নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

Be the One I’ve been Waiting for My Whole Life...

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৩

তুমি ছিলে সেই অমরাবতীর পাখি
যাহার লাগিয়া একটি জীবন নদী
তোমার অধরে তীব্র আলোর ক্ষুধা
নীরব দহনে দুঃখী বনস্পতি

ঘাসের শরীরে শিশিরের বেদনারা
চাঁদের আলোয় মৃত ওষ্ঠেরা কাঁদে
যে-ফুল ফুটিল শুধুই তোমার লাগি
ক্ষয় হলো সে-ই নিষ্ঠুর সম্পাতে

২ সেপ্টেম্বর ২০১২




বি: দ্র: শিরোনাম সেই গানটা থেকে নেয়া হয়েছে।

মন্তব্য ৫১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


তোমাকে সেই মানুষরূপে পেতে চাই,
যার জন্য আমি সারাটা জীবন অপেক্ষায় আছি।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সেই মানুষটাকে চাই, যার জন্য আমার আত্মা কাঁদে।

২| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪

আবু শাকিল বলেছেন: সোনা ভাই আপ্নের কমেন্টে লাইক দিলাম। =p~ =p~ =p~

কবিতা আবৃতি করলাম।

"
যে-ফুল ফুটিল শুধুই তোমার লাগি
ক্ষয় হলো সে-ই নিষ্ঠুর সম্পাতে "

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আবু শাকিল ভাই। ভালো লাগলো।

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা।

আপনার জন্য একটা রিসিপিঃ কাঁচা কদবেলের আচার

কাঁচা কদবেল পাটায় ছেঁচে পোড়া মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিন। চা-চামচে একটু একটু করে মুখে দিন। শুরুতে কষ লাগবে, দম আটকে আসতে পারে। কিন্তু আপনি অনায়াসে একবাটি সাবার করে দিবেন, এটুকু বলতে পারি।

এ রিসিপি পৃথিবীতে আমার আবিষ্কার। গাছ থেকে কাঁচা কদবেল পাড়ার পর বেশ কিছুদিন ছাদে রেখে দেয়ার পরও পাকছিল না। তখন ধৈর্য হারিয়ে কাঁচা কদবেলই এভাবে খেলাম। এখনও মুখে স্বাদ লেগে আছে। আহ! কী মজা!

৪| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

টুম্পা মনি বলেছেন: ছুট্ট কিন্তু খুব সুন্দর।

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ টুম্পামণি। ভালো থাকবেন আপু।

৫| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




‌'যে-ফুল ফুটিল শুধুই তোমার লাগি' .... আহা!

ইংরেজির চেয়ে বাংলা শিরোনামটিই কিন্তু আমার কাছে ভালো লেগেছে........






বিগ ইজ বিউটিফুল... স্মল ইস সুইট ;)

দৈর্ঘের প্রতি আমার একটু এলার্জি আছে... মানে, লেখার দৈর্ঘকে নিয়ন্ত্রণ করতে পারি না বলে অনেক সময় লেখিই... আরকি ;) B-)

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন ভাই। ইংরেজি শিরোনামটার যুতসই বঙ্গানুবাদ পাচ্ছি না। ওটার নীচে আরেকটি ভাবানুবাদ দিয়েছি। কিন্তু তবু মনে হচ্ছে- হয় নি।

ভালো থাকবেন।

৬| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

তামান্না তাবাসসুম বলেছেন: খুব সুন্দর লেখনি

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

৭| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


=দৈর্ঘের প্রতি আমার একটু এলার্জি আছে... মানে, লেখার দৈর্ঘকে নিয়ন্ত্রণ করতে পারি না বলে অনেক সময় লেখিই না... আরকি :(

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিন্তু পড়ার সময় তো আমিই এভাবেই পড়েছি ;) কী আশ্চর্য!

৮| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
চাঁদের আলোয় মৃত ওষ্ঠেরা কাঁদে !

কবিতার মতো গভীর ! ভালোলাগা ++

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার মতো গভীর! হাহাহাহা। ভালো বললেন তো!

ধন্যবাদ গ্রানমা। ভালো থাকবেন।

৯| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

সুমন কর বলেছেন: চমৎকার!

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা।

১০| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪

তুষার কাব্য বলেছেন: বাহ্...

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তুষার কাব্য।

১১| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

কলমের কালি শেষ বলেছেন: বেশ ভালো পাইলাম ।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কলমের কালি।

১২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১

ডি মুন বলেছেন: বাহ, লিরিকাল পোয়েম।

দারুণ।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডি মুন।


লিরিকাল পোয়েম বলতে যা বোঝাতে চেয়েছেন তার নাম লিরিক পোয়েম বা লিরিক পোয়েট্রি ;)

শুভেচছা।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

মামুন রশিদ বলেছেন: ছোট্ট সুন্দর!

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৭

সেজুতি_শিপু বলেছেন: তুমি ছিলে সেই অমরাবতীর পাখি
যাহার লাগিয়া একটি জীবন নদী....


স্পষ্ট করে জানা যেত যদি- কি /কে ছিল সেই অমরাবতীর পাখি
যাহার লাগিয়া একটি জীবন নদী------------

ভালোলাগলো ।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ‘তুমি’ ছিলে সেই অমরাবতীর পাখি ;)

ধন্যবাদ আপু।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সুন্দর। :)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

১৬| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++++++++

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অভি ভাই।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১২

অপূর্ণ রায়হান বলেছেন: স্নিগ্ধ সুন্দর ভ্রাতা ।

ভালো থাকবেন খুব :)

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। আমার একটি প্রশ্নের জবাব পাই নি এখনও। আগে আপনার নিক কি ‘অপুর্ন’ ছিল?

শুভেচ্ছা।

১৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

অদৃশ্য বলেছেন:





সুর তুলবার চেষ্টা করছি... বারবার...

শুভকামনা কবি...

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২২ নম্বর কমেন্টে এ কবিতার ইতিহাস তুলে দিয়েছি। ও গানটার সুরে গাইবার চেষ্টা করে দেখতে পারেন ;)

ধন্যবাদ কবি। শুভেচ্ছা জানবেন।

১৯| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

মেহেরুন বলেছেন: +++++++++

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২২ নম্বর কমেন্টে লিখেছি যে, সম্ভবত আপনার কোনো পোস্টে এ কবিতাটা লিখেছিলাম। আপনার ঐ সময়ের পোস্ট খুঁজে এ গান পাই নি। আরেকজন সম্ভাব্য ব্লগারের নাম হলো ‘তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে।’ তাঁর পোস্টেও হতে পারে।

ভালো থাকবেন।

২০| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্নিগ্ধ একটু পরশ ছিল পক্তিমালা জুড়ে ৷

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই।

২১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:০৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ভালোলাগার আবেশে আক্রান্ত হলাম ।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পার্সিয়াস রিবর্ন।

২২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নীচের গানটা থেকে এ কবিতার শিরোনাম নেয়া হয়েছে। পুরো গানে শিরোনামের কথাটি খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেই, কিন্তু এ কথাটি আমার মনে একটা গভীর দাগ কেটে ফেলে। কথাটির ভাব অনুভব করা যাচ্ছে, কিন্তু এর বঙ্গানুবাদ কী হতে পারে, তা এখনও ভাবছি, এবং এখনও মনের মতো কোনো বঙ্গানুবাদ দাঁড় করাতে পারি নি।

আর এ কবিতাটা লেখা হয়েছিল এই গানটা শোনার পর থেকেই। খুব সম্ভবত মেহেরুন আপু তাঁর কোনো পোস্টে এ গানটি যোগ করেছিলেন, আর গানটি শোনার পর কমেন্টের ঘরে এটি লিখে ফেলি। কবিতায় গানের কোনো ছায়া খুঁজতে যাওয়া বৃথা, কারণ, এ কবিতাটি উদ্ধৃত গানের বঙ্গানুবাদ নয়, গান শোনার পর উদ্ভূত অনুভূতি থেকে এর জন্ম।



০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো ;)

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

আমি তুমি আমরা বলেছেন: সম্পাত আর অমরাবতী-এই দুটো শব্দের অর্থ কি?

১০ ই মে, ২০১৫ রাত ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সম্পাত/অভিসম্পাত - অভিশাপ
অমরাবতী - স্বর্গ

ধন্যবাদ আতুয়া ভাই :)

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ একটা গ্যাপ ছিল , অনেক দিন পরে আবারও একটা চমৎকার অনুকাব্য।

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

জাফরুল মবীন বলেছেন: অনুভবে অনন্য অনুবাদকাব্য!

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: দুঃখিত ভ্রাতা , দেখিনি ।

হুম , আগে শুধু 'অপূর্ন' ছিল । এখন সম্পূর্ণ করে 'অপূর্ণ রায়হান' করে নিয়েছি । প্রো পিক তো একই আছে :)

২৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩২

জাফরুল মবীন বলেছেন: কারেকশনঃ -২৫নং কমেন্টে “অনুবাদকাব্য” এর পরিবর্তে “অনুকাব্য” হবে :P

২৮| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৯

এহসান সাবির বলেছেন: বাহ্‌!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.