নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
কেউ তারে খুব ভালোবেসেছিল
ভালোবেসেছিল সেও
সেই ভালোবাসা খুন করেছিল
একদল সারমেয়
অমরাবতীর সেই ভালোবাসা
গতানুগতিক নয়
নিজেরে হারিয়ে পথে পথে আজ
খোঁজে তার পরিচয়
তোমাদের কাছে কোনোদিন যদি
নুরী পাগলিনী এসে
ভাত কেড়ে খেয়ে থালা ফেলে দিয়ে
ওঠে একগাল হেসে
হাত দুটো ধরে তার পাশে বসে
একটু সময় দিও
সে ছিল কারো-বা প্রথম প্রেমিকা
হয়ত-বা শেষটিও
১ সেপ্টেম্বর ২০১৮
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই, প্রথম কমেন্টের জন্য।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
ল বলেছেন: অনেক সুন্দর অনুভূতি
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৬
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। এক একজন পাগল বয়ে বেড়ায় এক একটা গল্প।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এক একজন পাগল বয়ে বেড়ায় এক একটা গল্প। সুন্দর বলেছেন।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৮
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসায় কষ্ট পেয়ে আমার দুরসম্পর্কীয় একটা মেয়ে মানসিক ভারসাম্য হারায়েছে; মেয়েটার মা-বাবা মেয়েটাকে সাহায্য করছে না, উল্টো তাকে হেনস্তা করছে!
বাংলাদেশে কোটী মেয়ে সুখী হতে পারেনি স্বামী কিংবা ভালোবাসার লোকের অত্যাচারে
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘটনাটা খুবই করুণ এবং নিষ্ঠুর। মেয়েটার মা-বাবা মেয়েটাকে সাহায্য করছে না, উল্টো তাকে হেনস্তা করছে! কথাটা শুনতেই আমার খুব কষ্ট লাগছে- মা-বাবারা এত হৃদয়হীন কীভাবে হয়?
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: কষ্টের কবিতায় ভালোলাগা
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ সামমা
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: কাহিনী মূলক মর্মস্পর্শী কবিতা । ভালো লাগা রেখে গেলাম। ++
শুভেচ্ছা অফুরান।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক ভাই
আপনার গল্পের পরের পর্ব কবে হবে?
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
আকিব হাসান জাভেদ বলেছেন: সুন্দর কবিতা।।
পাগলিনী টা আজ হয়েছি অভাবি
দিয়ে সব ভালোবাসা মন
রাখেনি কেউ নেইনি খবর
পাগলির ভালোবাসার ছিলো কত দাম।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ আপনাকে।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫২
সনেট কবি বলেছেন: দারুণ লিখেছে।
মহাউম্মোচক
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: নূর থেকে নূরী।
সহজ সরল ভাষা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, নুরী থেকে নুরা পাগলা
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১
চাঙ্কু বলেছেন: নূরা পাগলারে চিনতাম।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উহার একটা ছবি শেয়ার করিবার জন্য আকুল আবেদন রহিল
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। স্যার আপনি সিনিয়র প্রাজ্ঞ মানুষ । অনুরোধ করবো আপনাকে আমাকে তুমি বলতে। পাশাপাশি আমার উজান হাওয়া আজ দেওয়ার ইচ্ছা আছে।
বিনম্র শ্রদ্ধা আপনাকে ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উজান হাওয়ার জন্য অপেক্ষায় থাকলাম। আপনার বিনয়ের প্রতি আমারও অনেক শ্রদ্ধা থাকলো চৌধুরি ভাই।
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
কথার ফুলঝুরি! বলেছেন: হায়রে ভালোবাসা । আহারে, নুরী পাগলী
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রেমের সফলতা কোথায় বা কীসে?
কেউ বলবেন বিয়েতে
আমার মনে হয়, কারো মন পাওয়া বা মন জয় করতে পারাটাই প্রেমের সার্থকতা
নুরী পাগলির প্রেমও সার্থক ছিল
কিন্তু তার পরিণতি হলো খুব করুণ
এরকম কত প্রেমইতো প্রতিদিন খুন হয়ে যায়, আমরা আর ক'টা খুনের খবর জানি?
১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: পাগলীকে কেউ ভালোবাসে না, দূর দূর করে তাড়িয়ে দেয়।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা খুবই একটা নিষ্ঠুর আচরণ পাগলদের প্রতি
কেই পাগল হয়ে জন্মায় না
মানুষ তাকে পাগল বানায়
পাগলরাও মানুষ
পাগলদের প্রতি আমাদের আচরণ হতে হবে খুবই মানবিক
১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ব্যস্ত নাগরিক জীবনে আজ আপন পরিবার-পরিজন'কেই যখন সময় দেয়ার সময় নেই কারো; সেখানে নুরী পাগলিকে কেইবা সময় দিবে? শেষ চারটি লাইনে বিশেষ ভাললাগা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্যস্ত নাগরিক জীবনে আজ আপন পরিবার-পরিজন'কেই যখন সময় দেয়ার সময় নেই কারো;
আমার অনেক প্রিয় একটা সিনেমার গান মনে পড়ে গেলো।
১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬
আখেনাটেন বলেছেন: অমরাবতীর সেই ভালোবাসা
গতানুগতিক নয়
নিজেরে হারিয়ে পথে পথে আজ
খোঁজে তার পরিচয় -- কত শত পাগলীরা এভাবেই নিজেকে খুঁজে ফিরছে নিজেকে। কেউ উন্মুক্ত অাকাশের নিচে আর কেউ চার দেয়ালের ভিতরে।
ভালো লাগল লেখা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিদিন কত খবর আসে
কাগজের পাতা ভরে
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খু্বই সুন্দর, কবিতার আহ্বানে শ্রদ্ধা ভালোবাসা