নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কতদিন ঘরের ভিতর বন্দি থাকা যায়?
মন খুব ছটফট করে বাইরে বেরোবার জন্য। পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াতে সাধ হয়। বন্ধুদের সাথে আড্ডা দেয়ার ইচ্ছেরা দুর্মর হয়ে ওঠে। অফিসের কর্মব্যস্ততায় ডুবে যেতে আকুল হয়ে উঠি। মানুষ একা একা অলসভাবে কতদিন বাঁচতে পারে?
ঘরের ভিতরে বসবাসকারী ছেলেমেয়েরাও ছটফট করে আমাকে একনজর দেখার জন্য। কিন্তু ডাক্তার নতুন করে কড়াকড়ি আরোপ করায় এসব কিছুই হচ্ছে না। কলকাতায় থাকাকালে কিছুদিন বিকেলে ৪৫-৬০ মিনিটের মতো হাঁটতে বেরোতাম। গত সপ্তাহে ডাক্তার বললেন, এসব বন্ধ রাখুন আপাতত। ঘর থেকে বেরোবেন না।
ছোটো ছেলে মাঝে মাঝে খুব সাবধানে দরজা খুলে উঁকি দেয়- হাই আব্বু!!! অমনি তার মা ধমকে ওঠে- খবরদার, দরোজা খুলবে না। বন্ধ করো দরোজা।
ভোর ৫টা-সাড়ে ৯টা, দুপুর দেড়টা-আড়াইটা, এবং সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা আমার জন্য খুব ক্রিটিকাল টাইম। এ সময়ে ঘড়ির কাঁটা ধরে ওষুধ এবং খাবার খেতে হয়। এর মধ্যে দুটো ওষুধ আছে যেগুলো হাতে নিয়ে পানিসহ বসে থাকতে হয়, এলার্ম বাজা মাত্র মুখে দেয়ার জন্য। এ ওষুধগুলোর জন্য টাইমিঙের হেরফের করা যায় না। সকাল ১১টা থেকে দুপুর ১টা, বিকাল ৩টা-৫টা ঘুম। চেষ্টা করি ১০টার মধ্যেই ঘুমিয়ে পড়তে।
গতকাল সন্ধ্যায় একটু অবহেলা হয়, ফলে ওষুধ খাওয়ার টাইমিঙে একটু তারতম্য হয়ে যায়। তড়িঘড়ি ওষুধ-খাবার-ওষুধ খাওয়া শেষ করে শুয়ে পড়ি। ঘুমানোর আগে স্ত্রীকে ডেকে বললাম, ওদের বলে দাও, ১২টার সময় আমাকে যেন কেউ কল না করে। অমনি স্ত্রী কলকলিয়ে হেসে উঠে বলে, তোমার ছেলেরা যে সব আয়োজন কইরা বারোটার জন্য ওয়েট করতেছে। আমি জোর দিয়ে বললাম, ঘুম একবার ভাঙলে সহজে আর ঘুম আসে না। কাজেই, ঘুম ভাঙানোর দরকার নাই। ওসব সকালে হবে। বলেই চোখ বুজলাম। তখন ১০টা পার হয়ে গেছে।
ফোন বেজে উঠলো ঠিকই। মোবাইলের অপর প্রান্তে আর্মি মেডিকেল কলেজ থেকে মেয়ে।
- হ্যাপি বার্থ ডে, আব্বু।
- থ্যাঙ্কিয়্যু আম্মু।
- কী করেন?
- ঘুমাচ্ছিলাম।
- আচ্ছা ঠিক আছে আব্বু। ঘুমান।
- ওকে আম্মা।
আজ আমার সারাদিন জন্মদিন ছিল। হ্যাপি বার্থ ডে টু মি। ফ্রেন্ডস, আমাকে উইশ করতে পারেন। অন্যান্য বার আমার এ জাতীয় লেখার হেডিং হয়- হ্যাপি বার্থ ডে টু মি- বা এ ধরনের কিছু। এবার এ লেখাটার হেডিং বদলে দিলাম ইচ্ছে করেই। আশা করি আপনারা কারণটা ধরতে পেরেছেন। কারণটা কী, বলুন তো দেখি?
রাতে ফজরের আগ পর্যন্ত ২-৪ বার প্রস্রাবের জন্য ঘুম ভাঙে। এ সময়ে খুব সংক্ষিপ্তভাবে আমি দুটো কাজ করি- ১ গ্লাস পানি খাই, এবং ফেইসবুকে একঝলক ঢুঁ মারি, আরেকটু সময় পেলে আমাদের এক্সক্লুসিভ ভাইবার গ্রুপটাও দেখি।
মেয়ের সাথে কথা বলার পর ফেইসবুকে ঢুকলাম। ইনবক্সে বড় ছেলের মেসেজ- হ্যাপি বার্থ ডে আব্বু। বি রেডি অ্যাট সেভেন। আমি ছেলেকে মনে মনে ধন্যবাদ জানিয়ে চোখ বন্ধ করি।
সকালে ৭টার আগেই মাস্ক ও চশমা পরে আমি রেডি হয়ে বসে থাকি। দুই ছেলে মায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দরোজা খুলে সুর করে উইশ করতে থাকে- হ্যাপি বার্থ ডে টু ইয়্যু...
ডাইনিং হলে একটা চকোলেট কালারের কেক। গতকাল সন্ধ্যায় বড় ছেলে বিইউপি থেকে বাসায় এসেছে আমাকে সারপ্রাইজ দেয়ার জন্য। কিন্তু এই টেকনোলজির যুগে সিক্রেসি বজায় রাখা খুবই কঠিন। আমার পিএ হুমায়ুন কবীর এটা জানতে পেরে মুখ ফসকে বলে ফেলেন। আর আমিও সতর্ক হয়েই ছেলেদের মাকে বলে দিই- রাত বারোটায় আমাকে যেন ডাকা না হয়
আমি ডাইনিং টেবিলের হাই চেয়ারে বসে। সামনে কেক। একপাশে দুই ছেলে, অন্যপাশে তাদের মা। ছেলেরা সুরে সুরে উইশ করছে, আর তাদের মা দিচ্ছে হাততালি কোনো ক্যামেরার ক্লিক নেই, যদিও বড় ছেলে কেক কাটার আগেই কেকের দু-একটা ছবি তুলে রেখেছিল।
আমার ছেলেমেয়েদের জন্মদিন যেভাবে লিখে রাখা হয়েছে, আমারটা সেভাবে লিখে রাখেন নি আমার লেখাপড়া-না-জানা মা-বাবা। সেদিন খুব তুফান ছিল দিনভর। সন্ধ্যার দিকে তুমুল বৃষ্টি। মাঝরাতের কিছু আগে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম। এসব কথা আমার মা বলতেন। দাদিও বলতেন। মা মারা গেছেন ৩৬ বছর, দাদি প্রায় ৪৩। মা জীবিত থাকাকালে চাঁদ আর ঝড়বৃষ্টির দিনের হিসেব করে জন্মদিন বের করার চেষ্টা করেছি খুব। কোনো সুরাহা হয় নি।
সন-তারিখ ভুল হতে পারে, আমার জন্মটা নিশ্চয়ই ভুল নয়। নিছক দাপ্তরিক কাজের জন্যই একটা জন্মতারিখ থাকতে হয় যদি ধরে নিই, তবে আমার জন্মতারিখটাও সেরকমই ধরে নেয়া আর কী।
প্রায় প্রতিবছরই, আমি বা আমরা ভুলে গেলেও যে দুটি তরুণ আমাকে উইশ করে মনে করিয়ে দেন যে আজ আমার জন্মদিন- ওঁরা হলেন মাসউদ আহমাদ ও পান্থ বিহোস। ওঁরা দুজনই খুব ভালো লেখক। ওঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজ ফেইসবুকে প্রথম নোটিফিকেশন পেয়েছি মনোয়ারা মণির। এরপর ইকবাল স্যারের। ইনবক্সে ক্লাসমেট জহির। ভাইবারে আমার পিএ আমাকে উইশ করেছেন। মাসউদ আহমাদের আমাকে নিয়ে করা পোস্টটি অনবদ্য। এর জন্য তাঁকে বিশেষ ধন্যবাদ। এ ছাড়া, আজ সারাদিন ইনবক্সে, ই-মেইলে, মোবাইলে, ফেইসবুক ওয়ালে যাঁরা আমাকে উইশ করেছেন, সবার প্রতি বিনীত ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা ভালো থাকুন। আগে জন্মদিনে সামহোয়্যারইন ব্লগে একটা বেলুন উড়িয়ে দেয়া হতো, যেটি সারাদিনই উড়তো। এবার দেখছি না। অবশ্য গতবছরও ছিল কিনা তা খেয়াল করে দেখি নি। আমার জন্মতারিখটা কি গোপন করে ফেলেছি? ব্লগে খুঁজলাম- এ ধরনের ফিল্ড খুঁজে পেলাম না। কোথাও নিশ্চয়ই কিছু গণ্ডগোল করে ফেলেছি আমি নিজে; অথবা ব্লগ কর্তৃপক্ষ হয়ত এ জিনিসটা বাদ দিয়ে দিয়েছে।
আমার অ-আসল জন্মদিনে আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।
এবার একটুকরো কবিতা, আমার 'অসম্পর্কের ঋণ' থেকেঃ
সে এক ক্ষণজন্মা পাখি, প্রতিটা গোপন সাঁঝে অরূপ পাথারে নেমে এসে
অলৌকিক সুর তোলে গানে। তারপর রাত্রি শেষে
ফিরে যায়, পেছনে রেখে যায় একগুচ্ছ পদছাপ, ও কয়েকটা পালক
মাটিতে করুণ দাগ কেটে একধ্যানে চেয়ে থাকে বিবাগী বালক
----
সবার জন্য ভালোবাসা। সবার জন্য শুভকামনা- একদিন সকালে ঘুম থেকে জেগে দেখবেন, আলোর হাসিতে ঝলমল করছে বাতাসের কণা, গাছের পাতারা আনন্দে দুলছে রোদের আড়ালে, চারিদিকে তাকিয়ে দুচোখ উজাড় হয়ে যাচ্ছে আপনার! আহা, এত আনন্দ! এত আনন্দ কোথায় ছিল এতকাল!
পত্রিকার পাতায়, টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়ায় সুখ আর সমৃদ্ধির খবরে আপনার হৃদয় উদ্বেলিত হয়; এক অসাধারণ অনুভূতি আপনার সর্বাঙ্গে বাঙ্ময় হয়ে ওঠে।
আজ কোথাও আত্মঘাতী জঙলিদের হামলার সংবাদ নেই। সড়ক দুর্ঘটনায় অগুনতি মানুষের মৃত্যু হয় নি আজ। স্ত্রী ও শাশুড়ির যোগসাজসে ছাত্রী বালিকাকে দফায় দফায় তুফানীয় গণধর্ষণ, অতঃপর মাসহ মুণ্ডুমুণ্ডন, কিংবা ৪ বছরের শিশুকন্যাকে ধর্ষণ শেষে গলা টিপে হত্যা ও নর্দমায় লাশ গুম- এসব নৃশংসতা আর বর্বর নৈরাজ্যের কোথাও কোনো পোর্টাল নেই।
আপনি অবাক! এ কোন অবাক বিশ্বের অবাক ভূ-ভাগে আপনি! স্বপ্নও এতটা হয় নি কখনো, অথবা কল্পনা। আপনার হৃদয় উদ্বেলিত; আপনার সর্বাঙ্গে অনুভূতিরা বাঙ্ময়।
সবার জন্য ভালোবাসা। সবার জন্য শুভকামনা- অন্তত একদিন এ সোনার বাংলায় এমন স্বপ্নের এমন একটা দিন আপনার আমার আমাদের সবার হয়ে উঠুক।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় চাঁদ্গাজী ভাই।
ঔষধ ধীরে ধীরে কমবে। কোন ঔষধটা কতদিন চলবে, ডৌজ কী হবে, তা সেট করে দিয়েছেন ডক্টর।
শুভেচ্ছা রইল।
২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৭
আখেনাটেন বলেছেন: ভালো থাকুন। ভালো রাখুন।
জন্মদিন এভাবে ফিরে ফিরে অাসুক।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৩| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৮
ওমেরা বলেছেন: আল্লাহ আপনাকে অনেক অনেক নেক হায়াত দান করুন । আমীন
৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকেও দীর্ঘায়ু দান করুন। আমিন।
৪| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:১২
মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া !!!
আল্লাহ আপনাকে হায়তে তাইয়্যবা দান করুক ।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। আল্লাহ্ আপনাকেও হায়াতে তাইয়্যবা দান করুন। আমিন।
৫| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:০০
ক্লে ডল বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা!
প্রার্থনা করি আপনার সার্বিক মঙ্গল হোক।
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ক্লে ডল। মঙ্গল হোক আপনার, আমাদের সবার।
৬| ০১ লা আগস্ট, ২০১৭ ভোর ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
এটা কি গল্প, নাকি আপনার কথা লিখেছেন?
আপনার নিজের কথা হয়ে থাকলে, আপনার বয়স জানা যাবে? আপনি চাকুরী করেন?
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৭:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এটা গল্প নয় প্রিয় চাঁদ্গাজী ভাই।
আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে গতকাল ৪৯ অতিক্রম করে ৫০-এ পা রেখেছি। এটা আনঅফিশিয়াল বয়স। প্রকৃত বয়স আরেকটু বেশি হওয়ার সম্ভাবনা আছে।
ধন্যবাদ আবার আসার জন্য। ভালো থাকবেন।
৭| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৮:৪১
জুন বলেছেন:
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুষ্পিত শুভেচ্ছার জন্য ধন্যবাদ দেশি আপু। ভালো থাকবেন।
৮| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:০৬
খায়রুল আহসান বলেছেন: শুভ জন্মদিন! সুখের অনুভূতি নিয়ে কাটুক আজ সারাটা দিন!
শেষের কথাগুলো যেন সত্য হয়ে ওঠে আমাদের সবার জীবনে, কোন না কোন দিন!
০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ স্যার। শেষের কথাগুলো তো আমাদের সবারই মনের কথা। আমরা সুখ-সমৃদ্ধে ভরা একটা সোনার বাংলাদেশ চাই, যেখানে কোনো হানাহানি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, দুর্ঘটনা, কোনো অরাজকতা নেই। আমাদের দিন কি এভাবেই কেটে যাবে, ভয়ঙ্কর আতঙ্কের মধ্য দিয়ে?
ভালো থাকবেন স্যার?
৯| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:০৬
মোস্তফা সোহেল বলেছেন: বাজার থেকে এক গুচ্ছ
ফুল নিলাম কিনে
কি আর দেব ভাইয়া
আপনার জন্ম দিনে।
আপনার জন্ম দিনে অনেক শুভ কামনা রইল ভাইয়া।
আল্লাহ আপনাকে দ্রুত। সুস্থতা দান করুন সে কামনাই করি।
মাসউদ আহমদ নামে একজন লেখকে আমি জানি। উনার লেখা মনে হয় পড়েছি।
প্রথম আলোতেও মনে হয় লেখেন। বই মেলাতে বই বের হয়েছে মনে হয়।
যায় হোক আপনার পরিবারে জন্যও অনেক শুভ কামনা রইল।
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
বাজার থেকে এক গুচ্ছ
ফুল নিলাম কিনে
কি আর দেব ভাইয়া
আপনার জন্ম দিনে।
এ তো আমার জন্য এক অনন্য উপহার। অনেক ধন্যবাদ।
হ্যাঁ, মাসউদ আহমাদকে ঠিকই চিনেছেন। Masud Ahmad
শুভেচ্ছা মোস্তফা সোহেল ভাই।
১০| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাবে সুন্দর লিখেছেন।
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। শুভেচ্ছা।
১১| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
সন-তারিখ ভুল হতে পারে, জন্মটা নিশ্চয়ই ভুল নয়।
সেই জন্মটা যে বৃথাও যায়নি তারই স্মরণ করে কিছু ভালোবাসার ফুল আপনার করকমলে ..................
ভালো থাকুন মনেপ্রানে ।
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। আপনিও ভালো থাকুন, মনেপ্রাণে, এবং সবসময়।
১২| ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৩
উম্মে সায়মা বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া। আরো অনেক অনেক জন্মদিন এমন ভালোবাসায় কাটুক সেই দোয়া করি।
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।
১৩| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬
রাতু০১ বলেছেন: জন্মদিনে আন্তরিক অভিনন্দন ...
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
১৪| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭
মেহেরুন বলেছেন: শুভ জন্মদিন
০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। শুভেচ্ছা।
১৫| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮
সোমহেপি বলেছেন: অনেক শুভকামনা খলিল ভাই ।
০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইমন ভাই। পুরোনো নিক ফিরে পেয়েছেন দেখি! অভিনন্দন
১৬| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি একখণ্ড মুগ্ধতার মতো। ভালোবাসা ভাই। আবারো জন্মদিনের শুভেচ্ছা
০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনি একখণ্ড মুগ্ধতার মতো। আমাকে আবেগাক্রান্ত করলেন। ভাষাহারা হয়ে গেলাম।
বিনীত ধন্যবাদ প্রিয় রাজপুত্র। শুভেচ্ছা।
১৭| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১২:০০
সুমন কর বলেছেন: দেরি হয়ে গেল, তবুও শুভ জন্মদিন। আপনার অনুভূতির কথা পড়ে ভালো লাগল।
আনঅফিশিয়াল ৫০ বছর পার করার জন্য অভিনন্দন।
০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মোটেও দেরি হয় নি সুমন ভাই। শুভেচ্ছা জানালেন এতেই অনেক খুশি।
আনঅফিশিয়ালি ৫০-এ পা দিলাম। দোয়া করবেন।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৮| ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩
জুন বলেছেন: ছবিতে ফুলের উপর সবুজ কালিতে আমি যে আপনাকে শুভেচ্ছা জানিয়েছি তাকি আপনি দেখতে পাচ্ছেন দেশী ভাই
আমি লিখে আমিই দেখতে পাই না
আর কোন রঙ ই ওখনে ফুটছে না তাই এই অবস্থা
অসুবিধা থাকার পরও আপনি যে দ্রুত মন্তব্যের উত্তর দেন তার জন্য অনেক ধন্যবাদ
০২ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হায় হায় আপু, আপনি না বললে তো আমি লেখাগুলো খেয়ালই করতাম না। আপনি বলার পরও প্রথম নজরেই ওটা দেখতে পাই নি, জুম আউট কয়ার পর দেখেছি। আমি অবশ্য রিডিং গ্লাস পরি।
আপু, মাঝে মাঝেই রিপ্লাই দিতে দেরি হয়, যেমন আপনার এ কমেন্টের রিপ্লাই দিতে দেরি হলো। কারণ দুটো- ১) আগের মতো অত অ্যাক্টিভ হতে পারি না ব্লগে, সত্যি কথা আগের মতো নেশা ধরে না, এজন্য আসাও হয় কম। ফেইসবুকে অবশ্য একটু বেশি সক্রিয়। ওহ ভালো কথা, ফেইসবুকে আপনাকে খুঁজে পাচ্ছি না। অ্যাকাউন্ট ডিলিটেড/ডিঅ্যাক্টিভেটেড? ২) একটু শারীরিক সমস্যা তো আছেই।
আপনার ঐ ব্যাকগ্রাউন্ডে সাদা, হলুদ বা লাল একটু ভালো ফুটবে মনে হয়।
ধন্যবাদ আপু আবারো।
১৯| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
আমি ইহতিব বলেছেন: দেরিতে হলেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। শরীর স্বাস্থ্য ও মননে - সব দিক থেকে ভালো থাকুন এই দোয়া করছি।
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মোটেও দেরি হয় নি। অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
২০| ০২ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
চিটাগং এক্সপ্রেস বলেছেন: আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। পোস্ট পড়ে মনে হচ্ছে জটিল রোগে আক্রান্ত।
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর রহমতে ক্রান্তিকাল কাটিয়ে উঠছি। দোয়া করবেন।
২১| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
কি অসুবিধার কারনে আপনাকে কঠিন নিয়মে ঔষধ খেতে হচ্ছে?
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিডনি রোগ ভাই।
২২| ০২ রা আগস্ট, ২০১৭ রাত ১১:২৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা নিন... সোনাবীজ ভাই! ভালো থাকুন...
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন ভাই। আপনিও ভালো থাকুন।
২৩| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:১৪
জুন বলেছেন: ছাই ভাই আপনার পরামর্শ মত সাদা রঙ দিয়ে লিখেছি আমার নিজ হাতে তোলা এই পদ্মফুলের উপরে ।
এবার কি আপনি জুম করা ছাড়াই দেখতে পাচ্ছেন ?? আমি পাচ্ছি কিন্ত।
এক শুভেচ্ছা দিয়ে তিনবার বিরক্ত করলাম দেশি ভাই তার জন্য আমি আন্তরিক লজ্জিত
ছাই ভাই আমার ফেসবুক বন্ধ অনেক দিন, তাই দেখতে পান না আমাকে
দ্রুত সুস্থ হয়ে উঠুন সেই দোয়া করি সব সময় ।
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখিত দেশি আপু, ভুলে হয়ত ছবিটা পোস্ট করতে পারেন নি। প্লিজ আবার পোস্ট করেন।
এ তো আমার আনন্দ যে আপনি তিনবার পোস্ট করলেন। বিব্রত বা লজ্জিত হবার কিছু দেখছি না আপু।
আপনার ছবির আশায় থাকলাম।
২৪| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:১২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভ জন্মদিন খলিল ভাই।
ভাল থাকুন, সুস্থ থাকুন.....
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। শুভেচ্ছা।
২৫| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২
জুন বলেছেন:
০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি দেশি আপু, এবার সাদা লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। শুভ জন্মদিন ছাই ভাই-----
ধন্যবাদ আপু এই সুন্দর ফুলেল শুভেচ্ছার জন্য।
২৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯
অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনার লিখা বরাবরই
অসাধারণ...!!
------
ভাল আছেন.... অনেকদিন যাবত অফলাইন আপনার
লিখা গুলো পড়লেও পাসওয়ার্ড সমাস্যায় কোন
মন্তব্য করতে পারছিলাম না...
অনেক চেস্টার পর আজ ঠিক হল....
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাসওয়ার্ড ফিরে পাওয়ায় অভিনন্দন; আপনি পাসওয়ার্ড না পেলে এ অনবদ্য কমেন্ট থেকে আমাকে বঞ্চিত হতে হতো।
অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
২৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:২৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের বিষাক্ত খাদ্য হয়তো ১ কোটী মানুষের কিডনীর ক্ষতি করেছে ইতিমধ্যে
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সংখ্যাটা আরো বেশিও হতে পারে।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
শুভ জন্মদিন।
ভালো থাকেন, কম ঔষধ খাবার ব্যাপারে ডাক্তারের সাথে আলাপ করেন।