|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
যা তুমি কহো, কিংবা ইথারে ছড়িয়ে দাও অদৃশ্য তুলিতে
সবই তা ভিড় করে জড়ো হচ্ছে অমোঘ স্মৃতিতে।
যেমন তুমি বলো, আমার ভিতরে
অবিকল তোমার বাবা খুব তীব্রভাবে খেলা করে।
তাঁর সকল সারল্য কিংবা দৃঢ়তা আমার চরিত্রে দেখে
মুহূর্তে ভেবে নিলে হয়ত আমাদের একটি পূর্বজনম ছিল, সেখানে
আমরা বাবা ও কন্যা ছিলাম, কিংবা তুমি ছিলে মা
আমি তার অবাধ্য ছেলেটা।
অত বেশি রাত জেগো না। নিয়মিত খেয়ো।
নিয়মিত স্নান করো, শেভ করো। বিকেলে বাইরে ঘুরতে যেয়ো।
আরো কত উপদেশ! হাসিখুশি থেকো।
বেশি বেশি কবিতা লেখো। 
রোদে যাওয়া যাবে না, বিপি ফল করবে।
কী কী বললাম, শুনেছ? সব মনে রাখবে।
যা কিছু তুমি বলো, কিছুতেই মন নেই; আমাকে উদাসীন দেখায়
তুমি খুব রেগে ওঠো - ‘তবে কি মনে করো তোমাকে 
এভাবে দেখবো বলে উড়ে আসি তোমার আঙিনায়?’
এরপর দেখি, গোপন অশ্রুতে তোমার চোখ ভেসে যায়।
কেন তুমি এভাবে বলো, তুমি কি জানো না
আমিও অন্তরে ভেঙে পড়ি এসব কথায়? কারণ, এভাবে বলতো
আমার এক জন্মদুঃখিনী মা।
সে মায়ের মুখ খুব দূরের এক গাঁয়ে অস্পষ্ট ছায়ার মতো দেখি।
সে তো আর নেই। বলো সোনাপাখি, তোমার ভিতরে তবে
আমার মরে যাওয়া জননী এসেছে কি?
বড্ড ক্ষুদ্র এ জীবন। এ জীবন আমাকে দিয়েছে অজস্র 
মানুষের ভালোবাসা, অজস্র প্রাণের অর্ঘ্য
কীভাবে শোধ দিব এসবের ঋণ, আমার আছে কি সাধ্য? 
আমি আর চাই না কোনো স্মৃতি, নতুন বন্ধন
চাই না দেখতে তোমার গোপন ক্রন্দন।
তুমি ভুলে যেয়ো তোমার বাবাকে, আমার মাকে আমি ভুলে যাব
আমাদের নিশ্চিত আরেকটা জীবন হবে। সেখানে আমিই
তোমার সত্যিকারে বাবা হবো।
৩০ ডিসেম্বর ২০১৬
 ২০ টি
    	২০ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৬ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:০৬
২৬ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ভাবুক কবি। শুভেচ্ছা।
২|  ২৬ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:০৭
২৬ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:০৭
জুন বলেছেন: শেষের চরণ কটি পড়ে আমার চোখ ভিজে উঠলো ছাই ভাই।  
অনেক ভালোলাগা জানবেন।
  ২৬ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:১১
২৬ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, শেষের চরণগুলো যে রাখা দরকার ছিল এটা এখন বুঝতে পারছি। অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, শেষের স্তবকটা রাখবো, নাকি রাখবো না।
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
৩|  ২৬ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৬
২৬ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৬
ভাবুক কবি বলেছেন: আমার জগতে স্বাগতম
  ২৭ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৪৮
২৭ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, অলরেডি আমাদের মোলাকাত হয়ে গেছে, তাই না?  
৪|  ২৬ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:২৭
২৬ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:২৭
কানিজ রিনা বলেছেন: সত্য়ি মেয়েটা মায়ের পাশে শুয়ে গোপনে চোখের পানি ঝড়ায়। বাবার অধিকার অপমানে ছেরেছে।
মা ভাবে ভাল ছেলের সাথে বিয়ে হলে বাবার অভাব কিছুটা হলেও ভুলবে। মা ভাইয়ার যদি একটা
ছেলে হয় আব্বুর চেহারা পায় তাহলে তুমি কি করবে। মা বল্লো বুকে ভিতর গুজে রাখব।
আপনার লেখায় আমার সত্য়টা রেখে গেলাম। ধন্য়বাদ
  ২৭ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:১৬
২৭ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কানিজ রিনা। শুভেচ্ছা।
৫|  ২৬ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:৩০
২৬ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:৩০
আসাদুজ্জামান পাভেল বলেছেন: '...বলো সোনাপাখি, তোমার ভিতরে তবে
আমার মরে যাওয়া জননী এসেছে কি?..'
চমৎকার, চমকে উঠেছি। অভিবাদন।
  ২৭ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:১৮
২৭ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আসাদুজ্জামান পাবেল। শুভেচ্ছা।
৬|  ২৬ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:৩৯
২৬ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:৩৯
ধ্রুবক আলো বলেছেন: আমার মাকে আমি ভুলে যাব!!! মাকে ভুলে যাবেন?!
  ২৭ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২০
২৭ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ। কারণটা কী?
কারণটা কবিতায় বোঝা যায় নি?
শুভেচ্ছা।
৭|  ২৬ শে জানুয়ারি, ২০১৭  রাত ৯:৪৮
২৬ শে জানুয়ারি, ২০১৭  রাত ৯:৪৮
সুমন কর বলেছেন: পুরোটা নয়, শেষ প্যারা বেশি ভালো লাগল।
  ২৭ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২৩
২৭ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা।
৮|  ২৭ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:৫৯
২৭ শে জানুয়ারি, ২০১৭  রাত ৮:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শেষের দিকে করুন আবহে অসাধারণ একটি কবিতা।
  ৩০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০৮
৩০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ গিয়াস ভাই। শুভেচ্ছা।
৯|  ২৯ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:০৮
২৯ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১২:০৮
আলোরিকা বলেছেন: দারুণ !!!
  ৩০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০৮
৩০ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
১০|  ৩১ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৫:৪০
৩১ শে জানুয়ারি, ২০১৭  ভোর ৫:৪০
ব্লগপাতায় কামরুন নাহার বলেছেন: অসাধারণ।
  ৩১ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৪
৩১ শে জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, তুমি ব্লগে আসা শুরু করলে কবে থেকে? ভালো লাগলো তোমাকে দেখে 
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৫০
২৬ শে জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৫০
ভাবুক কবি বলেছেন: কীভাবে শোধ দিব এসবের ঋণ, আমার আছে কি সাধ্য?