|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
‘ভাই, এতদিন কোথায় ছিলেন
ছিলেন তো বেশ সুস্থ?
মাঝে মাঝেই মনটা আমার
আপনাকেই খুঁজতো।’
‘জি ভাই, আমি ভালোই ছিলাম
তবে ছিলাম একটুখানি ব্যস্ত।
জানেন তো, এই আমার উপর
পদ্মাসেতুর দায়িত্বটা ন্যাস্ত।’
‘কাটলো কেমন ইদের ছুটি
কেমন খেলেন মাংস রুটি
জানতে পেলে বড্ড ভালো লাগতো।’ 
‘যদিও সবাই ছুটি কাটায়
কক্সবাজার, পাথরঘাটায়
আমার কি আর ওসব মানায়?
জেলায় জেলায় থানায় থানায়
মন্ত্রী মিনিস্টারের সাথে   
জনগণের জন্য আমার 
কর্মসূচি থাকতো।’
‘আমরা কি আর সাধে বলি
আপনি হলেন এ তল্লাটের মাথা 
এবং চৌদ্দ গ্রামের গর্ব।’
‘দোয়া করো। এমপি হলে অবশ্যই 
গ্রামের জন্য একটা কিছু করবো।’
২৮ আগস্ট ২০১৮
 ২৮ টি
    	২৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৩
২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সনেট কবি প্রিয় ফরিদ ভাই।
২|  ২৮ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪৪
২৮ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৪৪
বিজন রয় বলেছেন: কোথায় ছিলেন, কেমন ছিলেন?
  ২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৬
২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ছিলাম ব্লগে
আপনাদেরই লগে
৩|  ২৮ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৪
২৮ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: মানুষের অতি কৌতূহলই জন্ম দেয় অনেক অনিষ্ঠ এবং অশুভ ঘটনার।
  ২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৮
২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক। আপনি সুন্দর বলেছেন।
৪|  ২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:০৫
চাঁদগাজী বলেছেন: 
বদদোয়া দেয়া হলো, এমপি হওয়ার লোককে সেন্ট্রি হওয়ার দোয়া? শেখ হাসিনা রাজনীতিকে নিলামে দিয়েছেন!
  ২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৯
২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লেখকের মনকে পাঠক কদাচিৎ ছুঁতে পারে, তা প্রমাণিত। যাই হোক, পরিমার্জন করা হয়েছে। এখন আপনার কী মত?
৫|  ২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৬
২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৬:৪৬
তারেক ফাহিম বলেছেন: আপনার ছুটি কেমন কাটলো?
  ২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১০
২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগিং করে
৬|  ২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছড়ায় ছড়ায় দেখি গল্পও হয় !!!
  ২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৩০
২৮ শে আগস্ট, ২০১৮  সন্ধ্যা  ৭:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের গল্পের কোনো শেষ নাই গিয়াস ভাই
৭|  ২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৮:২৪
২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৮:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: মাংস রুটি কিন্তু বেশ খেয়েছি। তেমনি হয়েছে কাহিনী কথায় মজার ছড়াটি। 
শুভেচ্ছা নিয়েন ।
  ২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৩৮
২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। মাংস রুটি বেশ খেয়েছেন জেনে আনন্দিত। ছড়াটি মজার হয়েছে জেনেও আনন্দিত হলাম চৌধুরি ভাই। শুভেচ্ছা।
৮|  ২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৪৩
২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৪৩
সুমন কর বলেছেন: সুন্দর এবং মজা পেলাম। 
+।
  ২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৩৯
২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সুমন ভাই। আপনার উপস্থিতি ভালো লাগে।
৯|  ২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:১৩
২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:১৩
ঢাকার লোক বলেছেন: চমৎকার!
আমি আরো একটু যোগ করলাম!
দোআ করি, আপনি এবার এমপি হলে, 
আপনার ভাগিনা আর আমি মিলে
এল জি আর ডি র কন্ট্রাকটরি ধরবো !
  ২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৪৮
২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ, ঢাকার লোক! আপনার অংশটাও দারুণ হয়েছে।
১০|  ২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৩৮
২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৩৮
চাঁদগাজী বলেছেন: 
দোয়া চলতেই থাকবে প্রাইম মিনিষ্টার  হওয়া অবধি;  প্রাইম মিনিষ্টার হলে, তখন করার কিছু থাকবে না।
  ২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৪৪
২৮ শে আগস্ট, ২০১৮  রাত ৯:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা।
পরিমার্জন করে নামটাও বদলে দেয়া হয়েছে। এটাই বেসিক স্ট্রাকচার। এটার একটা বক্তব্য, যেটা সমসাময়িক। কালের চিহ্ন না রাখার জন্য কিছু অতিরিক্ত লাইন যোগ করে দেয়া হয়েছিল যার বক্তব্য ছিল 'ফুটানি করা/চাপাবাজি/ ফোর টুয়েন্টি।' কিন্তু ওটা মনে হয় মিসলিডিং ছিল।
ধন্যবাদ চাঁদগাজী ভাই।
।
।
।
।
।
।
।
।
।
আপনার কমেন্ট পড়ে মনে হচ্ছে আপনি লেখাটার ক্লু পেয়ে গেছেন 
১১|  ২৯ শে আগস্ট, ২০১৮  রাত ৩:২৬
২৯ শে আগস্ট, ২০১৮  রাত ৩:২৬
চঞ্চল হরিণী বলেছেন: ছড়াটা পড়ে বেশ মজা পেলাম   । আর চাঁদগাজী ভাইয়ের মন্তব্য বাড়তি বিনোদন দিলো
 । আর চাঁদগাজী ভাইয়ের মন্তব্য বাড়তি বিনোদন দিলো   । ইহা যথেষ্টই ব্যঙ্গ ইঙ্গিতবাহী।
 । ইহা যথেষ্টই ব্যঙ্গ ইঙ্গিতবাহী।
  ২৯ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৩৯
২৯ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজা পেয়েছেন জেনে আমি গর্বিত  জি, উহা যথেষ্টই ব্যঙ্গাত্মক ইঙ্গিতবাহী।
 জি, উহা যথেষ্টই ব্যঙ্গাত্মক ইঙ্গিতবাহী।
আপনি কি পাসওয়ার্ড পেয়েছেন? আমি চিন্তায় ভেঙে পড়েছি কিন্তু
১২|  ২৯ শে আগস্ট, ২০১৮  সকাল ৯:৪০
২৯ শে আগস্ট, ২০১৮  সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠিক। আপনি সুন্দর বলেছেন। 
শুভ সকাল।
  ২৯ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৩৯
২৯ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ সন্ধ্যা
১৩|  ২৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৬
২৯ শে আগস্ট, ২০১৮  সকাল ১০:৪৬
বাকপ্রবাস বলেছেন: আপনি যখন এমপি হবেন
পয়সা হবে পকেট ভরে
আমরা তখন রয়ে সয়ে
থাকবো ঘরে ভয়ে ডরে।
আপনি বলবেন ভয়ের কী গো
গুলির আগায় রাখবো
একটু উনিশ-বিশ হলে
মাথায় ঘোল মাখবো।
  ২৯ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৪০
২৯ শে আগস্ট, ২০১৮  রাত ৮:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! চমৎকার। যথারীতি দারুণ লিখেছেন।
১৪|  ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১২:১৬
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ১২:১৬
চঞ্চল হরিণী বলেছেন: আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো জানি না   । পেয়েছি এবং সাথে আরও অনেকগুলো সাইটের ভুলে যাওয়া পাসওয়ার্ডও পেয়েছি। আমি যে কি আনন্দিত
 । পেয়েছি এবং সাথে আরও অনেকগুলো সাইটের ভুলে যাওয়া পাসওয়ার্ডও পেয়েছি। আমি যে কি আনন্দিত   ! সত্যি নাচতে ইচ্ছে করছে আমার
 ! সত্যি নাচতে ইচ্ছে করছে আমার   । সোনালি আলোয় ভরে যান আপনি, সোনাবীজ ভাইয়া
 । সোনালি আলোয় ভরে যান আপনি, সোনাবীজ ভাইয়া   ।
 ।
  ৩০ শে আগস্ট, ২০১৮  রাত ৩:৫৫
৩০ শে আগস্ট, ২০১৮  রাত ৩:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুনে ভালো লাগলো। ই-মেইল আ্যড্রেস আর পাসওয়ার্ডগুলো কোথাও সেইভ করে রাখুন। শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৩৯
২৮ শে আগস্ট, ২০১৮  বিকাল ৫:৩৯
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন।