নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তেমন কোনো বিশেষত্ব নেই দিনটির সারা পৃথিবীর কাছে
আমার বাবার দূরদর্শিতা কিংবা বিচক্ষণতার জন্যই যদিও
১লা জানুয়ারি উদ্ভাসিত হলো সুন্দরতম সোহাগের দিন হিসাবে।
দলিলদস্তাবেজে আমার জন্মদিন ওটাই; বন্ধুরা
প্রকৃত দিনের খবর কেউ জানে না
৫ম নভেম্বর থেকেই শুরু হয় পরবর্তী ৪ঠা নভেম্বর উৎসব যাপনের।
৩৬৪টা দিন ঘোরের ভেতর কীভাবে কেটে যায় স্বপ্ন ও দহনে
তুমি বলেছিলে,
১লা জানুয়ারিই বেঁচে থাক বাকি পৃথিবীর কাছে, ৪ঠা নভেম্বর
অন্য কারো নয়। তুমি বলেছিলে,
৩৬৪ দিন তুমুল কলহে কাটুক, এমনকি নিষ্পত্তি হয়ে গেলেও
সম্পর্কের সকল লেনদেন, বছরের একটা মাত্র দিনে
সকাল থেকে সন্ধ্যা গোলচক্বরের মোড়ে বাতাসে উড়াবো
তুখোড় ঝাণ্ডা- নীল নীল শাড়ির আঁচল। সহসা
রিকশার হুড খুলে যাবে; কিংবা সিএনজি, অথবা ক্যাবের
ভিতর থেকে বিপুল মানুষের শোরগোল ভেদ করে ঝলসে উঠবে
তোমার আশ্চর্য কণ্ঠস্বর :
.......অ...
................হ...
.........................না...
আচম্বিতে চারদিক খুঁজে কোথাও তোমাকে পাবো না। তোমার
সুমধুর অভ্যাসের মতো ধীর পায়ে নীরবে পেছনে দাঁড়াবে,
ঘাড় থেকে একগোছা চুল আলগোছে সরিয়ে তামাম মানুষের
চোখের উপর নির্দ্বিধায় এঁকে দেবে
স্পর্ধিত চুম্বন–গাঢ়তম প্রেমের স্বাক্ষর
কী তুমি রেখে গেছো মিরপুরের অলিগলি, রাজপথ ও রেস্তরাঁয়!
উদ্ভ্রান্ত আজও ছুটে যাই গোলচক্বরের কোলাহলে। তোমার
মোহনরাঙা স্থির অবয়ব, সঘন দৃষ্টি সম্মুখ সমুদ্রে। উদার বক্ষে
ঝাঁপিয়ে পড়ে আবোলতাবোল কত কী বলি : কী করে
এত সুখ দাও, জাদুকর পাখি!
তুমি আসবেই, পৃথিবীর যে প্রান্তেই বাঁধো না তোমার বাসা,
বছরের ৩৬৪ দিন অনর্গল অহিনেউলেময় হলেও, এ দিনটাতে
তুমি আসবেই অমরাবতীর প্রেম নিয়ে
৪ঠা নভেম্বর- এ দিনটির তেমন কোনো বিশেষত্ব নেই
সারা পৃথিবীর কাছে
নিবিড় কয়েক ফোঁটা অশ্রু আর কান্নার দাম কতটুকুই বা হবে!
২৭ মে ২০১০ সকাল ১০:২৪
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে আমার চোখ খুলে গেলো। প্রথম ৩টা অপশনের যে-কোনো একটি কিংবা তিনটাই এ লেখার পটভূমিকা হতে পারে মনে হচ্ছে
ধন্যবাদ কবি বিজন রয়। শুভেচ্ছা।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯
বিলিয়ার রহমান বলেছেন: ভাই ৪ঠা নভেম্বর কি??
প্রিয় কারো জন্মদিন??
বাংলা সাল গননার শুরু এটি কি বোঝাতে চাইছেন???
বুঝিয়ে বললে খুশি হতাম!
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৪ঠা নভেম্বর একটা দিন বা তারিখ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা কারো জন্মদিন
কারো জন্মদিন ৪ঠা নভেম্বর, কিন্তু সার্টিফিকেটে ১লা জানুয়ারি করে দেয়া হয়েছে। সবাই তার জন্মদিন ১লা জানুয়ারিই জানে, কিন্তু আমি তাকে ৪ঠা নভেম্বরেই উইশ করবো।
পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি কিন্তু
শুভেচ্ছা।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
উপরের দু-দু'টি মন্তব্য পড়ে মনে হলো - "প্রকৃত দিনের খবর কেউ জানে না"র মতো কবির মনের খবরও কেউ জানেনা ।
অবশ্য আমারও বেলাতেও তাই , কবির মনের আসল খবর জানলুম না ।
বেশ ভালো হয়েছে ।
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা। প্রিয় আহমেদ জী এস ভাই, না হেসে পারলাম না। খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, হয়ত খেয়ালও করেন নি। 'কবির মনের খবরও কেউ জানে না।' এটা স্বতঃসিদ্ধ, কিন্তু এমন যদি হয়, কবি নিজেই তার মনের খবর জানেন না!!! নিজের মন তো নিয়ন্ত্রণের বাইরে যেতেই পারে, তাই না? কবিতাটা হয়ত সে-রকমই।
ভালো থাকবেন প্রিয় ব্লগার।
৪| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭
গেম চেঞ্জার বলেছেন: আমি প্রথম দুটি মন্তব্য পড়ে থ! এত সহজ করে নিজের বাবাকে মেনশন করে লেখা তারপরও কনফিউশন! ক্যামনে কী!!
থিম আমি ধরতে পেরেছি হয়তো, আমার বেলায়ও সেইম ঘটনা। সার্টিফিকেটে এক, আর মূল জন্মদিন আরেক। আমার একটা আক্ষেপ থেকেই গেল এ কারণে!
সহজ কবিতা পড়তে ভাল লাগে খলিল ভাই। শুভকামনা!
০২ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বেশি সহজ হয়ে গেলে মনে সন্দেহ জাগতে পারে- মন তখন বিষয়টাকে জটিল করেই ভাবতে থাকে। এমনটাই হয়েছে।
আমিও সহজ কবিতাই ভালোবাসি। কঠিন কবিতা লিখতে পারা একটা বড় গুণ, যেটা আমার আয়ত্তে আসে নি।
অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা রইল।
৫| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
সবাই কেন অতীতের স্মৃতি নিয়ে কথা বলছে, বর্তমান কি ধরা চোঁয়ার বাহিরে?
১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বর্তমানের স্থিতি খুব ক্ষুদ্র। তাই বর্তমানকে নিয়ে খুব বেশি ভাবাভাবি নাই
৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৯
নিশাত১২৩ বলেছেন: আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
উপরের দু-দু'টি মন্তব্য পড়ে মনে হলো - "প্রকৃত দিনের খবর কেউ জানে না"র মতো কবির মনের খবরও কেউ জানেনা ।
অবশ্য আমারও বেলাতেও তাই , কবির মনের আসল খবর জানলুম না ।
হা হা হা সোনাবীজ ধুলোবালি ছাই এটা আমারও জানা হোলোনা যে
মুগ্ধপাঠ কবিতায় প্লাস
২৯ শে জুন, ২০১৭ রাত ৮:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২ নম্বর কমেন্টের উত্তরে তো পরিষ্কার করে বুঝিয়ে দেয়া হয়েছে তাতেও না বুঝে থাকলে সেটা আমার ও এই কবিতার ব্যর্থতা
ধন্যবাদ নিশাত১২৩। শুভেচ্ছা রইল। এত পরে উত্তর দেয়ার জন্য দুঃখিত।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
বিজন রয় বলেছেন: কারো কোন জন্মদিন উপলক্ষে লেখা হয়তোবা।
অথবা সবার জন্য সার্বজনিন।
অথবা শুধু কবিই জানেন তার একান্ত কোন বিশেষ দিন কিনা।
প্রত্যেকটা বিশেষ দিনের গুরুত্বকহন করা কবিতা।
ভাললাগা রইল।