![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
প্রমীলার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না, কোনোরূপ যৌনসম্পর্কও নয়।
অথচ আমরা একে অপরকে সবচেয়ে বেশি বুঝতাম, বকতাম সবচেয়ে বেশি।
বললাম, ‘তোকে কল করলেই ‘ওয়েটিং’ পাই, কার সাথে এত কথা?’ অমনি সে
মোবাইল সেটটা মেঝেয় আছড়ে গুঁড়ো করলো। এটা অবশ্য ওর
অভিমান ছিল; ছেলেমানুষি।
দীর্ঘ ১০ ঘণ্টা বাসভ্রমণ শেষে শালগ্রামে পা রাখলো প্রমীলা।
‘না বলে চলে গেলি?’ বলতেই সে ফিরতি বাসের টিকিট কাটলো।
আমি তখন কাঁটাবনের রাস্তায় উদাস গড্ডলিকা।
প্রমীলার ছায়া পাশে দাঁড়ালেই আমার হাড়গুলো টের পায়। আমার কাঁধে
ওর হাত, ‘চেয়ে দেখ, আমি কাঁদছি।’
ঘুমের ভেতর ‘বুবু’ চিৎকারে আড়িয়াল বিলের ধানক্ষেত মাড়িয়ে
দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠলে যে ছায়ামূর্তি আমার সামনে এসে
নির্মলহাস্যে মধুর হাত বাড়িয়ে দেয়, সে প্রমীলা।
আমি প্রমীলার শাসন-হুকুম ভালোবাসি।
আমি হাসলেই প্রমীলার দুঃখ হয়, আমি হাসি না।
আমি যদি একবেলা প্রমীলাকে না দেখি, জীবনের সব অর্থই
অনর্থ হয়ে যায়।
আমি যদি একবেলা প্রমীলার সামনে না দাঁড়াই, সে ভাবে
ওর কথা আজ একটুও ভাবি নি।
প্রমীলাকে বলেছিলাম, ‘ভ্রূ প্লাক করিস না পাখি। এই যে পারলারে যাস, ওখানে কি
ছেলেরাও থাকে না?’ প্রমীলা একটা ভয়ানক কাজ করেছিল- পুরোটা মাথা ন্যাড়া করে
পবিত্র ভিক্ষু’র মতো সামনে এসে দাঁড়ালো- ওর চোখ ছিল বিশ্বস্ত ও নির্লিপ্ত,
আত্মবিশ্বাসে ভরপুর; পুলিশের হাতে ধরা-খাওয়া খুনের আসামির
মতো আমি কাঁপছিলাম।
প্রমীলা মাতৃস্থানীয়া নয়, সহোদরা নয়, প্রেমিকা অথবা বান্ধবী নয়। প্রমীলার সাথে
কী আমার সম্পর্ক জানি না। সকল অ-সম্পর্কের গভীরে তীব্র অস্তিত্বশীলা রমণীর
নাম প্রমীলা, যে আমাকে সকল সম্পর্কের মতো এখনো নির্মোহ ভালোবাসে।
২৮ অক্টোবর ২০১২
**
'অসম্পর্কের ঋণ', একুশে বইমেলা ২০১৫
ডাউনলোড লিংকঃ 'অসম্পর্কের ঋণ'
**
উৎসর্গঃ দু;খিত, এ যাত্রায় আপনারা কেউ নন, কেবল প্রমীলাকেই
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপাতত সুরভীকে দেখেন। প্রমীলা কামিং সুন।
২| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক দিন পরে আপনার লেখা পড়ার সৌভাগ্য হলো।
কেমন আছেন আপনি,প্রমীলার জন্য অনেক অনেক শুভকামনা।
বোনাস হিসেবে সুরভী ভাবীকে দেখার সৌভাগ্য হলো। তার
হাতের রান্না পরখ করার জন্য রাজীব ভাই সকলকে দাওয়াত দিতে
চেয়েছিলেন, আপডেট জানতে চাই!
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও অনেক অনেক দিন পর দেখতে পাচ্ছি নূর ভাই। প্রমীলার জন্য আমার পক্ষ থেকেও অনেক অনেক শুভকামনা থাকলো।
অতিশীঘ্রই রাজীব নুর ভাইয়ের দাওয়াতের ঘোষণা পাব বলে আশা করছি। তিনি আপাতত মেনু সিলেকশন নিয়া ব্যস্ত রহিয়াছেন।
৩| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২
রোকনুজ্জামান খান বলেছেন: সৌরভী ভাবি টা কে?
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার উপর আপনার কিছু বলার ছিল না?
৪| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৭
ক্স বলেছেন: এই প্রমিলা কি নজরুলের বৌ নাকি রবীন্দ্রনাথের মেয়ে?
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই প্রমীলার সাথে নজরুল বা রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক নাই, স্যরি
৫| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: রোকনুজ্জামান খান বলেছেন: সৌরভী ভাবি টা কে?
সৌরভী ভাবিটা হলে রাজীব ভাইয়ের অর্ধাঙ্গিনী
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাই ও ভাবীকে আমাদের সশ্রদ্ধ সালাম।
৬| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রমীলার আবছা অবয়ব হলেও প্রকাশ করুন।
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেখেন, এতই যখন শখ
৭| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩
আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,
এই প্রমীলা আপনারই আরেক রূপ, যে থাকে মনের গহীনে । এই প্রমীলা আপনার কেউ নয় আবার আপনারই সব কিছু ।
এ্যাসষ্ট্রো ফিজিক্সে প্রতিটি পদার্থের ( ম্যাটার ) র একটি প্রতি-পদার্থ ( এন্টিম্যাটার ) থাকে বলে বলা হয় । এরা পরষ্পর একত্র হলে পদার্থ নিমিষেই ধ্বংস হয়ে নাকি শক্তি উৎপাদন করে ।
"সোনাবীজ......." নামক বস্তুর এন্টিম্যাটার হলো " প্রমীলা" তাই অ-সম্পর্কের মাঝেই তাদের বসবাস । সম্পর্ক হলেই তো ফুঁসসসসসসসসসসসসসসসসসসস.... । নো "সোনাবীজ......." এনিমোর !
আপনি আছেন বলেই তাই " প্রমীলা"ও আছে , প্রমীলাকে থাকতে হয় - অসম্পর্কের সেতুবন্ধন হয়ে ।
ভালো লাগলো ।
২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরে বাপ্স রে !!!!
এভাবে তো আমিও কোনোদিন ভাবি নাই। এখন তো মনে হচ্ছে এই প্রমীলা আমারই আরেক রূপ, যে থাকে মনের গহিনে । এই প্রমীলা আমার কেউ নয় আবার আমারই সবকিছু। ঠিক ঠিক একদম ঠিক। আমার মন খুঁড়ে আমার মনের কথাই বের করে আনলেন!! অসাধারণ!!!
৮| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এটা তো অপ্সরা, থুড়ি শায়মা, থুড়ি বরুণাপুর জুড়ওয়া ব্যাহেন?
২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি কার কথা বললেন?
৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১:২২
শিখা রহমান বলেছেন: অনেকদিন পরে একটা কবিতা পড়ে ইচ্ছে হল কবিতার মানুষ হতে। আমার 'নীরা' হতে অচ্ছে হয়, 'নন্দিনী' হতে। আজ অনেক দিন পরে 'প্রমীলা' হতে ইচ্ছে হলো।
খুব খুব সুন্দর কবিতাটা। পোষ্ট করার জন্য ধন্যবাদ। শুভকামনা কবি।
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি সুনীলের চরম ভক্ত এবং লেখালেখিতেও সুনীলের প্রভাব সুস্পষ্ট। এজন্য 'নীরা' আমার প্রিয় নাম। এবং আমার মেয়ের নামও 'নীরা' রেখে দিয়েছি। নীরা এখন ডাক্তারি পড়ছে।
আপনার কমেন্টে আমি আপ্লুত হলাম। আর আমার ব্লগে আপনাকে পাচ্ছি, এটাও একটা আনন্দের বিষয়। আপনার লেখার হাত দারুণ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০
রাজীব নুর বলেছেন: প্রমীলার ছবি ব্লগাররা দেখতে চায়।