নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তুই লিখেছিলি :
-----------------‘মনের মাঝে আয় না
-----------------দেখ সেখানে তোর কাছেতে আমার কত বায়না।’
১
মনের মাঝে ঢুকেছি তোর জানি না তো কেমন করে
জানি না তো আর কতদিন রাখবি আমায় সেথায় ধরে।
তোর উচাটন মনের বনে অশান্ত বাও ঢেউ খেলে যায়
হাজার পাখির ভিড়ে সেথায় ঠাঁই দিবি কি একলা আমায়?
একলা আমার ঠাঁই হবে না এই কথাটি সত্যি জানি
তাই যদি হয় আমায় কেন বাঁধলি সেথায় বল পাষাণী?
শোন পাষাণী আমার কথা, আমায় ভালো বাসলে তবে
আমার প্রেমের সকল দাবি শুনতে হবে, মানতে হবে।
সবটুকু প্রেম আমায় দিবি, আমার হবি বাধ্যগত
আমায় দিবি সবটুকু তোর মনের ভেতর জায়গা যত।
মনের ঘরের সব দরজা সব জানালা বন্ধ করে
একটি কোনাই রাখবি খোলা আমার আনাগোনার তরে।
২
মনের ঘরের সব দরজা সব জানালা বন্ধ করে
একটি কোনাই রাখবি খোলা আমার আনাগোনার তরে-
সেই ঘরে আজ যখন-তখন অতিথিদের ভিড় দেখা যায়
সব অতিথির মন জুগিয়ে আনন্দ দিস তোর জলসায়।
কথা ছিল মনটিরে তোর আমায় দিবি সারাজীবন
পরের জন্যে কেমন করে হুহু করে কাঁদে সে-মন?
আস্থা ছিল বিশ্বাসে তোর, বিশ্বাসে আজ চিড় ধরালি
এক মনে তোর জায়গা দিলি নানান দেশের সুজন মালি।
তোর পবিত্র মনের ভেতর মসজিদের এক মিনার ছিল
বল শকুনি, কেমন করে সেইখানেতে পাপ ঢুকিল?
সবটুকু প্রেম, সবখানি মন কে বলেছে আমার লাগি?
জনে জনে প্রেম দিয়ে তুই মন করেছিস ভাগাভাগি।
আমিও অনেক বদলে গেছি, তাই না হলে কেমন করে
তোর প্রেমেতেই লেগে আছি, যেই প্রেমেতে ঘৃণা ধরে!
২০০৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, রাগটা মনে হয় একটু বেশিই প্রকাশ হয়ে পড়েছে। যাই হোক, কবিতা তো কবিতাই
ভালো লাগলো জেনে খুশি হলাম। ধন্যবাদ পড়ার জন্য।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬
ওমেরা বলেছেন: দরজা জানালা সব শক্ত করে আটকাত হবে যাতে কোন বাউ- বাতাশ ঢুকতে না পারে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার পরামর্শের জন্য অশেষ ধন্যবাদ।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। এটা তো আমার অবস্থা র সঙ্গে গেছে মেলে ।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলে আপনার অবস্থা যে এমনই হবে, এটা ভেবেই সেই ২০০৬ সালে কবিতাখানি লিখেছিনু। এখন তা মিলে যাওয়ায় নিজেকে সার্থক মনে করছি।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
সোহানী বলেছেন: হায় হায় কে সে পাষানী........... একবার শুধু নাম বলেন................ এই কে কোথা আছিস
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মতো এমন পরোপকারী ও দরদিয়া মনোভাব যদি সবারই থাকতো, তাইলে কি আর পৃথিবীতে কোনো পাষাণীর অস্তিত্ব থাকতো? সবাইরে মাইরা তক্তা বানাইয়া দিতেন না?
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
সোহানী বলেছেন: হায় হায় কে সে পাষানী........... ( একবার শুধু নাম বলেন................ এই কে কোথা আছিস
আমারো একই অনুভূতি...
৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখক সোহানীকে বলেছেন: আপনার মতো এমন পরোপকারী ও দরদিয়া মনোভাব যদি সবারই থাকতো, তাইলে কি আর পৃথিবীতে কোনো পাষাণীর অস্তিত্ব থাকতো? সবাইরে মাইরা তক্তা বানাইয়া দিতেন না?
আপনার জন্যও একই জবাব...
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাষাণীরা যুগে যুগে আশে
পাষাণ ঋদয়ে ক্ষতের সৃষ্টি করতে।
পাষাণীরা আছে বলেই প্রেমের এত স্বাদ
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বলেছেন। পাষাণীরা আরো পাষাণী হয়ে উঠুক তাহলে
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
কাছের-মানুষ বলেছেন: শোন পাষাণী আমার কথা, আমায় ভালো বাসলে তবে
আমার প্রেমের সকল দাবি শুনতে হবে, মানতে হবে।
সে মানবে বলে আমার বিশ্বাস । কবিতা ভাল হয়েছে ।
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাছের-মানুষ।
৯| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১২:০০
শায়মা বলেছেন: ভাইয়া সোহানী আপুর মত আমিও দরদীয়া! আমাকেও নাম বলো ভাইয়ামনি!!!!!!!!
১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যার নাম তার মুখেই ভালো শোনা যায়। আমি নাম বলে সেই সৌন্দর্য নষ্ট করতে চাহি নাহ
১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২
শায়মা বলেছেন: কোথায় পাবো তারে ভাইয়া!!!!
১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি কোথায় পাব তারে তা কি আমি নিজেই জানি?
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসার মানুষটির প্রতি ক্ষোভ জমলেই এমন লেখা বের হতে পারে মন থেকে, রাগটা বেশিই ছিল মনে হচ্ছে... ।
ভালো লাগলো কবিতা, আমার কাছে শেষেরটাই বেশি ভালো লাগলো।