নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
তালগাছ একপায়ে খাড়াইয়া
আসমানে উঠে গেছে সবগাছ ছাড়াইয়া
ঐখানে বাসা বেঁধে বাবুইয়েরা
দেখে মুখ বাড়াইয়া-
একপাল ক্ষ্যাপা ষাঁড় দৌড়ায়
ধানক্ষেত মাড়াইয়া
লাঠি হাতে পিছে পিছে পোলাপান ছুটছে
ষাঁড় দেবে তাড়াইয়া
এতসব গ্যাঞ্জাবে নুরু ভাই চশমাটা
ফেলেছেন হারাইয়া
মুখটারে হাঁ করে চাঁদগাজী দেখছেন তামাশা
দাঁড়াইয়া দাঁড়াইয়া
২৭ আগস্ট ২০১৮
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পেছনে লাগি নাই, তারা আমার সামনে
২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৬
স্রাঞ্জি সে বলেছেন:
তামাশা ভাল দেখান
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২০
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: হা হা হা। মজা পাইলাম।
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলেন কি মমিন?
৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৮
ঢাকার লোক বলেছেন: সুন্দর ছড়া !
কেউ করে ঘেউ ঘেউ, কেউ দেয় সায়
খুশিতে লেজ নাড়াইয়া নাড়াইয়া !!
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ শব্দটা আমি বাদ রেখেছিলাম
আপনি তো দিলেন আমার কাম সারাইয়া
৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭
কাজী ফররুখ আহমেদ বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কাজী ফররুখ আহমেদ।
৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯
সাগর শরীফ বলেছেন: কোন দিক আসল আর কোনদিক গেল !
২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একদিক থেকে এসে অন্যদিকে গেছে
৭| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১:০২
বাকপ্রবাস বলেছেন: এই দিলাম হাতটা বাড়াইয়া
এমন টান দিমু
বডি থেকে যাবে হাত চলে আসবে
কব্জি ছাড়াইয়া
২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তারপর হাঁটু ভেঙে হাতে দেন ধরাইয়া
হগলেই দৌড় লাগাবে ডরাইয়া
৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩১
উম্মে সায়মা বলেছেন:
২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কী চমৎকার অট্টহাসি
মুগ্ধ সব ব্লগবাসী
৯| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ! লিখেছেন। এখন ওনারা দুজন কখন যে রে রে করে ছুটে আসে।
শুভেচ্ছা নিয়েন।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসুন তারা। আমি কি ডরাই? যদিও গতরে শক্তি নাই, করিব বড়াই
আমি ব্লগার দুর্বল অতি, শান্ত কোমলমতি
১০| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
সকাল সকাল দারুন ছড়ায় আপনাতেই হাসি এসে গেল
শুভেচ্ছা ভায়া
+++
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী কবি ভৃগু। ভালো লাগলো আপনার উপস্থিতি।
১১| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: পড়লাম।
খাড়াইয়া, ছাড়াইয়া, দাড়াইয়া।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়াতো দেখছি দারুণ মিলাইছেন! ভাবীজান আজ আপনারে কী খিলাইছেন?
১২| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৯
বিজন রয় বলেছেন: হা হা হা হা ...... মানুষের মনে এত রস আছে বলেই মানুষ এত সৃষ্টিশীল।
আর চাঁদগাজী সাহেবও অনেক রসগ্রস্থ।
তা গাজী সাহেব মনে হয় এই পোস্ট এখনও দেখেননি।
কবিতায় চাঁদগাজী শব্দটি বোল্ড করে দিবেন নাকি?
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মনেও তো রসের কোনো ঘাটতি দেখছি না, রস উপচে পড়ছে আর চাঁদগাজী সাহেবও অনেক রসগ্রস্থ। তা আর বলতে। তবে, কোনো পোস্টে তেনার নাম থাকলে তিনি লজ্জা পান, সেদিকে আর পা মাড়ান না ভয়ে
ভাবছিলাম ওটা বোল্ড করে দিই দেখি কী করি শেষমেষ
১৩| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: ষাড় তাড়াইতে হইবো এরা আসলে দূর্ণীতিবাজ মাঝি নতুন ধানক্ষেত নষ্ট করতে আসছে। মলনের সময় ষাড় লাগবে ক্ষেতের মধ্যে করে কি? চাষের সময় কোথায় ছিল। তামাশা দেখি চরমে ।
২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, একদম বুলে হিট
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৬
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: নুরু ভাই আর চাঁদগাজীর পিছনে লাগলেন ক্যান?