসে অক্ষরেরা প্রতিভাত হয়, কবিতা জেগে ওঠে, কবিতার স্রষ্টা বিস্মিত হোন সেই কবিতা পড়ে। অনেক সময় এমনও ঘটে থাকে, কবির চেয়ে একজন পাঠক কবির কোনো একটা কবিতার উপর অধিকতর হৃদয়গ্রাহী ও বোধগম্য এবং বিশদ মূলভাব লিখে ফেললেন।
কোনো একটা পর্যায় পর্যন্ত কবিতা হলো শিক্ষণীয় কিছু, যার সরল ও সাবলীল অর্থ থাকবে, গভীর জীবনবোধের মেসেজ থাকবে। এটা হলো কবিতার শরিয়তী অধ্যায়। আমাদের পাঠ্যপুস্তবকে এসব কবিতা নির্বাচিত হবে প্রজন্মের মনন বিকাশ ও বোধন সৃষ্টির জন্য। এর পরের অধ্যায়টাতে নিখুঁত ও পরিণত কবিতাচর্চা হয়। সেটিকে মারফতি অধ্যায় বলা যায়। এটি শুদ্ধ কবিতা হিসাবে যুগে যুগে, কালে কালে পঠিত হতে থাকবে, উত্তরসূরিগণ এগুলো থেকে উদাহরণ গ্রহণ করবেন। এর পরের অধ্যায়টিই হলো প্রকৃত অধ্যায়। এটি হলো বাতেনি অধ্যায়। এখানে কবিতা বুঝবার কিছু নেই। কারণ, এখানে কবিতার কোনো অর্থ থাকে না, শব্দের কোনো ঝনঝনানি থাকে না, কোনো মহৎ বার্তাও থাকে না এখানে। এখানে কবি তাঁর নিজের সাথে খেলেন। খুব একাগ্রতা ও নিষ্ঠার সাথে তিনি কবিতা-কবিতা খেলা খেলেন। কবিতার ভিতরে তিনি ঢুকে পড়েন, শব্দের ভিতরে, অক্ষরের ভিতরে অণু-পরমাণু ভেঙে গুঁড়ো গুঁড়ো করেন, বিস্ফোরণ ঘটান। এখানে তিনি যা সৃষ্টি করেন তা দেখে তিনি চমৎকৃত হোন। নিজের সৃষ্টিতে মুগ্ধ হওয়ার মতো ঘটনায় সবচেয়ে বেশি সুখ আর আনন্দ; গৌরবও অনেক। পাঠক সেটি পড়ে হয়তো কিছু বোঝেন না, কিন্তু সেই সুরম্য অট্টালিকার গাঁথুনি ও কারুকার্য দেখে মুখ ফস্কে বলে ফেলেন- বাহ! অদ্ভুত সুন্দর তো!
কবিতা বোঝা বা না-বোঝার ব্যাপারে এ হলো আমার সরল স্বীকারোক্তি। তবে মনে রাখতে হবে, সবকিছুর জন্যই একটু সবুর করতে হয়, তারপর ধীরে ধীরে পরিণতি অর্জিত হয়। কেউ হঠাৎ করেই বাতেনি জগতে ঢুকে যেতে পারেন না। একজন প্রাজ্ঞ কবি যে-কারো কবিতা পড়েই তাঁর প্রকৃত স্তর সম্পর্কে ধারণা লাভে সক্ষম হয়ে থাকেন।
ধন্যবাদ কলমের কালি। 
৮|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ২:৫৯
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ২:৫৯
জেন রসি বলেছেন: তোমার জন্য কবিতা লিখি আজও, লিখতে বলেছিলে বলে
সব নেশা কেটে গেছে, সনাতনী নেশাটুকু বিলকুল রয়ে গেলো  
শুভেচ্ছা রইল। 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৭
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জেন রসি। আমার ব্লগে স্বাগতম।
৯|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ৭:৩৬
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ৭:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
//সব নেশা কেটে গেছে, সনাতনী নেশাটুকু বিলকুল রয়ে গেলো//    
    
  
তোমার জন্য কবিতা লিখি আজও... লিখতে বলেছিলে বলে...
মন্তব্য দেবার জন্য আপনার কথাগুলোকেই বেছে নিতে হলো।
কবি সোনাবীজ ভাইকে অনেক শুভেচ্ছা......
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২২
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  মন্তব্য দেয়ার জন্য আমার কথাগুলো বেছে নেয়ায় খুব আনন্দ হচ্ছে। এটাই ঠিক- পাঠ ও মন্তব্য করা আপনার সনাতনী নেশা।
অনেক ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন ভাই।
১০|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১১:১১
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১১:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:  চমৎকার কবিতা। খুব ভালো লেগেছে। 
 ধন্যবাদ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।  
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আবুহেনা ভাই। ভালো থাকবেন।
১১|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:০৯
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:০৯
ইমিনা বলেছেন: আপনার কবিতার প্রথম থেকে ষেশ পর্যন্ত প্রতিটি লাইনে জড়িয়ে আছে আমার ভাবনাদের ভালো লাগা। তাই আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না ভাইয়া
অনেক অনেক ভালো থাকবেন  
 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৬
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আনন্দের সাথে আপনার ধন্যবাদ গ্রহণ করলাম আপু। এ কবিতার সাথে আপনার ভালো লাগা ভাবনাগুলো জড়িয়ে আছে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ। শুভেচ্ছা।
১২|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:২৮
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:২৮
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: চমৎকার আরো একটা লেখা প্রিয় ব্লগার ... 
সেই ১১র লেখা এতো দেরীতে দিলেন ... 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৪
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বাঙ্গাল অ্যানোনিমাস।  পুরোনো লেখাগুলো এডিট করছি, আর ব্লগে দিচ্ছি। কিছু কিছু লেখা অবশ্য ব্লগ বা ফেইসবুকে আগেও পাবলিশ করা হয়েছিল, যদিও বর্তমানের এডিটকৃত লেখাগুলো হুবহু আগের অবয়বে নেই।
ভালো থাকবেন।
১৩|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:২৮
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১২:২৮
বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: ৭ম ভালোলাগা ...
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৫
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারো ধন্যবাদ।
১৪|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:০২
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:০২
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই , 
সনাতনী নেশাটুকু বিলকুল থেকেই যায় । সে নেশা প্রতিদিন বেঁচে উঠতে উঠতে  নিভৃতে, নিরবে  অতীতের পুষ্পঋণ শোধ করে , জানেনা কেউ । 
শুভেচ্ছান্তে ।  
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:০০
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খাসা! খাসা! মন্তব্য কবিতাকে আরো অনেক ভাস্বর করলো প্রিয় আহমেদ জি এস ভাই। অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন।
১৫|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:৩০
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ।
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:০১
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।
১৬|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:০৫
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৪:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: এভাবেই প্রতিদিন বেঁচে উঠি, আরেকবার প্রদক্ষিণ ঘটে
তোমার উদ্ভাস হেসে ওঠে আলোকবর্ষ সুদূরের হতে
তোমার আঙুলগুলোয় দিধিষু নদীর কুয়াশা
এ কথা সকলে বোঝে না, দু-একজন ছাড়া। 
খুব চমৎকার ভাইয়া ! 
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:০৫
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই। শুভেচ্ছা।
১৭|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৫:০৭
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৫:০৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর একটি কবিতা !! কবিতায় অনেক অনেক ভাল লাগা রেখে গেলাম
  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:০৭
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাটির ব্যাপারে আপনার উচ্ছ্বাস আমাকে অনেক অনুপ্রাণিত করলো আপু। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
১৮|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:১৯
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:১৯
ডি মুন বলেছেন: এভাবেই প্রতিদিন বেঁচে উঠি, আরেকবার প্রদক্ষিণ ঘটে
 তোমার উদ্ভাস হেসে ওঠে আলোকবর্ষ সুদূরের হতে 
কেননা, ---- লিখতে বলেছিলে বলে
 সব নেশা কেটে গেছে, সনাতনী নেশাটুকু বিলকুল রয়ে গেলো 
আর এও তো জানি, ---তোমার এখনও ঘুম হয় না রাতে, স্নানের শেষে
 আগুন জড়িয়ে কাঁদো। কদলীকাণ্ডে পুষ্পঋণ রেখে
 নিজেকে ছুটি দাও সারণির গানে।
 তখন বিশুদ্ধ দিনে দরজা-জানালায় ধীরে ধীরে বাতাসের সমাহারে
 একখণ্ড ছায়া নেমে আসে।
 তাই তো --- তোমার জন্য কবিতা লিখি আজও, 
 তবে --- তোমার আঙুলগুলোয় দিধিষু নদীর কুয়াশা
 এ কথা সকলে বোঝে না, দু-একজন ছাড়া। 
তবু কবিতা লিখতেই হয়। লিখতেই হয়। কিংবা কবিতা নিজেকে লিখিয়ে নেয়। নেবেই। এর কোনো ব্যতিক্রম নেই। 
কবিতা প্রত্যেক শতকে কিছু কিছু মানুষ খুঁজে নেবে আর তারপর তাদের দিয়ে নিজেকে লিখিয়ে নেবে অবিরাম। মানুষগুলোও বড্ডো অনুগত। কবিতা ছেড়ে তারা একা হতে চায় না কখনো। তাই কবি ও কবিতার প্রেম হয়ে যায়। 
কবিতামুগ্ধ পাঠক। 
শুভকামনা সবসময়। 
  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:১৫
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আপনার কমেন্ট পড়ে অভিভূত হলাম। বাঁধিয়ে রাখার মতো কমেন্ট, যা বার বার পড়েও তৃপ্তি মিটবে না। এত সুন্দর করে লিখতে পারা একজন জাত কবির পক্ষেই সম্ভব।
অনেক ধন্যবাদ ডি মুন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১৯|  ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:৪৪
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৯:৪৪
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল । অনেক ভাল থাকুন সব সময় ।
  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:২৮
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকুন আপনিও।
২০|  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৪৩
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৪৩
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
তোমার আঙুলগুলোয় দিধিষু নদীর কুয়াশা
কুয়াশা দিয়ে যে ধোঁয়াশা তৈরি করলেন তাঁর গভীরে ঢুকেঃ
কেউ কেউ হল ধ্যানী সন্ন্যাসী,
কেউ কেউ হল কুম্ভকর্ণের সাথী,
কেউ কেউ আবার পথ হারিয়ে
জ্বালিয়ে ছিল আচানক মোমবাতি !
আমি অতকিছু বুঝি না  :-<  ভালো থাকুন ।  ++ 
  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৬
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
কেউ কেউ হল ধ্যানী সন্ন্যাসী,
কেউ কেউ হল কুম্ভকর্ণের সাথী,
কেউ কেউ আবার পথ হারিয়ে
জ্বালিয়ে ছিল আচানক মোমবাতি!
আপনার আশ্চর্য প্রতিভায় আমি মুগ্ধ। অসাধারণ। ধোঁয়াশা থেকে যা সৃষ্টি করলেন তার জন্য অভিনন্দন।
ধন্যবাদ স্বপ্নচারী।
২১|  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৫১
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৫১
বাংলার পাই বলেছেন: তখন বিশুদ্ধ দিনে দরজা-জানালায় ধীরে ধীরে বাতাসের সমাহারে
একখণ্ড ছায়া নেমে আসে।
তোমার জন্য কবিতা লিখি আজও, লিখতে বলেছিলে বলে
সব নেশা কেটে গেছে, সনাতনী নেশাটুকু বিলকুল রয়ে গেলো ----------------অনেক অনেক ভালো লাগলো। এক কথাই বলা যায় চমৎকার। 
  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:০১
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বাংলার পাই। ভালো থাকবেন।
২২|  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৫:৫৮
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৫:৫৮
ডি মুন বলেছেন: প্রত্যুত্তোরে পুলকিত হলাম। 
ভালো থাকা হোক সর্বদা। 
  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:০১
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  আমিও পুলকিত হলাম। 
ধন্যবাদ ডি মুন।
২৩|  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:১২
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
এই নেশাটুকু থাকুক  
 
  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:০২
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৮:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  থাক নেশাটুকু। এটা চিরন্তন।
ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাই।
২৪|  ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৫৭
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৫৭
পার্থ তালুকদার বলেছেন: কবিতা তো ভাল লেগেছেই তাছাড়া কলমের কালি শেষ  কে যে প্রতিউত্তর করেছেন তা থেকেও অনেক জানতে পেরেছি ।
ভাল থাকবেন প্রিয় ব্লগার, খুব ভাল ।
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:৪৩
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগছে। কলমের কালিকে দেয়া কথাগুলো আসলে কলমের কালি’র জন্য নয়। কবিতার দুর্বোধ্যতার ব্যাপারে ঐ অংশটুকু মূল পোস্টেই দিয়ে দিব, একবার ভেবেছিলাম। কবিতার মাধুর্য ক্ষুণ্ণ হয় বলে সেটা করি নি, এবং কলমের কালির মন্তব্যে প্রাসঙ্গিক হওয়াতে ওখানেই আমার কবিতাভাবনা জুড়ে দিলাম।
অনেক ধন্যবাদ পার্থ তালুকদার ভাই। ভালো থাকবেন।
২৫|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৫২
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১২:৫২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: চমৎকার লেখা ভাইয়া ! ++++++++++++++++++
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:৪৪
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশ ভেসে যাচ্ছে বন্যায়। আর আপনি আমাকে প্লাসের বন্যায় ভাসিয়ে দিলেন। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
২৬|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:৫৪
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:৫৪
অপর্ণা মম্ময় বলেছেন: মানুষের মন আসলেই বড় দুর্জ্ঞেয় আর তাই এত দ্বিধা, কষ্ট, পিছুটান ! 
দিধিষু নদীর কুয়াশা উপমাটা ভালো লাগছে। 
  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:৪৫
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। শুভেচ্ছা জানবেন।
২৭|  ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:৫০
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১১:৫০
মৃদুল শ্রাবন বলেছেন: 
শরিয়তী অধ্যায়
মারফতি অধ্যায় 
বাতেনি অধ্যায় 
  
এই তিনটি অধ্যায় সম্পর্কে জানলাম। কবিতাটি অনেকবার পড়ে ফেলেছি। প্রথম দিকে মনে হয়েছিল এটি একটি বিশুদ্ধ প্রেমের কবিতা। কিন্তু পরে দেখলাম এটি একটি বিশুদ্ধ বানেনি কবিতা।   কেউ হঠাৎ করেই বাতেনি জগতে ঢুকে যেতে পারেন না।  আপনি যে এই কেউ এর ভেতরে পড়েন না সেটি জানতাম, তবু প্রমান দিলেন। 
  ২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:১৩
২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  হাহাহাহাহাহা। আপনার কমেন্ট খুব উপভোগ করলাম মৃদুল ভাই। অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।
২৮|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ৯:২২
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ৯:২২
একজন ঘূণপোকা বলেছেন: 
৮ম ভালো লাগা।
দিধিষু - মানে জানতে পেরে ভালো লাগছে 
  ২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:২৩
২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঘূণপোকা। শুভেচ্ছা।
২৯|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:২২
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ৩:২২
অঘটনঘটনপটীয়সী বলেছেন: একটা প্লাস গো ভাইয়া। 
  ২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:২৩
২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ আপু।
৩০|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:২৭
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:২৭
মামুন রশিদ বলেছেন: তোমার জন্য কবিতা লিখি আজও, লিখতে বলেছিলে বলে
সব নেশা কেটে গেছে, সনাতনী নেশাটুকু বিলকুল রয়ে গেল.. 
এক আশ্চর্য্য জ্বালানী, জীবনভর জ্বলে যাবে..
  ২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:২৪
২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:   ধন্যবাদ মামুন ভাই।  
এক আশ্চর্য্য জ্বালানী, জীবনভর জ্বলে যাবে.. 
৩১|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:৩৪
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:৩৪
মামুন রশিদ বলেছেন: তোমার জন্য কবিতা লিখি আজও, লিখতে বলেছিলে বলে
সব নেশা কেটে গেছে, সনাতনী নেশাটুকু বিলকুল রয়ে গেলো 
এক আশ্চর্য্য জ্বালানী, জীবনভর জ্বালিয়ে যাবে ।
  ২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:৩৮
২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারও ধন্যবাদ মামুন ভাই।
৩২|  ১০ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৫:০৬
১০ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৫:০৬
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
'তোমার আঙুলগুলোয় দিধিষু নদীর কুয়াশা
এ কথা সকলে বোঝে না, দু-একজন ছাড়া।'
এই দু-একজনের জন্যই মাঝে মাঝে পক্তিমালা ছড়িয়ে দিবেন ৷ ব্যাক টু রিয়েল পিচ ৷ কবিতায় আপনি সহজিয়া ভাষায় কঠিন ভাবটাই ফুঁটিয়ে তোলেন ৷ 
মঙ্গল হোক ৷
  ২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:৪০
২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আপ্লুত হলাম। শুভেচ্ছা।
৩৩|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১১:৩৮
১২ ই সেপ্টেম্বর, ২০১৪  সকাল ১১:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগলো
  ২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:৫৩
২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই।
৩৪|  ১২ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৫
১২ ই সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৬:১৫
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: "তোমার জন্য কবিতা লিখি আজও, লিখতে বলেছিলে বলে
সব নেশা কেটে গেছে, সনাতনী নেশাটুকু বিলকুল রয়ে গেলো"
শব্দের ভেতর থেকে থোকা থোকা ঝাঁজ বেরুচ্ছে ... 
বরাবরেই মতই । 
শুভকামনা রইলো । 
  ২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:১২
২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পার্সিয়াস রিবর্ণ। দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত।
৩৫|  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:৩৭
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:৩৭
যমুনার চোরাবালি বলেছেন: তৃপ্তি পেলাম।
  ২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:১০
২০ শে নভেম্বর, ২০১৪  রাত ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ যমুনার চোরাবালি।
৩৬|  ১৬ ই ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৫
১৬ ই ডিসেম্বর, ২০১৪  রাত ১১:০৫
স্বপ্নচারী গ্রানমা বলেছেন: 
সব নেশা কেটে গেছে, সনাতনী নেশাটুকু বিলকুল রয়ে গেলো
জীবন ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ
ভুল করে,পাপ করে আর অতৃপ্ত আত্মার চোরাবালির
টানে কখনও মানুষ দিকভ্রান্ত হয়,হয় উম্মাতাল !
মৃত্যুর খুব-খুব কাছ থেকে সৌভাগ্যগুনে ফিরে এসে
নিজেকে বড় নিস্পাপ আর অসহায় মনে হচ্ছে ।
মনে হচ্ছে মানুষ বড়ই দুর্জ্ঞেয়, জীবন বড়ই দুর্জ্ঞেয় !
অনেক ভালোবাসা আর বিজয়ের শুভেচ্ছা জানবেন । 
  ০৩ রা জানুয়ারি, ২০১৫  রাত ১০:৪৩
০৩ রা জানুয়ারি, ২০১৫  রাত ১০:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  সত্যিই দুঃখিত ও লজ্জিত এতোদিন পর রিপ্লাই দেয়ার জন্য। নিজের ব্যস্ততাই হলো এর জন্য সবচেয়ে বেশি দায়ী। তবে মাঝে মাঝে একঘেঁয়ে মনে হয়, তখন অন্য জগতে আনন্দ খুঁজতে চেষ্টা করি।
সুন্দর কবিতা লিখেছেন। ভালো লাগলো।
আপনাকেও বিজয়ের শুভেচ্ছা। এবং শুভ নববর্ষ ২০১৫।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৫৩
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৫৩
অন্ধবিন্দু বলেছেন:
অতীত-আর্ত হলাম। যথার্থই বলেছেন-
এ কথা সকলে বোঝে না ! হুম...