নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

ভুলে যাওয়া ঠিকানা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

তখন আমার অল্প বয়স, কতই বা আর হবে
মা-চাচি আর খালা-ফুপুর কোল ছেড়েছি সবে
তখন আমি তোমার মতো ছোট্ট ছিলাম কী যে
গেরাম ভরে ঘুরে বেড়াই বাবার কাঁধে চড়ে
সকালবেলা বিছনাখানি থাকতো রোজই ভিজে
ওসব এখন বলতে গেলে লাজ নামে চোখ ভরে

ছোট্ট হলেও বলতে পারি কাজের ছিল ধুম
যেমন ধরো- নাওয়া-খাওয়া-খেলনা এবং ঘুম
তখন আমার বই ছিল না, দাদুর গলা ধরে
সন্ধ্যাবেলা কাটতো মজার চাঁদের ছড়া পড়ে
তোমরা কি কেউ কাগজ দিয়ে নাও বানাতে পারো?
উড়োজাহাজ? ঢাউস-ঘুড়ি? কত্ত কিছু আরো?
গাছের ডালে, কিংবা ধরো ঘরের পাটাতনে
দোলনা বেঁধে দোল খেয়েছো ভাইবোনদের সনে?

আমার ছিল ঘরের পাশে ছোট্ট চিকন খাল
তার পানিতে ভেসে গেছে আমার বাল্যকাল
পুবের ধারে ছোট্ট পুকুর, ঠান্ডা ছিল জল
বর্ষাতে তায় লগ্গি ফেলে খুঁজতে হতো তল

একদিন এক বকের বাসা হঠাৎ দিয়ে হানা
পেয়েছিলাম চোখ-না-ফোটা একটি ছোটো ছানা
ডোবার ধারে ডাহুকপাখির বিষম আনাগোনা
ধানের শিষে ফাঁদ পেতেছি, কিংবা মাছের পোনা

তোমার কি ভাই লাটিম ছিল? আর কী ছিল, বলো?
বড়শিতে কি মাছ ধরেছো? ঝাঁকিজালে, পলো?
আমার ছিল উদোম গায়ে নাচনতোলা দিন
ধানের ক্ষেতে সবুজ দুপুর, বিকেলটা রঙিন
এসব কথা শুনে তোমার ইচ্ছে হতে পারে
সেই যে ছিল সোনার জীবন- কোথায় পাব তারে?

কেমন তোমার দিন কেটেছে? কোন্ গাঁয়ে? কোন্ দেশে?
কোথায় তোমার মায়ার জীবন ঘর বেঁধেছে শেষে?
আমার এখন মন টেকে না ইটপাথরের ঘরে
মন ছুটে যায় কিশোরবেলার ধু-ধু তেপান্তরে
তোমরা কি কেউ সঙ্গে যাবে? জলদি বলো নাম
বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, ঐ দেখা যায় গ্রাম
তোমরা ভাবো- আমিও আবার গ্রাম দেখেছি নাকি?
মিথ্যে না তা- মনের ভেতর গ্রামেই পড়ে থাকি

খুব বুঝেছি খুব বুঝেছি তোমাদের কারসাজি
জলদি করো, দোস্তি মানো, দোস্তিতে হও রাজি
অবাক মধুর ছন্দদোলায় চলতে থাকো সবে
ভুলে যাওয়া নিজ ঠিকানায় আবার মিলন হবে

কাঁদছে নদী নীরব ভাষায় শুকনো যে তার বুক
তার গহনে সোনায় ভরা একখানি সিন্দুক
ঐ দেখো তার হাতছানি ভাই, বেরিয়ে পড়ো সবে
উথালপাথাল ঢেউতুফানে প্রাণখোলা উৎসবে

২৪ এপ্রিল ২০১০ রাত ১০:৫১


*ই-বুক 'আজগুবি ছড়া, ডাউনলোড লিংক

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রাকু হাসান বলেছেন: চা খাওয়ার জন্য প্রথম মন্তব্য করে নিলাম , =p~ ...পড়ে আসছি :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

রাকু হাসান বলেছেন:

‘আমার ছিল ঘরের কাছে ছোট চিকন কাল
তার পানিতে ভেসে গেছে আমার বর্ষাকাল’’
কাঁদছে নদী নীরব ভাষায় শুকনো যে তার বুক
তার গহনে সোনায় ভরা একখানি সিন্ধুক
এই চারটি লাইন আমার মনোযোগ নিয়েছে বেশি ,এতগুলো সুন্দর লাইনের মাঝে । ছড়ায় যেন আমার শৈশব খুঁজে পেলাম । ++ । ইবুকটিও নিলাম ।
আহ ,ধন্যবাদ ধন্যবাদ :) ,

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাকু হাসান। আপনি মনোযোগ দিয়ে ছড়াটি পড়েছেন, এবং ভালো লাগার লাইনগুলো উদ্ধৃত করেছেন, এটা আমার খুব ভালো লাগলো। আন্তরিক ভালোবাসা রইল।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

কোয়েজার বলেছেন: একবার যেন ছেলেবেলাটা চোখের সামনে ভেসে আবার চলে গেলো। :(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে পেয়ে ভালো লাগলো কোয়েজার। আনন্দিত। ধন্যবাদ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

করুণাধারা বলেছেন: ++++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এতগুলো প্লাসের জন্য অজস্র ধন্যবাদ প্রিয় করুণাধারা। শুভেচ্ছা।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল +++++++ ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ভালো লাগলো জেনে আমারও ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন ছন্দময় মুগ্ধকরা ছড়া!
পুরো স্বর্ণালী শৈশব যেন নেচে নেচে গেল চোখের সামনে :)

++++++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:


অসাধারন ছন্দময় মুগ্ধকরা ছড়া!
পুরো স্বর্ণালী শৈশব যেন নেচে নেচে গেল চোখের সামনে


আপনার কমেন্টে আমারও একরাশ মুগ্ধতা প্রিয় বিদ্রোহী। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

সনেট কবি বলেছেন: অনেক ভাল লাগল ++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সনেট কবি ফরিদ ভাই। শুভেচ্ছা।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি গ্রেট! একরাশ মুগ্ধতা স্যার। +++++++++




শুভেচ্ছা নিরন্তর ।



০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও গড!!!! আপনি ওটা ডাউনলোড করেই ক্ষান্ত হন নি, আরেকটা লম্বা ছড়াও পড়ে ফেলেছেন!!!! নিশ্চয়ই ছড়াটার ব্যাকগ্রাউন্ডটাও চোখে পড়েছে, তাই না? :) ছড়াটার পটভূমি আমাদের প্রিয় মাতৃভূমি সামহোয়্যারইন ব্লগ :)

আপনার কাণ্ডকীর্তি দেখে অনেক সময় আবেগাপ্লুত হয়ে যাই।

ভালো থাকবেন চৌধুরি ভাই। শুভেচ্ছা।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২

আখেনাটেন বলেছেন: গাঁও গেরামের ছাপ আছে এরকম লেখাগুলো আপনার দারুন হয়।

পড়ে তৃপ্তি পেলুম। :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যাক, নিজের একটা দিক সম্পর্কে জানতে পারলাম। ভালো লাগলো ব্যাপারটা।

পড়ে তৃপ্তি পেয়ে হেসে উঠলেন দেখে আমিও তৃপ্তির হাসি হাসছি :)

যে কথাটা জিজ্ঞাসা করতে চাইঃ আপনার নামের রহস্য কী? এ নামের অর্থ কী?

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে হা হা হা ♥♥♥♥

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা প্রিয় চৌধুরি ভাই।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

আখেনাটেন বলেছেন: এখানে গুতো দিন। :D

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুরোটা দেখবো অবশ্যই। তিনি একজন ফারাও ছিলেন। পুরোতা পড়ার পরই বুঝতে পারবো তাঁর মাহাত্ম্য।

ধন্যবাদ আখেনাটেন।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

বলেছেন: শৈশব স্মৃতি খুব সুন্দরভাবে তুলে ধরলেন স্যার।
ভাললাগায় পরিপূর্ণ

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পাঠ ও কমেন্টের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

আখেনাটেন বলেছেন: পুরোতা পড়ার পরই বুঝতে পারবো তাঁর মাহাত্ম্য। -- হায়, হায়। ইতা কি কন? সর্বনাশ।

উনার একটি বৈশিষ্ট্যের কারণে আমি উনার ভীষণ ভক্ত। সেটা হল: উনিই প্রথম যিনি হাজার বছর ধরে চলে আসা একটি স্টাব্লিশমেন্টের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গিয়েছিলেন নিজের জীবন বাজি রেখে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফেরাউনদের ব্যাপারে আমার কোনো স্টাডি নাই। তাদের ব্যাপারে প্রচলিত যেসব গল্পকাহিনি আছে, বিশেষ করে তাদের নির্মমতা ও অত্যাচারের কথা, যার জন্য তারা অবশেষে ধ্বংস হয়েছে এবং ইতিহাসে ঘৃণ্য হিসাবে নিক্ষিপ্ত, আখেনাটেন কি তাদের বিপরীতে এসে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেছিলেন?

যাই হোক, আপনার নাম দেখে আমার মনে হতো এটা হয়ত কোনো গ্রিক মিথোলজির ক্যারেকটার হয়ে থাকবে।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: আপনি তো একজন ভালো ব্লগার। সব বিষয় নিয়েই লিখেন।
কবিতা ছড়া গল্প। আচ্ছা, আপনি কি কোনো উপন্যাস লিখেছেন?
আপনার সব গুলো বই আমি সংগ্রহ করবো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো একজন ভালো ব্লগার। সব বিষয় নিয়েই লিখেন। ধন্যবাদ এতবড়ো কমপ্লিমেন্টের জন্য। তবে, আমাকে ক্লাস এইটের ছাত্র বলতে পারেন, যারা সায়েন্স, কমার্স, আর্ট ইত্যাদি সব বিষয়েই জ্ঞান রাখে, কিন্তু কোনো জ্ঞানেরই গভীরতা নাই :(

কবিতা ছড়া গল্প। আচ্ছা, আপনি কি কোনো উপন্যাস লিখেছেন? উপন্যাস দিয়াই শুরু করিছিলাম :)

স্খলন, একুশে বইমেলা ২০০৩
অন্তরবাসিনী, একুশে বইমেলা ২০০৪
খ্যাতির লাগিয়া, একুশে বইমেলা ২০০৪
আই-ফ্রেন্ড, একুশে বইমেলা ২০০৬ বা ২০০৭

আপনার সব গুলো বই আমি সংগ্রহ করবো।
আগ্রহ প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে, আপনার জন্য আমার বই না। তারপরও আপনার সংগ্রহে আমার বই থাকলে আমি খুব আনন্দিত ও গর্ব বোধ করবো। ফেইসবুক ইনবক্সে ঠিকানা পাঠিয়ে দিয়েন :)

ধন্যবাদ নায়ক রাজীব নূর খান।

১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: দূর্দান্ত। ছন্দে,বর্ণনায় এতটাই সাবলিল কল্পনায় ভেসে আসতে চাইলো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট অনেক ভালো লাগলো প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। শুভেচ্ছা।

১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

জাহিদ অনিক বলেছেন: বাহ ! আবার হারিয়ে যাব একদিন সেই ভুলে যাওয়া ঠিকানায়-------
কবিতার শিরোনাম পড়ে ভেবেছিলাম প্রেমের কবিতা।
পড়ে দেখতে পাচ্ছি নস্টালজিক ! নস্টালজিক !

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। ভালো আইডিয়া পাওয়া গেল। এই নামে তাহলে একটা প্রেমের কবিতা লিখতে হয় দেখছি :)

ধন্যবাদ জাহিদ অনিক।

১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

সৈয়দ ইসলাম বলেছেন:
না না আমি রাকুর মত চায়ের বায়না ধরবো না!
আমি তো এমন কিছু চাই,
যা ভালবাসে সব্বাই! :`>

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:



রাজ ছিল খুব ব্যস্ত
রোজ সকালে খাল থেকে সে
উঠোনে জল সেঁচতো
নাস্তা খেয়ে সেই পানিতে
তিরিং বিরিং নাচতো
সারা গায়ে কাদা মেখে
আজব মতো সাজতো
রাতের বেলা সর্দিজ্বরে
খুকুর খুকুর কাশতো

সেই ছেলেটা চাইতো কী?
দুধকলাভাত খাইতে কি?
জিনা
একটা বিষম ব্যাধি ছিল কিনা
তাই ছিল তার আশা
সবাই যেন দেয় তারে রোজ
আদর ভালোবাসা :)

১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১০

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।
খুব সুন্দর হয়েছে কবিতা।+++

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐখানে হারিয়ে গিয়েই নিজের ভুলে যাওয়া ঠিকানাটা খুঁজে দেখতে হবে।

ধন্যবাদ মোস্তফা সোহেল সুন্দর মন্তব্যের জন্য।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, খুবই সুন্দর কবিতা।

মুগ্ধতা জানবেন কথামালায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় গায়ক ও কবি নাঈম ভাই। শুভেচ্ছা রইল।

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

সামুতে আমার 'অদেখা মন্তব্য' আর 'ড্রাফট' অপশন দু'টু কাজ করছে না।
কি করবো?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাজীব নুর ভাই, আমিও কিছু সমস্যা ফেইস করছি। যেমনঃ

১) নোটিফিকেশন অপশনগুলো ঠিকমতো কাজ করে না।

২) নিজের।ব পুরোনো পোস্ট এডিট করা যায় না।

৩) নিজের পোস্ট থেকেও টেক্সট কপি করা যায় না (লগিন অবস্থায়)। ধরুন, আমার এই লেখাটা থেকে কিছু অংশ কপি করবো, সেটা হয় না। আমার মনে হয়, নিজের পোস্ট থেকে কপি করার অপশনটা অ্যাক্টিভেট করা উচিত।

৪) ড্রাফটেড ফাইল দেখার সিস্টেমটা মনে হয় নাই। নতুন পোস্ট লেখার বক্স ওপেন করলে বাম পাশে ড্রাফটেড এবং ওপেন সবগুলো ফাইলই ড্রাফটেড অবস্থায় দেখা যায়। ফলে, কোনটা পাবলিশড আর কোনটা ড্রাফটেড ফাইল, ওটা বোঝার উপায় থাকে না। ভুলবশত হয়ত একটা পাবলিশড ফাইলকে ড্রাফটেড মনে করে চিরতরে গায়েব করে দিলাম।

৫) আরো কিছু সমস্যা থাকতে পারে। এগুলো কি শুধু আমারই সমস্যা, নাকি আপনিও এগুলো ফেইস করছেন?

আমি এই কমেন্টের মধ্য দিয়ে মডারেটরদের সদয় দৃষ্টি আকর্ষণ করলাম।

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চঞ্চল হরিণী বলেছেন: 'মিথ্যে না-তা, মনের ভেতর গ্রামেই পড়ে থাকি' - একদম যেন মনের গভীর কথা। পুরোটা জুড়েই মনের কথা। অনেক ভালো লেগেছে।

রবিবাবু সেই শ'বছর আগেই বলেছিলেন 'ফিরে চল মাটির টানে', ভাবি গ্রামগুলোতে যেভাবে শহরায়ন হচ্ছে ছড়ায় বর্ণিত চিত্রকল্পের কিছুই আর একসময় থাকবে কি-না ! আমি যেখানে বেড়ে উঠেছিলাম সেটা পুরোপুরি পাল্টে গেছে। নিজের শৈশবের এত চেনা জায়গাটাকেই একটুও চিনতে পারিনি তাও মাত্র কয়েক বছরের ব্যবধানে !

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাবি গ্রামগুলোতে যেভাবে শহরায়ন হচ্ছে ছড়ায় বর্ণিত চিত্রকল্পের কিছুই আর একসময় থাকবে কি-না ! এটা আমারও আশঙ্কা। আগে টিনের ঘর ছিল আভিজাত্যের প্রতীক; কোনো বাড়িতে দোতলা টিনের ঘর বা জোড়ন দেয়া টিনের ঘর থাকা মানে সেটা একটা আলিশান বাড়ি। কিন্তু, সেই টিনের ঘর এখন জায়গা করে নিয়েছে বিল্ডিং, তাও খুব জাঁকজমকপূর্ণ, চাকচিক্যময়; টিনের ছাওনি হলেও অন্তত পাকা ফ্লোর এবং ইটের দেয়াল যেন থাকতেই হবে। গ্রামে এখন কোনো শনের ঘর চোখে পড়ে না। নদীনালা ভরাট হয়ে গেছে, অথবা আবর্জনা ফেলে দুর্গন্ধময় করে ফেলা হয়েছে। আমার এ লেখায় দুটো লাইন আছে, যার ভেতরে এই অবস্থার একটা করুণ ইতিহাস লুকানো রয়েছে। হয়ত এ লাইন দুটো কেউ খেয়াল করেন নি, বা গুরুত্ব দেন নিঃ

কাঁদছে নদী নীরব ভাষায় শুকনো যে তার বুক
তার গহনে সোনায় ভরা একখানি সিন্দুক


এটা হলো সেই নদী, যেটা আমার মনের খুব গভীরে ডুবে আছে অনেক অনেক সুখস্মৃতি নিয়ে, বাল্যের সবুজ গ্রাম, আরো কত কী আছে সেখানে, যেগুলো আজ আর চোখ মেলে দেখা যায় না। কেন দেখা যায় না, সেটাই আমি ব্যাখ্যা করেছি, যা আপনার কমেন্ট থেকে উদ্ধৃত করা অংশে আপনিও বলেছেন।

আমার মনও আজ আকুল ভাবে চিৎকার করে বলে, 'ফিরিয়ে দাও সে অরণ্য---'

অনেক অনেক ধন্যবাদ চঞ্চল হরিণী সুন্দর একটা মন্তব্যের জন্য।

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ঠ্যঠা মফিজ বলেছেন: আমার সৌভাগ্য আমি ১৩তে যোগ দিতে পেরেছি।এত সুন্দর কবিতা লেখেন আগে জানতাম না :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার সৌভাগ্য যে ঠ্যঠা মফিজ ব্যাপারটাকে ১২ থেকে ১৩-তে উন্নীত করে আমাকে ধন্য করেছেন।

এত সুন্দর কবিতা লেখেন আগে জানতাম না
:P আমি তো ভেবেছিলাম আপনি ঠ্যঠার ঠ্যঠা। এখন তো দেখি বড্ড উদার। ঠ্যঠা মফিজ এত সুন্দর কমেন্ট করে আমাকে অবাক করে দেবেন এটা কিন্তু জানতাম না :)

অনেক ধন্যবাদ সাহেব।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

ঠ্যঠা মফিজ বলেছেন: কি যে বলেন ভাই ।আসলে আমার মতে লেখার চেয়ে কমেন্ট হল ব্লগিং এর প্রধান অংশ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মতে লেখার চেয়ে কমেন্ট হল ব্লগিং এর প্রধান অংশ। কথাটা মন্দ বলেন নি। বেশিরভাগ ব্লগারই বোধহয় কমেন্ট, পালটা কমেন্ট বেশি এনজয় করেন। তবে এটাও ঠিক, ব্লগিঙের জন্য প্রত্যেকেই তার নিজ নিজ উদ্দেশ্য ঠিক করে নিয়ে ব্লগিং করেন। কাউকে দেখবেন, একটা পোস্ট দিয়েই হাওয়া, ওখানে কে কমেন্ট করলো, তা হয়ত তিনি তাকিয়েও দেখেন না। কেউ কেউ আবার খুব ঘন ঘন পোস্ট দিচ্ছেন, অল্পবিস্তর কমেন্ট সেখানে পড়ে, কিন্তু পোস্টদাতার সেদিকে কোনো ভ্রূক্ষেপ নাই; অন্যদের পোস্টেও তাদের দেখা যায় না। আবার কেউ কেউ ধুমাইয়া কমেন্ট করে বেড়াচ্ছেন, তাদের কোনো পোস্ট নাই, কিংবা থাকলেও তা খুব কম।

আমার ব্লগিং ডিপেন্ড করে আমার কতটুকু ফ্রি টাইম আছে তার উপর।

আপনার নামে বানান কি ঠিক? ঠেটা/ঠ্যাঁটা/ঠ্যাটা হলো শুদ্ধ বানানা। আমরা বলি ঠ্যাডা :)

আমি তো ভেবেছিলাম আপনি ঠ্যঠার ঠ্যঠা।
এইটা কিন্তু পান কইরা বলছি :)

২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

শিখা রহমান বলেছেন: বাহ!! কবিতার ছন্দে ছন্দে পিছু ফিরে গেলাম সেই ছোট্টবেলায়।

ভালো লেগেছে কবি। শুভকামনা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাদের যে এক মুহূর্তের জন্য হলেও পেছন পানে তাকাবার একটা সুযোগ করে দিয়েছি, এটা ভেবেই নিজেকে কৃতার্থ মনে হচ্ছে।

ভালো থাকবেন আপু। শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.