নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
প্রতিটা গভীর রাতে, যখন অতলান্ত নিদ্রায় ডুবে গেছি-
বহূদূর আসমান থেকে
ভেসে আসা সুরের মতো বেজে ওঠে এক মহীয়সী কণ্ঠ : ‘জাগো’।
আধো নিমীলিত চোখে ঘুমের জড়তা; আঁধারের ছায়ায়
কেউ কি বসে পড়লো নরম শিথানে?
‘জাগো! জাগবে না?’ সুরেলাকণ্ঠী আবারও বলে ওঠেন।
আমি আড়মোড়া ভেঙে চারপাশ দেখি।
কেউ নেই। খা-খা অন্ধকার।
‘ভুলে গেছো?’ অন্ধকারের গহ্বর ফুঁড়ে সেই স্বর জেগে ওঠে।
‘কে আপনি? বলুন তো কোথা থেকে বলছেন? কে আপনি,
এ নিশুতি দুপুরে?’
মহীয়সী শব্দ করে হাসেন। বলেন, ‘আমাকে চিনলে না?
খুব ভুলোমনা তুমি।’
‘নাহ! কোনোদিন দেখি নি। এ কণ্ঠও বড্ড অচেনা। কে আপনি?’
‘আমাকে তুমি চেনো। দূরবর্তিনী, অথচ আমিই তোমার ছায়া।’
‘আজগুবি কথা রাখুন। আপনি কেউ নন। স্বপ্ন। একটা
স্বপ্নের ভেতর প্রতিদিন আমাকে ত্যক্ত করছেন আপনি।’
‘হাহাহা। স্বপ্ন নই, আমিই ধ্রুব।’
‘আপনি যান। বিরক্ত হচ্ছি খুব। ঘুমোতে দিন।’
‘আচ্ছা যাই। ঘুমোও। গোধূলির হাওয়ায় আঁচল উড়িয়ে প্রতিদিন
তোমাকে দেখি- আমাকে ভুলো না প্রিয়; দিনের একভাগে
একবার হলেও আমার কথাটি ভেবো। আমি সোনালি।
তোমার অলঙ্ঘ্য প্রেমিকা। আমি মৃত্যু।’
৩১ আগস্ট ২০১৫
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার নিয়মিত উপস্থিতি খুব উৎসাহব্যঞ্জক ও আনন্দদায়ক। ভালো থাকবেন আপনিও।
২| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। মিলনে দুঃখ লাঘব হয়।
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিটা বস্তুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ধন্যবাদ আব্দুলহাক ভাই। শুভেচ্ছা।
৩| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫
বিজন রয় বলেছেন: আমি নারী না তবুও আপনাকে ডাকি, আপনাকে মনে রাখি।
কারণ আপনি যে কবি!!
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাকে মনে রাখার জন্য বিনীত কৃতজ্ঞতা প্রিয় কবি। শুভেচ্ছা আপনাকে।
৪| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
স্মৃতি, কিংবা জীবনের অংশ হয়ে সাথে থাকুক সকল সোনালি'রা
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় চাঁদ্গাজী ভাই। শুভেচ্ছা।
৫| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯
কানিজ ফাতেমা বলেছেন: আমরা ভুলে গেলেও সে আমাদের ভুলবে না । এটাই অমোঘ ...
ভাল থাকুন কবি সতত ।
১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
গোধূলির হাওয়ায় আঁচল উড়িয়ে প্রতিদিন
তোমাকে দেখি- আমাকে ভুলো না প্রিয়; দিনের একভাগে
একবার হলেও আমার কথাটি ভেবো।
কবিতার টোনটা ধরতে পেরেছেন দেখে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। এবং শুভেচ্ছা।
৬| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাকে ভুলো না প্রিয়; দিনের একভাগে
একবার হলেও আমার কথাটি ভেবো। আমি সোনালি।
তোমার অলঙ্ঘ্য প্রেমিকা। আমি মৃত্যু।’ অসাধারণ ।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ গিয়াস লিটন ভাই।
৭| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: আধো নিমীলিত চোখে ঘুমের জড়তা; আঁধারের ছায়ায়
কেউ কি বসে পড়লো নরম শিথানে?
‘জাগো! জাগবে না?’ সুরেলাকণ্ঠী আবারও বলে ওঠেন
শিহরিত হবার মত।
গোধূলির হাওয়ায় আঁচল উড়িয়ে প্রতিদিন
তোমাকে দেখি- আমাকে ভুলো না প্রিয়; দিনের একভাগে
একবার হলেও আমার কথাটি ভেবো। আমি সোনালি।
তোমার অলঙ্ঘ্য প্রেমিকা। আমি মৃত্যু।’
অসাধারন লাগল ।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহবুবুল আজাদ ভাই।
৮| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
রানার ব্লগ বলেছেন:
‘জাগো! জাগবে না?’ সুরেলাকণ্ঠী আবারও বলে ওঠেন।
আমি আড়মোড়া ভেঙে চারপাশ দেখি।
কেউ নেই। খা-খা অন্ধকার
ভালো লেগেছে !!!!!
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রানার ব্লগ।
৯| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৩
কথাকথিকেথিকথন বলেছেন:
সে নিয়মিত চিমটি দেয় মনের জান্তে অজান্তে । আমরা তবুও ডুব দেই সাতরঙা স্বপ্নে ।
কবিতা ভাল লেগেছে বেশ ।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ আপনাকে।
১০| ১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫১
সুমন কর বলেছেন: একদিন মৃত্যু সবাইকে ছুঁয়ে যাবে...... ডেকে নিয়ে যাবে.....
কবিতা ভালো লাগল।
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক তাই। ধন্যবাদ সুমন ভাই।
১১| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৮
জাহিদ অনিক বলেছেন: ফেসবুকে পড়েছিলাম অনেক আগে একবার । সেখানে যেন কি একটা মন্তব্যও করেছিলাম । এখন মনে আসছে না ।
তবে কবিতার শেষ লাইনটা না লিখলে এটা প্রেমের কবিতা হতে পারত
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাস্তবিকই এটা প্রেমের কবিতা না। ধন্যবাদ জাহিদ অনিক।
১২| ১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//একবার হলেও আমার কথাটি ভেবো। আমি সোনালি।
তোমার অলঙ্ঘ্য প্রেমিকা। আমি মৃত্যু।’//
কবিকে অনেক শুভেচ্ছা.....
১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা প্রিয় মাঈনউদ্দিন ভাই।
১৩| ১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি কেউ নন। স্বপ্ন। একটা
স্বপ্নের ভেতর প্রতিদিন আমাকে ত্যক্ত করছেন আপনি।’
‘হাহাহা। স্বপ্ন নই, আমিই ধ্রুব।’
যে ধ্রুবকে আমরা ভুলে থাকি, থাকতে চাই, ভোগে, বিলাসে, অচেতনতায়... অথচ সচেতনতায়, স্মরণেই মুক্তি
+++++
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় বিদ্রোহী ভৃগু। হ্যাঁ, তার কথা ভুলে থাকা আমাদের ঠিক না। এটা নিশ্চিত, তাকে একদা অবধারিতভাবেই গ্রহণ করে নিতে হবে। তাহলে ভুলে থাকা কেন?
শুভ কামনা।
১৪| ১৪ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুন্দর।
যা আপনার অন্যোন্য কবিতা থেকে ভিন্নতর বোধের জন্ম দেয়। আধ্যাত্মিক।
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুলিয়ান সিদ্দিকী ভাই। তো কথা হলো, আপনাকে ব্লগেও দেখি না, ফেইসবুকেও না। এতদিন কোথায় ছিলেন? আশা করি সুস্থ ও নিরাপদেই ছিলেন/আছেন।
শুভেচ্ছা রইল।
১৫| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২২
আখেনাটেন বলেছেন: কয়েকবার পড়লাম। বুঝে উঠতে পারি নি। এখানে 'জাগো' বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন? মৃত্যুর আহব্বান নাকি বেঁচে থাকার প্রেরণা। নাকি অন্য কিছু।
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোনো এক নির্বোধকে কেউ একজন ডাকছেন। তার চেতনাকে জাগ্রত করাই হলো এই আহবানের মূল উদ্দেশ্য। আমি ঘুমিয়ে আছি, আমাকে আপনি ডাকছেন। আমি জড়ানো চোখে একবার তাকিয়ে আবার চোখ বুজলাম; আপনি আবার, বার বার ডেকে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে চেষ্টা করছেন। আপনি এমন কেউ, যাকে অ্যাভয়েড করা অসম্ভব, অথচ আপনার ডাকে সাড়া দিচ্ছি না, আপনার কথাও আমার স্মরণে থাকছে না। --- মোটামুটি এটুকুই।
ধন্যবাদ আখেনাটেন। ভালো থাকবেন।
১৬| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
চিটাগং এক্সপ্রেস বলেছেন: সোনালির সুশ্রী মুখ আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন। ভেরি ব্যাড
আপনার কবিতা একটু অগতানুগতিক। গদ্য পদ্যের সংমিশ্রণ লাগে। আপনার বেশ কিছু কবিতা পরে এ ধারণা হল।
১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সোনালির মুখশ্রী কীভাবে ভুলি! ভোলা যায় না।
আমার বেশ কিছু কবিতা পড়ে তো বিরাট কমপ্লিমেন্ট দিয়ে দিলেন। খুব উৎসাহিত হলাম। কৃতজ্ঞতা।
১৭| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৩
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
মৃত্যু কখনই প্রেমিকা হয়না । হলে সবাই মৃত্যুই চাইতো । পৃথিবীটা বিরান হয়ে যেত । কবিতা পড়ার লোকের আকাল ঘটতো ।
কবিতা সুন্দর । তবে মৃত্যু, সে তো নিশীথের নারীর মতোই একদিন বেঁধে নেবে আলিঙ্গনে !!!
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একান্তই রূপক ভাবনা। রবীন্দ্রনাথ বলেছেন, 'মরণ রে, তুঁহু মম শ্যাম সমান।' মৃত্যুকে একেক কবি একেক সময়ে একেকভাবে উপস্থাপন করেছেন/করছেন। মৃত্যু নিয়ে প্রায় কবিই জীবনে দু-একটা কবিতা লিখে গেছেন। একেক জনের উপস্থাপনা একেক রকম। তো, আমি বলেছি 'অলঙ্ঘ্য প্রেমিকা'- যার উপস্থিতি এবং অপরিহার্যতা আমার জীবনে এমন যে, আমি তাকে যতই হেলা করি না কেন, বা দূরে সরিয়ে দিই না কেন, আমার জীবনে সে অবশ্যম্ভাবী, যাকে অ্যাভয়েড করার উপায় নেই। অল্প পরিসরে এই হলো আমার মতামত।
ধন্যবাদ প্রিয় আহমেদ জী এস ভাই। শুভেচ্ছা।
১৮| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৯
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
সে তো বুঝতেই পেরেছি ! প্রথম লাইন দুটি লিখে একটু রস করেছি । লাইনের শেষ বাক্যটি খেয়াল করেন নি -----" কবিতা পড়ার লোকের আকাল ঘটতো " ?
প্রতি মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
ভালো থাকুন ।
২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহা। আমিও রস উপভোগ করলাম
১৯| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২২
রায়হানুল এফ রাজ বলেছেন: এই ডাক উপেক্ষা করার নয়।
২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার লেগেছে আপনার কবিতা। অসাধারণ!
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।