নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুমি ভাবো, তুমি খুব ভালো লেখো,
আমি লিখি ছাই।
তুমি বোঝো কচু!
নিজকে নিয়ে ছোটোবড়ো সকলেরই
এরকম বিরাট বড়াই।
তুমি ভাবো পাঠকেরা যা যা বলে
সবকিছু বুঝে বলে, সবকিছু সাঁচা।
তুমি ভাবো লাউ!
তোষামোদে গলে গিয়ে ধরণিকে সরা ভাবো
তুমি হলে এত বড় আহাম্মক ও গাধা।
তুমি খুব ভাব মারো
রাসভেরা চারদিকে লাফালাফি করে।
মাকাল কী চিনো তুমি?
উপরটা লোভনীয়,
ছাইয়ের পায়েশ তার খোসার ভিতরে।
তুমি ভাবো- বিশাল প্রতিভা তুমি
তোমার কারিশমা দেখে দলে দলে ভক্তিভরে
কবিগণে তোমাকেই 'গুরু' জ্ঞান করে।
আহারে গাধার রানি! ও-গুলো কবিতা নয়
ও-গুলো কবিতা হলে
আমাদের গাভীটাও হাম্বা-স্বরে কবিতাই বলে।
ও-গুলো কবিতা নয়
ওসব ছেড়েছি লেখা তোমার জন্মেরও ন’বছর আগে।
কবিতা লিখিতে হলে গুরুর চরণে পড়ো,
কবিতা কাহাকে বলে- সেই তত্ত্ব গুরুই শেখাবে।
২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৭
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
সুমন কর বলেছেন: আহারে গাধার রানি! ও-গুলো কবিতা নয়
ও-গুলো কবিতা হলে
আমাদের গাভীটাও হাম্বা-স্বরে কবিতাই বলে। ----- হাহাহা। মজা পেলাম।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজা পেয়েছেন জেনে ভালো লাগল সুমন ভাই। শুভেচ্ছা।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা লিখিতে হলে গুরুর চরণে পড়ো,
কবিতা কাহাকে বলে- সেই তত্ত্ব গুরুই শেখাবে।
বাহ!
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০
বিলিয়ার রহমান বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়া
তুমি নিজে কিন্তু বকাঝকার ছলনায় একটা কবিতা লিখে ফেললে!
আর শোন আমিও কবিতা লিখতে চাই এবার বল আমার গুরু কে হতে পারে?? আর কাবাই বা চরন ধুলো নেব!!!!
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বকাঝকা করেছি নাকি? কোথায়? তারপর আবার কবিতাও লিখে ফেলেছি? বেশ মজারই তো
গুরুকে আগে চিনতে হবে। গুরুর ছায়া আমাদের চারপাশ জুড়েই আছে।
গুরু চিনো
গুরু ভজো
এবং গুরুর
চরণ ধরো
ভক্তি বিনে
মুক্তি নাই
গুরুতেই
শক্তি পাই।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮
ইমরান নিলয় বলেছেন: হাহাহহাহহাহাহ।
ব্যাপক হইসে।
আহারে গাধার রানি! ও-গুলো কবিতা নয়
ও-গুলো কবিতা হলে
আমাদের গাভীটাও হাম্বা-স্বরে কবিতাই বলে।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যাপক হইছে নাকি? ভালোই তো
ধন্যবাদ ইমরান নিলয়।
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
অশ্রুত প্রহর বলেছেন: ওয়াহ! ওয়াহ! গাধাদের কথা ! হাহাহা
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াহ ওয়াহ
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
"তুমি ভাবো- বিশাল প্রতিভা তুমি
তোমার কারিশমা দেখে দলে দলে ভক্তিভরে
কবিগণে তোমাকেই 'গুরু' জ্ঞান করে। "
-টাইপো? "গুরু" ------> "গরু"
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, 'গুরু'ই
ধন্যবাদ।
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬
জাহিদ অনিক বলেছেন: আহা সোনাবীজ অথবা ধুলোছাই ভাই ,
লেখার মূল্যায়ন লেখক নিজেই করুক,
এটাই কেবল চাই !!!
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের দেশের কবি-লেখকরা তো নিজেকে অন্যান্যদের চেয়ে বড় মনে করেন। বাংলা একাডেমী পুরস্কারের পর পুরস্কার প্রাপ্তদের এমনভাবে সমালোচনা করা হয় যে মনে হওয়া স্বাভাবিক সমালোক নিজে ঐ পুরস্কার প্রাপ কবি বা লেখকের চেয়ে অনেক উর্ধ্ব অবস্থান করছেন। তো, লেখকের মূল্যায়ন লেখক নিজে করলে এরকমটা হয় আর কী। আমাদের সমালোচনা গ্রহণ করার একদমই ক্ষমতা বা ধৈর্য নেই, সবাই শুধু প্রশংসাই শুনতে চাই। এ থেকে আমাদের দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব নয়। ব্লগে আমার বয়স ৮ বছরের উপরে। কোনো একসময় অনেক আলোচনা করেছি। কেউ কেউ রি-অ্যাক্ট করতেন, পরে তাঁদের এড়িয়ে চলতাম। সেই আলোচনাটা এখনো আছে, তবে খুব কম। কারো লেখার উপর একটা নেগেটিভ পয়েন্ট তুললে সে আপনাকে ফণা তুলে কামড় দিতে সময় নিবে না
আলোচনা করুন। আমাকে তুলোধুনো করে ফেলুন। যিনি আমাকে তুলোধুনো করতে পারবেন, তাঁর সেই ক্ষমতা ও যোগ্যতা আছে বলেই করবেন। অন্য দিকে, এ দ্বারা আমার তিনি প্রভূত উপকারই করবেন।
সাহিত্যের পোস্টে প্রচুর আলোচনা থাকা উচিত। এতে শেখাও যায়, নিজের মান সম্পর্কে বোঝা যায়, নিজের উন্নতিও করা যায়।
ও আচ্ছা, দেখুন তো, এটা আপনি নাকি? হয়ে থাকলে প্লিজ কনফার্ম করুন, আপত্তি না থাকলে।
শুভেচ্ছা।
৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই। শুভেচ্ছা।
১০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩
বিলিয়ার রহমান বলেছেন: তুমি হলে এত বড় আহাম্মক ও গাধা।
এটা কিন্তু তোমাকে বলিনি ভাইয়া বলিনি ভাইয়া! কেবল তোমার পোস্ট থেকে বকা বলো আর ঝকাই বলো তার একটা নমুনা দেখালাম!
সামনের দিকে তোমার কবিতায় আরো ভুলভাল কমেন্ট করার জন্য তোমাকে অনুসারিত ব্লগে নিয়ে নিলাম ভাইয়্যু!
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভুলভাল কমেন্ট করার সর্ব অধিকার আপনাকে দেয়া হলো আমি নিজেই ভুল কমেন্ট করি, অতএব ভুল কমেন্ট পেতে ও খেতে আপত্তি নেই
"তুমি হলে এত বড় আহাম্মক ও গাধা।"
এটা সার্বজনীন কবিতা নয়, দ্বিপাক্ষিক লক্ষ করুনঃ "আহারে গাধার রানি!" অর্থাৎ, বিশেষ একজনকে বলা হয়েছে
আশা করি বুঝতে পেরেছ ভাইয়া।
শুভেচ্ছা।
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪
জুন বলেছেন:
আহারে গাধার রানি! ও-গুলো কবিতা নয়
ও-গুলো কবিতা হলে
আমাদের গাভীটাও হাম্বা-স্বরে কবিতাই বলে।
কি লিখেছেন ছাই ভাই
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপু, গাধানি যদিও কিন্তু সে রানি, গাধার রানি। তার মর্যাদা তো আকাশছোঁয়া
গাধানিকে শেখাতে চাই কীভাবে কবিতা লিখতে হবে, এই আর কী। কিন্তু এ ব্যাপারে তার কোনো আগ্রহই নাই।
আমি তারে গাছ থেকে পেড়ে দিই লিচু
ওসব ফেলিয়া সে খায় বনকচু
গলা তার চুলকায় বনকচু খেয়ে
তারপর সারামাঠ দৌড়ায় ধেয়ে
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
অদৃশ্য বলেছেন:
একটু আধটু মাথা গরম না হলে চলে নাকি... ওটার কিছুটা সাথে থাকতেই হবে... তবে কথা হলো গুরুদেব, আশির্বাদ কিন্তু চাই-ই চাই...
খলিল ভাইয়ের জন্য
শুভকামনা...
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, মাথা গরম হয়েছিল মনে হয় নাকি? এটাও একটু ঘুরে আসতে পারেন মজা করেই লিখেছিলাম, তবে শেষমেষ মনে হয় সিরিয়াস হয়ে গেছে
ভালো থাকবেন কবি। আপনার জন্যও শুভ কামনা থাকলো।
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
ধুলোবালিছাই
কি যে বলেন ভাই !
আগের দিন আমাগোর দিছেন একটা বাঁশ
ওতে ও কি মেটে নাই মনের সব আশ ?
আমাদের গাভীটাও নাকি হাম্বা-স্বরে কবিতাই বলে,
এটাও বুঝিয়ে দিলেন কবিতার ছলে !
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। আপনি দেখি বিরাট কবিতা লিখে ফেললেন আমাকে নিয়ে। এরকম ভাগ্য আর কার আছে, একজন বড় কবি যখন আমাকে নিয়ে সুন্দর একটা কবিতা লিখে ফেলেন? ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাচ্ছি।
তবে, বাঁশ দেয়ার কথাটা কিন্তু বেশি শক্ত হয়ে গেছে? আর পুরো কবিতাটা যাকে নিয়ে লেখা তিনি লাপাত্তা
ভালো থাকবেন প্রিয় কবি আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।
১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১২
ভাবুক কবি বলেছেন: কবিতাই আনন্দ
চমৎকার বলেছেন
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভাবুক কবি। ভালো লাগছে যে আপনি অনেক ভাবছেন, সারাবেলা অবিরাম
শুভেচ্ছা।
১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০২
কামরুন নাহার বীথি বলেছেন: তুমি ভাবো পাঠকেরা যা যা বলে
সবকিছু বুঝে বলে, সবকিছু সাঁচা।
তুমি ভাবো লাউ!
তোষামোদে গলে গিয়ে ধরণিকে সরা ভাবো
তুমি হলে এত বড় আহাম্মক ও গাধা। ---------
এমন লেখকের উদ্দেশ্যে ------- ??? ভাল, ধন্যবাদ ভাই!
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।
বুঝি নি, প্রশ্নটা করে আমার উদ্দেশ্য জানতে চাইলেন কিনা। আমার উদ্দেশ্য উপরে বেশ কয়েক জায়গায় বলা হয়ে গেছে কিন্তু।
যাই হোক, আমার ব্লগে স্বাগত এবং প্রথম কমেন্টের জন্য অভিনন্দন।
আর যদি পাঠকের উদ্দেশ্য জানতে চেয়ে থাকেন, তাহলে ব্লগার আলিম আল রাজি'র 'যে কমেন্ট করা হয়, যে কমেন্ট হয় না করা' পোস্টটি দেখতে পারেন। বেশ মজার।
শুভেচ্ছা রইল আপু।
১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১২
উম্মে সায়মা বলেছেন: আহমেদ জী এস ভাইয়ের মন্তব্যের সাথে সহমত
২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। আপনাকেও আমার ব্লগে স্বাগত জানাচ্ছি।
১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১০
অলওয়েজ ড্রিম বলেছেন: ভাল লেগেছে। তবে কবিতা হয়েছে কি না জানি না।
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
পাঠক হলেন একজন লেখকের আয়না। এটা বুঝলে আর কোনো সমস্যা হয় না। আমাকে বুঝতে হবে যে, আমার সব কবিতাই কবিতা হবে না। তবে, একটা কবিতা লিখবার জন্য আমার মধ্যে যে ছটফটানি কাজ করবে, তা থেকেই হয়ত একদিন আমার একটা কবিতা, কবিতা হিসাবে দাঁড়িয়ে যেতেও পারে (অবশ্য না-ও যেতে পারে)।
খুব ভালো থাকুন প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭
অলওয়েজ ড্রিম বলেছেন: সমালোচনা সইবার শক্তি যার নাই সে আর যাই হোক মহান হতে পারবে না।
আমাদের দেশের কবি-লেখকরা তো নিজেকে অন্যান্যদের চেয়ে বড় মনে করেন। বাংলা একাডেমী পুরস্কারের পর পুরস্কার প্রাপ্তদের এমনভাবে সমালোচনা করা হয় যে মনে হওয়া স্বাভাবিক সমালোক নিজে ঐ পুরস্কার প্রাপ কবি বা লেখকের চেয়ে অনেক উর্ধ্ব অবস্থান করছেন। তো, লেখকের মূল্যায়ন লেখক নিজে করলে এরকমটা হয় আর কী। আমাদের সমালোচনা গ্রহণ করার একদমই ক্ষমতা বা ধৈর্য নেই, সবাই শুধু প্রশংসাই শুনতে চাই। এ থেকে আমাদের দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব নয়। ব্লগে আমার বয়স ৮ বছরের উপরে। কোনো একসময় অনেক আলোচনা করেছি। কেউ কেউ রি-অ্যাক্ট করতেন, পরে তাঁদের এড়িয়ে চলতাম। সেই আলোচনাটা এখনো আছে, তবে খুব কম। কারো লেখার উপর একটা নেগেটিভ পয়েন্ট তুললে সে আপনাকে ফণা তুলে কামড় দিতে সময় নিবে না
আলোচনা করুন। আমাকে তুলোধুনো করে ফেলুন। যিনি আমাকে তুলোধুনো করতে পারবেন, তাঁর সেই ক্ষমতা ও যোগ্যতা আছে বলেই করবেন। অন্য দিকে, এ দ্বারা আমার তিনি প্রভূত উপকারই করবেন।
সাহিত্যের পোস্টে প্রচুর আলোচনা থাকা উচিত। এতে শেখাও যায়, নিজের মান সম্পর্কে বোঝা যায়, নিজের উন্নতিও করা যায়।
আপনার উপরোক্ত বক্তব্যের সাথে পুরোপুরি একমত। আমি তো কোনো লেখা পোস্ট করার পরে তুলাধুনা হওয়ার অপেক্ষায় থাকি। কিন্তু আফসোস ব্লগে ধুনকার নাই বললেই চলে। বিশেষ করে গল্প-কবিতার ক্ষেত্রে।
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: "সমালোচনা সইবার শক্তি যার নাই সে আর যাই হোক মহান হতে পারবে না।" আমি ঠিক এই কথাটিই বলতে চেয়েছি আমার আগের পোস্টে।
সমালোচনায় আমরা সচরাচর ইনস্ট্যান্টলি রি-এ্যাক্ট করে থাকি, তা থেকে তুমুল বিতণ্ডাও শুরু হয়ে যায়। আমার লেখাকে প্রশংসাই করতে হবে- আমার মনোভাব এমন হবে কেন? এই মনোভাব নিয়ে শুধু মহান লেখক না, মহৎ মানুষও হওয়া যায় না। সংসার-জীবনে আমাদের কাজের জন্য আমরা যেমন প্রশংসা পেয়ে থাকি, কাজ খারাপ হলে নিন্দাও পেয়ে থাকি। নিন্দা সইবার শক্তি বা মনোভাব আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। রবীন্দ্রনাথের যুগে রবীন্দ্রনাথের লেখালেখি নিয়ে মানুষ ব্যঙ্গ করতো। তাঁকে জীবনে অনেক ঠাট্টা-উপহাস সহ্য করতে হয়েছেন। এজন্য তিনি রবীন্দ্রনাথ হতে পেরেছেন। সমালোচনা থেকে ভালো জিনিসটা গ্রহণ করে তিনি নিজেকে সমৃদ্ধ করতেন।
প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আমরা নিজেদের আরো বেশি করে যেমন প্রকাশ করতে পারি, তেমনি অন্যের কাছ থেকে নতুন জিনিস শিখতেও পারি।
কমেন্ট বড় হয়ে গেলো। উদ্ধৃত অংশে কিছু টাইপিং মিস্টেক দেখা যাচ্ছে
ভালো থাকুন প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮
জুন বলেছেন: না ছাই ভাই আর কোন ব্যাপারে না হলেও আমার ছাইপাঁশ লেখার কেউ সমালোচনা করলে আমার অনেক মন খারাপ হয়ে যায়
তাই মনে হয় আমি জীবনেও মহান হতে পারবো না
২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা দেশি আপু, আপনার মন খারাপের কোনো কারণ নেই, আপনি ভালো লিখেন।
জাস্ট একাডেমিক একটা আলোচনা করি। সমালোচনা হলো গঠনমূলক আলোচনা, যাতে কোনো কিছুর ভালো দিক, দুর্বল দিক আর কোনো খারাপ দিক থাকলে সেটাও তুলে আনা হয়। এই আলোচনা একজন লেখককে তাঁর লেখাটি পুনঃসম্পাদনের সময় কাজে দেয়, তেমনি তাঁর পরের লেখাগুলোর উৎকর্ষ সাধনেও সহায়ক হয়। পৃথিবীতে এমন কোনো প্রসিদ্ধ বই পাবেন কিনা সন্দেহ, যার সমালোচনা হয় নি। রবীন্দ্রনাথের লেখাকে বিশ্লেষণ করা হচ্ছে, জীবনানন্দ, নজরুল, সবার লেখারই সমালোচনা হচ্ছে। বাংলা একাডেমী পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, একুশে পদক পাওয়ার পরও লেখকরা সমালোচিত হচ্ছেন। এটা তো দোষের কিছু না।
আমরা যা কিছুই লিখি না কেন, তা যে শতভাগ নির্ভুল হবে, গুণগত মানে ১০০-তে ১০০ পাবে, এমনটা কি আশা করা যায়?
ব্লগে এই সমালোচনাটা আরো বেশি দরকার। এটা একটা অনুশীলনের প্লাটফর্ম। এখান থেকে আমাদের উত্তরণ ঘটবে। আমি যদি আশা করি যে, আমার লেখা কেউ সমালোচনা করতে পারবে না, তাহলে পাঠকরা 'অসাধারণ', 'অনবদ্য', 'খুব ভালো হয়েছে' জাতীয় মন্তব্য করে চলে যাবেন। এ থেকে নিজেকে যাচাই করা যায় না। সমালোচনা থেকেই বুঝতে পারবেন, একটা বইয়ের পুরো একটা চ্যাপ্টারই ডিলিট করে দিতে হবে, তা না হলে লেখাটা দুর্বল হয়েই থাকবে। তেমনি, কেউ কেউ লেখাকে আরো সম্প্রসারিত করতে বলবেন। এ থেকেও লেখার লিমটেশনটা বোঝা যাবে।
আরেকটা বিষয় হলো, আমি যদি জানিই আমার লেখাটা সবাই প্রশংসাই করবে, তাহলে ওটা আর পাবলিশ করেই কী লাভ? মনে মনেই তো ধরে নেয়া যায় এ লেখাটা সবাই 'অনবদ্য'ই বলবে
আপু, আশা করি আপনি হার্ডলাইন থেকে একটুখানি সরে আসবেন
ভালো থাকুন আপু।
২০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭
জুন বলেছেন: ছাই ভাই
সকালের শুভেচ্ছা । আপনার কথা সব বুঝি ,সব মানি কিন্ত মন মানতে চায়না । অন্যের কথা জানি না তবে কঠোর সমালোচনা আমার শখের এই লেখালেখি বিমুখ করে তোলে
এ ক্ষেত্রে বিশিষ্ট ব্লগার জুলিয়ান সিদ্দীকির কথা মনে পড়ছে । উনি আমার একটি কবিতা পড়ে বলেছিলেন "আপু এই শব্দটা উঠিয়ে দিয়ে দেখেন তো কেমন হয় ? (একটি শব্দের বহু ব্যবহার) এই অংশটা এভাবে যদি আগে পড়ে করে লিখেন তাহলে" ? বিশ্বাস করবেন সেই কবিতাটি একবারে সত্যি অন্যরকম হয়ে গেলো । আমার নিজের কাছেই মনে হলো বাহ খুব সুন্দরতো আগেরটার চেয়েও । এমন করে তানিম ও আমাকে কিছু কবিতা এডিটে সহায়তা করেছিল । ধমকা ধমকি করে নয় দেশী ভাই ।
তবে মানুষের এত সময়ই বা কই তাও বুঝি ।
ধন্যবাদ জানবেন আর মন্তব্যে ভুল ত্রুটি হলে দেশের মানুষ বলে ক্ষমা করে দেবেন
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশি আপু, শুভ সন্ধ্যা।
২০০৮ সালের মাঝামাঝি থেকে আমি এই সাইটে ব্লগিং করি। এই ব্লগে আমি কাউকে কখনো 'কঠোর' সমালোচনা করতে দেখেছি বলে মনে পড়ে না, আমিও করি নি। তবে, কোনো একটা সময় অনেকের লেখা খুব মনোযোগ দিয়ে পড়ে বিশদ বিশ্লেষণ করতাম এবং আমার সাধ্যানুসারে সাজেশন দেয়ার চেষ্টা করতাম। বিশেষ করে বানানের ব্যাপারে, কবিতা নির্মাণশৈলী, ছন্দ, ইত্যাদি বিষয়ে কারো কারো অনুরোধে আমার পোস্টে, অথবা তাঁদের ব্লগে প্রসঙ্গক্রমে আলোচনা করেছি। আমার সাজেশনে তারা যে খুব উপকৃত হতেন, তা তাঁদের প্রতি-মন্তব্য থেকে বোঝা যেত। ব্লগে আমার জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা যতটুকু আছে, তা আমার লেখার গুণে না যতখানি, আমার বিশ্লেষণ-ক্ষমতার জোরে তা অনেক বেশি। বলতে লজ্জা হয়, তার পরও বলছি, দীর্ঘ লেখা পুরোটা পড়ার অভ্যাস আমাদের সবার খুব একটা নাই বললেই চলে এবং দেখবেন, যে লেখাটি পড়তে ২৫ মিনিট লাগে (যত দ্রুতই পড়ুন না কেন), সেটি পোস্ট করার ৩ মিনিটের মাথায় কমেন্ট পেলেন - 'অসাধারণ। মুগ্ধ হয়ে গেলাম।' তিনি পোস্টটা পড়েন নি। দেখবেন, এর ২ মিনিটের মাথায় তিনি অন্য একটা ব্লগে কমেন্ট করেছেন একইভাবে। আমি কখনো এ জিনিসটা করি নি, এটাকে ঘৃণা করি। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, এজন্য অনেকের কমেন্ট প্রদানের এ প্রবণতা আমি নোট করে রাখতাম।
তো, একটা পোস্ট দীর্ঘ সময় ধরে পড়ে কিছু মতামত দিলাম, এজন্য লেখকের উচিত আমার কাছে কৃতজ্ঞ থাকা। কিন্তু আমরা মনে রাখি না কিছুই। আমাদের স্মৃতিশক্তি মাছের মতো ১০ সেকেন্ড। পুরোনো যত ব্লগার আছেন, যাদের পোস্ট আমি পড়েছি এবং কমেন্ট করেছি, সবার জন্য কিছু না কিছু পরামর্শ আমি দিয়েছি। তবে এটা প্রমাণিত আপু, আমরা কারো যতো কাছের বা যতো আপনই হই না কেন, তাঁদের কাছে আমাদের কতখানি ঋণ রয়েছে সেটা স্বীকার করবো তো দূরে থাক, সেটা ভুলে যাই খুব দ্রুত; বা মনে থাকলেও সেই কথা আর মুখ ফুটে প্রকাশ করতে চাই না।
আপু, আপনার 'ধমকাধ্মকি' শব্দটা আমাকে খুব পীড়া দিচ্ছে। আপনার কমেন্ট থেকে মনে হচ্ছে ঐ 'ধমকাধ্মকি'র কাজটা বোধ হয় আমিই করি, কিংবা করেছি। আমার বৈশিষ্ট্যের কথা এ কমেন্টের প্রথম প্যারায় উল্লেখ করেছি। আমি এই ব্লগে লেখালেখি নিয়ে কাউকে ধমকাধমকি করতে দেখি নি, এবং আমি নিজেও ওটা করি নি। এরপরও যদি আপনি মনে করেন যে, আমি আপনার কোনো পোস্টে আপনাকে 'ধমকাধমকি' করেছি, বা অন্য কারো পোস্টে আমাকে লেখালেখি বিষয়ে ধমকাধমকি করতে দেখেছেন, তাহলে আমাকে সেই লেখা ও ব্লগারের লিঙ্ক দিন, আমি তাদের কাছে ক্ষমা চাইব। আমি কাউকে ধ্মকাধমকি করে থাকলে সেজন্য লজ্জিত।
আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে যে, আপনি এ কবিতাটা পড়ে ধরে নিয়েছেন যে, আমি কাউকে ধমকাচ্ছি। না আপু, এটা অমূলক ধারণা। এখানে তো কারো নাম ধরে কিছু বলি নি, তাহলে ধমকালাম কাকে? এটা নিছক একটা কবিতা। উপরে বলেছি, নির্দিষ্ট একজনকে লক্ষ করে এটা লেখা। কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। এর নীচে রচনাতারিখ দেখুন- ২৪ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৭। ঐ কবিতাটা শুরুতে একটু অন্যরকম ছিল। এটা নতুন করে পোস্ট করার সময় পরিবর্ধন করা হয়েছে। নীচে কবিতা ও পুরোনো লিংক দিলাম।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
গাধাদের কথা
তুমি ভাবো, তুমি খুব ভালো লেখো,
আমি লিখি ছাই।
তুমি বোঝো কচু!
নিজকে নিয়ে ছোটোবড় সকলেরই
এরকম বিরাট বড়াই।
তুমি ভাবো পাড়াপড়শি যা যা বলে
সবকিছু 'মিন' করে, সবকিছু সাঁচা।
তুমি ভাবো লাউ!
তোষামোদে গলে গিয়ে ধরণিকে সরা ভাবো
এতো বড় আহাম্মক ও গাধা।
তুমি ভাবো- কারিশমায় মজে গেছি,
এইবার নিশ্চয়ই হয়ে গেছে প্রেম!
কী বলিব! সঙ্গদোষে আমি শালা নিজেও যে
না-লেখক, না-প্রেমিক, এতোদিনে সত্যিকারে গাধাই হলেম
২১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
নেক্সাস বলেছেন: গাধাদের সাথে গাধিরাও আছে।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহা।
২২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
নেক্সাস বলেছেন: জুনাপার ২০ নম্বর মন্তব্য সমর্থন করলাম। আমরা অনেকে ভুল ধরি। আবার আমাদের দু'ধ্রনের সমস্যা। কেউ কেউ ভুল ভাল হয়েছে ভালো হয়েছে বলে অহেতুক তোষামদ করি। আবার অনেকে ভাল লাগেনি বলে নিজেকে একটু গুরু টাইপ কবিতা বোদ্ধা ভাবতে থাকি। কিন্তু আমরা কাউকে শিখাই না। আমি চেষ্টা করি আমার কাছের দু একজন কে প্রকাশ্যে না হোক ইনবক্সে শুধরে দিতে। আমিও শিখি।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি জুন আপনার মন্তব্য সমর্থন করি নি, তা দেখতে পাচ্ছেন প্রতি-মন্তব্যে। প্রথমত, লেখালেখি বিষয়ে কেউ কাউকে ধমকাচ্ছেন, এটা আমি করতে দেখি নি। দ্বিতীয়ত, কেউ কেউ শুধু প্রশংসাই পেতে চান, তাঁর লেখাটাতে সামান্য ত্রুটি থাকলে তা শুধরে দিতে গেলেও ভীষণ মাইন্ড করেন। এরকম কেউ কেউ থাকবেন। তাঁদের মন বুঝে সুসম্পর্ক বজায় রেখে ব্লগিং করাই বুদ্ধিমানের কাজ।
আমার এখনো বেশ কিছু পুরোনো ব্লগারের নাম মনে পড়ে, যারা তাঁদের লেখার যাতে চুলচেরা বিশ্লেষণ করে সাজেশন দিই, এজন্য খুব উদ্গ্রীব থাকতেন। এ কাজটা খুব সহজ নয়। দীর্ঘ পোস্ট পড়ার অভ্যাসও আমাদের সবার নেই। সুতরাং, কষ্ট করেই এ কাজগুলো করতে হতো।
লেখায় সমালোচনা বা আলোচনা করতেই হবে। লেখা আমার শখের বিষয়। কিন্তু আমি ভূরি ভূরি মিথ্যা প্রশংসার উপর আরাম করে ঘুমোতে চাই না। তুলোধুনো করুন। বলুন যে, এটা কোনো কবিতাই হয় নি, এবং একই সাথে এটাও বলুন কী কী কারণে এটা কোনো কবিতা হয় নি। এটা আমাকে প্রকৃত লেখার জন্য ধাবিত করবে। আমি প্রকৃত লেখার স্বাদ পেতে চাই। আমি চাই, সেই লেখায় কবি ফকির ইলিয়াসের মতো একজন এসে একদিন বলবেন - 'ভালো লাগলো'- তা-ই আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে।
ভালো থাকবেন নেক্সাস। অনেক অনেক শুভ কামনা।
২৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫
জুন বলেছেন: ছাই ভাই প্রথমেই আন্তরিক দুঃখ প্রকাশ করছি আমার মন্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির জন্য। ফোন থেকে লিখেছি তাই হয়তো অতটা প্রকাশ করতে পারিনি । ব্লগে কেউ কাউকে ধমক দিবে তা আমি স্বপ্নেও কল্পনা করি না । আর আপনার মতন একজন সহৃদয় ব্যাক্তি এমন করবে তা আমি কখনোই ভাবতে পারি না। ধমকের ব্যাপারটি এটা আমার ব্যক্তিগত জীবনের ঘটনা । আর তারা দুজন আমার খুবই ঘনিষ্ট আত্মীয় এবং কবি হিসেবে সুখ্যাতি আছে যথেষ্ট । আমি তাদের পরিচয় প্রকাশ করতে চাই না । আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা প্রত্যেকে শিক্ষিত এবং সাহিত্যের প্রতিটি বিষয়ে তাদের অগাধ বিচরন। । তারা সবাই আমার প্রতিটি লেখার পাঠক । আমি আসলে তাদের কথাই মিন করতে চেয়েছি । তাদের কেউ কেউ যখন আমার লেখার কড়া সমালোচনা করে তখন আমার খুব মন খারাপ হয়ে যায় ।
আমি কোন খ্যাতিমান লেখক নই। শখের বসে এই টুকু লেখালেখিতে আমি খুশী । কুটকচালীতে অবসর না কাটিয়ে এ বিষয়ে সময় কাটানো আমার জন্য এক উৎকৃষ্ট পন্থা । আমি তারপর ও আমার মতামত থেকে সরে আসবোনা দেশী ভাই । তা হলো কঠোর সমালোচনা আমাকে হতাশ করে দেয় । লেখার শখকে দমিয়ে দেয় কঠোর হাতে । আরো ভালো লেখার জন্য তখন মনের মাঝে কোন কিছুই কাজ করে না । অনেকে হয়তো এমন সমালোচনায় আরো ভালো লিখতে উধবুদ্ধ হয় । অত্যন্ত নরম মনের মানুষ আমি তার ব্যাতিক্রম। সব মানুষতো আর এক রকম হয়না । কি বলবেন এখন আপনার দেশী মানুষকে
অসংখ্য ধন্যবাদ ও সকালের শুভেচ্ছা ।
২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশি আপু, নেভার মাইন্ড। আমিও আন্তরিকভাবে দুঃখিত আপনাকে জেনে- না-জেনে আঘাত দেয়ার জন্য। ভালো থাকবেন। নিরন্তর শুভকামনা।
২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
কিন্তু বিভিন্ন ব্লগারদের মন্তব্য ও তার প্রতিমন্তব্য দেখে মনে হলো , কোথাও যেন একটা ফাঁক রয়ে গেছে " কঠিন সমালোচনা" শব্দটিকে ঘিরে । প্রথমেই বলে নেই , আমরা সবাই কিন্তু একই ধাতুতে গড়া নই । সেটা ব্লগার ও নন-ব্লগারদের সবার বেলাতেই । কেউ সামান্য তাপ বা ঠান্ডা সহ্যই করতে পারেন না , প্রতিক্রিয়া দেখিয়ে বসেন । আবার কারো গায়েই লাগেনা ওসব । সমালোচনা তেমনই "তাপ বা ঠান্ডা" গোছের একটা কিছু । বাইরের কঠিন যতো লেখক-সাহিত্যিক-প্রাবন্দিক - বৈজ্ঞানিকদের যতো সহজেই কঠোর সমালোচনা করা যাকনা কেন , ব্লগের বেলাতে কিন্তু সে নিয়ম খাটবেনা । আমরা ব্লগাররা নিতান্তই ভেজা মাটির মতোই নরম । এখান কিছু লেখার যে চারাগাছটি আমরা পুঁতে দেই তাকে লালন করার দায়ভারটা বোধহয় ঋদ্ধ, সময়ের পোড় খাওয়া , পুরোনো তো বটেই নতুন কিন্তু প্রজ্ঞাময় ব্লগারদেরই । এরাই অপেক্ষাকৃত কমশক্তির ব্লগারদের রোপিত চারাগাছটির আশেপাশের আগাছা নিড়িয়ে দেবেন । সেটা হতে হবে ছোট ছোট কাঁচি বা খুরপি দিয়ে যত্নের সাথে । ধীরে ধীরে । বুলডোজার বা এক্সক্যাভেটারের মতো মারাত্মক যন্ত্র দিয়ে নয় । এতে ব্লগারদের চারপাশের নরম মাটি আরও নড়ে যাবে , রোপিত চারাগাছটি আলোর মুখে না দেখে শুকিয়েও যেতে পারে । এটা না করে তাতে পানি ঢালবেন । রোদ-তাপ-বৃষ্টি থেকে পরম যত্নে রক্ষা করবেন । তবেই না একটা চারাগাছ পূর্ণ গাছ হয়ে ফুলে ফলে ভরে উঠতে পারবে ।
অর্থাৎ আমি যা বলতে চাইছি তা এই ----- আমরা কেউ যদি ঐসব নরম মাটি ব্লগারদের সাজাতে চাই সমৃদ্ধ পোষাকে তবে আমাদের তা করতে হবে নরম হাতে, ভালোবেসে , আস্তে আস্তে যত্নের সাথে । যাতে আস্থা রাখতে পারেন নবীন/প্রবীন কোনও ব্লগার । ভরসা করে হাত ধরতে পারেন আমাদের , আমরা যারা তাদের ভালো চাইছি তথা ব্লগের মান উন্নত করতে চাইছি । সেটা মোটেই আমার পান্ডিত্য প্রকাশার্থে নয় । তবে হ্যাঁ......... কেউ কেউ এমন আছেন যে এতো যত্ন করে সাজাতে গেলেও সাজতে চান না । গোস্বা করে বসেন । নিজের আগোছালো রূপটিকেই আঁকড়ে ধরে রাখেন । তবে তাদের সংখ্যা তেমন একটা নয় । অনেকেই আবার কিন্তু এ জাতীয় সাজিয়ে দেয়াটাকে খুব বেশী করে স্বাগত জানান । এরা নিঃসন্দেহে উপকার পান বলে , নিজেকে সমৃদ্ধ করতে পারেন বলে , নিজের সীমাব্ধতাকে অসীমে নিয়ে যেতে পারেন বলেই সমালোচনা/ সাজেশানকে স্বাগত জানান বলে আমার মনে হয় । এদের সংখ্যাই কিন্তু বেশী, আমি দেখেছি ।
তবে আপনার সাথে আমি একমত এখানটাতে -----বলতে লজ্জা হয়, তার পরও বলছি, দীর্ঘ লেখা পুরোটা পড়ার অভ্যাস আমাদের সবার খুব একটা নাই বললেই চলে এবং দেখবেন, যে লেখাটি পড়তে ২৫ মিনিট লাগে (যত দ্রুতই পড়ুন না কেন), সেটি পোস্ট করার ৩ মিনিটের মাথায় কমেন্ট পেলেন - 'অসাধারণ। মুগ্ধ হয়ে গেলাম।' তিনি পোস্টটা পড়েন নি। দেখবেন, এর ২ মিনিটের মাথায় তিনি অন্য একটা ব্লগে কমেন্ট করেছেন একইভাবে।
এরা আসলে বড়সড় একটা ক্ষতিই করে বসেন পোস্টদাতা ব্লগারের । এমন প্রশংসা পাওয়া ব্লগার তখন কিন্তু ভেবেই বসেন , কেল্লা ফঁতে । বিশাল লেখক হয়ে গেছি আমি ।
এটা অবশ্য আপনার কবিতার প্রথম দু'স্তবকেই আপনি বলে দিয়েছেন ।
কারো লেখা আরো ভালো করা যেতে পারতো, এমনটা আমার মনে হলে আমি তা-ই বলি আমার মন্তব্যে । ভালো সাজার জন্যে মিছেমিছে বলিনা - 'অসাধারণ। মুগ্ধ হয়ে গেলাম।' কারো দিকশূন্য, গৎবাঁধা , সম্পর্কহীন শব্দ সাজিয়ে লেখা পোস্টে এই মুগ্ধ হওয়ার ঝড় বইতে দেখলে কাউকে কাউকে বলি - মোটামুটি হয়েছে লেখা । যাতে তিনি বুঝতে পারেন , কোথাও কিছু একটা হয়েছে । একটি লেখা যে সবারই মন জয় করবেনা , এটা মাথায় রেখেই একথা বললুম ।
লম্বা হয়ে গেল মনে হয় ।
শুভেচ্ছান্তে ।
২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরে আরে আরে !!!! আমি তো মুগ্ধ আপনার কমেন্টে। আপনার কমেন্ট থেকে অনেক কিছুরই শেখার আছে। এ কমেন্টটি এ কবিতাপোস্টকে অনেক সমৃদ্ধ করলো।
আমরা সবাই মিলে ব্লগের মান আরো উন্নত করতে চাই- সেটাই আমাদের লক্ষ্য হোক।
সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
২৫| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪
নেক্সাস বলেছেন: বলুন যে, এটা কোনো কবিতাই হয় নি, এবং একই সাথে এটাও বলুন কী কী কারণে এটা কোনো কবিতা হয় নি। এটা আমাকে প্রকৃত লেখার জন্য ধাবিত করবে। আমি প্রকৃত লেখার স্বাদ পেতে চাই।
কিন্তু আমরা কি বলি কি কি কারনে ভাল হয় নাই।
২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো হয় নাই বা এটা কবিতা হয় নাই-এর মধ্যে একটু ফারাক আছে।
আমি যদি বলি- আপনার 'প্রগতি' কবিতাটি কবিতা হয় নি, তাহলে তো এটা নিশ্চিত যে আমি জানি কী কী কারণে এটা কবিতা হয় নি। সেই কারণগুল আপনার উপকারের জন্যই আমাকে বলে দেয়া উচিত। তা না হলে চিন্তা করুন, এটা কিন্তু অনেক ভারী এবং কঠোর কথা হয়ে গেলো- 'এটা কোনো কবিতাই হয় নি'। এ কথাটা আপনাকে আঘাত করবে, এবং ক্ষিপ্ত করবে।
আমি যদি কারণগুলো না বলি, তাহলে এর অর্থ দাঁড়ায় দুটিঃ
১। আমি হিংসার বশত হয়ে বা আপনার উপর ক্ষিপ্ত হয়ে, আপনাকে ঘায়েল করার উদ্দেশ্যে এই কথাটা বলেছি।
২। আমি কবিতাটি পড়ি নি, কবিতা কী তাও হয়তো জানি না, বা কবিতা সম্পর্কে আমার জ্ঞান হলো নবজাতকের স্তরে। না জেনে-শুনে আপনার উন্নত মানের একটা কবিতাকে হুট করে বলে বসলাম 'এটা কবিতা হয় নি', বা এটা কবিতা কিনা সে সম্পর্কে আমি নিজেও কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না। এটা হবে আমার ইঁচড়েপাকামো। অথচ, আমার মতো নবজাতকের একটা কমেন্ট আপনাকে অনেকখানি আঘাত করবে এবং ক্ষিপ্ত করবে।
'ভালো লাগলো', 'অসাধারণ' - এ কমেন্টগুলো লেখককে উজ্জীবিত করবে। 'ভালো লাগে নি', 'কিচ্ছু হয় নি'- এগুলো কুঠারের মতো লেখককে আঘাত করবে। আমরা সবাই বলি না কী কী কারণে 'ভালো হয় নাই'। কিন্তু সবারই বলা উচিত। আর এরকম একটা কথা বলার আগে লেখকের মনে কীরূপ প্রতিক্রিয়া হতে পারে, তা কয়েকবার ভেবে নেয়া উচিত।
ভালো থাকবেন নেক্সাস। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগল