নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
১
একটি দুষ্টু ছেলে আর একটি মিষ্টি মেয়ে - লাকী আখন্দ ও রোকেয়া
শেষ কবে এ গানটি শুনেছিলাম, মনে নাই। স্কুল বা কলেজ লাইফে রেডিওতে সন্ধ্যা বা রাতের কোনো অনুষ্ঠানেই এ গানটা শুনতাম বলে মনে পড়ে। আর হয়ত শুনে থাকতে পারি ৯০ দশকের প্রথম দিকে, যখন খুব রেডিও শুনতাম। শিল্পীর নাম মনে ছিল না। শুধু মনে ছিল শহীদ আখন্দ বা হ্যাপি আখন্দ কথাটা। আর মনে ছিল প্রথম দুই লাইন - একটি দুষ্টু ছেলে আর একটি দুষ্টু মেয়ে ---।
অনেক খোঁজাখুঁজির পর গত দুদিন আগে ইউটিউবে এ গানটা পাই। গানটার সুরকার ও শিল্পী হলেন মহান লাকী আখন্দ। কার লেখা সেটা এখনো জানতে পারি নি।
গানটা আবার নতুন করে শোনার পর আগের চাইতে আরো বেশি ভালো লাগলো। কথোপকথনের মধ্য দিয়ে গানটা শুরু হয়, একটা করুণ গল্প আছে এ গানটায়।
২
আগে যদি জানতাম - লাকী আখন্দ
৩
আগে যদি জানতাম - ফেরদৌস ওয়াহিদ
৪
কে বাঁশি বাজায় রে - হ্যাপি আখন্দ
৫
কে বাঁশি বাজায় রে - আনিলা
৬
যেখানে সীমান্ত তোমার - কুমার বিশ্বজিৎ
৭
এই নীল মণিহার - লাকী আখন্দ
৮
আমায় ডেকো না ফেরানো যাবে না - লাকী আখন্দ
৯
মামুনিয়া মামুনিয়া - লাকী আখন্দ
১০
আবার এলো যে সন্ধ্যা - হ্যাপি আখন্দ
১১
যেমন নদীর জলে - শিমুল ইউসুফ ও লিনু বিল্লাহ
যথারীতি বোনাস
তন্দ্রাহারা নয়ন আমার এই মাধবী রাতে - হাসিনা মমতাজ
সবাইকে ২০১৯ সালের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ। আপনার জীবনও ভরে উঠুক হাসি আনন্দ নাচ গান রান্নাবান্না সাজুগুজু আর ফ্যাশন ডিজাইন আর আঁকাবুকিতে
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
শায়মা বলেছেন:
থ্যাংক ইউ ভাইয়া ......
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবারও ধন্যবাদ।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
কলাবাগান১ বলেছেন: ধন্যবাদ..। কাজের এখানে আশেপাশে কেউ নাই... নিউ ইয়ার এর ছুটি...ফুল ভলিউমে গান গুলি শুনতে ভালই লাগছে..
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার শ্রম সার্থক। অনেক তৃপ্তি পেলাম এটা শুনে যে নিউ ইয়ারের ছুটি পেয়েছেন এবং এ গানগুলো ফুল ভলিয়্যুমে শুনছেন। ধন্যবাদ গানগুলো শোনার জন্য।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
ল বলেছেন: শুভ নববর্ষ সোনাধুলো ভাই।
গানগুলো অসম্ভব সুন্দর!!!
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল। গানগুলোর প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ।
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাপি নিউ ইয়ার রাজীব ভাই।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭
সোহানী বলেছেন: নিজরুপে ফিরে এলেন সোনাবীজ ভাই। অসাধারন সব কালেকশান। আপনার পছন্দের সাথে সত্যিই আমার খুব মিল। লাকি আকন্দ আমার অসম্ভব পছন্দের। এই নীল মনিকহার, আবার এলো যে সন্ধ্যা, আমায ডেকোনা আমার অসম্ভব অসম্ভব পছন্দের গান.... ইতি হোসানী (তাই তো?)
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই যে হোসানী আপু, এটা জেনে খুব আনন্দিত ও আহ্লাদিত হলাম যে আপনার পছন্দের সাথে আমার পছন্দের খুব মিল সংঘটিত হচ্ছে। সব জ্ঞানীগুণিদের পছন্দ যে একই রকম হয় তাহা আবারো প্রমাণিত হইল।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২
হাবিব বলেছেন:
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৫
নীল আকাশ বলেছেন: ২০১৯ এর নববর্ষের শুভেচ্ছা ভাইয়া। খুব পছন্দ হয়েছে কালেকশন টা। কিছু গান মনে হয় আমি আগে শুনি নি।
ধন্যবাদ আপনাকে।
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কালেকশনটা খুব পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। ১, ৫, ৮/৯ এবং ১১ হয়ত এর আগে শোনেন নি।
অনেক ধন্যবাদ নীল আকাশ।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
জাহিদ অনিক বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা সোনাবীজ ভাইয়া।
নতুন বছরে আপনার জীবন হয়ে উঠুক আরও আরও গানময়
০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। আপনার জীবন সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক গানে আর কবিতায়।
১০| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪
কালীদাস বলেছেন: পয়লা গানটা শুনি নাই, ট্রাই করতে হবে। পুরান আর্টিস্টদের মধ্যে ফেরদৌস ওয়াহিদ লোকটাকে কেন জানি দুই চোক্ষে দেখতে পারি না। এনার ছেলেরে দেখতে পারিনা বাংলা গানে অতিমাত্রায় সফটওয়ার ব্যবহারের মূলগুরু হওয়ার জন্য, সাথে ফুয়াদ নামে আরেকটা খোদার খাসিও দায়ি ছিল।
২০১৯ শুভ হোক আপনার
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাঝে মাঝে মহান কালীদাসের দেখা পাওয়া সত্যিই শুভ লক্ষণ।
ফেরদৌস ওয়াহিদের গান আমার তেমন শোনা হয় নি, হাতে গোনা অল্প কয়েকটা। তাঁর ছেলের কিছু গান আমার ভালো লেগেছে; তাঁর মিউজিক কম্পোজিশন আমার ভালো লাগে। 'প্যানপ্যানানি' মার্কা গান গাওয়ার একটা দোষ তাঁর উপর আছে। তবে, ফুয়াদের আমি ভক্ত। ২১ শতকের শুরুর দিকে বাংলা গানে নতুন উন্মাদনা সৃষ্টি করা এবং গানের প্রতি ঝোঁক সৃষ্টি করার পেছনে ফুয়াদ, বালাম, অর্ণব, হাবিবের অবদান হলো সবচাইতে বেশি, এর সাথে যোগ হয়েছিল এনটিভি'র 'ক্লোজআপ-১' প্রতিযোগিতা। তবে, অতিমাত্রায় মেশিন দিয়ে গানের সুর মেলোডিয়াস করার প্রবণতা বেশিই লক্ষ করা যায়, যার ফলে স্টেজ শো-তে শিল্পীদের গাওয়া গানের সাথে রেকর্ডের গানের মিল পাওয়া যায় খুব কম।
ধন্যবাদ মহান কালীদাস সুচিন্তিত মতামতের জন্য।
১১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ নববর্ষ...
১২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
অসাধারণ সুন্দর।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮
জাহিদ অনিক বলেছেন:
১০ নাম্বার মন্তব্য ভালো লাগলো।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪
গেম চেঞ্জার বলেছেন: আগে শুনা গানগুলো আজ নতুন করে শুনছি!!! বাংলা সঙ্গিত জগতের অনেক বড় এক নক্ষত্র ছিলেন এই ভদ্রলোক! রেস্ট ইন পিস লাকী আখন্দ!
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৪
শায়মা বলেছেন: ২০১৯ এর শুভেচ্ছা ভাইয়া!!!!!!!!!!
জীবন ভরে উঠুক হাসি আনন্দ আর গানে গানে .....