|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

এর আগে আমার ছেলেমেয়েদের সাহিত্যের প্রতি অনুরাগ ও গানের প্রতি বিতৃষ্ণা নিয়ে একটা সুদীর্ঘ কাহিনি লিখেছিলেম 
ভুলে যাওয়া গান : বহু দিনের পিরিত গো বন্ধু; পথিক নবী ও তাঁর গান; আমার ছেলেমেয়েদের ছড়া শিরোনামে। তো, এক্ষণে তাহাদের গান নিয়ে হাজির হলেম।
বাচ্চারা যেরকম হয়- ছোটোকালে খাবে না, স্কুলের বয়সে পড়বে না- ওরাও তাই হলো। সারাক্ষণ গেইমস, কার্টুন, আরো কত কী- কাজের শেষ নাই। একবার মেয়েকে বকা দিল তার মা- তুমি তো কিছুই করো না। মেয়ে কাঁদতে কাঁদতে বললো- আমি সারাদিন কত কাজ করি- আমাকে গোসল করতে হয়, খেতে হয়, পড়তে হয়, স্কুলে যেতে হয়, টিভি দেখি, ঘুমাতে হয়- আমি খেলার সময় পাই না 
সেভেন-এইটে থাকা অবস্থায় বড়ো ছেলে গিটারের প্রতি আসক্ত হলো। আমি রাগ করলাম। কারণ, সে বই ছুঁয়েও দেখে না। প্রাইভেট টিউটরকে ফোন করে ছুটি দিয়ে দেয়। টিউটর বাসায় এলে নিজে থেকেই বিদায় দিয়ে দেয়। পড়াতে বসলে গল্প জুড়ে দেয়। টিউটর পড়তে বললে সে নিজেই উঠে চলে যায়। টিউটর বিরক্ত হয়ে ছাত্র ছেড়ে দিল। এ যখন অবস্থা তখন গিটার হাতে তুলে দেয়ার মতো মনের অবস্থা আমার ছিল না।
এভাবেই তোয়াইয়া বোয়াইয়া এসএসসি পাশ করাইলাম। কলেজে ভর্তির সময় তার দেয়া শর্ত মেনে সাইন্স ল্যাব থেকে গিটার কিনে দিলুম। এভাবে গান ও গিটারের ফাঁকে ফাঁকে সে পড়ালেখাও চালাইয়া যাইতে থাকলো। এবং আলহামদুলিল্লাহ এইচএসসিও পাশ করলো। 
ভার্সিটিতে ভর্তি হওয়ার পর সে মুক্ত স্বাধীন ভাবে গান ও গিটারের প্রতি ঝুঁকে পড়লো। একদিন আমাকে বললো- আব্বু, ভার্সিটিতে আমি অনেক পপুলার। সবাই আমাকে চেনে। সে নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ দেখে আমি কিছুটা লজ্জিত ও বিব্রত হয়ে বললাম- নিজের ড্রাম নিজে পিটাইও না। অন্যরা বলুক এই কথা। এবং আমি খোঁজ নিয়ে দেখলাম, সে সত্যিই রীতিমতো সেলিব্রেটি। ফেইসবুকে তার ভূয়সী প্রশংসা গিটারিস্ট হিসাবে। তার গিটারের সুর আমাকে তেমন টানে না। তার গলার সুরও আমার কাছে তেমন কিছু মনে হয় না। বড়ো সমস্যা হলো, তার গানের লাইন আমার গানের লাইন থেকে সম্পূর্ণ বিপরীত।  
কিন্তু তার সিজিপিএ প্রত্যাশার চেয়ে অনেক নীচে হওয়ায় মাঝে মাঝেই আমি ক্ষোভ প্রকাশ করি। গান বাজনা ছেড়ে দিয়ে পড়ায় মনোযোগী হতে উপদেশ দিই।
কিন্তু আমার উপদেশ কোনো কাজে দেয় না।
অবশেষে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়। আমার বাবার কণ্ঠ অত্যন্ত সুমধুর। ছোটোবেলায় ক্ষেতে বাবার পাশে থেকে কাজ করার সময় শুনতাম বাবা কত দরদ ভরা গলায় গান গাইছে। বাসায় কোনো কোনো নিরালা দুপুরে আপন মনে বাবা গান গাইত। আমার অনেক অনেক ভালো লাগতো। ছোটোবেলায় রেডিওর বাইরে যাত্রাপালার গান- আমার বাড়ির দক্ষিণ ধারে বিয়ার বাদ্য বাজে দাইমা গো, আমি স্বপ্নে দেখলাম মধুবালার মুখও রে, ইত্যাদি ছিল আমাদের প্রাণ। ছোটোবেলা থেকে আমিও গানের খুব পাগল। আমার ছোটো ৩ ভাইকে দেখি গান লেখে, সুর করে ও দল বেঁধে গায়- ওদের একজন তো সিডি মিডি বাইর কইরা সর্বনাশই কইরা ফালাইছে। কেবল আমার দুইবোনকে গানের প্রতি অত্যন্ত উদাসীন মনে হয়। আমার স্ত্রীও ছোটোবেলায় রেডিও ছাড়া থাকতে পারতো না। এ থেকে পরিষ্কার যে, আমার রক্তে আছে গান, যা আমার বাবার ধমনি থেকে প্রবাহিত। আমার স্ত্রীও গানের ভক্ত এবং তার প্রিয় শিল্পী আমি নিজেই  গানের চারণভূমি এ বঙ্গের মাটিতে গান ভালোবাসে না, এমন কে আছে?
 গানের চারণভূমি এ বঙ্গের মাটিতে গান ভালোবাসে না, এমন কে আছে? 
 একদিন আমার পিসিতে দেখি ছোটোছেলের নামে এক ফোল্ডার। সেটা ওপেন করে তো তাজ্জব। একটার পর একটা গান রেকর্ড করা। বন্ধু বান্ধবদের নিয়ে। এসব দেখে মুগ্ধও হই। কিন্তু আমাকে সে এসব গান শুনতে দেবে না, সে লজ্জা পায়। জোর করে শুনলাম। সে যখন যেখানে সুযোগ পায়, গান গায়। ইন্টারনেটে থেকে কারাওকে ডাউনলোড করে, বড়ো ভাইয়ের দেখাদেখি একই কাজ করতে থাকে।
মেয়ে ছোটোবেলায় নাচ ও গান শিখতো। ফাইভ পাশ করার পর ওগুলো ছেড়ে দেয়। সে আবার পড়ালেখায় খুবই সিনসিয়ার। ক্লাস এইট থেকেই ডিটারমাইন্ড সে ডাক্তার হবেই। আল্লাহর রহমতে সে এখন ডাক্তারি পড়ছে। সে সময় নষ্ট করে নি গান গাইতে যেয়ে  সে গান গায় না, কিন্তু গান শোনে প্রচুর।
 সে গান গায় না, কিন্তু গান শোনে প্রচুর।
এত উপক্রমণিকার পর তাদের কিছু গান শেয়ার না করলে কেমন দেখায়? যদিও আগেও বিক্ষিপ্তভাবে ওদের গান শেয়ার করেছি, আজ সেগুলো থেকে কিছু গান একসাথে দিলাম। ওদের বন্ধুদের গাওয়া গানও থাকলো।
১
Ciggaretes After Sex - affection (acoustic cover) || Covered by Pilot (CoPilot)
২
La Vie En Rose| Can't Help Falling in Love| With or Without You| Cover by Highway Melancholies
এখানে পাইলট হলো গিটারিস্ট (চিকন ও লম্বা ছেলেটির নাম পাইলট)
গায়িকা হলো ওদের ক্লাসমেট- ফাইরুজ ফুর্তি।
৩
Annie's Song cover by Furti & Pilot 
পাইলট এখানে গিটারিস্ট
৪
এটা পাইলটের প্রথম দিকের গান
৫
Indalo- Obosheshe (Acoustic Cover)
পাইলটের এখানে গিটার বাজাচ্ছে। ওর এই গিটার বাজনায় আমি খুব মুগ্ধ। কণ্ঠ ওর বন্ধুর, নাম নাহিন।
৬
Train - Hey Soul Sister || Covered by Labib
৭
Counting Stars by Labib 23 May 2016
৮
Runaway by Aurora || Covered by Labib || Instrumental by SyncopatedProgress
৯
এটা ছিল লাবিবের একটা ম্যাভেরিক আইডিয়া  কোথায় দাঁড়াইয়া যে সে এই গানটা গাইছিল, তা আমি খুঁজে বের করতে পারি নি, সেও ভুলে গেছে।
 কোথায় দাঁড়াইয়া যে সে এই গানটা গাইছিল, তা আমি খুঁজে বের করতে পারি নি, সেও ভুলে গেছে।
Labib's Open Air Concert  
১০
Baby come on by Pluss 44 || Cover by Labib
বোনাস
Bassbaba Sumon Featuring Furti - Oniyomer Golpo
 ২২ টি
    	২২ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১২:১৯
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১২:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, ঠিকই বলেছেন। এসব আমারই রত্ন। আমার শরীরের অংশ। আমি সত্যিই গর্বিত।
২|  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: আহারে কি দুস্ক দুস্ক লিকনি, কেউ একটা মন্তব্য তো দূরে থাউক, একটু উঁকি দিয়াও দেইকলো না। কেঠাই জানি কয়বার পড়ছিল।
আআআর আননে জহোন আর কেউ না, আই বা কিয়ের লাই দেহুম। তয় আইছি যহোন, একখান + দিয়াই যাই।
ভালা থাহুইনছে... ইতান কোবতের আগা গোঁড়া আই কিছতা বুজি না। বুঝাইয়া বলিলে দিল বহত খুশ হইত 
 Reseaeching on জনমদাসী  
  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১:০৪
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে অনেক
ভালো লাগলো। আপনি
কেমন ছিলেন এতদিন? কোথায় ছিলেন?
৩|  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৬
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: Opps বানান ভুল .. (Xiaomi Redmi is.....  )
 ) 
Researching হবে   
   
  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৭
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে।
৪|  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১:১৮
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখে অনেক
ভালো লাগলো। আপনি
কেমন ছিলেন এতদিন? কোথায় ছিলেন?
 আপনি আমাকে চেনেন নাকি   
 
আর কোথায় ছিলেন বলতে?? 
একটু খুলে বলুন
আমি জোসস আছি...
পোস্টে ভালোলাগা
  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৮
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্ট পড়ে মনে হচ্ছিল আমরা বোধহয় পূর্ব-পরিচিত। এজন্য বলেছিলাম। যাই হোক, এখন তো পরিচিত হলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।
৫|  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৪
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৪
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!
আমি কিন্তু বেবীদের প্রতিভায় মুগ্ধ হয়ে গেলাম!!!  
  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৯
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুগ্ধ হতে পেরেছেন জেনে খুবই ভালো লাগছে। অশেষ ধন্যবাদ।
৬|  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৭
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: আশ্চর্য!! টাইপ করলাম এক,  আর কমেন্ট হয়ে গেলে অন্য রকম। এতগুলি টাইপো একদমই ছিল না। । আমি লজ্জিত এতগুলো টাইপো থাকার জন্য।  আগের মন্তব্যটি ডিলিট করলে খুশি হব। 
 আমি উপরে লিখেছিলাম ,"  নবীন শিল্পীদের নিয়ে সুন্দর পোস্টটি  ভালো লেগেছে। আমাদের ভাবিজান তাহলে রত্নাগর্ভা। এমন  পরিবারকে জানাই অন্তরের কুর্নিশ । পোস্টে ভালোলাগা ++ । 
শুভেচ্ছা নিয়েন। 
  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:১২
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার চোখে অবশ্য কোনো ভুল ধরা পড়ে নি  তবে 'প্লাস্টিক সুন্দর' কথাটি ভালো লেগেছিল, এর অর্থ কী তা জানার জন্য আগ্রহ হচ্ছিল খুব। এবং এটার অর্থ যে খুবই উচ্চমার্গীয় কিছু তাই ধরে নিয়েছিলাম
 তবে 'প্লাস্টিক সুন্দর' কথাটি ভালো লেগেছিল, এর অর্থ কী তা জানার জন্য আগ্রহ হচ্ছিল খুব। এবং এটার অর্থ যে খুবই উচ্চমার্গীয় কিছু তাই ধরে নিয়েছিলাম 
ভাবীজান রত্নগর্ভা, সন্দেহ নাই কোনো। সবকিছুর জন্য আমি গর্বিত।
অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরি ভাই। ভালো থাকবেন।
৭|  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৭
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:০৭
সাইন বোর্ড বলেছেন: গর্ব করার মত, অাপনি সার্থক বাবা হতে পেরেছেন জেনে ভাল লাগল ।
  ০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:১৪
০৩ রা নভেম্বর, ২০১৮  দুপুর ২:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দোয়া করবেন ছেলেমেয়েদের জন্য। ওরা যদি মানুষের মতো মানুষ হয় তবেই আমি প্রকৃত অর্থে সুখী হতে পারবো।
৮|  ০৩ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৫
০৩ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৩:০৫
শায়মা বলেছেন: ভাইয়া আমার মনে আছে ছেলের এস এস সি এর সময় ল্যাপটপ চানাচুর বিস্কিটের জার নিয়ে তার ঘরে তোমার অবস্থান ধর্মঘটের কথা!!!! 
ভাইয়া 
তোমার মত বাবা পেয়ে তারা ধন্য এটা হয়ত তারা জানে ......
অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য ভাইয়ামনি! 
  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৭
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার তো দেখি সবই মনে আছে  ফটোজেনিক মেমোরি
 ফটোজেনিক মেমোরি  গুড।
 গুড।
আমি ওদের বাবা হিসাবে গর্বিত।
৯|  ০৩ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৯
০৩ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: আমি একসময় গিটারে আসক্ত হয়ে পড়েছিলাম। 
আপনি কেমন আছেন?
  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৩
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবার গিটার ধরেন। আমি ভালো আছি ভাই। ধন্যবাদ। ভালো থাকবেন।
১০|  ০৩ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৯
০৩ রা নভেম্বর, ২০১৮  বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: আমি একসময় গিটারে আসক্ত হয়ে পড়েছিলাম। 
আপনি কেমন আছেন?
  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৫
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক আছে, এটা রিপিটেড কমেন্ট।
১১|  ০৭ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:২০
০৭ ই নভেম্বর, ২০১৮  রাত ১০:২০
অপু দ্যা গ্রেট বলেছেন: 
অনেক দিন গিটারে হাত দেই না । বাশিটাও তা সুর দেয় না । কাহন বলে আর কত । 
এবার আমি মুক্ত। 
আসলে এই তিনটি জিনিশই আমার প্রিয় । বাজাতে ভালবাসি । ভিডিও গুলো দারুন হয়েছে । তাছাড়া কণ্ঠ দারুন সুন্দর ।
  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:২৫
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের জগতটা একটা নেশার মতো। এটা ছেড়ে থাকা যায় না। 
ধন্যবাদ অপু দ্য গ্রেট।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫৪
০৩ রা নভেম্বর, ২০১৮  সকাল ১১:৫৪
নজসু বলেছেন: এসবই তো আপনার রত্ন।
সত্যি ওদের জন্য আপনার গর্বিতই হওয়া উচিত।
ওদের ভবিষ্যত মঙ্গল কামনা করছি।
যেন ওরা আরও বড় হয়।