|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আরাধনায় না হলে ফিরে যাওয়াই সুখ। আমিও ফিরে যাবো- তোর বেদনা বোধনের জন্য 
এটাই শেষ অস্ত্র ছিল। বেদনাবোধ কিংবা করুণা কোনোটাই পাথরে জমে না।
তোর নিশ্বাসের ঘ্রাণ পাই শহরের ভিড়ে ঢুকেই
এ লোভে প্রতি ভোরে পদব্রজে নামি
সারাদিন হেঁটে হেঁটে তোর জানালার কিনারে এলে সূর্যের আগুনে চোখ গলে যায়
সন্ধ্যার ডামাডোলে ফুঁসে উঠলে নাগরিক রোমান্স
নিস্তরঙ্গ অন্ধকারে ছত্রাকের খোয়ারে শরীর মুড়িয়ে মরে থাকি
তবু তোর নিশ্বাসের ঘ্রাণে বুঁদ হয়ে বেঁচে যাই প্রতিটা ভোরে, আর তোকে দেখবার
লোভে আবারো দিঘল যাত্রায় পদব্রজে নামি। এ শহর মনে রাখে না কাউকে। সকাল 
ও দুপুরের পদচিহ্ন গোধূলিতে মিশে যায় কূলটা ধুলোয়।
আমিও ফিরে যাবো- শহর থেকে অনেক দূরে, দেশ থেকে 
অকূল অরণ্যের দেশে। প্রশান্ত নীলনদ, ইতিহাসের মমি, সভ্যতার জন্য যুদ্ধ- 
অবিরাম অধীর হাত নেড়ে আমাকে ডাকে।
আর তো কটা দিন তোর জানালার পাশে। তারপর তোর নিশ্বাসের ঘ্রাণ 
আর কখনোই আমাকে ছোঁবে না।
২ জুলাই ২০১০
 ৮ টি
    	৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৭
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ কবি বিজন রায়। যে-ধাপে উত্তরণ হয়েছিল, তার অবতরণ হয়েছে অনেক আগেই 
লেখাটার রচনাকাল ২ জুলাই ২০১০ 
২|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:২৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১০:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: 
এই নিঃশ্বাসের ঘ্রাণ শুধুই শূন্যতা সৃষ্টি করে ।
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৫৪
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই নিঃশ্বাসের ঘ্রাণ শুধুই শূন্যতা সৃষ্টি করে ।  
  
৩|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১:৩২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ১:৩২
সোহানী বলেছেন: উফ্ অসাধারন। প্রেমে পড়ার মতো কবিতা..........
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৫৮
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৮:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও কবিতাটার প্রেমে পড়ে গেছি আপু। এখন কী করা যায়? 
৪|  ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:১২
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮  দুপুর ১২:১২
জাহিদ অনিক বলেছেন: 
বিহঙ্গ উড়ে গেলেও ডানার ঝাপটা রয়ে যায়------------
  ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:০০
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাতাসে ভাসে ডানা ঝাপটানোর ঘ্রাণ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:৫৮
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮  রাত ৯:৫৮
বিজন রয় বলেছেন: আপনার একটি অনন্য ধাপে উত্তরণ, ব্যস এটুকুই বলতে পারি।
অসাধারণের কোন উপমা দিতে নেই।
হ্যাটস অফ!!