নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
দূরবীক্ষণ
একটা নিহত দিনের সবটুকু মায়া মাটির আধারে গেঁথে রেখে
ক্ষয়িষ্ণু স্মৃতির বুকে লুটিয়ে পড়ে দিশেহারা চোখ;
ক্ষুব্ধবাক পিঁপড়ের রাশি চঞ্চলতা ভুলে গিয়ে খুবলে খায়
দুর্বৃত্ত ঘাস। একজোড়া সংসপ্তক কাক আচানক ডানা ভেঙে
মাটিতে ঝরে পড়ে; অদূরে খা-খা অন্ধকার
তুমি এক বিশুদ্ধ বাগান; থরে থরে চারাগাছ; ডালে ডালে কিশলয়
আমৃত্যু তোমাকে এমনি চাই অফুরন্ত ঘ্রাণ
২৪ জুলাই ২০১৫
প্রতিশ্রুতি
প্রেম এক হিরন্ময় অমৃত। জীবন এতো ক্ষুদ্র কেন? এ ক্ষুদ্র জীবনটুকুতে তোমাকে
ভালোবেসে মিটলো না সাধ। পরের জীবনে অনন্তকাল ধরে
তুমি আমারই হবে - যাবার বেলায় এ কথা বলে যাও।
২৭ আগস্ট ২০১৫
সোনালি
সোনালি আমাকে বলেছিল, আমাদের বাসর হবে কোনো বদ্ধ ঘরে নয়, আড়িয়াল বিলের মাঝখানে
ডিঙ্গি নৌকোর ছাদখোলা পাটাতনে। শরতের কোনো পূর্ণিমায়, শাদা-কালো মেঘগুলো বার বার
জোসনা ঢেকে দিবে; দক্ষিণের কালিগাঁও থেকে উড়ে আসা বাতাসে উজানে ভেসে যাবে
আমাদের ডিঙ্গিখানি- আড়িয়াল বিলের সমগ্র বুক জুড়ে থোকা থোকা শাপলারা দুলে দুলে আমাদের
অভিবাদন জানাবে। সোনালি বলেছিল, তুমি আমাকে ছোঁবে না, বুঝলে তো! আমরা একটানা
অনেক-অনেকদিন আকাশে-বাতাসে-পাহাড়ে উড়বো, আর প্রেম করবো, বুঝলে না? তারপর আশ্বিনে
চকের পানি নেমে গেলে গাংকুলায় আমন ক্ষেতের পাড় ধরে বহুদূর হেঁটে হেঁটে ধানের গন্ধ আর
সোনারং শরীরে মাখবো।
বিরান সর্ষেক্ষেতের দিকে তাকিয়ে সোনালি বলতো, দেখো, কী অদ্ভুত সমুদ্র! সাধ হয় ডুবে মরি।
তারপর সত্যিই সে সমুদ্রে ঝাঁপ দিত। দিগম্বর সর্ষেসমুদ্র পেরিয়ে, কালাই, মটর, ডগাতোলা দূর্বা মাড়িয়ে
একনিশ্বাসে ছুটে চলতো সোনালি। তারপর বিপুল সায়াহ্নে ছোলাপোড়ানো একদঙ্গল ছেলেমেয়ের ভিড়ে
আমরা মিশে যেতাম।
সোনালি বলেছিল, আমরা একরাতে জয়পাড়া সিনেমাহলে ‘সাতভাই চম্পা’ দেখবো; ফিরতিপথে
দোহারপুরীর নিকষ আঁধারে ডানা-ঝাপটে-উড়ে যাওয়া প্যাঁচাদের ভয়ে একটুও চমকাবো না।
ভাদ্রের শেষে আড়িয়াল বিলের নৌকাবাইচ, নূরুল্লাপুরের শানাল ফকিরের ধামাইল, গালিমপুর সিদ্ধী পীরের
ওরস আর নূরপুরের মাঠে চৈত্র সংক্রান্তির মেলা- সোনালি বলেছিল, আমরা বহুদিন এসব ঘুরবো,
আর গাছের বাঁকলে এঁকে রাখবো উন্মাতাল প্রেমের স্বাক্ষর।
আজও সোনালি ছুটছে, অতীত থেকে বর্তমানে; অথবা ভবিষ্যত গিলে খেয়ে কালের প্রান্তরে, যার নাম ইতিহাস।
আমি আড়িয়াল বিলে ছুটে যাই, গাংকুলায় ছুটে যাই, আমাদের সর্ষে-মটর-মাষকালাই-মাড়ানো ক্ষেতের আলে
গিয়ে দাঁড়াই- সোনালির সাধগুলো বিধূর কান্নায় পায়ে পায়ে হাঁটে- আমাদের ছোলাপোড়ানো দিনগুলো হারিয়ে গেছে,
সর্ষের সমুদ্র মরে গেছে, মটরশুঁটির দানাগুলো আমাদের দাদিমার ঘরে এখন একগুচ্ছ স্মৃতির ফসিল।
২৯ আগস্ট ২০১৫
প্রতিটা গভীর নিশীথে যে নারী আমাকে ডাকেন
প্রতিটা গভীর রাতে, যখন অতলান্ত নিদ্রায় ডুবে গেছি- বহূদূর আসমান থেকে
ভেসে আসা সুরের মতো বেজে ওঠে এক মহীয়সী কণ্ঠ : ‘জাগো’।
আধো নিমীলিত চোখে ঘুমের জড়তা; আঁধারের ছায়ায়
কেউ কি বসে পড়লো নরম শিথানে?
‘জাগো! জাগবে না?’ সুরেলাকণ্ঠী আবারও বলে ওঠেন।
আমি আড়মোড়া ভেঙে চারপাশ দেখি।
কেউ নেই। খা-খা অন্ধকার।
‘ভুলে গেছো?’ অন্ধকারের গহ্বর ফুঁড়ে সেই স্বর জেগে ওঠে।
‘কে আপনি? বলুন তো কোথা থেকে বলছেন? কে আপনি, এ নিশুতি দুপুরে?’
মহীয়সী শব্দ করে হাসেন। বলেন,‘আমাকে চিনলে না? খুব ভুলোমনা তুমি।’
‘নাহ! কোনোদিন দেখি নি। এ কণ্ঠও বড্ড অচেনা। কে আপনি?’
‘আমাকে তুমি চিনো। দূরবর্তিনী, অথচ আমিই তোমার ছায়া।’
‘আজগুবি কথা রাখুন। আপনি কেউ নন। স্বপ্ন। একটা স্বপ্নের ভিতর প্রতিদিন
আমাকে ত্যক্ত করছেন আপনি।’
‘হাহাহা। স্বপ্ন নই, আমিই ধ্রুব।’
‘আপনি যান। বিরক্ত হচ্ছি খুব। ঘুমোতে দিন।’
‘আচ্ছা যাই। ঘুমোও। গোধূলির হাওয়ায় আঁচল উড়িয়ে প্রতিদিন
তোমাকে দেখি- আমাকে ভুলো না প্রিয়; দিনের একভাগে একবার হলেও
আমার কথাটি ভেবো। আমি সোনালি। তোমার অলঙ্ঘ্য প্রেমিকা। আমি মৃত্যু।’
৩১ আগস্ট ২০১৫
আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব
আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব যেখানে কেউ নেই
এ এক নির্জন রঙ্গশালা, যেখানে যাচ্ছেতাই করা যায়
কড়া পাহারা, কারো চোখরাঙানি, নিয়ম-শৃঙ্খল নেই, নেই কোনো নিষেধাজ্ঞা
যা খুশি ভাবতে পারায় কোনো পাপ নেই
বসন-ভূষণ খুলে ফেলে নাঙা শরীরে লজ্জা পাবে না তুমি
কোনো বাধা নেই - যেমন, যেভাবে সাধ তেমনই খেলতে পারো
এ হলো এক নিরালা বাগান।
তোমার হাতে এমনই এক জাদুর কাঠি-
এক ফুঁ-য়ে একটা গোলাপ, অথবা একটা সাপ বানিয়ে ফেলতে পারো
আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব, যেখানে তুমি ছাড়া আর কেউ নেই
স্বাধীন সার্বভৌম এ এক অদ্ভুত ভুবন - তোমার মধ্যে তুমি।
তোমার ভিড়ে তুমি আর তোমার ছায়া।
প্রকৃত ‘তোমাকে’ একমাত্র সেখানেই খুঁজে পাবে।
২ সেপ্টেম্বর ২০১৫
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলেন কী, তারাবাবুও এ কথা লিখে গেছেন?
‘মিটিল না সাধ ভালোবাসিয়া তোমায়’- আমি অবশ্য নজরুলের এ কথাটা খুঁজতে গিয়ে ওটা লিখে ফেলেছি
ধন্যবাদ জেন রসি।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
শতদ্রু একটি নদী... বলেছেন: কয়েকটা আগেই মুক্তমঞ্চে পড়েছিলাম। কমেন্ট করা হয়নি। খুব ভালো হইছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গোটা দুই মুক্তমঞ্চে পোস্ট করা হয়েছে। সবগুলো অবশ্য ফেইসবুকেই জন্মগ্রহণ করেছে
ধন্যবাদ শতদ্রু।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর ব্লগে আপনার লেখা পড়লাম। ভালো লাগা জানবেন প্রিয় সোনাবীজ ভাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর আমার ব্লগে আপনাকে দেখে খুব ভালো লাগলো ভাই। যদিও ফেইসবুকে হরহামেশাই গায়ে গায়ে ধাক্কা লাগে
ধন্যবাদ জাদিদ ভাই।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
কালের সময় বলেছেন: ভালো লাগা রইল ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কালের সময়।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
সুমন কর বলেছেন: চমৎকার। অনেক অনেক ভালো লাগা রইলো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুমন ভাই।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জেন রসি বলেছেন: প্রতিশ্রুতি পড়ে তারাশঙ্করের কবির সেই অতৃপ্তির কথা মনে পড়ে গেল!
"একটা খেদ আছে মোর মনে
ভালোবেসে মিটল না মোর মনের আশা-
জীবন এত ছোট কেনে? এ ভুবনে-"
সবগুলো কবিতাই ভালো লেগেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। শুভেচ্ছা।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
কাবিল বলেছেন: চমৎকার হইছে, ভাল লাগলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই। শুভেচ্ছা।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। শুভকামনা অনেক সোনাবীজ ভাইয়া।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ খেয়ালি দুপুর আপু/ভাইয়া। শুভেচ্ছা।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
ডি মুন বলেছেন: আজও সোনালি ছুটছে, অতীত থেকে বর্তমানে; অথবা ভবিষ্যত গিলে খেয়ে কালের প্রান্তরে, যার নাম ইতিহাস।
---- সোনালি এবং আজ তোমাকে এমন কোথাও নিয়ে যাব কবিতা দুটি খুব ভালো লাগল।
++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার অনেক পছন্দের একটা লাইন আপনি কোট করেছেন দেখে ভালো লাগলো। আরও ভালো লাগলো এজন্য যে এখানকার দুটি কবিতা আপনার খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানবেন। শুভেচ্ছা।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩
ঘনায়মান মেঘ বলেছেন: খুব খুব ভাল লেগেছে কবিতা। আপনি কোন ব্লগে কবিতা লিখেন তার ঠিকানা টা দেবেন?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো এই ব্লগেই কবিতা লিখছি, আর লিখছি ফেইসবুকে। এ ছাড়া আরও কিছু কিছু ওয়েবসাইট আছে। আমার ফেইসবুকের ঠিকানা - সোনাবীজ অথবা ধুলোবালিছাই
ধন্যবাদ ঘনায়মান মেঘ।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬
ভ্রমরের ডানা বলেছেন: খুব ভাল লেগেছে কবিতা। অনেক সুন্দর লেখা। অষ্টম ভাল লাগা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা। শুভেচ্ছা।
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৮
কলমের কালি শেষ বলেছেন: তৃতীয় এবং চতুর্থটা বেশ ভাল লেগেছে । +++
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কলমের কালি। শুভেচ্ছা।
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন: বাহ ভাইয়া সোনালীর স্বপ্ন পড়ে তো মুগ্ধ হয়ে গেলাম!!!!!!
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ।
১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
সোনালি প্রতিশ্রুতির গভীর নিশীথে দূরবীক্ষণে তোমাকে নয়ত নিজেকে ৷ সময়কে মনে পড়ে ৷ মহাকালে স্ব-কাল ক্ষুদ্রতম স্মৃতি ৷
সময়গুলো ভাল থাকুক একা বা পরিজনে ৷
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর কম্পোজিশন। অনেক ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। শুভেচ্ছা।
১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
প্রথম কবিতার ই লাইনটি -ক্ষুব্ধবাক পিঁপড়ের রাশি চঞ্চলতা ভুলে গিয়ে খুবলে খায় দুর্বৃত্ত ঘাস।
ভালো লাগলো ।
দ্বিতীয়টাতে জীবন জিজ্ঞাসায় জীবনের প্রতিশ্রুতি চেয়েছেন । অনেকটা - মরিতে চাহিনা আমি এই সুন্দর ভূবনের মতো । ।
তৃতীয়টিকে কবিতা বলা যাবে কি ? অনেকটা ব্যাপৃত । প্রসারিত কবিতা বললে দোষ নেই । মটরশুঁটির দানাগুলো এখন সোনালির স্মৃতি নিয়ে জপের মালা হয়েছে মনে হলো।
চতুর্থটি - কবির দেহে "মৃত্যু" নামের এক নিশীথিনীর বিলিন হয়ে যাবার আকুতি ।
সেই আকুতির রেশ ধরে শেষের কবিতাটি এসেছে , যা সনাতন । এক আদিম তাড়নার ভূষন খুলে খুলে দেখা । ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিটা লেখার উপর আপনার নাতিদীর্ঘ মন্তব্যগুলো খুব ভালো লাগলো আহমেদ জি এস ভাই। মুগ্ধতা। ভালো থাকবেন।
১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সোনালি বেশী ভাল লেগেছে, মনে হচ্ছিল দৃশ্যপটগুলো নিজ চোখে দেখতে পারছি। +++
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বোকা মানুষ ভাই। শুভেচ্ছা।
১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৬
শিপন মোল্লা বলেছেন: দূর ভাই আপনার কবিতার মন্তব্য করতে পারিনা, হয় না। এতো কঠিন কবিতা কি ভাবে লিখেন ম্যান ?
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। ভালো লাগলো শিপন ভাই। মন্তব্যে খুব মজা পেলাম। ভালো থাকবেন।
১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: দুটা পড়লাম , তাড়াহুড়ায় এই পোষ্টের মজা নষ্ট করা যাবেনা , আবার আসবো ভাইয়া !
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ অভি ভাই। ভালো থাকবেন।
২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২১
মুহসীন৮৬ বলেছেন: সোনালি আমাকে বলেছিল, আমাদের বাসর হবে কোনো বদ্ধ ঘরে নয়, আড়িয়াল বিলের মাঝখানে
ডিঙ্গি নৌকোর ছাদখোলা পাটাতনে। শরতের কোনো পূর্ণিমায়, শাদা-কালো মেঘগুলো বার বার
জোসনা ঢেকে দিবে; দক্ষিণের কালিগাঁও থেকে উড়ে আসা বাতাসে উজানে ভেসে যাবে
আমাদের ডিঙ্গিখানি " ----অদ্ভুত ভালগাগা কাজ করতেছে ভাই। বারে বারে পরতে হবে!
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মুহসীন ভাই। শুভেচ্ছা।
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
মিরোরডডল বলেছেন:
তুমি এক বিশুদ্ধ বাগান; থরে থরে চারাগাছ; ডালে ডালে কিশলয়
আমৃত্যু তোমাকে এমনি চাই অফুরন্ত ঘ্রাণ
চমৎকার!
আমৃত্যু চাই বলে যে অনুভূতি সেটাও একসময় ক্ষয় হয়।
জীবন এতো ক্ষুদ্র কেন? এ ক্ষুদ্র জীবনটুকুতে তোমাকে
ভালোবেসে মিটলো না সাধ।
জীবন ক্ষুদ্র বলেই এত ভালোলাগা, এতো ডিজস্যাটিস্ফেকশন এবং না পাওয়ার তৃষ্ণা।
পরের জীবনে অনন্তকাল ধরে
তুমি আমারই হবে - যাবার বেলায় এ কথা বলে যাও।
যাবার বেলায় শুধু বলে যাও
কখনো ভালোবেসেছো আমায়
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোনো এ পোস্টে এসে অনেকগুলো উদ্ধৃতিসহ কমেনট করার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭
জেন রসি বলেছেন: প্রতিশ্রুতি পড়ে তারাশঙ্করের কবির সেই অতৃপ্তির কথা মনে পড়ে গেল!
"একটা খেদ আছে মোর মনে
ভালোবেসে মিটল না মোর মনের আশা-
জীবন এত ছোট কেনে? এ ভুবনে-"
সবগুলো কবিতাই ভালো লেগেছে।