নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
মেয়েটার হয়তোবা ছিল না প্রেমিক কোনো
আচানক রাস্তায় দেখা হলে তাই সে
চুপ করে থামতো
সকরুণ দৃষ্টিতে চেয়ে থেকে কী যেন সে ভাবতো
একদিন মেয়েটার স্বামী ছিল
বহুদিন পর পর দেখা হলে রিকশার হুড খুলে
এলোমেলো তাকাতো সে পেছনে
তারপর রিকশাটা থামিয়ে আলগোছে নামতো
যতদূর দেখা যেত
সকরুণ দৃষ্টিতে উদাসীন কী যেন সে ভাবতো
কতদিন মনে মনে খুব করে ভেবেছি
এরপর দেখা হলে
সটান দাঁড়িয়ে পথে
হাতখানি দিব তাকে বাড়িয়ে-
কেন তুই বুঝলি না, আজও কেঁদে খুন হই
কবে তুই রাখি দিবি পরিয়ে।
এরপর এ কাহিনি রূপকথা হয়ে গেলো
মেয়েটার কী যে হলো
আজও তার সবখানি অজানাই রয়ে গেলো
২০ নভেম্বর ২০১৪
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাহিনিতে জট পেকে গেছে নাকি? তাহলে তো নিপাতনে জটসিদ্ধ হয়ে গেছে, আমার কোনো দায় নেই তাতে
সুরটা সত্যিই মনে পড়লো না, তবে, লিখবার কালে ভাবছিলাম একটা গান লিখছি
ধন্যবাদ অন্ধবিন্দু। ভালো থাকবেন।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখিত, শুরুতে ধরতে পারি নি। আপনি নীচের গানটার কথা বলেছেন বোধ হয়। ওটা লিরিকস-এর পোস্টে পেলাম।
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়, ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
রোদজ্বলা দুপুরে, সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে, একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?
দ্বীপজ্বলা সন্ধ্যায়, হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও... পাখি সে তো আসে নি, তুমি ভালোবাসো নি
স্বপ্নের জাল বৃথা বুনেছি।
মনে পড়ে রুবি রায়
কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায়, ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি।
২| ২০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:১৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ২য় প্লাস।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২য় প্লাসে আহ্লাদিত হলাম আপু। ধন্যবাদ।
৩| ২০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:১৪
বলেছেন: +
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সজীব ভাই। ভালো থাকবেন।
৪| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৯
মাহমুদ০০৭ বলেছেন:
এরপর এ কাহিনি রূপকথা হয়ে গেলো
মেয়েটার কী যে হলো
আজও তার সবখানি অজানাই রয়ে গেলো ।
- একটা বেদনা ছুয়ে গেল ।
ভালো থাকবেন প্রিয় ছাই ভাই ।
বরাবরের মত আপনার পোষ্টে এসে একটা ভাললাগার অনুভূতি নিয়ে যাচ্ছি ।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমপ্লিমেন্ট মানেই স্পেশাল প্রাপ্তি। অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।
৫| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
তুষার কাব্য বলেছেন: আমাদের ও জানার খুব ইচ্ছে..কোথায় গেল মেয়েটি...কি হলো তার ?
কবিতায় ভালোলাগা...
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমারও জানার খুব ইচ্ছে, মেয়েটার কী হলো!।
ধন্যবাদ তুষারকাব্য। ভালো থাকবেন।
৬| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
মামুন রশিদ বলেছেন: দুঃখের কবিতায় ভালোলাগার অনুভূতি জানিয়ে গেলাম ।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিনীত ধন্যবাদ মামুন ভাই। শুভেচ্ছা।
৭| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ সুন্দর কবিতার কথাকলি , ভাললাগা জানবেন ।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু। ভালো থাকবেন।
৮| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসাধারণ... চমৎকার লিরিকস ধর্মী কবিতায় ভালোলাগা। এরপর এ কাহিনি রূপকথা হয়ে গেলো... সব রুপকথাতেই কেন অজানা কিছু রয়ে যায়!!!
সুরের ব্যাপারে অন্ধবিন্দু'র সাথে সহমত।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিকই বলেছেন, সব রূপকথাতেই কিছু অজানা রহস্য রয়ে যায়, এবং সেজন্যই তা বেদনাময় হয়ে থাকে।
সুরের ব্যাপারটা অন্ধবিন্দুকে বলেছি
ধন্যবাদ বোকা মানুষ।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। রুবি রায়কেও আপনাদের সামনে নিয়ে এলুম।
৯| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
ৎঁৎঁৎঁ বলেছেন: কবিতার ছন্দ মজা লেগেছে, ভালো লাগা জানিয়ে যাচ্ছি সোনাবীজ ভাই!
শুভকামনা!
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইফতি ভাই। ভালো থাকবেন।
১০| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১
ডি মুন বলেছেন: এরপর এ কাহিনি রূপকথা হয়ে গেলো
মেয়েটার কী যে হলো
আজও তার সবখানি অজানাই রয়ে গেলো
রূপকথা ভালো লাগলো
+++++++++++++
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতোগুলো প্লাস থেকে মূর্ছা যাচ্ছি না তো!
ধন্যবাদ ডি মুন।
১১| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮
সুমন কর বলেছেন: চমৎকার অনুভূতি। ভাল লাগল।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। ভালো থাকবেন।
১২| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
ঝড়াপাতা বলেছেন: ভালো লাগল দাদা।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ঝরাপাতা। শুভেচ্ছা।
১৩| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪
কলমের কালি শেষ বলেছেন: মেয়েটার কি যে হলো জানতে মুন্চায় সোনাবীজ ভাই !!
রুপকথার কবিতায় বিষাদের সুর । ++++++..
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মেয়েটার সর্বশেষ খবর জানতে পারলে আমারও খুব ভালো লাগতো, কলমের কালি।
ধন্যবাদ প্লাসের জন্য। শুভেচ্ছা।
১৪| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০
আবু শাকিল বলেছেন: মেয়েটি কোথায়,কেমন আছে জানতে চাই
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও জানতে চাই।
ধন্যবাদ আবু শাকিল ভাই।
১৫| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ++++++++++++++
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতগুলো প্লাস পেয়ে উড়াল দিতে ইচ্ছে করছে ধন্যবাদ নাজমুল হাসান ভাই।
১৬| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +
কেমন আছেন ভ্রাতা ?
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভালো আছি ভ্রাতা। আপনি কেমন আছেন? কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
১৭| ২০ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন ।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা। আপনার জন্য দুটি রেসিপিঃ
১। জলপাইয়ের চাটনি বা ভর্তাঃ গোটা সাতেক জলপাই বিঁচি ছাড়িয়ে নিন। কিছু কাঁচামরিচ, লবণ, ধনিয়াপাতা, সামান্য চিনি একত্রে মিশিয়ে তাতে অল্প একটু পানি মিশিয়ে দিন। এবার এগুলো পাটায় পিষে মিহি করে নিন। বাটিতে নিয়ে চামচ দিয়ে খেতে থাকুন। এটা হলো অমৃত-১।
২। কৎবেলের চাটনিঃ কৎবেলের ভিতরের অংশ বের করে নিন। কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ, সামান্য চিনি একত্রে মিশিয়ে অল্প একটু পানি মাখিয়ে পাটায় ডলে পিষে নিন। এবার বাটিতে নিয়ে চামচ দিয়ে খেতে থাকুন। এ হলো অমৃত-২।
অমৃত দুটি খাওয়ার পর আমাকে বলবেন, কেমন?
১৮| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০৫
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: খুব সুন্দর । শব্দ দিয়ে অনেকগুলো দৃশ্য জোড়া লাগিয়ে দেয়া গেলো ।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ পার্সিয়াস রিবর্ন। শুভেচ্ছা।
১৯| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১০
আলম দীপ্র বলেছেন: অসাধারণ !
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র। শুভেচ্ছা।
২০| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
সকাল রয় বলেছেন:
কবিতায় প্রেম আর প্রেম
অনেক সহজে কতকিছু তুলে ফেলা যায় কবিতা। যদি এমনি করে হতো কবিতা খুব সহজ।
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
দ্রোহ, বা বিদ্রোহ, কোনোকিছু নয়
আমি এক পরাজিত, প্রেমহীন কবি।
প্রেমের কবিতাই শ্রেষ্ঠ কবিতা,
দহনে দহনে হেমখণ্ড খুঁজি।
ধন্যবাদ কব
২১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪
মৃদুল শ্রাবন বলেছেন: অস্থির প্রেমের কবিতা।
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মৃদুল শ্রাবণ ভাই। শুভেচ্ছা।
২২| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৯
তাশমিন নূর বলেছেন: Vallegeche. +++
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ তাশমিন নূর। শুভেচ্ছা।
২৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২২
এহসান সাবির বলেছেন: কেন তুই বুঝলি না, আজও কেঁদে খুন হই....................
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বুবু, ঘর হতে বেরুলেই
মনে হয় পায়ে পায়ে তুইও বেরিয়েছিস পথে, কখনো
ছোটো খুকিটির মতো হাত ধরে হাঁটছিস, কখনো
কাঁধের জমিনে নরম গাল রেখে
চোখ বুজে
তোর বাবুর কোমর জড়ানো দু হাতে তোর। তোর শরীরের
সৌরভ আর চুলের সুঘ্রাণ
ক্ষীণায়ু জীবনে জাগায় সুদীর্ঘ জীবনের সাধ
তোর বাৎসল্যরঙিন ছোঁয়ায়
একহিমালয় অহংকার জাগে বুকে, সবকিছু তছনছ
তুচ্ছ হয়ে যায় সবকিছু
বুবু, ঘর হতে বেরুলেই, একাকী বিষণ্ণ হাঁটি, উদাসীন
শহর-প্রান্তর ধু-ধু মরুভূমি, আচমকা ভ্রমবশে ঘুরে দাঁড়াই
অলৌকিক ‘পাখি’ সম্বোধনে।
বুবু, আমি তোর সোনাবাবু, মাছরাঙা, টিয়ে।
আমি তোর বাবুই পাখি রে বুবু।
তোর অলৌকিক স্বরে আমায় আর ডাকবে না কেউ কোনোদিন।
বুবু, ওরে আমার একরত্তি বুড়ি, তোকে পাবার মতো বৈভব আমার ছিল না
আর কিছুতেই। তোকে হারাবার মতো হতভাগ্য আর হয় না।
আমি আজ সবচেয়ে নিঃস্ব রে বুবু, শুধু তুই নেই বলে।
২৪| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২০
স্বপ্নবাজ অভি বলেছেন: অজানাতেই যতো রহস্য !
সুতরাং এটা রহস্য কবিতা
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হাহাহাহাহা। ভালো বলেছেন অভি ভাই- এটা একটা রহস্য কবিতা।
ধন্যবাদ।
২৫| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
অতঃপর জাহিদ বলেছেন: সবাই মেয়েদের নিয়েই কবিতা লেখে,আমাদের কিছু পুরুষ,বালক,কিশোরদের নিয়েও কবিতা লেখা হোক।
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বউশাসিত পুরুষসমাজ বউয়ের ভয়ে ত্রস্ত
বউয়ের ঠেলা সামাল দিতে সাহস লাগে মস্ত
আমার বড় বুকের পাটা, সাহস দেখাই কম কি!
বউয়ের হাতের মুগুর খেয়ে বন্ধ না হয় দমটি
তোমরা এমন ভুল করো না লড়তে বউয়ের সঙ্গে
এমন মধুর শিক্ষা পাবে, বুঝবে অঙ্গে অঙ্গে
২৬| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: আছি ভালোই ভ্রাতা
শুভকামনা নিরন্তর
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছেন জেনে ভালো লাগলো ভ্রাতা। বিয়ের দাওয়াত দিতে আশা করি ভুলবেন না
২৭| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২
পাপতাড়ুয়া বলেছেন: এভাবেই কত ইচ্ছে রুপকথা হয়ে যায়, কত গল্প অজানা থেকে যায়।
ভালো লাগা রইল।
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পাপতাড়ুয়া। শুভেচ্ছা।
২৮| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
গতকাল মনে মনে খুব করে ভেবেছি
মন্তব্যের রাখি দিই পরিয়ে।
কি জানি কি হলো, ধুর ছাই..
সময়টা গেলো কাজে জড়িয়ে ।
আজ ব্লগ পাতা মাড়িয়ে
রূপকথার মেয়েটি
মনে গেলো ছড়িয়ে........
সান্ধ্য শুভেচ্ছা ।
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই, কবিতাটি পড়ে এত সুন্দর এক টুকরো কবিতা উপহার দেয়ার জন্য। ভালো থাকবেন।
২৯| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিরিক্স ধর্মী কাব্যে ভাল লাগা +++++++++
২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গিয়াস লিটন ভাই। শুভেচ্ছা।
৩০| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭
বৃতি বলেছেন: এরপর এ কাহিনি রূপকথা হয়ে গেলো
ভালো লাগলো ভাইয়া।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
৩১| ২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৬
আমি তুমি আমরা বলেছেন: সবকিছু জেনে গেলে নতুন কিছু, অজানা কিছু পাওয়ার আর আগ্রহ থাকে না।থাক না কিছুটা অজানা।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আপনার কৌতুকের খুব ভক্ত। সেই পোস্টগুলো আবার কবে দিবেন?
ধন্যবাদ আতুআ।
৩২| ২২ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
পার্থ তালুকদার বলেছেন: সুন্দর আর ভাললাগা....
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ পার্থ তালুকদার। ভালো থাকবেন।
৩৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
আহসানের ব্লগ বলেছেন:
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: থাক কাঁদবেন না আহসান ভাই। যা হবার তা তো হয়েই গেছে
শুভেচ্ছা।
৩৪| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মনে পরছে প্রিয় আই কবিতার লাইনগুলোঃ
আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে'বা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাদিয়া বেড়াই যে মোরে করেছে পর !
ভালোলাগা জানবেন, আর সুন্দর জীবন হোক আপনার ।
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় স্বপ্নচারী গ্রানমা।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯
অন্ধবিন্দু বলেছেন:
শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি ! দৃশ্য পেলাম, সোনাবীজ। কিন্তু কাহিনিতে-তো জট বেঁধে গেলো দেখছি। সুরটা মনে পড়ে ?