|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
শিমুলের মতো সুন্দরী মেয়ে আজও দেখি না; সারাদিন কেটে গেছে ওর উড়ন্ত ওড়নার রংধনু দেখে, আমার দিকে ফিরেও চায় নি– কেটে গেছে দিনের পর দিন এভাবেই; বহু বহুদিন।
ওর বিয়ে হয়ে গেল। যুবকেরা দলে দলে সন্ন্যাসে গেল। গেলাম আমিও। চৈত্রনিদাঘে, জলসঙ্গমে খুন হয়েছি শিমুলের কথা ভেবে। শিমুল পলকে সব দিয়ে দিল ওর বরকে– কোথাকার কোন পামর পুরুষ, উড়ে এসে জুড়ে গেল আজীবন দখলে। আকৈশোর বিন্দু বিন্দু যত্নে ওর বাড়ন্ত কুসুমে জমতে দিয়েছি মধু, একদিন আমাদের সম্পদ হবে এ ভেবে– মোক্ষম গ্রাস কেড়ে নিল উপনিবেশী বর! আমার কথা একবারও ভাবে নি শিমুল; নয় কাউকে কখনো।
সায়ন্তনি; কনকচাঁপা; রঞ্জনা; ওরা খুব সুখে আছে ‘পরপুরুষের’ ঘরে। ওদের অঢেল আহ্লাদ আর স্বামীদের সাথে অবাধ উৎফুল্ল ঢলাঢলি দেখি, আর করাতের মতো কে যেন চিরায় আমাদের পাঁজরের হাড়। মেয়েরা পাষণ্ডিনী; ওরা কেবল বরকেই বোঝে, আর তীর্থের প্রেমিকদের বিমর্ষ বিলাপে ওদের ব্যাপক বিনোদন হয়।
‘কষ্ট নিস না দোস্।’ জুঁইকে আজ কবিতা শোনালে ও শুধু এটুকু সান্ত্বনাবাক্য আওড়ালো। আর বললো, ‘যাকে নিয়ে এসব মহৎ কবিতা লিখেছিস, সে খুব ভাগ্যবতী রে!’ 
আমার খুব সাধ হয়েছিল জুঁই বলবে, ‘তুই কি জানিস, আমিও কতরাত নির্ঘুম কাটিয়েছি তোর কথা ভেবে? তোর কথা মনে পড়তেই বুক থেকে ঠেলে নামিয়ে দিয়েছি বরকে!’ জুঁই বললো না। মেয়েরা পাষণ্ডিনী; ওরা কেবল বরকেই বোঝে।
সংবিধান সংশোধনের একচ্ছত্র ক্ষমতা যদি আমার হাতে থাকতো, মাইরি বলছি, স্বামীদের সাথে মেয়েদের এহেন রংতামাশা, ঢলাঢলি আইন করে ঘোষণা করতাম সংবিধানবিরোধী, অবৈধ। এসব মূলত ক্লাসমেট আর বিয়েপূর্ব-প্রেমিকগণের ফুর্তির বেসাতি, যাদের বিরান জীবনে অদ্যাবধি বউ জোটে নি... একদা একখানা অর্বাচীন বউ জুটে গেলেও বউমণিরা ‘ঘড়ায়-তোলা’ নিত্যব্যবহার্য জল, বান্ধবীরা সুগভীর সন্তরণদিঘি। 
***
‘কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায়-তোলা জল–প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে।’
শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
১৫ ফেব্রুয়ারি ২০১০ সকাল ৭:৫৭
** ই-বুক অয়োময় সুপুরুষ, এপ্রিল ২০১৮ ডাউনলোড লিংক
উৎসর্গ : ওরাই
 ৮৪ টি
    	৮৪ টি    	 +৭/-০
    	+৭/-০  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরা এত নিষ্ঠুর কেন?
২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫৭
স্রাঞ্জি সে বলেছেন: 
ওরা নিষ্ঠুর না, আমরাই নিষ্ঠুর।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা কী শোনাইলেন?
৩|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০০
সৈয়দ ইসলাম বলেছেন: 
তাদের কত চাপ! তারা নিজেদের কথাই স্মরণ রাখতে পারে না! আর আপনি আমি! 
আপসোস কাদের জন্য জানি না!
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাদের কত চাপ! সত্যিই, তারা এত চাপ সত্ত্বেও মাঝে মাঝে কাউকে কিছু করুণা করেন, এটা তাদের মাহাত্ম্য বলতে হয় 
৪|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
সবার জীবনে একটা দিঘি থাকা 
অত্যাবশ্যক যেখানে যখন মন চাইবে
সাতার কাটা যাবে, জল ব্যবহার করা যাবে
অকৃপণ হস্তে !!
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাস্ট লাইনটা পড়ে তো হাসতে হাসতে আমার পা ব্যথা হইয়া গেল - অকৃপণ হস্তে      
  
  
  
নূরু ভাই, ব্যস্ততা একটু কমেছে নাকি?
৫|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৭
পাকাচুল বলেছেন: ওরা সবসময়ই নিষ্ঠুর ।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৬
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসেন, হাত মেলান। অনেকদিন পরই দেখছি আপনাকে 
৬|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৭
শায়মা বলেছেন: আহা ভাইয়া..... 
দুঃখ পেলে ভালো কবিতা আর সাহিত্য হয় তাইনা?
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেহেহেহেহেহেহে। কবিরা সবাই দাগা খাওয়া আসামি  রক্তের অক্ষরে শব্দ লেখা হয়।
 রক্তের অক্ষরে শব্দ লেখা হয়। 
দুনিয়ার তামাম মজদুর এক হও।
উল্লেখ্য, ছ্যাঁকা খাওয়াদের চাইতে কোনো বড়ো মজদুর নাই
৭|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:০৮
ডার্ক  ম্যান বলেছেন: কেউ কেউ মনে রাখে। আমার একটাই  বান্ধবী । চার বছর আগে ফেসবুকে পরিচয়। মাঝখানে দুবছর যোগাযোগ ছিল না। কিন্তু সে ভুলে নি। 
শিক্ষাজীবনে আমার কোন বান্ধবী ছিল না। 
আপনার তো বান্ধবীর শেষ নাই। অবশ্য কবিদের নারীভাগ্য বরাবরই ভাল
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিদের নারীভাগ্য বরাবরই ভাল হাহাহাহাহা। যারা জীবনে কিছুই/কাউকে পায় নি, তারাই কবি হইয়া গেছে। পাইয়া গেলে তো সুখে-শান্তিতে প্রেমিকারে নিয়া দিন কাটাইতে থাকিত, কবিতা লিখবার প্রয়োজন হইত না 
মহাকাব্য
একজন পুরুষ আরাধ্য নারীকে না পেয়ে কবি হয়ে ওঠেন; আর পেয়ে গেলে 
ঋষভ হয়ে যান। একজন নারীকে কিছুই হারাতে হয় না।
একজন পুরুষ আজীবন হাহাকার করেন নারীর জন্য। পুরুষরা অসহায়।
আমরা নারীদের হাহাকার শুনি না, এত সুখ; 
শুধু ট্রয় নগরী ধ্বংস হবার ইতিহাস পড়ি– নারীদের জন্যই।
২২ সেপ্টেম্বর ২০০৯
৮|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৪৩
স্রাঞ্জি সে বলেছেন: 
সুখের বাণী।।।।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিজের দিকে তাকাইলাম। এমন নিরীহ প্রেমার্থীর ভেতর নিষ্ঠুরতা থাকতে পারে - তা পিঁপড়াও বিশ্বাস করে না
৯|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
লেখক বলেছেন: নূরু ভাই, ব্যস্ততা একটু কমেছে নাকি?
ব্যস্ততা ভাগ্য আমার বরাবরই ভালো। কোন ভাবেই তাকে
দূর করা যায়না। লেগে থাকে আঠার মতো! মেনে নিয়েছি বিকল্প নাই বলে।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
ব্যস্ততা ভাগ্য আমার বরাবরই ভালো। কোন ভাবেই তাকে
দূর করা যায়না। লেগে থাকে আঠার মতো! মেনে নিয়েছি বিকল্প নাই বলে।  আমি আপাতত একটু ভালো আছি  কিন্তু এত সুখ কতদিন থাকিবে কে জানে ?
 কিন্তু এত সুখ কতদিন থাকিবে কে জানে ? 
যাই হোক, ব্যস্ততাই জীবন। ব্লগিঙে মরণ  ব্লগিঙের জন্য সরকার ভাতার ব্যবস্থা করবে কবে?
 ব্লগিঙের জন্য সরকার ভাতার ব্যবস্থা করবে কবে?
১০|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
লোকনাথ ধর বলেছেন: সুন্দর!
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ লোকনাথ ধর।
১১|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। যথার্থ বলেছেন বোধহয়।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'বোধহয়' কেন, প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই? আমি যাহা বলিয়াছি সত্য বলিয়াছি
১২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৩
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৩
পদ্মপুকুর বলেছেন: মনে হলো অনেকদিন পর সামুতে এ রকম একটা 'ক্লাস' লেখা পড়লাম। বাক্যগঠনে কত বেশি শক্তিশালী হলে বা শব্দের উপর কত বেশি দখল থাকলে এমন লেখা যায়? সহজ কথাগুলোকেও অন্যরকমভাবে বলা যায়? অন্যরা কে কি রকম ভাবেন বলতে পারবো না, কিন্তু আমার সিরিয়াসলি ঈর্ষা হয় এ রকম লেখা দেখলে।
অতীতে 'বৃশ্চিক' নামের একজন ব্লগার ছিলেন এই ব্লগে। আপনি পুরোনো ব্লগার, চিনবেন তাঁকে। আমি তাঁর লেখার মস্তবড় ফ্যান। আমার সাদাসিধে কথার বাইরে যে লেখাগুলো এখানে আছে, তার প্রত্যেকটির উপর বৃশ্চিকের লেখার প্রভাব আছে। আমি চাইতাম ও রকম লিখতে। আজ দীর্ঘদিন পর মনে হলো বৃশ্চিকের একটা লেখাই পড়লাম। আপনার জন্য বৃশ্চিকের একটা লিংক দিলাম। চেখে দেখতে পারেন।
ও ভালো কথা, আপনার প্রায় লেখার শেষেই একটা করে ডাউনলোড লিংক থাকে। সবগুলোই কি আগে প্রকাশিত?
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৬
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টে আমি সত্যিই আপ্লুত। আমার নিজের লেখা তো অবশ্যই, কোনো কোনো সময় কারো লেখাই আমার ভালো লাগে না। সেরা লেখকদের লেখা পড়ার সময় মনে হয়- এত নীরস ও অর্থহীন কেন লেখারা? আমার লেখাগুলো তখন স্রেফ আবর্জনা মনে হয়। 
কিন্তু এমন কমেন্টে আবার ঝাড়া দিয়ে ঘুরে দাঁড়াই, উঠে দাঁড়াই। মনে হয়, রক্তে বারুদ ফুটছে।
বৃশ্চিক প্রথম দিকের নামকরা ব্লগার। পুরোনো ব্লগাররা তাকে অবশ্যই চিনবেন। লিংকের লেখাটা অতুলনীয়। পড়ে এলাম। সম্ভবত 'অতিথি' তার অন্য নিক, যেটি এখন আর নেই।
প্রায় লেখার শেষে ই-বুক অথবা প্রকাশিত বইয়ের লিংক দেয়া থাকে। এখানে যে লিংকটি আছে, ওটা আমার ই-বুক। এত লেখা জমা হয়ে আছে, এগুলো বই আকারে প্রকাশ করা অসম্ভব। ই-বুক আকারেই ছড়িয়ে দিলাম 
১৩|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৫
পদ্মপুকুর বলেছেন: আপনার শেষ প্যারায় সংবিধান বিষয়ক লেখাগুলোর মত কথাবার্তার একটা কবিতা আবৃত্তি শুনেছিলাম কোন এক সময়। ওইটাই খুঁজতে গিয়ে আগের কমেন্টটা চলে গিয়েছিলো। কবিতাটা পেলাম না। আপনার যদি জানা থাকে, একটু হিন্টস দেবেন প্লিজ।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও ধরনের আবৃত্তি বা কবিতার কথা আমার মনে পড়ে না। 
শুরুতে লেখাটা এরকম ছিল না। এ লেখাটা ৩টা ধাপের ভেতর দিয়ে এ অবস্থায় আসে
অনেক অনেক ধন্যবাদ পদ্ম পুকুর, আপনার মহৎ ও উদার মন্তব্যের উন্য। আমি ইন্সপায়ার্ড।
শুভেচ্ছা নিন।
১৪|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৬
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: বান্ধবীদের সঙ্গে একটাসময় এমন একটা রিলেশন তৈরি হয়; সেটা না প্রেম, না বন্ধুত্ব। ব্যাপারটা এমন, যেনো সে (বান্ধবী) চাইলেই প্রেম সম্ভব। 
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক সুন্দর একটা কথা বলেছেন। 
তবে, শেষ কথাটার কনসিকোয়েন্স ভিন্নরকমও হতে পারে। কথাটা বলে ফেললেই হয় পুরো সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে পারে।
১৫|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৩৫
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৩৫
চাঁদগাজী বলেছেন: 
পুকুরে মাছের অভাব থাকে না, সবাই মাছ দেখে, সবাই ধরতে পারে না
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গলা ফাটাইয়া অনেকক্ষণ হাসতে পারলে মনের খায়েশ মিটতো
কিন্তু সবাই ঘুমাচ্ছে
পাগল ঠাওরাবে
সেরা জোক
১৬|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৪১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার, 
একটি প্রশ্ন, এটা কি গীতিকাব্য?  
অনুভূতির সুন্দর অভিমানী বহিপ্রকাশ।  
সুনীল গাঙ্গুলির, তেত্রিশবছর কাটলো কেউ কথা রাখেনি ' র মত লাগলো।  আবার বান্ধবীদের বর্তমান অবস্থা বর্ননের মধ্যে প্রবাদপ্রতিম শিল্পী মান্না দের , কফি হাউসের ফ্লেবারটা পেলাম।  
না পাওয়ার স্মৃতিও বেশ মধুর হয়। নইলে এমন পোস্ট কী পেতাম?  স্মৃতিপটে রয়ে যাক জীবনভর।  
শুভেচ্ছা অফুরান।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
এটা কি গীতিকাব্য? জি চৌধুরি ভাই, এটা গীতিকাব্য। গীতিকাব্যের এ প্যাটার্নের একটা নাম আছে, টি এস এলিয়টের দেয়া - ফ্রি ভার্স। বিস্তারিত জানতে চাইলে এটা পড়ে দেখতে পারেন-  কবিতার প্যাটার্ন; কবিতা ভাঙবার মজা বা খেলা
আমাদের সুখ-দুঃখ সবই কিন্তু পাওয়া আর না-পাওয়ার ভেতর। কিছু না পেলে, তা যাই হোক না কেন, কষ্ট কিন্তু হবেই। আরাধ্য নারীকে না পেলে সেটাই বোধহয় সবচাইতে বড়ো কষ্টের হয়ে থাকে।
১৭|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৪৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: ই বুকের লিংক দেওয়াতে, 
প্রথমথেকে যেটা আমার বেস্ট লেগেছে ,  
  
  
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০৭
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি বিস্মিত ও অভিভূত। আরো একদিন আপনি এমন একটা কাজ করেছিলেন, আজগুবি ছড়া থেকে। মানুষকে আনন্দিত করার এক অদ্ভুত ক্ষমতা দিয়েছেন আল্লাহ আপনাকে। 
আমার অনেক ছড়া আর কবিতার উৎপত্তিস্থল হলো এই ব্লগ। আপনার স্ক্রিনশটের কবিতাটা বরুণা/অপ্সরা/শায়মার সাথে তার কোনো এক পোস্টে কমেন্ট পালটা কমেন্ট থেকে উঠে আসা। মূল লিংকটা এখন খুঁজে পেলাম না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় চৌধুরি ভাই। ভালোবাসা রইল।
১৮|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৫১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৫১
জুন বলেছেন: আমিও আপনার মত আমার বান্ধবীদের কথা সবসময় মনে রাখি ছাই ভাই ।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও দেশি আপু!! আমি জেনে খুবই খুশি হলাম। ইন ফ্যাক্ট, আমি এখন আনন্দের বন্যায় ডুবে যাচ্ছি। আমাকে বাঁচান।
১৯|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৫৪
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৫৪
ঋতো আহমেদ বলেছেন: খলিল ভাই, একটা কথা জানতে চাওয়ার আছে; ''মাইরি বলছি'' এই মাইরি কথাটার অর্থ কী ?
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১০
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জোর দিয়ে বলার জন্য, অবশ্যই বলবো, এরকম শপথ করে বলা হচ্ছে বোঝানোর জন্য। রম্য করেই 'মাইরি' বলা হয়েছে 
২০|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১১
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১১
ডার্ক ম্যান বলেছেন: আপনার জীবনী নিয়ে টেলিফিল্ম বানাবো । প্রডিউসার আপনি। কাহিনীকার আপনি। অভিনেতা হিসেবে কাকে নেওয়া যায় বলুন ।
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নায়ক-নায়িকা আপনারা দুজন, এটা আর বলতে হয় নাকি?
২১|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১৮
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১৮
ল বলেছেন: এটা কি আত্মা উপলব্ধি স্যার
  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১৯
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন মিস্টার ল।
২২|  ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৩৬
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১১:৩৬
আবু মুহাম্মদ বলেছেন: সময় সব কিছু পাল্টে দেয়
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৫৪
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একদম ঠিক।
২৩|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:৫৫
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১২:৫৫
বাকপ্রবাস বলেছেন: যেন কবিতা পড়লাম মাইরি ফাটাফাটি হয়েছে
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৫৫
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্যি বলছেন মাইরি?
২৪|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৫১
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: ওরা কী করে সব ভুলে যায়? ভাবতে গেলে বুকের ভেতর ককিয়ে ওঠে ব্যথা!
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৫৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৮:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরা কী করে সব ভুলে যায়? ভাবতে গেলে আমারও বুকের ভেতরটা মোচড় দিয়া ওঠে
২৫|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৫৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৭:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:  মোক্ষম গ্রাস কেড়ে নিল উপনিবেশী বর! 
আমার কথা একবারও ভাবে নি শিমুল; নয় কাউকে কখনো।
আমাদের দেশে নারী স্বাধীনতা এবং নারীর অর্থনৈতিক অবস্হা ভালো হলে
এধরনের আবেগময় জীবনের আর্তনাদ শুনতে পেতাম না ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যাদের বিরান জীবনে অদ্যাবধি বউ জোটে নি... একদা একখানা অর্বাচীন বউ জুটে গেলেও 
বউমণিরা ‘ঘড়ায়-তোলা’ নিত্যব্যবহার্য জল, বান্ধবীরা সুগভীর সন্তরণদিঘি। 
আহা !!!! কি গভীর দীর্ঘশ্বাস, প্রেমের দেবী তুমি একটু সদয় হও ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:০৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের দেশে নারী স্বাধীনতা এবং নারীর অর্থনৈতিক অবস্হা ভালো হলে
এধরনের আবেগময় জীবনের আর্তনাদ শুনতে পেতাম না । - একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন।
আহা !!!! কি গভীর দীর্ঘশ্বাস, প্রেমের দেবী তুমি একটু সদয় হও। আমারও এই আবেদন রইল
২৬|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:২৭
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:২৭
ডার্ক  ম্যান বলেছেন: আপনার মত খাটো উচ্চতার লোক আপনার চরিত্রে মানানসই হবে না। 
নায়িকা কমপক্ষে একডজন লাগবে।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুইটা ইটের উপর দাঁড়াইবেন 
আজ শুধু গান শুনতে ইচ্ছে করছে। যেদিন গান শুনি, সেদিন গানের ভেতর মরে যেতে ইচ্ছে করে। এখন চটুল গান শুনছি, এটা সন্ধ্যার গান 
২৭|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৩০
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৩০
ডার্ক ম্যান বলেছেন: এই গানটা শুনুন https://www.youtube.com/watch?v=v47jiEbhNiU
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো গানই শুনছিলাম। মিনারের গান। কিছুদিন আগে এই গানটা পেয়েছি। এটাও খুব ভালো লাগছে।
আপনার গানটাও দারুণ। ধন্যবাদ শেয়ারের জন্য।
২৮|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৩৯
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৩৯
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: 
একজন পুরুষ আরাধ্য নারীকে না পেয়ে কবি হয়ে ওঠেন; আর পেয়ে গেলে 
ঋষভ হয়ে যান। একজন নারীকে কিছুই হারাতে হয় না।
একজন পুরুষ আজীবন হাহাকার করেন নারীর জন্য। পুরুষরা অসহায়।
আমরা নারীদের হাহাকার শুনি না, এত সুখ; 
শুধু ট্রয় নগরী ধ্বংস হবার ইতিহাস পড়ি– নারীদের জন্যই
মোক্ষম গ্রাস কেড়ে নিল উপনিবেশী বর! 
আমার কথা একবারও ভাবে নি শিমুল; নয় কাউকে কখনো।
আমাদের দেশে নারী স্বাধীনতা এবং নারীর অর্থনৈতিক অবস্হা ভালো হলে এধরনের আবেগময় জীবনের আর্তনাদ শুনতে পেতাম না ।
যাদের বিরান জীবনে অদ্যাবধি বউ জোটে নি... একদা একখানা অর্বাচীন বউ জুটে গেলেও 
বউমণিরা ‘ঘড়ায়-তোলা’ নিত্যব্যবহার্য জল, বান্ধবীরা সুগভীর সন্তরণদিঘি। 
ওরা কী করে সব ভুলে যায়? ভাবতে গেলে আমারও বুকের ভেতরটা মোচড় দিয়া ওঠে??
আমি নিজে আর কি বলবও সবই তো আমার মনের কথা বলে দিলেন ? দিলেন তো সাত সকালে মন টা নষ্টালজিয়া করে ? আহ, কোথায় হারিয়ে গেল সেই সোনালী প্রেম ভালবাসার মাখামাখি দিন গুলি? কোথায় হারিয়ে গেল অভিমান আর মান ভাংনোর অভিনয় আর লুকোচুড়ি ? কোথায় হারিয়ে গেল হাত ধরাধরি করে একসাথে হাটা আর বাসায় এসে অনবদ্য প্রেমের কবিতা লেখা ? 
মেয়েরা বড়ই স্বার্থপর। স্বামী পেলে বর্তমান প্রেমিক সাথে সাথে হয়ে যায় সাবেক  
   
হায়রে জীবন, হায়রে ভালোবাসা.........। 
  
 
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৩
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্ট কপি পেস্টে তো আরেকটা কবিতা লিখে ফেললেন !!!
মেয়েরা বড়ই স্বার্থপর। স্বামী পেলে বর্তমান প্রেমিক সাথে সাথে হয়ে যায় সাবেক  
 
হায়রে জীবন, হায়রে ভালোবাসা.........। 
 আপনার সাথে একমত সহমত সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি। পুরুষে পুরুষে ভাই ভাই, প্রেমিকাদের বিচার চাই (যাঁরা ছ্যাঁকা দেয়  )
  )
২৯|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫৪
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: শিমুল আর সায়ন্ততির ছবি দেন। দেখি। নাকি সমস্যা আছে।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৪
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওদের ছবি দেয়া গেলে তো ওরা আমাদেরই থাকতো। ব্যাপারটা বুঝতে পারছেন তো?
৩০|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০২
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০২
মোস্তফা সোহেল বলেছেন: কিছু কিছু বান্ধবী ঠিকই মনে রাখে।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওরা ব্যতিক্রম এবং এ পোস্টের আলোচনার অন্তর্ভুক্ত নহে 
৩১|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০৯
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:০৯
সৈয়দ তাজুল বলেছেন: কবিতা ভাললাগচে!
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৭
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সৈয়দ তাজুল।
৩২|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ওরা নয়। সময় কারো কথা মনে রাখেনা।সময়ের হাওয়ায় তারা শুধু গা ভাসিয়ে দেয়। আর উড়ে চলে।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৮
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সময় কারো কথা মনে রাখেনা।সময়ের হাওয়ায় তারা শুধু গা ভাসিয়ে দেয়। আর উড়ে চলে। সত্য ও সুন্দর বলেছেন।
৩৩|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২২
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভালবাসলেই সবার সাথে ঘর বাধা যায়না............................।
নারীরা এমনই বিয়ের আগে প্রেমিক আর বিয়ের পর বর নিয়েই পড়ে থাকে।
প্রাক্তন প্রেমিকের কি হল সে খেবর তার আর নেওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন মিঠাবার তারতো একজন আছেই।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৯
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার লাস্ট কথাটা পড়ে হাসতেই আছি -------
সব কথাই ঠিক বলেছেন। কিন্তু তারা তো বোঝে না; কে বোঝাবে তাদের?
৩৪|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২৪
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: মানবিকতায় তাহলে মেয়েরা পিছনে।  
 
 প্রেম বলতে শুধু কামই প্রাধান্য পেল!!!
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৮
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানবিকতায় তাহলে মেয়েরা পিছনে।  প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, এ ব্যাপারটা আপনি ছাড়া আর কে বেশি বোঝে, বলেন তো?
 প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই, এ ব্যাপারটা আপনি ছাড়া আর কে বেশি বোঝে, বলেন তো? 
প্রেম বলতে শুধু কামই প্রাধান্য পেল!!!  নাহ। কাম প্রেমের নামগন্ধও তো উল্লেখ নাই 
৩৫|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৮
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  দুপুর ১২:৫৮
নীলপরি বলেছেন: দারুণ ।  
 
আপনার লেখাটা পড়ে golden era- এর গানের কথা মনে পড়ে গেলো । 
bha.Nware ne khilaayaa phuul phuul ko le gayaa raaj-ku.Nwar
 bha.Nware tuu kahanaa na bhuul phuul tujhe lag jaay merii umar  
এর উলোট পূরানও আছে । সেটা প্রকৃত বেদনার ।  
আমিই সেই মেয়ে- যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা
ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার
চোখে আপনি একে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া
সিগারেটের প্যাকেটের মত যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো
গাড়ি শুভবিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে-
কনে দেখা আলোর গোধুলিতে একা দাঁড়িয়ে থাকা
আমিই সেই মেয়ে।.....আমিই সেই মেয়ে – শুভ দাশগুপ্ত  
শুভকামনা
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২১
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, সবদিকেই ইতিহাস আছে। তবে, ছ্যাঁকা খাওয়া ভেড়াদের সংখ্যা অনেক অনেক বেশি। বাকিটা বুঝে নেন 
৩৬|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৮
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: সম্পর্ক মানে হচ্ছে বিশ্বাস । তুমি যদি আমাকে বিশ্বাস না করো, আমি যদি তোমাকে বিশ্বাস না করি, কাগজপত্র দিয়া তো আর রিলেশন টিকবে না, তাই না ?
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪১
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেটাই প্রকৃত কাগজের বউ
৩৭|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫২
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: নারী শুধু প্রেমিকা বা বান্ধবী নয় । নারী কখনো মা, বোন, খালা এবং আরো অনেক কিছু । নারী মানেই তো অন্য ব্যাপার !
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪০
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৪০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মা বোন খালা সবাইরে নিয়াই গল্প কবিতা লেখা হয়েছে। তারা লেখালেখিতে অবহেলিত নন। অবহেলিত শুধু বিরহ-সংঘের সদস্যবর্গ
৩৮|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪০
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৫:৪০
আবু হাসান লাবলু বলেছেন: কাছের সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীরা আকর্ষণীয়। এই কারনেই প্রেমিক জাতির এই মনোভাব।
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৯
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। অনেক চমৎকার একটা কথা বলেছেন তো!! অনুসিদ্ধান্তঃ সুন্দরীরা কখনো -- হয় না
৩৯|  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
নজসু বলেছেন: সবাই হয়তো এক নয়।  ১০০ জনে অন্ততঃ দুইজন তো দয়াবতী, মায়াবতী লীলাবতী আছেন।  আমরা কখনও ব্যর্থ হলে আমাদের হিংসুক মন সবাইকে তখন এক পাল্লায় ওজন করে। 
  ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৮
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ১০:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোটা সংস্কারের দাবি জানাচ্ছি। ১০০ জনে ১ বা ২ জন্য অত্যন্ত অপ্রতুল
৪০|  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪৬
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১০:৪৬
নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: কমেন্ট কপি পেস্টে তো আরেকটা কবিতা লিখে ফেললেন !!! 
আমার মনের কথা গুলি যদি আপনি আগেই লিখে ফেলেন সেটা কি আমার দোষ?  শুধু সহমত জানানোর জন্যই আপনার লেখা গুলি আগে তুলে দিয়েছি........
   শুধু সহমত জানানোর জন্যই আপনার লেখা গুলি আগে তুলে দিয়েছি........
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১১
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো অনেক বড়ো দোষ করেছেন। আমি যেটা ভাবি আপনি সেটা কেন ভাবেন?
৪১|  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  সকাল ১১:০৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়াতে সবাই চায়,
কিন্তু দিনশেষে সবাই ডানা গুটিয়ে বসতে চায় ছোট্ট নীড়ে।।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৭
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  বিকাল ৪:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
৪২|  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৫
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:২৫
মনিরা সুলতানা বলেছেন: বান্ধবী ছাড়া তো জীবন অচল ভাই ।
  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৩৬
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮  রাত ৯:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সেটাই তো বলতেছিলাম 
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৫২
স্রাঞ্জি সে বলেছেন:
ওরা কিছু মনে রাখে না। হা হাহাহা।