নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মন খারাপ করে কী লাভ, গান শুনুন

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

প্রথম গানটায় একটা চমক আছে। দেখি, এটা কে পারেন :)
















শেষ করছি ভিন্ন রশদে







১১৯-মে মজা আরাহা হে

মন্তব্য ৫৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: খুব বাজে ভাবে হারলাম। গাল তো শুনা যাচ্ছে না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বলেন কী, না শুনতে পারার কোনো কারণ দেখছি না।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

আরোগ্য বলেছেন: এটা তো নতুন কিছু না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেখা যাক, আরো নতুন কিছু অপেক্ষা করছে কিনা সামনে

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন:
Video unavailable বলছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ব্যাপারটা বুঝতে পারছি না। আপনি কোন দেশে আছেন জানি না। কোনো কোনো দেশে কিছু কিছু ভিডিও ব্লক করা থাকতে পারে।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭

সৈয়দ ইসলাম বলেছেন:
ভাই, অফিস থেকে বাসায় যাই, তারপর আপনার সাথে গান শুনা ও আড্ডাবাজি হবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাসায় কখন ফিরবেন?

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০০

চাঙ্কু বলেছেন: এডি পুরান গান!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, তবে পুরান বৈয়ামে নতুন আচার, এই আর কী। শুনলে বুঝবেন :)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০১

জাহিদ অনিক বলেছেন:
মন তো খারাপ নেই-------- তাহলেও শুনব ?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাহলে মন খারাপ করার জন্যও এই গান শুনতে পারেন :)

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৩৪

বাকপ্রবাস বলেছেন: ধরো যদি হঠাৎ সন্ধ্যে ।। বাউন্ডুলে

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো গান। ধন্যবাদ বাকপ্রবাস।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: গানটা, " গজবকা হ্যায় দিন দেখো জারা। "

অলোকা ইয়াগ্নিক ও উদিত নারায়ণ গেয়েছিলেন। ফিল্মে লিপ দিয়েছিলেন আমীর খান ও জুঁহি চাওলা।


বাকিগুলি সময় নিয়ে শুনবো।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা আপনাকে।


২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার তথ্যগুলোর জন্য ধন্যবাদ পদাতিক ভাই। তবে, ভিডিওগুলোর কিছু বৈশিষ্ট্য আছে এবং প্রথমটার শেষে একটা চমক আছে :)

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

এ.এস বাশার বলেছেন: গান শোনার মত পরিবেশে এখন আমি নেই... তাই উপস্থিতি জানালাম......
প্রীশু নিয়েন....

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উপস্থিতি রেকর্ড করা হইল

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

সনেট কবি বলেছেন: বেশ

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: খেলাতে হার-জিত থাকবেই। তবে গতকাল দল একটু বেশীই খারাপ খেলেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ঠিক বলেছেন। খেলোয়াড়দের মনোবল চাঙ্গা করার জন্য এই ব্যবস্থা জরুরি।


১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওদের মনবল চাঙ্গা আর হবে না। ধরে ঠ্যাঙানি দেয়া দরকার।

আফগানদের লাস্ট জুটি খুব ভালো খেলেছে। আমরা ঠিকমত বোলিং করতে পারি নি। রুবেল কি এতদিনেও অভিজ্ঞ হয়ে ওঠে নি??

যেই মাঠে খেলা হল ২৬০-২৭০আহামরি কিছু না। অথচ আমাদের ফাইটাররা দাঁড়াতেই পারলো না। তামিম-মুশি কি প্রতিদিন খেলবে? নতুনরা কবে দায়িত্ব নেবে!!!

দল হারলে, সবাই ঝিমিয়ে পড়ে। অথচ দরকার ছিল, ভূলগুলো খুঁজে বের করে সেসব শুধরে নেয়া। আমাদের টিমে সেসব হয় কিনা সন্দেহ!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আফগানিস্তান একটা রাইজিং পাওয়ার, এটাও স্বীকার করতে হবে। তবে, আমরা তো পরাশক্তি, আমাদের বাচ্চারা এটা ভুলে গেছে বোধহয়। ওরা দাঁড়াতেই পারলো না। সম্ভবত, রশিদ খানরে ওরা বাঘের চাইতেও বেশি ভয় পাচ্ছে।

আপনার মূল্যায়ন ও কমেন্টের সাথে একমত।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: কাল রাতে না খেয়েই রাগ করে ঘুমিয়ে পড়েছি ভাই।
জেতার মানসিকতা নিয়ে খেলা দেখতে বসেছিলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম গানটায় একটা চমক আছে। সেটা কী, আপনার জন্য এটা একটা কুইইইইইজ

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: প্রথম ২ টা গান শোনা যাচ্ছে না। লিঙ্ক কাজ করছে না

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন কীভাবে শুনলেন?

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

চিটাগং এক্সপ্রেস বলেছেন: প্রথমটার মজেজা হচ্ছে , হিন্দি ছবিতে আপনি বাংলায় লিপ করিয়েছেন

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ঠিক।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ব্লগার নাম্বার ওয়ান কি সেই চমক।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দ্বিতীয় গানটা হলো এর উলটো।

দুটো ভিডিও রিমিক্স করতে যেয়ে দুটো গান ও ভিডিওর সবগুলো অংশ ফ্রেম বাই ফ্রেম আমাকে দেখতে ও শুনতে হয়েছে। রুনা লায়লার গায়কী আমি মুগ্ধ, বিস্মিত ও গর্বিত।

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ইউটিউবে ঢুকে

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো আইডিয়া তো!

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

সৈয়দ ইসলাম বলেছেন:
অফিস থেকে ফিরলাম ১২ ঘণ্টা আগে। বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় আপনার গানগুলো শুনা হয়নি!
আমার কাছে ৩নাম্বারটা ভাল লাগছে; কোন কারণ ছাড়াই!


আচ্ছা, আজ বাঙালিরা এত খারাপ খেলছে কেন? এর একটা তদবির করুন! পিলেজ!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত ব্যস্ততার মধ্যেও গান শুনেছেন জেনে ভালো লাগলো। ৩ নাম্বারটা তো ভালো গানই। উপস্থাপনায় বৈচিত্র্য আছে, যা এ ভিডিওর মূল আকর্ষণ। নীচেরটাও ভালো, সময় পেলে দেখে নিয়েন।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

সৈয়দ ইসলাম বলেছেন:
তুমি একেলে, আমি একেলে, মজা আসছে....এএএএএএ :((

ভাই, আমার xগার্ল ফ্রেন্ডের কথা স্মরণ করিয়ে দিলেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ আল্লাহ, আপনার চোখে পানি!!!

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মনিরা সুলতানা বলেছেন: মন ভালো থাকলে গান শুনতে পারবো তো ভাইয়া !

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন ভালো থাকলে তো অবশ্যই গান শুনবেন। আর তখন শুনবেন এই গান, যেটা নীচে দিলাম :)

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সৈয়দ ইসলাম বলেছেন:

ওরে দেখবেন!

দু'চোখ ভরে দেখে নেন!

আমারে আর কষ্ট দিয়েন না!

কাইন্দালবাম কইলাম

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা, এত করে যেহেতু বলতেছেন, দেখতে তো হবেই

২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

সৈয়দ ইসলাম বলেছেন:

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চোখে পানি চলে এলো








ঝাপসা ছবি দেখলেই আমার চোখে পানি চলে আসে

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩১

আখেনাটেন বলেছেন: শুনলুম। বেশ।

ইদানিং খুব গান শুনা হচ্ছে বুঝি। :D

গিটারে তুফানির তুফান একটু শুনে নিন।

আর হাসতে চাইলে এটা:

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই ট্যালেন্টদের সাথে আমার আজই পরিচয়। মুগ্ধ হলাম দুটোতেই। আমিন তুফানি কী করলো, গিটারে আগুন জ্বাললো নাকি?

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

সৈয়দ ইসলাম বলেছেন:
চোঁখের পানি আসার কারণে আপনি ঝাপসা দেখছেন! এটা ছবির দোষ না। বিশ্বাস না হয়, ছবিটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেখুন! =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আমার আয়নার সামনে দাঁড় করাইয়া রাখি। তাতে আপোনার লাভ কী?

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০

আখেনাটেন বলেছেন: আমিন তুফানি কী করলো, গিটারে আগুন জ্বাললো নাকি? -- ওটা উনার স্টাইল। এ ব্যাটা রীতিমত হার্ভাডে রকস্টার হয়ে গিয়েছিল। উনার 'গ্রাটিটিউট' টিউনটি রীতিমত ব্লকবাস্টার সবখানে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরুতে একটু বিরক্ত লাগছিল সময় নিচ্ছিল বলে। বাট পরে দেখি সত্যিই রক

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৫

শিখা রহমান বলেছেন: দুটো গানেরই অরিজিন্যাল ভার্শন পছন্দের। প্রথম গানটা আর "কেয়ামত সে কেয়ামত তক" মুভিটার সাথে কৈশোরের কিছু সুন্দর স্মৃতি আছে।

এখন অফিসে। সময় করে দিনশেষে শুনে নেবো। ধন্যবাদ গানগুলো মনে করিয়ে দেওয়ার জন্য। শুভকামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অরিজিন্যাল ভার্সন তো সারাজীবনই দেখে আসছেন, আজকে আপনাদের জন্য তিনি কিছু ভেরিয়েশনের ব্যবস্থা করেছেন। ভেরিয়েশনগুলোও আমার কাছে ভালো লেগেছে। প্রথম দুটো কোনো ভেরিয়েশন না। তাহলে কী? শুনলেই/দেখলেই বুঝবেন

২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৬

স্রাঞ্জি সে বলেছেন:



ডিজে গান লাগান ভাই.....

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই রাতে কই পাই ডিজে? দেখুন, এগুলো খুব মেলোডিয়াস





পুরোনো জিনিস, নতুন করে। একই শিল্পী। নাম দোলা।

২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: মন যখন খারাপ হবে তখন শুনব :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ও, তাই? তাহলে এটা দেখেন


২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১১

সোহানী বলেছেন: বুঝলাম সবই........... বাট এতো কষ্টের পুস্টে কুনু লাইকা নাইকা কেন!!!!!!!!!!!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেহেহেহেহেহেহে। সবাই কষ্টে আছেন তো, তাই লাইক দিতে ভুলে গেছেন। একটা লাইক দেখা যাচ্ছে, সম্ভবত ওটা আপনারই :)

কথা হইল, আমার এই ব্লগীয় জীবনে লাইক দেয়ার অভ্যাসটা কখনো ছিল না। লাইকের কথাটা আমার মনেও পড়ে না। অনেক প্ল্যান করে মাঝে মাঝে ব্লগে ঢুকেছি যে আজ লাইক দিমুই দিমু। চরম উৎসাহে প্রথম দু-একটা লাইক দেয়ার পর বাকিগুলো আর 'লাইক' করা হয় নাই :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.