নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
বৃক্ষরা মরে যায়, মাটিতে মজে যায়
বিশাল ফসিল
আজকের গান, আজকের কবিতা
হারিয়ে যাবে নিশ্চিত একদিন
যতটুকু ভালোবাসো আজকের দুপুরে
কিংবা বেসেছ গতকাল রাতে
এর কোনো সাক্ষী রেখেছ কি, অথবা চিহ্ন?
হয়ত ভুলে যাবে সবই আগামী প্রভাতে
তুমি তো জানো না
জানে এক তোমার হৃদয়
আমিও তেমনি কিছুই জানি না
আমাদের কে রাখে বেঁধে
অদৃশ্য সুতোয়
আমি শুধু দূর থেকে
তোমাকে দেখি
বাতাসে উড়ে আসে
চুলের সুবাস
রোদ হয়ে ভেসে থাকে
হাসির ফোয়ারা
ওড়নায় ডুবে যায়
হলুদ আকাশ
আমাকে উদ্দীপ্ত করে
তোমার হাসিমুখ
আমাকে জাগিয়ে তোলে
সমুদ্রের ঢেউ
আমাকে উদ্দীপ্ত করে তোমার কবিতা
ছোটো ছোটো পঙ্ক্তিকথা
আমাকে উদ্দীপ্ত করে তোমার প্রেষণা
রঙিন মলাটে টুকরো টুকরো প্রেম
আমার জীবনে আচানক তুমি
সুর-ছন্দের মনোজ্ঞ বাগান
আবার ইচ্ছে করে
হাতে নিই কবিতার খাতা
আবার ইচ্ছে করে ডুবে যেতে
যেখানে রাতভর অমর্ত্যের গান
আমার সাধ নেই আর কিছুতে
আর কিছুই জীবন বাঁচাতে পারে না
জীবন বাঁচাতে সুর চাই, এবং কবিতা
তোমার হাসিমুখ, গুচ্ছ গুচ্ছ তোমার প্রেরণা
৪ ডিসেম্বর ২০১৬
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একেবারে নিউট্রাল থাকলে জীবনে আর উদ্দীপণা কোথায়! ঠিক বলেছেন। একমত।
কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। ধন্যবাদ জাহিদ অনিক।
২| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪২
আখেনাটেন বলেছেন:
আপনার গান ও কবিতার প্রতি ভালোবাসা দেখে হিংসিত।
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার হিংসা আমাকে উদ্দীপ্ত করলো
৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩১
ল বলেছেন: জীবন বাঁচাতে সুর চাই,এবং কবিতা
তোমার হাসিমুখ, গুচ্ছ গুচ্ছ তোমার প্রেরণা --- শেষ দু চরণে চরম মুন্সীয়ানা।
ভালোলাগা।
২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪
সাইন বোর্ড বলেছেন: সেই প্রেরণা আসুক জীবনে, কবিতায় ভাল লাগা রইল ।
২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড। শুভেচ্ছা রইল।
৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এক্কেবারে পরিপূর্ণ কথামালা একটা প্রেমিক হৃদয়ের, দারুণ লাগলো কবিতায় ঢেউ খেলে যাওয়া প্রতীক্ষিত প্রেমের সুখ-সুর, শেষ লাইন দুটো একেবারেই সার্বজনীন ভালোবাসার গল্প, হৃদয়ের মনিকোঠায় সযত্নে রাখা কামনা।
আমার কাছে মনে হলো লেখকের মনে একটা সুরের টানে সাজানো যাওয়া কথা'র মালা।
শুভকামনা সদা শ্রদ্ধেয় প্রিয়।
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জাহাঙ্গীর নয়ন ভাই এত সুন্দর একটা কমেন্টের জন্য। ভালো থাকবেন।
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধতা !
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০
জাহিদ অনিক বলেছেন: জীবনকে উদ্দীপ্ত করার জন্য একটা তুমি থাকা অথবা না থাকা বেশ জরুরী। একেবারে নিউট্রাল থাকলে জীবনে আর উদ্দীপণা কোথায়!
কবিতা ভালো লেগেছে ভাইয়া।