|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
গোলাপ শাহ’র মাজার থেকে বাসে উঠলাম। দেশের বাড়ি বেড়াতে যাবো। ঢাকা-মাওয়া সড়ক ধরে শ্রীনগরের ভিতর দিয়ে দোহার উপজেলায় ঢুকবো। 
সকাল সাড়ে আটটার বাস কাঁটায় কাঁটায় সাড়ে আটটায় ছাড়লো। ৪০ সিটের বাসে জনা দশেক প্যাসেঞ্জার। এর আগে এত অল্প মানুষ নিয়ে গাড়ি ছাড়তে দেখি নি।
বাবুবাজার ব্রিজের গোড়ায় গিয়ে বাস থামলো। একজন দুজন করে উঠতে উঠতে প্রায় সবগুলো সিট ভরে গেলো। আমার পাশের সিটটা তখনও খালি পড়ে আছে দেখে আমি অবাক হচ্ছিলাম।
বাস ছেড়ে দিল। ব্রিজ পার হবার পর যেখানে গাড়িটি থামলো সেখানেই মেয়েটি দাঁড়িয়ে ছিল। মেয়েটি তরতর করে বাসে উঠে পড়লো, আর আমার মনে আনন্দ ঝিলিক দিয়ে উঠলো। ভিতরে একটি মাত্র সিটই খালি রয়েছে, অতএব সম্রাজ্ঞী এই সিটে না বসে কোথায় বসবেন?
‘এক্সকিউজ মি!’ ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখি মেয়েটি খুব মিষ্টি হেসে আমার পাশে দাঁড়িয়ে। ‘আপনার পাশে কি বসতে পারি?’ আমি গলে গেলাম। ‘অবশ্যই। অবশ্যই।’ বলতে বলতে বসা থেকে প্রায় দাঁড়িয়ে যাচ্ছিলাম।
‘অনেক অনেক ধন্যবাদ।’ আরেকবার মিষ্টি হেসে আমার দিকে সে তাকালো, আর আমার বুক কাঁপতে থাকলো।
‘দেশে যাচ্ছেন বুঝি!’
‘জি! আপনি?’
‘আমিও। কোথায় নামবেন?’
‘হলের বাজার।’
‘বাহ, দারুণ তো! আমিও ওখানে নামবো।’ 
মেয়েরা এত সহজে ছেলেদের আপন করে নিতে পারে তা আমি এ জীবনে বিশ্বাস করি নি। সে আমার সেল নাম্বার নিল, তার সেল নাম্বার আমাকে দিল। তারপর আমাদের মধ্যে অনর্গল কথা চলতে থাকলো। সে যখন হাসে, মনে হয় তার হাসির সাথে আমি মিশে থাকি। সে যখন গাঢ় চোখে আমার দিকে তাকায়, আমি কোথায় যেন হারিয়ে যাই। সে খিলখিল করে হাসে, খলখল করে তার সর্বাঙ্গে আলো ঝরে।
একটা বিদ্ঘুটে ব্যাপার ঘটতে থাকলো। মেয়েটার বামপাশে উলটো সাইডে বসা একটা লোক বার বার আমার দিকে ক্রূর চোখে তাকাচ্ছিল। হিংসা! পরশ্রীকাতরতা! পুরুষ মানুষ এমনই। একটা সুন্দরী মেয়ে আমার পাশে বসেছে, আর অমনি তার গতর জ্বলতে শুরু করেছে। তবে, মেয়েটিও এ বিষয়টি খেয়াল করেছে। সেও মাঝে মাঝে লোকটার দিকে কড়া চোখে তাকিয়ে ইশারায় জবাব দিয়ে দিচ্ছে- বামন হয়ে চাঁদের পানে হাত বাড়িয়ো না। খবরদার!
হলের বাজারে বাস থামলে আমরা নেমে পড়ি। মেয়েটি কোন দিকে যাবে আমি জানি না। সে একটা রিকশার দিকে এগিয়ে যাচ্ছে। 
‘আসুন না!’ আমার দিকে ফিরে তাকিয়ে সে আমাকে তার রিকশার সঙ্গী হতে আহ্বান জানালো। আমি একবার জোরে মাটিতে পা ঠুকলাম- নাহ, স্বপ্ন নয়, বাস্তবেই এসব ঘটছে।... এটুকু আমি কল্পনা করছিলাম।
এরপর যা দেখলাম তার জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না। মেয়েটি রিকশায় উঠলো, আর তার পাশে গিয়ে চেপে বসলো ঐ লোকটা, বাসের ভিতরে যে-লোকটা তার উলটো সাইডে বসে ছিল।
যেতে যেতে দুজনেই আমার দিকে তাকিয়ে হাসতে থাকলো। আমি তাদের দিকে বোকার মতো তাকিয়ে থাকলাম। কিছু দূরে গিয়ে মেয়েটা ঘাড় উঁচু করে একবার পেছনে তাকালো, তারপর হাত নাড়িয়ে টা-টা জানালো আর শেষবারের মতো সুন্দর করে হাসলো। 
৭ আগস্ট ২০১৪
 ৬১ টি
    	৬১ টি    	 +১০/-০
    	+১০/-০২|  ২৬ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৩
২৬ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ইহা কি হইলো ভাই  
  
  ২৬ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৫
২৬ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু না ভাই 
৩|  ২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:০২
২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:০২
গেম চেঞ্জার বলেছেন:  
  হায় হায়!! পুরাই মফিজ
  হায় হায়!! পুরাই মফিজ 
  ২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:১২
২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
   
  
৪|  ২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:২৩
২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:২৩
সাইলেন্স বলেছেন: মজা পাইলাম ।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১২
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ধন্যবাদ।
 ধন্যবাদ।
৫|  ২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:২৯
২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১২:২৯
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: না, আপনার লগে খেলমু না  
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৩
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি খেলুম 
৬|  ২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১:১৩
২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১:১৩
কিরমানী লিটন বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উৎসর্গ : প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, যিনি বড় সাইজের পোস্ট দেখলে ঘুমিয়ে পড়েন   
   
  
সোটোট শুভোকামোনা ...
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৪
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাঁকে উৎসর্গ করলাম তাঁর দেখা এখনো মিললো না  
 
ধন্যবাদ কিরমানী লিটন ভাই। শুভেচ্ছা।
৭|  ২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১:২২
২৭ শে অক্টোবর, ২০১৫  রাত ১:২২
কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । শেষের টুইষ্টটা অসাধারণ !!
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৫
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। 
ধন্যবাদ প্রিয় ব্লগার।
৮|  ২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ৯:২৯
২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ৯:২৯
সুমন কর বলেছেন: উৎসর্গ : প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, যিনি বড় সাইজের পোস্ট দেখলে ঘুমিয়ে পড়েন   
 
শেষটা বুঝতে পারছিলাম। ভালো হয়েছে।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৫
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষটা বুঝতে পারার জন্য অভিনন্দন সুমন ভাই 
ধন্যবাদ। ভালো থাকবেন।
৯|  ২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১০:০০
২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১০:০০
হামিদ আহসান বলেছেন: মজার গল্প ৷ দারুন লাগল ...
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৬
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  ধন্যবাদ হামিদ আহসান ভাই। শুভেচ্ছা।
 ধন্যবাদ হামিদ আহসান ভাই। শুভেচ্ছা।
১০|  ২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১০:১৫
২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১০:১৫
নেক্সাস বলেছেন: মজার গল্পে পড়ে ভাল লাগলো
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৬
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই। শুভেচ্ছা।
১১|  ২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:০৪
২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:০৪
সাহসী সন্তান বলেছেন: ব্যাপুক রহস্য ভাই! প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এর রহস্য উঁকি দিচ্ছে..........!!  
   তয় শেষের দিকে কেমন জানি একটু লাগলো.....!!
  তয় শেষের দিকে কেমন জানি একটু লাগলো.....!!
তারপরেও অনেক সুন্দর গল্প!
শুভেচ্ছ!
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৮
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপুক রহস্যু সৃষ্টি করতে পেরে ভালোই লাগছে  শেষের দিকে কেমন হলে ভালো লাগতো?
 শেষের দিকে কেমন হলে ভালো লাগতো? 
ধন্যবাদ এবং শুভেচ্ছা।
১২|  ২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:৪৩
২৭ শে অক্টোবর, ২০১৫  সকাল ১১:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগ্য ভালো যে , আপনার ওয়ালেট খোয়া যায়নি  
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৯
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। ভালো বলেছেন। সিনেমার এই আইডিয়াটা নিয়ে আরেকটা রহস্যগল্প লিখে ফেলা যায় 
ধন্যবাদ গিয়াসলিটন ভাই।
১৩|  ২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪১
২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪১
আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: আশ্চর্য ব্যাপার!!! আসল ঘটনাটা কি?   
   
  
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:২০
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসল ঘটনা তো গল্পেই বলে দেয়া হয়েছে  এটা একটা বড় রহস্যের ব্যাপার কিন্তু
 এটা একটা বড় রহস্যের ব্যাপার কিন্তু 
ধন্যবাদ আজব দুনিয়ার মানুষ  নিকটা দারুণ তো!
 নিকটা দারুণ তো!
১৪|  ২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪৯
২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ১২:৪৯
বৃতি বলেছেন: 
কঠিন রহস্য বলে মনে হচ্ছে!  
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:২০
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্যিই, কঠিন রহস্য 
১৫|  ২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৪৫
২৭ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:৪৫
এস কাজী বলেছেন: হাহাহাহা একদম ধরা। কিন্তু লোকটা একটা সিট রাখলেই পারতো গাড়িতে।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:২৩
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। ভালো বলেছেন। তাহলে তো আর এমন রহস্যের ঘনঘটা হতো না  তবে এটাও ধরে নিতে পারেন, তার পাশের সিটটা আগেই বুকড হয়ে গেছে, কিংবা একটু মজা করার জন্যই তারা এ ঘটনার জন্ম দিয়েছে।
 তবে এটাও ধরে নিতে পারেন, তার পাশের সিটটা আগেই বুকড হয়ে গেছে, কিংবা একটু মজা করার জন্যই তারা এ ঘটনার জন্ম দিয়েছে।
প্রায় কাছাকাছি একটা ঘটনা শুনে এ গল্পটা লেখা হয়েছে। বাস্তবেও এ রকম ঘটবে না তা কিন্তু না।
ধন্যবাদ এস কাজী ভাই। শুভেচ্ছা।
১৬|  ২৭ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৩৫
২৭ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৩:৩৫
জেন রসি বলেছেন: শেষটা কিন্তু মাঝখানেই বুঝে ফেলেছি!  
  
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:২৬
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলে এ গল্পটা এখানেই শেষ নয়, ফেইসবুকে এর পরের অংশটুকুও দেয়া হয়েছিল।
এবার বলুন, এটা যদি অসমাপ্ত গল্প হয়ে থাকে তাহলে পরের অংশ কী ঘটতে পারে?  থাক, কষ্ট করতে হবে না, কোনো একদিন কমেন্টের ঘরে পরের অংশ দিয়ে দিব নে
 থাক, কষ্ট করতে হবে না, কোনো একদিন কমেন্টের ঘরে পরের অংশ দিয়ে দিব নে 
ধন্যবাদ জেন রসি ভাই।
১৭|  ২৭ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৪:০৯
২৭ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৪:০৯
ভিটামিন সি বলেছেন: ব্লগে আবুলের বাপ আছে্। আপনারে তো দেহি মফিজের বাপ বানাই ফালাই গেল।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:২৭
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা। ভালো একটা পদবি দিলেন দেখি! ধন্যবাদ ভিটামিন সি।
১৮|  ২৮ শে অক্টোবর, ২০১৫  সকাল ৯:৩৪
২৮ শে অক্টোবর, ২০১৫  সকাল ৯:৩৪
অগ্নি সারথি বলেছেন: খিক! গল্প ভালু হইসে।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩০
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
   
   ধন্যবাদ অগ্নি সারথি। শুভেচ্ছা।
 ধন্যবাদ অগ্নি সারথি। শুভেচ্ছা।
১৯|  ২৮ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৩:০৭
২৮ শে অক্টোবর, ২০১৫  বিকাল ৩:০৭
মামুন রশিদ বলেছেন: এইটা কি হইলো!!  
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩০
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা ছ্যাঁকামিজম আর কী  ধন্যবাদ মামুন রশিদ ভাই। শুভেচ্ছা।
  ধন্যবাদ মামুন রশিদ ভাই। শুভেচ্ছা।
২০|  ২৯ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:১৫
২৯ শে অক্টোবর, ২০১৫  দুপুর ২:১৫
মশিকুর বলেছেন: 
কেন যে এইটা রহস্যগল্প; সেইটাই একটা বিরাট রহস্য  
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩১
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই যে, রহস্যটা ধরে ফেলেছেন  
   এজন্য অভিনন্দন মশিকুর ভাই। শুভেচ্ছা।
 এজন্য অভিনন্দন মশিকুর ভাই। শুভেচ্ছা।
২১|  ২৯ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৪
২৯ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:৫৪
আবু শাকিল বলেছেন: রহস্য  
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩২
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কঠিন রহস্য  কিছু বের করতে পারলেন?
 কিছু বের করতে পারলেন?  
 
২২|  ৩০ শে অক্টোবর, ২০১৫  ভোর ৬:৫৪
৩০ শে অক্টোবর, ২০১৫  ভোর ৬:৫৪
শান্তির দেবদূত বলেছেন: এটা মনে হচ্ছে আগেও একবার পড়েছিলাম, আপনার ফেসবুকে সম্ভবত। ভালো ছিল 
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩৩
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আগের বার ফেইসবুকেই পড়েছিলেন। সেটা আরেকটু লম্বা ছিল। বাড়তি অংশটাই আসলে রহস্য 
ধন্যবাদ সাইফুল ভাই। শুভেচ্ছা।
২৩|  ৩০ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:০৪
৩০ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:০৪
আরণ্যক রাখাল বলেছেন: ভাবলাম প্রেমকথা! কিন্তু একি!
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩৪
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেমকথা নয় তো কী? প্রেম হয় নাই, ছ্যাঁকা হইয়া গেছে আর কী 
ধন্যবাদ আরণ্যক রাখাল।
২৪|  ০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ৯:০৪
০৭ ই নভেম্বর, ২০১৫  রাত ৯:০৪
মীম মাশকুর বলেছেন: হা হা হা
এইরকম ডজ! আফসুস! 
অথচ শুরুতে কি দোলাই না মনে লেগেছিল... 
 সে যখন হাসে, মনে হয় তার হাসির সাথে আমি মিশে থাকি। সে যখন গাঢ় চোখে আমার দিকে তাকায়, আমি কোথায় যেন হারিয়ে যাই। সে খিলখিল করে হাসে, খলখল করে তার সর্বাঙ্গে আলো ঝরে।....
দারুন গল্প! ++++++++++++
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩৫
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা চুম্বক অংশ তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ মীর মাশকুর ভাই। শুভেচ্ছা।
২৫|  ১৫ ই নভেম্বর, ২০১৫  রাত ১১:৪২
১৫ ই নভেম্বর, ২০১৫  রাত ১১:৪২
আরজু পনি  বলেছেন: 
হাহা আসল জনের সাথে মান অভিমান চলছিল, তাই আপনার সাথে মানে গল্পের নায়কের সাথে সময় কাটিয়েছে হাহাহাহাহাহা
  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩৭
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। আপনি দেখি রহস্য খোলসা করে দিলেন? এটা কি ঠিক হলো?
ধন্যবাদ আপু।
২৬|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০০
২৮ শে ডিসেম্বর, ২০১৫  সন্ধ্যা  ৭:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহালে...
ফোটার আগেই ফুল ঝড়ে গেলু   
 
দারুন গল্পে ++++++++++++++++
  ০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৭
০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা 
এতগুলো প্লাসের জন্য ধন্যবাদ রইল কবি।
২৭|  ০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ৮:৫৭
০৩ রা জানুয়ারি, ২০১৬  রাত ৮:৫৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: রহস্য বেশ   
   মনোকষ্ট বেশি।
 মনোকষ্ট বেশি।
  ০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৭
০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:  
 
ধন্যবাদ প্রোফেসর সাহেব। একজন তীক্ষ্ণ গল্পকারকে ব্লগবাসী মিস করছে খুব। ফিরে আসুন।
২৮|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৩৩
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  দুপুর ১২:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: 
এভাবে পাঠকের মন নিয়ে খেলা... রীতিমতো বেমানবিক!
পোড়খাওয়া মন অন্য দুশ্চিন্তা করছিলো।  
আশঙ্কায় ছিলাম কবির টাকার ঝুলিতে কোন আঘাত আসে কিনা! 
কবি মন তো.. প্রেমই সব।
  ০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। কবি মন বলে কথা 
ধন্যবাদ প্রিয় মাঈনউদ্দিন ভাই। শুভেচ্ছা।
২৯|  ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:২৩
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬  রাত ১১:২৩
নিরব ঘাতক ফাহিম বলেছেন: হাহাহা
  ০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
০৯ ই আগস্ট, ২০১৭  সন্ধ্যা  ৭:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
৩০|  ০৯ ই আগস্ট, ২০১৭  রাত ৮:১৬
০৯ ই আগস্ট, ২০১৭  রাত ৮:১৬
সেলিম আনোয়ার বলেছেন: যাকে এত ভাল লাগলো তাকে এভোবে হারানো অমানবিক। তবে উৎসর্গে আমি কেনু। এই গল্পের তৃতীয় ব্যক্তি আমি   ।
 ।
হা হা পোস্টটি পড়া হয়নি। পড়ে ফেললাম।  
 
  ০৯ ই আগস্ট, ২০১৭  রাত ৯:০০
০৯ ই আগস্ট, ২০১৭  রাত ৯:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাস্তবিকই হৃদয়বিদারক ঘটনা। মেয়েটি নিষ্ঠুরা, অমানবিকা  
 
পোস্টটি পড়ে ফেলায় অভিনন্দন প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই 
৩১|  ০৯ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৪৮
০৯ ই আগস্ট, ২০১৭  রাত ৮:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো গল্প, জীবনের খণ্ডলিপি। ভালো লাগলো ভাই।
  ০৯ ই আগস্ট, ২০১৭  রাত ৯:০৩
০৯ ই আগস্ট, ২০১৭  রাত ৯:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর নয়ন ভাই।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:২৫
২৬ শে অক্টোবর, ২০১৫  রাত ১১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উৎসর্গ : প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, যিনি বড় সাইজের পোস্ট দেখলে ঘুমিয়ে পড়েন