নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ কুসুম

১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৬


একটা চুমু দিই, ঘাড়ে?
দে, কিন্তু কেউ যেন না দেখে।

আমি ঘাড়ের এক বিঘত নীচে
প্রকাণ্ড এক কামড় বসিয়ে দিলাম
তুই কুঁকড়ে উঠলি
তোর চোখে পানি, টলটলে
কয়েকটি দাঁতফোটা লালচিহ্ন
তোর পিঠে, পাটের চাঁদ কিংবা সূর্য।

১১ আগস্ট ২০০৮



এবার এসে
চুমু খাবি না পাখি
আরও জোরে, খুব জোরে
আরেকটা কামড় দিবি
পিঠের সেই দাগটায়
তারপর
তুই ফিরে যাবি
কয়েকটা দগদগে ক্ষতের
ব্যথা নিয়ে আমি বহুদিন কাঁদবো
তোকে ভেবে।

১১ আগস্ট ২০০৮


ভীষণ বাঁধা দিই
তবু চাই, ক্যাবের ভিতর
বাসে
সিএনজিতে, রিকশায়
লিফটে
রেস্টুরেন্টে
অন্ধকারে
একটু একা হলে
কিংবা হাজার ভিড়ে
যখন তখন
অবশ্যই গোপনে
খুব সাবধানে
বুকে রাখবি হাত।

১১ আগস্ট ২০০৮

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:



খুব এগ্রেসিভ প্রেমের কবিতা হয়ে যাচ্ছে

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহা। এগ্রেসিভ প্রেমের কবিতা- টার্মটা খুব ইন্টারেস্টিং :)

২| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৭

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!! B-)

কবিতাগুলো পড়লাম!


চাঁদগাজী ভাইয়ার কমেন্টটাও!

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতাগুলো পড়ার জন্য ধন্যবাদ আপু। ভালো-মন্দ কিছুই বলেন নি, এটা একদিকে স্বস্তিদায়কও :)

৩| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: অনুভব অসৎ হতে পারেনা। উপলব্ধি বা অভিব্যক্তি পারে।

১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্যার। শুভেচ্ছা।

৪| ১৩ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১২

রাতু০১ বলেছেন: জীবন অনিশ্চিত, তাই আগে প্রেম। :D

১৩ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.