নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

তাঁর কথা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩২


তিনি হারিয়ে যেতে ভালোবাসতেন, কিংবা দীর্ঘ জলডুবে
ঘুমিয়ে থাকতে; তারপর আকস্মিক জেগে উঠে
শুধাতেন, ‘এখন কি লেখেন না?’
অস্ফুট ‘না’তে রহস্যময় ভঙ্গিতে ওষ্ঠে ফোটাতেন স্মিতহাস্য।
‘লিখবেন। অন্তত আমার জন্য হলেও।’ বলতে বলতে ক্রমশ
হয়ে উঠতেন অদৃশ্যমান, এবং এক ফুৎকারে উধাও হয়ে গেলে
কয়েক টুকরো শব্দ বাতাসে ভেসে বেড়াতো আমার চারপাশে।

তিনি জানেন, আমি লিখি।
আমি জানি, তিনি তা পড়েন না।
তিনি জানেন, আমার একটা আরাধনা ছিল।
আমি জানি, লুকোচুরি তাঁর প্রিয় খেলা।

আমরা দুজনই জানি– আমাদের কোনো গন্তব্য নেই, ছিল না।
এ করেই প্রতিদিন ঘটে যৎসামান্য লেখার সূচনা।


আমি সরে যেতে চাই নি কোনোদিন,
তুমিই নিভৃতে নীরবে সরে গেলে
সবকিছু নিয়ে গেছো, যেতে যেতে পথের মর্মরে
সোনা ও ধুলোবালি সবই গেছো ফেলে


নারীরা এসেছিল, দুঃখ দিয়ে চলে গেছে, একে একে।
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

৩০ নভেম্বর ২০১০

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর আবেগ। আর আবেগ থেকে কবিতা। ভাষা সুন্দর। প্রানবন্ত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

সাইন বোর্ড বলেছেন: সব গুলোই অনবদ্য লাগল ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:


নারীরা এসে যদি চলে যান, এর থেকে বড় দু:খ বিশ্বে কিছু নেই

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর বলেছেন চাঁদগাজী ভাই। শুভেচ্ছা।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: মানুষ হিমালয় জয় করতে পেরেছে কিন্তু দুঃখ জয় করা আজো সম্ভব হয়নি, ছোট কাঁটার মতো বুকে বিঁধে থাকে আমরণ “শালা দুঃখ”

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দুঃখকেও জয় করা যায়, তবে কিছু কিছু দুঃখ আছে যা গুঁটিবসন্তের মতো অন্তরে গেঁথে থাকে।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

হাবিব বলেছেন: সুন্দর কথামালার অপূর্ব গাঁথুনি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.