নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
যে মেয়েটি কবিতা ভালোবাসতো, আমরা একযোগে তার প্রেমে পড়েছিলাম। শ্রেণিকক্ষে, কিংবা ময়দানে, কথার ফাঁকে ফাঁকে তাকে শুনিয়ে আমরা স্বরচিত কবিতা আওড়াতাম। কয়েকটি ছেলে পুরো নোটবই কবিতায় ভরে ফেলে তার হাতে গুঁজে দিয়েছিল। কবিতা পড়তে পড়তে মেয়েটি বুঝেছিল, ওসব কবিতা ছিল না।
তবু আমরা, মানে ওরকম কয়েকটা ছেলে রাত জেগে কবিতা লিখতাম। কখনোবা একপাতা, কেউ কেউ দু লাইনে কবিতা লিখতো চিরকুটে। কবিতা পড়তে পড়তে মেয়েটি বুঝেছিল, আমাদের মধ্যে অস্থির যুদ্ধ ছিল, প্রেমের জন্য ছিল ঠাণ্ডা প্রতিযোগিতা।
এরপর মেয়েটিকে মনে করে আমরা বিরহের গান গেয়েছি। সার বেঁধে অনেক কেঁদেছি। সে তখন কবিতা ভালোবাসতে ভুলে গিয়েছিল। তার চোখে খেলছিল দুর্লঙ্ঘ্য হাতছানি। আমাদের নোটবই ফিরিয়ে দিতে দিতে এককণা হেসেছিল। তারপর আকাশের ডানা ধরে উড়ে গিয়েছিল।
২১ নভেম্বর ২০১৪
২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ম্যাডাম। শুভেচ্ছা।
২| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৮
মৃদুল শ্রাবন বলেছেন: নস্টালজিয়া নস্টালজিয়া !!!!
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
সে তখন কবিতা ভালোবাসতে ভুলে গিয়েছিল। তার চোখে খেলছিল দুর্লঙ্ঘ্য হাতছানি। আমাদের নোটবই ফিরিয়ে দিতে দিতে মেয়েটি এককণা হেসেছিল। তারপর আকাশের ডানা ধরে উড়ে গিয়েছিল।
মেয়েটি কবিতা ভালোবাসতে ভুলে গিয়েছিল। এর পেছনে নানা কারণ থাকতে পারে। কেউ কেউ কবিতায় জীবন ধারণ করে সত্য, কিন্তু বেশিরভাগই খেয়ে-পরে সুখে-শান্তিতে বেঁচে থাকতে চায়। কারো সামনে বৃহত্তর স্বপ্নের হাতছানি থাকে। আমরা একসময় বৈষয়িকতার কাছে হার মেনে কবিতাকে ভুলে যেতে থাকি। ‘মেয়েটি’ প্রতীক মাত্র, এ কথা যুবক-যুবতী নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য, এবং সত্য। যে তরুণ দারিদ্র্যের কষাঘাতে কবিতা লিখতে শুরু করলো, সহসা তার সামনে স্বপ্নের জানালা খুলে গেলে সে কবিতাকে ভুলে যায়। দারিদ্র্য এবং কবিতা, অর্থাৎ সাহিত্য পাশাপাশি হাত ধরে চলে। যারা কবিতা লিখেন, তারা সমাজের উঁচু তলার কেউ নন। সমাজের উঁচ্চাসনে যারা বসে আসেন, তাঁরা কবিতা লিখবেন কোন দুঃখে? (কিছু কিছু ব্যতিক্রম তো থাকবেই)
বিলাসবহুল জীবনযাপনের হাতছানি উপেক্ষা করা সচরাচর সম্ভব নয়। যে মেয়েটি কবিতা ভালোবাসতো, সে একদিন স্বপ্নের দেশে চলে গেলো- স্বামীর বিষয়বৈভব, সামাজিক মর্যাদার কাছে তার কবিতা-ভালোবাসা আছাড় খেয়ে পড়ে থাকলো।
ভালো থাকুন প্রিয় কবি মৃদুল শ্রাবণ ভাই।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ উপভোগ করলাম
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অভি ভাই। শুভেচ্ছা।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৫
নাসরিন চৌধুরী বলেছেন: বাহ খুব সুন্দরত--কেমন জানি আয়নায় নিজেকে দেখছি!!!
বেশ ভাল লাগল।
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো, আপনার চেহারা আমি আঁকতে পেরেছি বলে। নিজেকে কৃতার্থ মনে করছি
এ কবিতার সারমর্মটা ২ নম্বর কমেন্টে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, আজীবন কবিতায়ই বসবাস করবেন
শুভেচ্ছা, আপু।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৭
এহসান সাবির বলেছেন: শুভ সকাল....
দারুন।
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই। শুভেচ্ছা।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুভ সকাল প্রিয় সোনাবীজ ভাই!!
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ অপরাহ্ন প্রিয় জাদিদ ভাই। আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিবেন।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০১
আবু শাকিল বলেছেন: সোনা ভাই কেমন আছেন?
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আছি আবু শাকিল ভাই। আশা করি আপনিও খুব ভালো আছেন। শুভেচ্ছা থাকলো।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: বেশ উপভোগ্য এবং নস্টালজিক।++++
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। শুভেচ্ছা।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
অঘটনঘটনপটীয়সী বলেছেন: কবিতা পড়তে পড়তে মেয়েটি বুঝেছিল, ওসব কবিতা ছিল না।
প্লাস প্লাস।
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু প্লাস প্লাস-এর জন্য। শুভেচ্ছা।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৮
মামুন রশিদ বলেছেন: সে তখন কবিতা ভালোবাসতে ভুলে গিয়েছিল। তার চোখে খেলছিল দুর্লঙ্ঘ্য হাতছানি। আমাদের নোটবই ফিরিয়ে দিতে দিতে এককণা হেসেছিল। তারপর আকাশের ডানা ধরে উড়ে গিয়েছিল।
মানে হলো, সেই মেয়েটি আপনাদের কবিতা আসলেই ভালোবাসতো
চমৎকার রুপকল্প!
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার মূল অংশটুকু তুলে ধরেছেন বলে ভালো লাগছে
মেয়েরা কবিতা ভালোবাসে কোনো একটা সময়ে/কোনো একটা সময় পর্যন্ত। তারপর তারা বুড়ি হয়ে যায়। তাদের ঘাড়ের উপর তখন সংসার, নাতিপুতি
ধন্যবাদ মামুন ভাই। শুভেচ্ছা জানবেন।
১১| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর... সে তখন কবিতা ভালোবাসতে ভুলে গিয়েছিল। তার চোখে খেলছিল দুর্লঙ্ঘ্য হাতছানি। আমাদের নোটবই ফিরিয়ে দিতে দিতে এককণা হেসেছিল। তারপর আকাশের ডানা ধরে উড়ে গিয়েছিল।
ছোটবেলায় আমাদের পাড়ায় এমন একটা ঘটনা দেখেছি। এক আপুর জন্য সাত সাতজন বড় ভাইয়া লাইন দিয়ে দাড়িয়ে থাকত তার কলেজ যাওয়ার পথে... শেষে একদিন পাখি উড়ে গিয়েছিল
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনিও কবিতার কোর অংশে হাত দিয়েছেন
ছোটোবেলায় এসব দেখে দেখে বড় হয়েছি, আর বোধ করি এখনও ছেলেদের এ দশা বিরাজমান আছে মেয়েরা এসব থোরাই কেয়ার করেন
ধন্যবাদ বোমা ভাই। শুভেচ্ছা।
১২| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।
ভ্রাতা , আপনার আজকালকার লেখাগুলো কেমন যেন খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে । অনেকটা স্ট্যাটাসের মতো । আসলে আপনি আমাদের এক্সপেকটেশন অনেক বাড়িয়ে দিয়েছিলেন তো , তাই হয়তো এমন লাগছে । কিছু মনে করবেন না আবার
ভালো থাকবেন সবসময়
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফেইসবুকে ইন্টারেকশন খুব সহজ ও ফাস্ট, কারণ স্টেটাসগুলো খুব ছোটো বা সংক্ষিপ্ত থাকে। ব্লগে আমার দশা ঠিক ঐরকম না হলেও কিছু কমও নয়। ব্যক্তিগত ব্যস্ততার জন্য বড় লেখা প্রস্তুত করার সময়ও খুব একটা নেই। আর আমি নিজেও সংকুচিত হয়ে যাচ্ছি। কোনোরকমে নিজের ব্লগটা সচল রাখছি আর কী
ধন্যবাদ ভ্রাতা পোস্টটি পড়ার জন্য। শুভেচ্ছা জানবেন।
১৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
বলেছেন: ++++++++++++
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সজীব ভাই। শুভেচ্ছা।
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৫
আমিনুর রহমান বলেছেন:
বুঝতে পারছি এইজন্যই আপনে এতো ভালো কবিতা লিখেন
২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। এজন্যই আমি মেয়েটার প্রতি খুব কৃতজ্ঞ। সে চলে গেছে, আর রেখে গেছে তার ছায়া। সে ছায়া আঘাতে আঘাতে বাড়ায় শুধু মায়া।
ধন্যবাদ আমিনুর ভাই। ভালো থাকবেন।
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫
অন্ধবিন্দু বলেছেন:
সোনাবীজকে কবিতায় পাওয়া যাচ্ছে না ইদানীং !
বাক্সে অভিযোগ ফেললুম।
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক ঠিক, একদম ঠিক। এজন্য আমি অত্যন্ত লজ্জিত, দুঃখিত ও অনুতপ্ত।
ধন্যবাদ অন্ধবিন্দু।
১৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
কলমের কালি শেষ বলেছেন: আহারে.... লেখায় কিরাম জানি ভালো লাগলো ।
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো। ধন্যবাদ কলমের কালি। শুভেচ্ছা।
১৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
সুমন কর বলেছেন: অাপনিও কি করতেন নাকি, কবি !!
লেখা বরাবরের মতো অনেক ভাল লেগেছে।
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা ছাড়া আর কোনো কাজ ছিল নাকি?
ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা।
১৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনুভব হবে শুধু ভাই , কোথা হবেনা
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান ভাই। ভালো থাকবেন।
১৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
রঙ তুলি ক্যানভাস বলেছেন: সুন্দর... ২নং মন্তব্যের ব্যাখ্যাটাও ভাল লেগেছে।
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখে খুব ভালো লাগছে আপু।
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
২০| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লেগেছে কবিতা ।
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই। এতোদিন কোথায় ছিলেন?
২১| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৬
ডি মুন বলেছেন: চমৎকার ++
পঞ্চম ভালোলাগা
কবিতা পড়তে পড়তে মেয়েটি বুঝেছিল, ওসব কবিতা ছিল না।
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ডি মুন। শুভেচ্ছা।
২২| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৫
আলম দীপ্র বলেছেন: অসাধারণ !
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র। শুভেচ্ছা।
২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪
অজানিতা বলেছেন: ভালো লাগলো!
০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অজানিতা। শুভেচ্ছা।
২৪| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:১০
মশিকুর বলেছেন:
আহারে... একটি কবির জন্মের ইতিহাস
'দুর্লঙ্ঘ্য' ? অর্থ কী
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০
রাবেয়া রব্বানি বলেছেন: বাহ খুব ভালো লেগেছে ভাই।