নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

যে মেয়েটি আমাকে প্রথম প্রেম শিখিয়েছিল

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

সে আমার দু বছরের বড় ছিল আর স্কুলে এক ক্লাস উপরে পড়তো। সে খুব মারকুটে ও ডানপিটে ছিল; আমি খুব গোবেচারা ছিলাম। আমাকে দু চোখে দেখতে পারতো না। সে পড়ালেখায় ব্যাকবেঞ্চার ছিল, আমি নাকি মেয়েটার চেয়ে খুব মেধাবী ছিলাম; এজন্য আমার প্রতি তার প্রচণ্ড ক্ষোভ ছিল; অবশ্য এটা আমি জানতে পেরেছিলাম অনেক অনেক দিন পর- সে যখন মুচকি মুচকি হাসছিল, আর তার স্বামীর কাছে অনুযোগ করছিল, অনেক অনেক দিন পর পথে যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেলে।

তার সাথে একদিন স্কুলে ঝগড়া হয়েছিল। আমি শিক্ষকের কাছে নালিশ করেছিলাম। শিক্ষক তাকে ভর্ৎসনা সহ বেত্রাঘাত করেছিলেন। আমার প্রতি মেয়েটার প্রচণ্ড ক্ষোভ ছিল।
তারপরের দিন একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছিল।
স্কুল ছুটির পর। আমাদের বাড়িতে আসতাম মেয়েটার বাড়ির পাশের রাস্তা দিয়ে। ওত পেতে থাকা মেয়েটা আমাকে দেখেই আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল, এবং ছুটে পালাবার আগেই বাঘিনীর মতো আমার পিঠের উপর বড্ড একটা কামড় বসিয়েছিল। আমার হৃদয়বিদারক কান্নায় মেয়েটার মা ছুটে এসে আমাকে আদর করেছিলেন, আর মেয়েটাকে মারবার জন্য তাড়া করেছিলেন। এই মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরে আমার মা অনেক কষ্ট পেয়েছিলেন।

এ ঘটনার পরের বছর আমি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হলাম, আর ফাঁকিবাজ, দজ্জাল মেয়েটা ফেল মেরে দ্বিতীয় শ্রেণিতেই রয়ে গেলো। প্রকৃতি মানুষকে এভাবেই শিক্ষা দিয়ে থাকে।
আর প্রাকৃতিক নিয়মে মেয়েটা আমার প্রতি নরম হতে থাকে। আমার জন্য সে গাছপাকা বরই নিয়ে আসতো; ওদের আমতলায় ঝড়ের দিনে আম কুড়োনোর দাওয়াত দিত; চড়ুইভাতিতে আমাকেও সঙ্গে নিত। পুতুল বিয়ের সময় ছেলে হিসেবে একমাত্র আমাকেই ডাকতো ওর দলে। প্রথম বৃষ্টির নতুন পানিতে পুকুর ভরে যেতো, রাতভর ব্যাঙ ডাকতো; সকালে আমরা একসাথে সেই ব্যাঙ তাড়াতাম, আর সারাদুপুর ভরা পুকুরে ডুবসাঁতার খেলতাম।
আরও কিছুকাল পর মেয়েটা বলেছিল, ‘তোকে একদিন একটা জিনিস দেখাবো, কাউকে বলবি না তো?’
আমি সে কথা কাউকে বলি নি।

একদিন মেয়েটা শাড়ি পরেছিল; পুতুল বিয়ের দিনে। আমাকে পাঞ্জাবি আর পায়জামা পরতে বলে নি; এসব কি ছাই আমরা জানতাম? তেঁতুলখোসায় ভাত রেঁধে দিয়েছিলেন ওর মা; পুরো একতেঁতুল ভাত সে আমাকেই দিয়েছিল। তারপর মুখ টিপে হেসে বলেছিল, ‘দেখবি?’
‘দেখবো’- বলতেই ‘আয়’ বলে ইশারায় ডেকে নিয়ে যায় ওদের কোনার দিকের অন্ধকার ঘরটায়। খুব আলগোছে দরজা ভেজিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলে, ‘কাউকে বলবি না তো?’
‘না।’ আমিও ফিসফিস করে জবাব দিই। মেয়েটা কাঁপা হাতে খাটের উপর জাজিমের নীচ থেকে কী যেন বের করে এনে আমার হাতে তুলে দেয়।
‘পড়। কাউকে বলবি না তো?’
‘না।’ বলে আমি পড়তে থাকি। এক আনা যদি পড়তে পারি, ষোলো আনা তার অর্থ বুঝি না।
‘প্রেমপত্র। বুঝলি?’
‘তুই লিখেছিস?’
‘না। বকুলা ম্যাডামকে দিতে বলেছিল, তুহিন স্যার। দিই নি। কাউকে বলবি না তো?’
‘না।’
‘আমিও একটা লিখবো। তুই নিবি?’
‘নিব।’

তারপর মেয়েটা একদিন আমাকে একটা ‘প্রেমপত্র’ লিখেছিল; আর একটা অনবদ্য জিনিস দেখিয়েছিল।
আমি সে কথা কাউকে বলি নি।

২৪ সেপ্টেম্বর ২০০৯


*ই-বুক 'তারকাজরিপ' ডাউনলোড লিংক



উৎসর্গঃ আমার পার্মানেন্ট প্রেমিকা




মন্তব্য ৯২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

সনেট কবি বলেছেন: পড়ে বেশ ভাল লাগল।
আর-রাজ্জাক

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সনেট কবি ফরিদ ভাই। আর-রাজ্জাক দারুণ সনেট। পড়ে এলাম।

২| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা,হা। বালিকার প্রথম প্রেম! বেশ মজা পেলাম। তবে ছোট মানুষ কামর মেরে বুঝেছে মারাত্মক একটা অন্যায় হয়েছে। য়ে কারনে সিমপ্যাথি থেকে আপনার প্রতি প্রথম আকর্ষণ জন্মাতে পারে। যাইহোক মধুর স্মৃতি। সারাজীবন বহন করারমত।

শুভেচ্ছা নিয়েন।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বালিকার প্রথম প্রেম কিনা সেটা তো আর জানি না, কিন্তু বালকের ছিল প্রথম প্রেম :) কত কিছু দেখাদেখি :) যেমন, নতুন জুতা, নতুন কাপড়, খেলনা, নতুন বই, খাতা, কলম, স্লেট, পেন্সিল :)

সিনেমায় তো তাই দেখা যায়, নায়িকা প্রথম খুব চটে থাকে বা চড় থাপ্পড়ও কিছু দেয় নায়ককে, পড়ে সিম্প্যাথি জন্মায় :)

ধন্যবাদ পদাতিক ভাই।

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

বাকপ্রবাস বলেছেন: বেশ মজা পেলাম। কাউকে বলার দরকার নাই, সেটা গোপন থাক।

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, কাউকে বলি নি। সব কথা সবাইকে বলা যায় না

৪| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার আসল ভালোবাসা দুরে রয়র গেছে

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালোবাসার অভিজ্ঞতা নিয়া একটা রাজনৈতিক স্যাটায়ার পোস্ট দিলে জাতি ধন্য হবে

৫| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুন প্রেম কাহিনী।;)


উৎসর্গঃ আমার পার্মানেন্ট প্রেমিকা :P
আমার হিরোইনদের সিরিয়াল তো লম্বা থেকে লম্বাতরো হচ্ছে, কেউ তো পারমানেন্ট হলো না। :(

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার হিরোইনদের সিরিয়াল তো লম্বা থেকে লম্বাতরো হচ্ছে, কেউ তো পারমানেন্ট হলো না। :( বলেন কী, এত প্রেমিকা কীভাবে জোটে? আমার তো কোনোকালেই ঘটে জোটে নি, সবাই দূরে দূরে ছিল

৬| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাকে দুয়েকজন ছাত্রী দুষ্টুমি করে ভালোবাসি বলেছিল; কিন্তু কেউ প্রেমপত্র দেয় নি। আফসোস!

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তারা আসলে গান গাইছিল 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।' আপনি প্রথম অংশ মিস করেছিলেন। ব্যাপারনা। জীবনে এমন ঘটতেই পারে

৭| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আহা!
দারুণ প্রেম কাহিনী!!

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চোখে পানি চলে এলো

৮| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

সাদা মনের মানুষ বলেছেন: খুব মজা পেলাম, নষ্ট্যালজিক মনটা ছোট বেলায় ফিরে গিয়েছিল। আমাকেও কেউ হয়তো অনবদ্য কিছু দেখিয়েছিল, সেটা তো বলা যাবে না।

পোষ্টে অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না বললেও আমি ব্যাপারতা বুঝতে পেরেছি আপনাকে কে বা কারা কী কী দেখিয়েছিল।











আমাকে অনেকেই হাঁসের বাচ্চা, পাখির ডিম দেখাইত

৯| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সাদা মনের মানুষ বলেছেন:

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

১০| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

প্রতিভাবান অলস বলেছেন: ব াহ , সুন্দর তো !

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিভাবানদের তো ভালো অভিজ্ঞতা থাকার কথা

১১| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসা আছে বলেই পৃথিবী টা অন্যরকম।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এইসব কী বলতেছেন, লজ্জার কথা

১২| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @বলেন কী, এত প্রেমিকা কীভাবে জোটে? আমার তো কোনোকালেই ঘটে জোটে নি, সবাই দূরে দূরে ছিল
আরে ধূর!
কতজনরে পছন্দ করলুম কিন্তু পাত্তা দিলো না....:( তাই আমি জোর করে ওদের হিরোইন বানাই। :P দ্যাখেন না ব্লগে কেমন লুলামি করি. ;)

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দ্যাখেন না ব্লগে কেমন লুলামি করি. ;)

হাহাহাহা

তবে এটা ঠিক, আপনার লুলামি ঝাতি খুব এনঝয় করিতেছে। অনেকেই আপনার ফ্যান, এমনকি আমিও

১৩| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফোরে থাকতে আমারেও এক মাইয়া প্রেম পত্র দিছিল। একটা বাক্য এখনো মনে আছে-'আই লাবিয়' । :P

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাহ! সে তো খুব ব্রিলিয়ান্ট ছিল, নইলে 'আই-লাবিয়' লিখলো কীভাবে? এত কঠিন বানান শিখতে আমার আরো সময় লেগেছিল বইকি
হেই মেয়েডা এখন কোথায়, জাতি ঝানতে চায়

১৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাঝে মাঝে কিছু দেখানোর কথা পড়ে টাসকি খাচ্ছিলাম, পরে শান্ত হচ্ছিলাম, আবার টাসকি, আবার শান্ত...

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলে কী দেখতে চাইছিলেন? তালগাছ, নাকি তাল, নাকি তালের কোষ? তালগাছে সবচাইতে বেশি বাসা বাঁধে বাবুই

১৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হা হা হা। আপনার সেই প্রেমপত্র আর অনবদ্য জিনিসটা কী ঝাতি ঝানতে চায়। :-P

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেইটা কাউকে বলি নাই, আর বলবোও না। স্ত্রীর মানা আছে

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০২

আরণ্যক রাখাল বলেছেন: কিছু কথা থাক না গোপন!
শেষ লাইনের প্রেক্ষিতে বললাম।
জমাট লিখেছেন

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনারা যেহেতু এত করে বলছেন, তাহলে ঐ কথাই থাকলো, জিনিসটা গোপন থাক।

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩

আরণ্যক রাখাল বলেছেন: কিছু কথা থাক না গোপন!
শেষ লাইনের প্রেক্ষিতে বললাম।
জমাট লিখেছেন

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে, তাই না? সব ঘটনার তো আর ব্যাখ্যা থাকে না, এই ঘটনাটাও ওইরকম ব্যাখ্যাতীত একটা ঘটনা

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১০

চাঙ্কু বলেছেন: ক্লাস ওয়ান থেকে? :|
আপনিতো তালিপরে প্রেমের মাস্টার ওরফে লাপগুরু :-*

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



আর করছি না শুরু
সেই ক্লাস ওয়ান থেকেই গুরু
আমার সব কাম সারা
বেলগাছ থেকে আম পাড়া
যদিও পেকেছে গোঁফ দাড়ি চুল
মনে মনে ক্লাস ওয়ানেই বিলকুল

১৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: ভালবাসার রূপ অনেক।। একেক রূপে একেকজনের কাছে আসে।।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিকই বলেছেন
বলা যায় ভালোবাসা হলো বহুরূপী/পিনী
আমরা আর কতটুকুই বা জানি বা চিনি

২০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ,





হুমমমমমমম... পেয়ার কি পহেলা ছবক ...! :``>> অগ্নিতে শুরু বৃষ্টিতে শেষ ।

১৫ নম্বর মন্তব্যের উত্তরে লেখক বলেছেন: সেইটা কাউকে বলি নাই, আর বলবোও না। স্ত্রীর মানা আছে ..। তাহলে ইনিই কি তিনি ????? :P

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনারে নিয়া তো পারা গেলো না
আপনার চোখ সবখানেই যায়

তবে, ঘটনা ওটা না
কিন্তু ওখানে বড়ো কিছু রহস্য আছে
তা অবশ্যই বলা যাবে না
স্ত্রীর মানা আছে কিনা

অগ্নিতে শুরু বৃষ্টিতে শেষ ।
দারুণ বলেছেন আহমেদ জী এস ভাই

২১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

অপর্ণা মম্ময় বলেছেন: পোস্ট পড়েই বুঝছি উনি কিডা!

আমার প্রেমপত্রের কথা মনে পড়ে গেলো। লিখতামও, পেতামও। কিন্তু সময়ের সাথে সাথে প্রেমপত্রের ধরনও বদলেছে। হাতে লেখা চিঠি থেকে শুরু করে ইমেইল, ম্যাসেঞ্জার, ভাইবার, এস এস এস ইত্যাদি। প্রেমপত্র প্রত্যাশিত মানুষের কাছ থেকে পাওয়াটা অনেক আনন্দের, উত্তেজনার, ভালোলাগার!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্ট পড়েই বুঝছি উনি কিডা! - চোখে পানি চলে এলো
উনার নাম কত গোপন রাখতে চাইছিলাম
অথচ আপনি চিনে ফেললেন
অ্যাডভান্সড টেকনোলগির যুগে কোনো সিক্রেসি মেইন্টেন করা যায় না

সময়ের সাথে সাথে প্রেমপত্রের ধরনও বদলেছে। হাতে লেখা চিঠি থেকে শুরু করে ইমেইল, ম্যাসেঞ্জার, ভাইবার, এস এস এস ইত্যাদি।
নাহ, মডার্ন পার্বতীর যুগ আমি পাই নাই (আফসোস ও দুঃখকষ্টের ইমো)

আমি সেই আদিম যুগের স্বাক্ষরবাহী খুনি




প্রেমপত্র প্রত্যাশিত মানুষের কাছ থেকে পাওয়াটা অনেক আনন্দের, উত্তেজনার, ভালোলাগার!
- দারুণ একটা কথা বলেছেন তো!



২২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

কথার ফুলঝুরি! বলেছেন: ভাইয়ার প্রেমের সাহিত্য দারুন লেগেছে :D বিশেষ করে নায়িকার চরিত্রটি । একেবারে কিনা কামড় বসিয়ে দিল :|| কি দস্যি মেয়েরে বাবা :||

ক্লাস ওয়ান এ থাকতেই প্রেমপত্র :#) বাকী ক্লাসগুলোতে কি কাহিনী জাতি জানতে চায় :P

প্রেমপত্র নিয়ে একটা আফসোস আছে :( ক্লাস এইট এ থাকতে একজন প্রেমপত্র দিয়েছিল :P বাহিরে থেকে দেখেছিলাম সবুজ আর লাল রঙ এ লেখা। কিন্তু মা এর ভয়ে সেই পত্র খুলে পড়ার আর সাহস হয়নি :(( পুকুরে ফেলে দিয়েছিলাম পত্রবাহক বান্ধবীর সামনেই B-) আহারে আবার যদি কেউ মুরে একখান প্রেমপত্র দিত আমি তাহা বান্ধাইয়া রাখিতাম :P

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহে, ছোটোবেলার মতো আমি এখনো নিরীহ প্রাণী, বলিতে পারেন আমি আরো অবলা হইয়া গেছি
মাঝে মাঝে বিদ্রোহ করিতে সাধ হয়
কিন্তু সাহসে কুলায় না

ক্লাস ওয়ান এ থাকতেই প্রেমপত্র :#) বাকী ক্লাসগুলোতে কি কাহিনী জাতি জানতে চায় :P ঐগুলো সময়মতো বিভিন্ন চ্যানেলে পর্বাকারে প্রকাশিত হইবে

ক্লাস এইট এ থাকতে একজন প্রেমপত্র দিয়েছিল :P বাহিরে থেকে দেখেছিলাম সবুজ আর লাল রঙ এ লেখা। কিন্তু মা এর ভয়ে সেই পত্র খুলে পড়ার আর সাহস হয়নি :(( পুকুরে ফেলে দিয়েছিলাম পত্রবাহক বান্ধবীর সামনেই B-) চোখে পানি চলে
এইরকম বোবা প্রেম কাহিনি জগতের আনাচে কানাচে ব্লগে ও ফেইসবুকে কত না ছড়াইয়া ছিটাইয়া আছে, আমরা আর কয়টা কাহিনিরই বা খবর জানি। একটা বিপুল সম্ভাবনা থেকে ঝাতি বঞ্চিত হইয়াছে, যাহা কখনো পূরণ হইবার নহে। তেব্র নেন্দা গেপন করিতেছি

আহারে আবার যদি কেউ মুরে একখান প্রেমপত্র দিত আমি তাহা বান্ধাইয়া রাখিতাম :P দোয়া করি, অচিরেই যেন এই মনোবাঞ্ছা পূর্ণ হয়

২৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাল্য প্রেমের গল্পে ভাললাগা রইল। তবে গল্পের বুনন আরও মজবুত আশা করি আপনার কাছ থেকে ভাইয়া।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাল্য প্রেমের গল্প ভালো লাগলো জানিয়া প্রীত হইলাম
গল্পের বুনন মজবুত করার জন্য নিরন্তর অক্লান্ত পরিশ্রম করিতেছি
অনেকদিন পর আপনাকে খানিকটা ব্লগে দেখা যাচ্ছে
ভালো লক্ষণ
শুভ কামনা বোকা মানুষ বলতে চায়

২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

শাহারিয়ার ইমন বলেছেন: সেই প্রেমিকার কি খবর এখন ?

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সে এখন ভুলেই গেছে পুরোনো প্রেমিকের নাম
সে এখন পরের বধূ দূরের কোনো দেশে

২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

আখেনাটেন বলেছেন: ছুটুকালের প্রেমকথা। বেশ! বেশ!

আমিও আনিতেছি হাফপ্যান্টকালের কাহানি...। :D

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার হাফপ্যান্টকালের কাহানি জানিবার জন্য ঝাতি অধীর আগ্রহে আসমানের দিকে তাকাইয়া আছে
জলদি করুন

২৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টের উত্তর দিতে পেরে নিজেকে ধন্য ও কৃতার্থ মনে করিতেছি

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সেই নার্সারী থেকে শুরু
আর পারিনা গুরু ;) :P

হা হা হা

আহা গোপন কথাটি গোপন রাখার জন্য কৃতজ্ঞ হতেই পারে!
আহা!
এমনওতো প্রেম হয়
ও চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
পাষানে বাঁধে যে হৃদয়.... গানটি খালি মনে পড়তাছে ক্যান :-B

আপনার ট্রেইলার পইড়া আমার যে পুরো শুভি মনে পইড়া গেল!!! :-/ তার কি হপি ;)
হা হা হা

+++

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোনো কবিতা মনে করাইয়া দিলেন। জনৈক বিশ্বপ্রেমিক কবি এই বিখ্যাত কোবতেখানা লিখেছিলেন। তার নাম আমরা কেহই জানি না, কিন্তু ইহা চিরকালীন সাহিত্যে অমর স্থান দখল করিয়া নিয়াছেন। নিজের ব্লগেও ইহাকে স্থান দিলাম।


তেইশটা বছর ধরে,
প্যান্টে শার্ট গুঁজে পরে

আর পারছি না গুরু,
সেই নার্সারি থেকে শুরু.
পাড়ার যত ছেলে গুলো
সবার ঘরে বউ এল,
মা বলে মন দিয়ে পড়ো..

আর পারছিনা গুরু,
সেই নার্সারি থেকে শুরু.

অবশেষে মায়ের দয়া হল
ঘরে ফুটফুটে বউ এল..

ফুল শয্যার রাতে
এক গোছা মালা হাতে,,
বউকে শোধাই
"আমার জীবনে তুমিই প্রথম,
তোমার জীবনে আমিও কি তাই"
বউ হেসে বলে
"আর পারছিনা গুরু,
সেই নার্সারি থেকে শুরু"

-----

আপনার ট্রেইলার পইড়া আমার যে পুরো শুভি মনে পইড়া গেল!!!
সেই শুভির শীঘ্র শুভমুক্তি দিন। ঝাতির দাভি

২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০

সপ্রসন্ন বলেছেন: ঐ মেয়ের সাথে আপনার অন্তরঙ্গতা ধীরে ধীরে বাড়লো বলেই সেই অনবদ্য জিনিসটি দেখতে পেরেছিলেন!
সাহিত্যের ছোয়াযুক্ত ঝরঝরে লেখা, ভাল লাগলো খুব।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ মেয়ের সাথে আপনার অন্তরঙ্গতা ধীরে ধীরে বাড়লো বলেই সেই অনবদ্য জিনিসটি দেখতে পেরেছিলেন! ঠিকই বলেছেন। এজন্যই মহান দার্শনিক বিশ্বকবি দমুহ্‌মা ললিখ বলেছেন, তোমরা যদি অনবদ্য জিনিসের সন্ধান চাও, তাহলে প্রেমিকাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলো।

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

জাহিদ অনিক বলেছেন: ২৬,২০,১৫,৪ নম্বর মন্তব্য ও তার প্রতিউত্তর ভালো লাগলো ;)

১ম প্রেম তো বেশ জমজমাট ছিল- একেবারে বিষদাঁত দিয়ে ছোবল ! আক্ষরিক অর্থেই

নারীদের জীবনে প্রথম প্রেম নাকি আজীবন মনে থাকে, আমি জানি না ওসব। তবে পুরুষের জীবনে মনে হয় শেষ প্রেম বেশ প্রভাব ফেলে :D :>

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১ম প্রেম তো বেশ জমজমাট ছিল- একেবারে বিষদাঁত দিয়ে ছোবল ! আক্ষরিক অর্থেই আপনার সাথে একমত সহমত ও দ্বিমত পোষণ করিতেছি

নারীদের জীবনে প্রথম প্রেম নাকি আজীবন মনে থাকে, আমি জানি না ওসব। তবে পুরুষের জীবনে মনে হয় শেষ প্রেম বেশ প্রভাব ফেলে :D :< মহান দার্শনিক বিশ্ববৈজ্ঞানিক কনিঅ দহিজা'র লেখাতেও এর প্রতিফলন দেখতে পাওয়া যায়।

৩০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ফাইভের বছর সেতারা বেগমের বিয়া হই গেছিল। কয়েক বছর আগে জামাই মারা গেছে। তার মাইয়া এখন এক স্কুলের টিচার!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহহো, ঘটনাটা রিয়্যালি ট্র্যাজিক :(

৩১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮

প্রামানিক বলেছেন: লিটন ভাই কিয়া কইলেন। কাহিনী মন্দ নয়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কাহিনিটা শুনে আমি একটু থতমতই খাইলাম

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৪

পদ্মপুকুর বলেছেন: গল্পে কোনটা প্রধান? প্রেম, শৈশবের দুরন্তপনা নাকি সেন্স অব হিউমার? একসাথে সব কিভাবে আনলেন, আপনি তো বস কামেল আদ্মী। অরণ্যকের উত্তরের স্ক্রিনশট দেইখা পুরা হাহাপগে!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরণ্যকরে কী বলেছিলাম তা দেখার জন্য আবার উপরে যেতে হলো। আমার হাসতে হাসতে পা ব্যথা হইয়া গেছে

কোনটা যে প্রধান তা তো আমিও ভাবি নাই :( আপনি যেহেতু তিনটা জিনিসই বের করেছেন, যা আমিও বের করতে পারতাম না, আর যেহেতু এত করেই বলছেন যে আমি কামেল আদমি, তো আপনার কথাটা না মেনে নিলে তো আপনি মাইন্ড করবেন। তাই কবুল করে নিলাম। কিন্তু আমি অবাক হলাম এতদিন পরে আপনি এখানে কেন এবং কীভাবে? :)

৩৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন ফুরালো অাশা পূরণ হলো না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার তো আর বলার কিছু রাখলেন না


৩৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

পদ্মপুকুর বলেছেন: প্রামানিকের মন্তব্যে আপ্নের উত্তরে পোস্টটা সামনের পেইজে আসছে, আর আমি দেইখ্যা ফালাইছি। আপ্নের জবাব দেইখ্যা অহন উপ্রে গিয়া দেহি, এইডা পুরান পোস্ট, আগে খিয়াল করিনাইক্যা। মজার ব্যাপার দ্যাহেন, ওই যে স্ক্রিনশটের কথা কইলাম, ওইডা কিন্তুন শুক্র-শনির কাহিনী। আইজকা আবার শুক্কুরবার..... ক্যামতে বুজ্তাম কন্চাই?

ভালাই হইছে, এইরাম সরেস এক্কান ল্যাকা পর্লাম।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেহেহেহেহেহে। আমিও তাই ভাবছিলাম। আমার মাঝে মাঝেই এমন হয়। একবার দেখি যে সেই আদিকালের এক পোস্টে চলে গেছি


আপনাকে একটা সরেস লেখা পড়াইতে পারছি, এইজন্য নিজেরে খুব কৃতার্থ মনে হইতেছে

ধন্যবাদ নিন

৩৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: আপনার লেখা যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। অসাধারন।

০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩৬| ০১ লা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪২

মিরোরডডল বলেছেন: বাহ ! অনেক কিউট লাভ স্টোরি :)

০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে মাইর খাইছে সে জানে এটা কত কিউট ছিল :)

৩৭| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

মিরোরডডল বলেছেন:



এটা কোনও মাইর না
এটা একরকম আদর

০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভয়ে অনেকদিন পর্যন্ত ওদের বাড়ির সামনে দিয়া যাই নাই, এটা মনে আছে। আরেকদিন আমাকে দাবড়ানি দিলে অন্য এক ক্লাসমেট (যার বাড়ি ওদের বাড়ির পাশেই ছিল) আমার পক্ষ নিলে সে আর এগোবার সাহস পায় নাই

৩৮| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মিরোরডডল বলেছেন:



আমারতো এই ফুলন দেবীকে দারুণ পছন্দ হয়েছে ।
দস্যিটা কোথায় এখন ?

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও তো ফুলন দেবীর চাইতেও ভয়ঙ্কর ছিল।

৩৯| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৮:২৭

মিরোরডডল বলেছেন:



এই লিংকে কিছু গান আছে । লাস্ট উইশ লিস্টের একটা এখানে আছে । ধুলো কি বলতে পারবে সেটা কোনটা ?

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, কোনটা?

৪০| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৯

মিরোরডডল বলেছেন:

ধুলোটা কি নিয়ে এতো ব্যস্ত :|

১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বন্ধুদের ভাইবার গ্রুপে কিছু ব্যাপার স্যাপার নিয়ে ক'দিন ধরে ব্যস্ত।

৪১| ১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৯

মিরোরডডল বলেছেন:

তাই বলে কোনও কমেন্টে কোনও রিপ্লাই নেই X((
আর কমেন্ট করবো না :(

১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



ডুলু ডুলু ডাক পাড়ি
ডুলুর দেখি রাগ ভারি
যাস নে ডুলু, থেকে যা
কমেন্ট দুটো রেখে যা

৪২| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৪

মিরোরডডল বলেছেন:

.

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: .

৪৩| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩১

মিরোরডডল বলেছেন:

ডট এ একটা গান দিয়েছিলাম মনে হয় :|

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না বললে মিস করতাম। অসাধারণ একটা গান। অভিনেত্রী আমার প্রিয় নায়িকা।



৪৪| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৪

কবিতা পড়ার প্রহর বলেছেন: যারা প্রেম শেখায় তারা হারায় যায়। প্রেম শিখিয়ে হারিয়ে বা পালিয়ে যাওয়ায় যেন নিয়ম তাদের।

১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, চিরন্তন সত্য একটা কথা বলেছেন।

কিন্তু, আপনিও দেখি ডুলুর মতো এ ফসিল পোস্টে এসে হাজির। কীভাবে এলেন- প্রশ্ন এটুকুই।

৪৫| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: সাম্প্রতিক মন্তব্য দেখে, শিরোনাম দেখে মনে পড়লো সেই কবিতা

যে আমাকে প্রেম শেখালো
জ্যোস্নারাতে ফুলের বনে

১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও আচ্ছা। আমিও সেটাই ভেবেছিলাম। স্বাগত আমার ব্লগে (আমি দুঃখিত, যদি এর আগেও আমার ব্লগে কমেন্ট করে থাকেন)। ভালো থাকবেন।

৪৬| ১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৮

মিরোরডডল বলেছেন:



ধুলো, ছড়াটা অনেক কিউট ছিল ।
৩৯ কমেন্ট, আমি একটা লিংক দিয়েছি যেখানে কিছু গান আছে ।
জানতে চেয়েছি এই গানগুলোর মাঝে কোন গানটা আমার লাস্ট উইশ লিস্টে থাকবে, ধুলো শুনে বলতে পারবে কিনা ।
রেগুলার লিংক শেয়ারে টেস্ট বোঝা যায় কে কি টাইপ বেশী লাইক করে ।
যেমন একটা ধুলোকে দিয়েছি উইশ লিস্টের ।

‘আমি তোমায় ভুলে বল যাবো কোনখানে’
'তাই তোমার হইনি আকাশটা জানে’


১৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিংকের গানগুলো আমি শুনি নাই সময়ের অভাবে। এজন্য বলতে পারি নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.