নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

পরী - আজ তোমার মন খারাপ মেয়ে /// ব্লগার নস্টালজিকের লেখা ও বাপ্পা মজুমদারের কণ্ঠে গাওয়া একটা সেরা রোমান্টিক গান

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬



ব্লগার শায়মা হক 'পরী' গানের একটা লিরিক্যাল ভিডিও বানিয়েছিলেন। আমি একটু মুন্সীগিরি করে আমার মতো করে ওটা এডিট করেছি মাত্র। এ ভিডিওতে ব্যবহৃত ছবিগুলো তুলেছেন শায়মা হক নিজ হাতে নিজ ক্যামেরায় :) মডেলও একদম তার নিজের পছন্দের - নাম তার ব্লগপরী :) ব্লগপরীও এ ব্লগের একজন তুখোড় জনপ্রিয় ও বুদ্ধিমতী এবং মেধাবী ব্লগার। দয়া করে আমাকে প্রশ্ন না করে নিজে নিজেই খুঁজে বের করুন কে এই ব্লগপরী :)



অনেকেই হয়ত জানেন বা জানেন না যে, এ বিখ্যাত গানটার লেখক আমাদের এই ব্লগেরই একজন জনপ্রিয় ব্লগার - নস্টালজিক তাঁর নাম। লেখক নাম রানা বা শেখ রানা। আমার এক পোস্টে সচরাচর অনেক গানের সংকলন থাকে, এবার শুধু নস্টালজিক, পরী ও

আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি

আজ তোমার চোখের কোণে জল


বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে আমার পথে পথে
আমি তোমার জন্য এনে দেব
রোদেলা সে পাখিকে করে দেব তোমার আপনজন
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে

আজ তোমার জোসনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর
আমি তোমার জন্য এনে দেব
অঝর শ্রাবণ আকাশছোঁয়া জলজোসনা
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে

আজ তোমার মন খারাপ মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি
সেই হাওয়ায় ভেসে যাবে তুমি

মন্তব্য ৬৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

কি দারুন এক মিউজিক ভিডিও শেয়ার দিলেন ভায়া :)

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ! কেন মুগ্ধ জানিনা ;)
হা হা হা

গানের কথা, ভিডিও, মডেল সবেই মুগ্ধতা :)

আপনার এডিটিংতো সকল মুগ্ধতায় মিশে :)
+++++

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি মুগ্ধ মুগ্ধ মুগ্ধ- এটা জেনে আমিও মুগ্ধ হইলাম। ভবিষ্যতেও আপনি যেন বার বার মুগ্ধ হতে পারেন, আমার তরফ থেকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকিবেক :)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ খলিল ভাই! কিন্তু ব্লগপরীকে তো চিনতে পারলাম না। :P আপনি তো বলবেনই না তাই বাধ্য হয়েই অন্য কাউকে তাঁর পরিচয় জিজ্ঞেস করতে হবে। কিন্তু কাকে জিজ্ঞেস করা যায় বলুন তো? উমম্, আমার মনে হয় অপসরা আপু অথবা বরুণা আপুকে জিজ্ঞেস করা যেতে পারে। কী বলেন? :P

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ব্লগপরীকে চিনতে পারেন নি বলে আমিও কি কম কষ্ট পাইতেছি? অপ্‌সরা বা বরুণাকে জিজ্ঞাসা করাই শ্রেয় মনে করি। দেখেন, উনারা বলতে পারেন কিনা। উনারা না বলতে পারলে কারে জিজ্ঞাসা করবেন সেটাই মাথায় রাখবেন কিন্তু :)

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

আরোহী আশা বলেছেন: ঘানটি আগেও শুনেছি .....
অসাধারণ লাগে আমার কাছে

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা সত্যিই অসাধারণ। আরেকবার শোনার জন্য ধন্যবাদ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: চিনেছি চিনেছি চিনেছি;
ব্লগে তো পরী একটাই ভাইয়া।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা। খাসা বলেছেন আপু।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

হাবিব বলেছেন: গানটি শুনেছি অনেক আগেই। আবার শুনরাম। চমৎকার

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা আবার শোনার জন্য ধন্যবাদ জনাব হাবিব স্যার।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ পোস্ট।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই সুন্দর গান শুনার সুযোগ দিলেন ভাই, দারুণ এক অনুভূতি ব্লগের লেখকের লেখা কোন গান শুনলাম হলুদ পরীর মডেলিং সমেত।

ভালো লাগলো খুব

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর গানটা শোনার সুযোগ করে দিতে পেরে আমিও খুব আনন্দিত :)
ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। ভালো থাকবেন।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ একটা গান। আগেও শুনেছি। তবে আজকের মতো ভালোলাগা নিয়ে, মুগ্ধ হয়ে কখনো শুনিনি।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ শুধু গানের দিন। তাই আজ এত মুগ্ধ হয়ে শুনেছেন।

অনেক ধন্যবাদ জুনায়েদ বি রাহমান।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার। শিয়ারের জন্য অনেক ধন্যবাদ জনাব।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: চমৎকার গান।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: চমৎকার গান।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একমত পোষণ করছি :)

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ ! অসাধারণ লাগল গানটি। সত্যিই মাঝে মাঝে ভাবি ; ব্লগে এতসব গুণী ব্যক্তি আছেন । শ্রদ্ধেয়া শায়মাআপুকে অভিনন্দন। অভিনন্দন আপনাকেও আপনার বিশেষ কৃতিত্বের জন্য আমরা গানটি শুনতে পেলাম। আর বাপ্পাবাবু গেয়েছেনও সত্যিই খুব ভালো। সব মিলিয়ে চমৎকার লাগলো। ++++

আশা করি আপনার চোখের সমস্যা অনেকটাই কেটেছে।


বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় খলিলভাইকে।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুপ্রিয় ভাই পদাতিক চৌধুরি, আপনার বিশদ এবং অমায়িক ও উদার কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা তুমুল জনপ্রিয় একটা গান এবং যে-কোনো নবীন শিল্পীই এ গানটা গাইবার চেষ্টা করেন। ইউটিউবে এটার অনেক ভার্সন পাওয়া যাবে, এমনকি বাপ্পা মজুমদার ও চাঁদনীও একত্রে এ গানটা গেয়েছেন। নীচে দেখুন সেটি।



আমাদের গর্ব যে আমাদের একজন সহব্লগার এ গানটা লিখেছেন।

আমার চোখের সমস্যা আল্লাহর রহমতে এখন ফিল করছি না। দোয়া করবেন।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১

ফয়সাল রকি বলেছেন: যেকোনো সময়ের প্লেলিস্টে এ গানটা থাকে।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যিনি গানের সমঝদার, তাঁর প্লে-লিস্টে এ গানটা না থেকে যায় না।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

শায়মা বলেছেন: ভাইয়া আমি কিন্তু টেবিলের তলে ঢুকে গেছি! :P

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি কে? পরিচয় দিন। টেবিলের নীচে গিয়ে কী করিতেছেন?

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিরিক, চমৎকার এডিটিং ।
ব্লগপরীকে চেনা চেনা লাগে যে!!!

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সুলেখক গিয়াসলিটন ভাই।

ব্লগপরীকে আপনার চেনা চেনা লাগে জেনে আমি বিস্মিত অভিভূত এবং বোবা হইয়া গেলাম।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

সাইন বোর্ড বলেছেন: কথা এবং সুর বেশ মিষ্টি লাগল ।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড মিষ্টি কথা ও সুরের গানটা শোনার জন্য।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

ঢাবিয়ান বলেছেন: গান এবং ভিডিও দুটোই খুব সুন্দর হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ ঢাবিয়ান।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার :)

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স।

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০

সোহানী বলেছেন: ওরে বাপরে পরীতো সত্যিকারের পরী হয়েই মর্তে ধরা দিল........ ;)

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি হা হোসানী আপু। এবার আমাদের আনন্দের সীমা এবং পরীসীমা নাই :)

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: যেন চাদের আলো ঠিকরে বের হচ্ছে.....গানটি অত আহামরি কিছু নয়। মোটামুটি মানের। :P

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫

জাহিদ অনিক বলেছেন:
গানটা আমার অনেক প্রিয় !
আপনার মিউজিক টেস্ট আমার ভালোলাগে।

আমাদের ব্লগের পরী তো স্বর্গ থেকে চেয়ার টেবিলের নিচে মুখ লুকালো ভাইয়া ;)

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা আপনার অনেক প্রিয় জেনে খুব ভালো লাগছে। পরের কথাটায় খুব আনন্দিত ও প্লুত বোধ করছি।

হ্যাঁ, তিনি স্বর্গ থেকে নেমে এখন টেবিলের নীচে গিয়ে আসন পেতেছেন।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

আরইউ বলেছেন:

"পরী" গান হিসেবে আমার খুব প্রিয় এমন নয় - এক এক জনার গানের পছন্দ একেক রকম।
রানা একজন চমৎকার ব্লগার। ওনার লেখা আমি নিয়মিত পড়ি - মন্তব্য করা হয়না।
বুঝতে পারছি শায়মার ছবি এগুলো; এও বুঝতে পারছি শায়মা বেশ ভালো রকমের "ফটো শাই"।
ভালো থাকুন, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই!

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি ঠিকই বলেছেন- এক এক জনের গানের পছন্দ একেক রকম। অনেকের কাছে অনেক ভালো, কিন্তু আমার কাছে পানসে লাগে- আমার এমন অনেক উদাহরণ খুঁজে পাওয়া যাবে।

নস্টালজিক একজন চমৎকার ব্লগার, নিঃসন্দেহে।

ছবিগুলো কার, তা তো বলাই আছে, তাই না? তিনি আর কেউ নন - ব্লগপরী :)

আপনিও অনেক ভালো থাকুন আরইউ।

কমেন্টে ভালো লেগেছে।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭

কিরমানী লিটন বলেছেন: গানটি শুনেছি অনেক আগেই। আবারও শুনলাম- প্রতিবারই চমৎকৃত হই, অসাধারন ভললাগা ঘিরে ধরে। মিউজিক ভিডিওটাও সুন্দর চেষ্টায় - ছুঁয়ে গেলো, শায়মা আপু- সত্যি সামুর পরী!!! পরীদের মন খারাপও - উপভোগ্য । ভালোবাসা জানবেন প্রিয় সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আরেকটা অনেক সুন্দর কমেন্ট। 'পরীদের মন খারাপও - উপভোগ্য।' দারুণ একটা কথা বলেছেন।

আপনার জন্যও অনেক অনেক অনেক ভালোবাসা রইল।

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

মেহবুবা বলেছেন: পরী কে চিনতে পারছি মনে হয় । গুনী একজন সূজনশীল অনবদ্য সবার মাঝে ।

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

এক যে আমার নানি ছিল
মিষ্টি নানি
কেউ চেনো কি তাকে?
ইছামতির তীরে ছিল
বটের ছায়া
সেইখানে সে থাকে
কেউ চেনো কি তাকে?


তোমরা তাকে চিনতে হলে এইখানে যাও

ভাটির নায়ে বাদাম তুলে এ গানটি গাও

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

শায়মা বলেছেন: ভাইয়া টেবিলের তলায় কম্পিউটার সেট করেছি ..... ডেস্কটপ.....:)

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা এইচডি কোয়ালিটি ছবি প্লিজ

২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

শায়মা বলেছেন: ছবি!!!!!!!

আরও ছবি তুলবো!!!!!!

আর ইউ ভাইয়া আমাকে সঠিক বুঝেছেন!!!!!!! আর কেউ বুঝলোনা ভাইয়া!!!!!! :((

২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: টেবিলের নীচে লুকানোর অবস্থাটা বোঝার জন্য উহার একটা ছবি চাইছিলাম আর কী। ইতিহাসে এ ছবির গুরুত্ব অপরিসীম।

২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

আখেনাটেন বলেছেন: ছবিতে কেডা! চেনা চেনা লাগে, তবু অচেনা! X((


সেলিম আনোয়ার বলেছেন: যেন চাদের আলো ঠিকরে বের হচ্ছে... ---- কিছু আলো বোতলে ভরে রাখলেই হয়। রাতকানা রোগ নিরসনে মহাষৌধ হিসেবে কাজ করতে পারে। :P


সোনাবীজ ভাই, আপনার এই অসাধারণ কুকর্ম, থুক্কু সুকর্মের জন্য শুভকামনা জানালাম আপনাকে ও ব্লগপরীকে। যুগ যুগ জিও।


হয়ত তোমার জন্য, এই গানটি শুনছি বারবার।



২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আধুনিক গানের মধ্যে মান্না দে অতুলনীয় এবং আমারও অনেক প্রিয় একজন শিল্পী। তাঁর 'হয়ত তোমার জন্য' গানটা আমার তেমন শোনা হয় নি। যেগুলো বেশি শুনেছি, তার মধ্যে নীচের গুলো প্রধান। এ নিয়ে একটা পোস্ট ছিল - মান্না দে'র কয়েকটি চিরসবুজ গান - ফেইসবুক ফ্রেন্ডদের পিকচার নিয়ে মিউজিক ভিডিও

যদি হিমালয়

তীরভাঙা ঢেউ

আবার হবে তো দেখা

তুমি নিজের মুখেই বললে যেদিন

যদি কাগজে লিখো নাম

ক' ফোঁটা চোখের জল

এইতো সেদিন তুমি আমারে বোঝালে

আমি ফুল না হয়ে

আবার হবে তো দেখা-২

তুমি আর ডেকো না

শাওন রাতে যদি

কতদিন দেখি নি তোমায়

২৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯

কালীদাস বলেছেন: নস্টালজিকের ব্লগে ইদানিং যাওয়া হয়নি, উনি অনেক জনপ্রিয় গানের রচয়িতা। এই গানটা ভালই চলেছিল একসময়। আমার কেস আলাদা, গানটা একবার ভাল লাগলে দুইবার বোরিং লাগে কেন জানি :((

মডেল আপাকে কয়দিন আগে বলছিলাম যে উনি এখন কিছুটা হলেও চেহারা দেখান ব্লগে :P আরইউ-এর সাথে আমি অনেকটাই একমত যদিও ;)

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ২০০৬ বা ২০০৭-এর দিকে আমি এ গানটার সন্ধান পাই। ভালো লাগা গান, বিশেষ করে মান্না দে, রুনা লায়লা, সাবিনা, বন্যা, ফরিদা, শাহনাজ রহমতুল্লাহ'র গান আমি ক্লান্তিহীনভাবে শুনে থাকি। মন মেজাজ খারাপ থাকলে অবশ্য নিজের গানও ভালো লাগে না :) :) :) (অট্টহাসি)

মডেল আপা অবশেষ সদয় হলেন। আমাদের কপাল ভালো বলতে হয়। আপার জন্য শুভ কামনা থাকলো।

মহান কালীদাসের জন্যও অনেক অনেক শুভকামনা থাকলো।

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১২

আমি মাধবীলতা বলেছেন: ভীষণ পছন্দের গান ! নস্টালজিক তার একটা পোস্টে বলেছিলেন, বাপ্পা মজুমদারের গাওয়া 'ভালোবাসা জন্ম নেয় ভালোবাসার মৃত্যুদিনে' এই গানটির লিরিক্স ও তিনি লিখেছেন । আরেকটি ভালোলাগার গান !
আর আপনাকে স্পেশাল ধন্যবাদ সোনাবীজ ! আপনার জন্যেই তো পরী দেখা হলো এতোদিন পর !

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'ভালোবাসা জন্ম নেয় ভালোবাসার মৃত্যুদিনে' গানটা ইউটিউবে খুঁজে পেলাম। শোনার ইচ্ছে রইল।

আপনাদেরকে 'পরী' দেখাতে পেরে নিজেকে খুব ধন্য ও মান্যগণ্য মনে হচ্ছে। দোয়া করবেন, কোনো এক অরণ্য থেকে একদিন যেন সবাইকে এক অনন্য মাধবীলতাও দেখাতে পারি। আমিন।

৩১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫

শায়মা বলেছেন: আখেনাটেন ভাইয়া ঠিক বলেছো.... রাতকানা রোগের মহৌষধ...... :P

কালীদাসভাইয়া মডেলো আপা টেবিলের নীচে থাকে.....

মাধবীলতা আপুনি!!!!!!!!!!!!!!! হা হা হা হাসতে হাসতে মরে গেলে টেবিলের নীচে কেউ জানবেনা :( :( :(

:P

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উঁহারা এই লিংকটা দেখেন নাই :(

৩২| ১৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

নস্টালজিক বলেছেন: ব্লগে আমার একটা সময় খুব ভাল কেটেছিল। আমার সাথে সবারই বোধ করি। আপনার পোস্ট পড়তে পড়তে সেই সময়টায় ফিরে গেলাম। নস্টালজিক সত্যিকার অর্থেই নস্টালজিক হলো।

ব্লগেই আমি লিরিকের পেছনের গল্প লেখা শুরু করেছিলাম। খানিক সংকোচে। আমার আনকোরা গদ্য কেমন লাগবে সবার। মনে আছে, ব্লগারদের ভালোবাসায় অভিভূত হয়েছিলাম আমি। বই এর কাজে হাত দিয়েছিলাম। বই বেরুলো ২০১২ তে। আজ তোমার মন খারাপ মেয়ে। লিটিল ল্যাগ চত্বরে আর একবার আলিঙ্গন করলাম আনন্দ অনুভূতিকে।

ধন্যবাদ, সোনাবীজ। এ রকম চমৎকার অনুভূতি দেয়ার জন্য। যারা মন্তব্য করেছেন তাদেরকে ধন্যবাদ নস্টালজিক, অথবা রানার পক্ষ থেকে। শায়মা কেও ধন্যবাদ জানাই লিঙ্ক দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.