নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বাবার জন্য অমৃতফল

০৪ ঠা অক্টোবর, ২০১৪ ভোর ৪:০৬

আমার বাবা যেদিন মৃত্যুশয্যায় পড়ে গেলেন, সেদিন থেকেই তাঁর পানাহার বন্ধ হয়ে গেলো। বাবার সিথানে বসে আমরা ভাইবোনেরা শিশুদের মতো কান্নাকাটি করি। আমাদের কলেজ-ভার্সিটি-পড়ুয়া ছেলেমেয়েরা কাছে বসে সান্ত্বনা দিতে সচেষ্ট হয়।
‘বাবা, কিছু খাইবেন? খান না একটা আতাফল। আতাফল তো আপনার অনেক প্রিয়।’ বাবাকে এ কথা বললেই তিনি ইশারায় বুঝিয়ে দেন, তাঁর কোনো কিছুতেই আর রুচি নেই। মালটা চিপে রস বানিয়ে তাঁর মুখে ধরি, চামচ দিয়ে স্যুপ এগিয়ে নেই। না, বাবা আর কিছুই খাবেন না। তাঁর কথাও প্রায় বন্ধ হয়ে গেছে, বেশিরভাগ কথা আকার-ইঙ্গিতে বলেন।

হঠাৎ একরাতে বাবা বিছানায় উঠে বসলেন। ফ্যাল ফ্যাল করে আমাদের সবার দিকে তাকিয়ে থাকলেন।
‘পায়খানা ধরছে, বাবা? বাটি আনি?’
‘কাউকে ডাকবো? খোঁজেন কাউকে, বাবা?’
আমরা শরীর, হাত ও পা মালিশ করতে করতে বলি, ‘বাবা, আপনার কি অনেক কষ্ট হইতেছে?’
বাবা কোনো কথা বলেন না। তাঁর চোখে পানি টলমল করে। বাবাকে জড়িয়ে ধরে মা হাউমাউ করে কাঁদতে থাকেন।
হঠাৎ বাবা কথা বলে উঠলেন। আমরা সচকিত হই। খুব অস্ফুট স্বরে বাবা একটা ফলের কথা বলেন, যে ফলটি ছোটোবেলায় তাঁর বাবা তাঁকে বহুদূরের গঞ্জের হাট হতে এনে দিয়েছিলেন। এরপর দীর্ঘ জীবনে তিনি সেই ফল অনেক খুঁজেছেন, পান নি। মৃত্যুর আগে সেই অমৃতময় ফলটি খাওয়ার জন্য তাঁর প্রাণ ছটফট করছে।

আমি সেই রাতেই পৃথিবীর বিরলতম ফলটির সন্ধানে বের হয়ে পড়লাম। সঙ্গী হলো আমার বড় ছেলে। গ্রাম থেকে গ্রাম, গঞ্জ থেকে গঞ্জ আমরা ঘুরতে থাকি ফলের সন্ধানে। রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি। খিদেয় আমাদের পেট পুড়ে যায়। কেউ সেই ফলের সন্ধান জানে না। আমি হতাশায় কাতর হয়ে পড়ি। হায়, মৃত্যুকালে আমার বাবার সাধটি অপূর্ণই থেকে যাবে!
আমরা আরও অনেক দূরের গঞ্জের দিকে রওনা হই। হাঁটতে হাঁটতে আমাদের পা অবশ হয়ে আসে। পায়ের পাতা ছিঁড়ে যায়। মাথার চাঁদি ফেটে মগজ বেরুবার উপক্রম হয়। কিন্তু আমাদের আশা মরে না- হয়তো আমরা পরের গ্রামেই ফলটি পেয়ে যাবো।

‘বাবা!’
আমার ছেলে কী যেন বলতে চাইল। ওর দিকে তাকাতেই সে মাথা নীচু করলো। তাঁকে খুব ক্লান্ত, বিধ্বস্ত ও হতাশাগ্রস্ত দেখাচ্ছিল। আমি জানি সে কী বলতে চায়। তাকে বুঝিয়ে বলি, ‘শোনো বাবা, এটাই হয়তো তোমার দাদার শেষ ইচ্ছা। সারাজীবন তিনি আমাদের কত না ফল, কত না অমৃত আর মধু খাওয়াইছেন। মরণকালে সেই বাবাকে একটা ফল খাওয়াইতে পারবো না? যে-বাবার জন্য এই পৃথিবীর মুখ দেখলাম, সেই বাবাকে ফল না খাওয়াইতে পারলে আল্লাহ কত নারাজ হইবেন, তা কি তুমি বোঝো না?’
আমার ছেলের চোখ বেয়ে টুপটুপ করে পানি ঝরে পড়লো। সে খুব ব্যথিত ও লজ্জিত হলো। বললো, ‘বাবা, ইনশাল্লাহ, দাদাজানের জন্য ফল আমরা পাবোই। চলেন, যত দীর্ঘ পথই হোক না কেন, দাদাজানের জন্য ফল না নিয়া আমরা ঘরে ফিরবো না।’


আমার ছেলেমেয়েগুলোকে পাগল ছাড়া আর কী বলা যায়, বলুন? একেকদিন একেক ধরনের ফল আনবে, আর বলবে, ‘বাবা, আপনার আর কী কী খাইতে মন চায়, বলেন তো?’ পৃথিবীর কোন প্রান্তে কী ফল জন্মে, কোন জগতে কোন খাবার আছে- প্রতি সপ্তাহে এসব নিয়ে আমার সামনে হাজির। আমি হাসি। আল্লাহ আমাকে কত সুখ দিয়েছেন! ওদের দিকে তাকিয়ে থাকি। আমার চোখ ভিজে ওঠে।

আমার বাবার কথা মনে পড়ে। বাবার জন্য শেসমেষ অমৃত ফলটি পেয়েছিলাম। কিন্তু সেটি তাঁকে খাওয়াতে পারি নি। বাড়িতে ফিরে আসার আগেই তিনি ফলের তৃষ্ণা বুকে নিয়ে পরলোকের পথে পাড়ি জমিয়েছিলেন।

৯ আগস্ট ২০১৪




উৎসর্গ

ছেলেকে, যারা বাবাকে বোঝে না, যদ্দিন না তারা নিজেরা বাবা হয়।

মন্তব্য ৫৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩১

এহসান সাবির বলেছেন: লেখায় ভালো লাগা জানিয়ে গেলাম।

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই।

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই।

০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: রাত পোহালেই আমাদের কাল ঈদ,সকালে নামাজ পড়েই কাজে যেতে হবে,তাই হয়তো গরুর মাংস খাওয়া হয়ে উঠবেনা, তাই আজকেই ফ্রিজ থেকে মাংস বের করে কাটছিলাম আর ভাবছিলাম বাবার কথা,প্রতিটা কোরবানীর ঈদের গরুর মাংস কাটতে গিয়ে আমাদের বাবা ছেলের যেই সমস্যাটা হয় সেটা হলো মা রাননা করে বার বার ডাকতে থাকে তোমরা একজন একজন করে এসে খেয়ে যাও। বাবা আমাকে বলে তুই আগে খেয়ে আয় আমি পরে যাবো আমি বলি না বাবা তুমি যাও আগে আমি একবারি উঠবো।এই করে করে বাবা আমি দুজন কারো আর খাবার ঘরে যাওয়া হয়না কাজ শেষ না করে ,আমার বাবার ইচ্ছে হয়না ছেলেকে ফেলে নিজে গিয়ে পেট পুরে খেতে,আমারও ইচ্ছে হয়না বাবাকে এখানে ফেলে নিজে গিয়ে খেতে,আমি জানি বাবা এবারও খাবেননা,যতক্ষণ না আমি ফোন করে বলবো বাবা আমি খেয়েছি তুমি খেয়ে নাও।মা খেতে গিয়ে হাজারবার ভাববে আমার ছেলেটা থাকলে এই কলিজি গুলো খেতো,এই মুরমুরে হাড় গুলো তার খুব পছন্দের,গরুর মগজটা মা রাননা না করে ফ্রিজে ফেলে রাখবেন আমি জানি।বাবা খুব নীরব মানুষ,প্রকাশ করতে চাইবেননা,মাকে বুঝতে দিবেননা কিছুই কিন্তু ঠিকি গরুর যেই অংশ গুলো আমার প্রিয় সেগুলো অন্য কোন অজুহাতে এড়িয়ে যাবেন।

ঈদের সবার সাথে কোলাকুলি করি,কিন্তু বাবার বুকে যাওয়া হয়না ভয়ে,আমি জানি আমার বাবার না বলা কথা গুলো বুকে আগ্নেয়গীরি হয়ে আছে,বাবার বুকের সাথে বুক লাগালে বাবা হয়ে বাবার ছেলের জন্য কিছু না পারার কষ্টু গুলোর তাপ আমার বুকে লাগে।বাবা সারাটা জীবন আগলে রেখেছেন আমায়,কোন কিছুর অভাব তিনি রাখেননি তবুও বাবা না পারার ব্যথায় ভুগেন।বাবাকে বুঝাতে পারিনা বাবা তুমি বুকে লেগে থাকা মানে আমার বুকে পৃথিবী লেগে থাকে।আমার আর কিছু চাওয়ার থাকেনা বাবা।

এমনি সব কথাগুলো ভাবতে ভাবতে যখন চোখ ঝাপশা হয়ে আসলো ঠিক তখনি আপনার পোষ্টএ চোখ পড়লো, বেস খানিকটা সময় লাগলো পোষ্টটা শেষ করতে।

পৃথিবীর সব চেয়ে কঠিন কাজ হলো বাবা হওয়া

০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লেখা পড়ে আমার চোখ ভিজে উঠলো।

ভালো থাকবেন।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট পড়ে চোখ ভিজে উঠলো। শুভ কামনা থাকলো।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:২২

মামুন রশিদ বলেছেন: উৎসর্গ: ছেলেকে, যারা বাবাকে বোঝে না, যদ্দিন না তারা নিজেরা বাবা হয়।

চিরন্তন এই সত্যটি দারুণ ভাবে তুলে ধরেছেন গল্পে ।


অনেকদিন পর পেলাম । ভালো থাকবেন সোনাবীজ ভাই । ঈদের শুভেচ্ছা ।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই। ইদের শুভেচ্ছা আপনাকেও।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৩

কলমের কালি শেষ বলেছেন: পড়ে অনেক ভালো লাগলো বাবা-ছেলের ভালবাসার সম্পর্কমিশ্রিত লেখা । উৎস্বর্গটিও জুতসই । :)

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কলমের কালি শেষ।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪

ইমিনা বলেছেন: বাবার প্রতি ভালোবাসা - খুব দারুন করে তুলে ধরেছেন। বাবা-সন্তানের সম্পর্কের গভীরতাটুকু মন ছুঁয়ে গেলো।

ঈদ মোবারক :) :) :)

১০ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৬

রঙ তুলি ক্যানভাস বলেছেন: কিছু লিখা পড়ার পর অজান্তেই দীর্ঘশ্বাস বের হয়ে আসে,..তখন আর কিছু বলার মত খুঁজে পাইনা...

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। অনেক দিন পর আপনাকে দেখলাম। আশা করি ভালো ছিলেন।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪২

মৃদুল শ্রাবন বলেছেন: বুঝতে পারছি না ভাই, আমি কি আমার দ্বায়িত্ব ঠিকমতো পালন করতে পারছি?

বুকের ভেতরে খলখল করছে। চেতনা জাগিয়ে দিলেন।

ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো ভাই।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মৃদুল শ্রাবণ ভাই। বিশ্বাস করি যে নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করছেন।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২২

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা। শুভ কামনা।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।


লেখায় ভালো লাগা রইল প্রিয় ব্লগার।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। ভালো থাকবেন।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৭

অন্ধবিন্দু বলেছেন:






সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,

একখানা সোনাবীজ পোস্টই দিয়েছেন। এভাবেই বীজ রোপণ করতে থাকুন অনলাইনে অফলাইনে। ভক্তি-শ্রদ্ধা তো সব আসমানে উঠে যাচ্ছে। লেখা পড়ে অন্তত একজনের বোধোদয় ঘটলেও আমরা মানবসমাজ উপকৃত হবো।

লেখাটির জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানিয়ে গেলুম। আপনার বাবার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ আপনার মঙ্গল করুন।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অন্ধবিন্দু। ভালো থাকবেন।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২১

টুম্পা মনি বলেছেন: খুব দুঃখ পেলাম লেখাটা পড়ে। বাবা মা সন্তানের বন্ধন হল আত্মিক বন্ধন। কিছু অভাগা শুধু এই সম্পর্কের মর্ম বুঝতে ব্যর্থ হয়। করুনা তাদের জন্য।

চমৎকার পোষ্ট।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি আপু। ভালো থাকবেন।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২

রাইসুল সাগর বলেছেন: আপনি কেমন আছেন? অনেক দিন পর আপনার পোষ্ট পড়ে অনেক ভালোলাগল। আপনার জন্য অনেক শুভকামনা

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি রাইসুল সাগর ভাই। ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

একলা ফড়িং বলেছেন: মাঝে মাঝে ভয় হয় বাবাকে কোন কষ্ট দিচ্ছি না তো! এতো চাপা স্বভাবের মানুষ, এতো কম কথা বলেন যে বুঝতে পারিনা অনেককিছু।


পৃথিবীর সব বাবারা ভালো থাকুক, অনেক অনেক ভালো।


ঈদের শুভেচ্ছা।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ একলা ফড়িং। শুভেচ্ছা।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিখাটি হৃদয় ছুয়ে গেল ।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:১২

জাফরুল মবীন বলেছেন: আমি আজ পর্যন্ত সামুর কোন পোস্ট পড়ে কাঁদিনি।আজ চোখের জল ধরে রাখতে পারলাম না....

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার আবেগকে আমার গল্প ছুঁতে পেরেছে জেনে ভালো লাগলো মবীন ভাই। ধন্যবাদ পোস্ট পড়ার জন্য। ভালো থাকবেন।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

ওয়্যারউলফ বলেছেন: আপনার লিখাটা পড়ে কি লিখব বুঝে উঠতে পারছি না। কারন"আল্লাহ আমাকে কত সুখ দিয়েছেন"।কারন এই যুগে এ রকম বলার মত সুযোগ খুব কম বাবার ভাগ্যে জোটে।

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আন্তরিক ধন্যবাদ ওয়্যারউলফ।

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: চোখ ভিজে এলো ভাইয়া লেখাটা পড়ে।

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৭

আবু শাকিল বলেছেন: আমার আব্বা আমার জন্য কাঁদেন ।

শুনেছি কিন্তু কোনদিন দেখিনি।

উৎসর্গ এর কথাটা উপলব্ধি করছি-

ছেলেকে, যারা বাবাকে বোঝে না, যদ্দিন না তারা নিজেরা বাবা হয়।


আপনার বাবার আত্নার শান্তি কামনা করছি।

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই। শুভ কামনা।

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২২

অপূর্ণ রায়হান বলেছেন: একটা সোনাবীজ পোস্ট ভ্রাতা , মন কাতর হয়ে গেলো ।

ঈদ মুবারক ।

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। ইদ মোবারক।

২০| ০৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

এম এম করিম বলেছেন: অক্টোবর এলেই মনটা খারাপ হয়ে যায় বাবার জন্য।

লেখাটায় অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ করিম ভাই। আপনার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

২১| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

নিশাত তাসনিম বলেছেন: উৎসর্গ

ছেলেকে, যারা বাবাকে বোঝে না, যদ্দিন না তারা নিজেরা বাবা হয়। :(

২২| ০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

সুমন কর বলেছেন: লেখাটি পড়ে মনটা খুব ভারী হয়ে গেল। কারণ এ মাসে অামি জন্মেছি এবং অামার মা পৃথিবী থেকে অাবার এ মাসেই হারিয়ে গেছে।

অামরা কখনোই কোন কিছু না হারিয়ে তার মর্ম বুঝি না !!

উৎসর্গ যথার্থ ।।।

অনেক অনেক ভাল লেখা, সোনাবীজ ভাই।

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই। আপনার মায়ের জন্য প্রার্থনা করছি।

২৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেই কবে.............
১৯৯১!

শেষ দেখা ডিসেম্বরের ১১ তারিখ ভোররাত ৩-৩:৩০!!

বাবার সাথৈ বেশ দূরত্ব ছিল শেষ বয়সের সন্তান ছিলাম বলে।
তবে এখন অনেক কিছূই বুঝি- যা আগে বুঝিনি।

ব্যক্তিকেন্দ্রীক ভোগবাদী সমাজে সেই আবেগ কোথায় পাবেন বলুন।!
বৃদ্ধাশ্রমের কনসেপ্টটাইতো ভোগবাদের! পূজিবাদের বিষফল!

যায় সময় নাকি ভালই যায়! কে জানে অনাগত ইদুর দৌড় প্রতিযোগীতার সময় কেমন হবে????

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। আপনার বাবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

২৪| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০১

আমি তুমি আমরা বলেছেন: চমতকার লেখা। পৃথিবীর অধিকাংশ বাবা- ছেলের সম্পর্কটাই এমন। নিজে বাবা না হলে ছেলেরা বাবার আবেগ বোঝে না। সেটা কি বাবার আবেগ প্রকাশে ব্যর্থতা নাকি ছেলের এরোগেন্স- কিসের জন্য কে জানে।

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছেলেদের বুঝবার অক্ষমতাই এর জন্য দায়ী মনে হয়।

ধন্যবাদ আমরা ভাই।

২৫| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯

দৃষ্টিসীমানা বলেছেন: আপনাকে ব্লগে পাচ্ছিনা কেন ? নতুন রেসিপি নিয়ে বসে আছি।আপনি কোথায়?

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাঝে মাঝে হারিয়ে যেতে ভালো লাগে।

২৬| ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২

দৃষ্টিসীমানা বলেছেন: সোনা বীজ অথবা ধুলবালি ছাই আপনি কো থা য় ? আমার রেসিপি গুল
আপনাকে খুজছে ।শুভ কামনা রইল ।

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি কেমন আছেন?

২৭| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪

মেহবুবা বলেছেন: আবেগাপ্লুত হয়ে গেলাম।

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। অনেকদিন পর আপনাকে দেখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.