|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
গোলাপ দেখি না
অথচ তার ঘ্রাণ কতদূর ভেসে যায়
বইয়ের পাতায় কয়েকটা কলি শুকিয়ে মচমচে
আজও এক অদ্ভুত গন্ধ ছড়ায়।
এমনি একদা সব কথা হঠাৎ কবিতা হয়ে ওঠে
বাতাসে তুফান
তারপর কী যে হয় উথাল পৃথিবী
হয় কি অনুমান?
তুমি তো কবিতা বোঝো না কবিতাবুড়ি
শুধুই লিখে রাখো
কুমার যেমন শিল্প বোঝে না, অবলীলায় শিল্প বুনেও
তুমি সুন্দর যতটা কৃষ্ণ তুমি নও
বিপুল মুখরা, গোলাপগন্ধা রমণীয় যবে হও। 
১৬ জানুয়ারি ২০০৯
** ই-বুক 'সোনাবীজ; অথবা ধুলোবালিছাই'
 ১৮ টি
    	১৮ টি    	 +৫/-০
    	+৫/-০  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৫৩
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
২|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৫৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৫৯
ঋতো আহমেদ বলেছেন: গোলাপগন্ধা ঝড়ে মুগ্ধতা ছড়িয়ে ছিটিয়ে পড়লো। ঠিক যেমন ঝড়ের পরে স্তব্ধ হয়ে পড়ে কিছুক্ষণ ঘর মঠ প্রান্তর তেমনি বিস্ময়ে ভালোলাগা লেগে রইল যেন এই কবিতায়। শুভেচ্ছা নেবেন প্রিয় কবি।
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:২৩
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার চমৎকার মন্তব্য পড়ে আমিও খুব মুগ্ধ হলাম। অনেক অনেক ধন্যবাদ রইল ঋতো আহমেদ ভাই।
৩|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:১৯
আখেনাটেন বলেছেন: অনবদ্য। 
 আমাকে কিছু কবিতা লেখার পাঠ দিন কবি।  
  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৩২
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
কাঠামো কবিতার মতো হলেই যে তা কবিতা
নয় তা আমরা জানি। অনেকের মোবাইল সেটিং এমন যে
তা থেকে কমেন্ট বা মূল লেখা পোস্ট করলে কবিতার অবয়বে
প্রকাশিত হয়। যেমন, কানিজ রিনা; তার কমেন্টগুলো লক্ষন্ন
করে দেখবেন, সুন্দর কবিতার পঙ্ক্তিতে
সুচারু কবিতা হয়ে ভেসে থাকে। এই কিছুদিন আগে
নায়করাজ রাজীব নুরও একটা কবিতা পাবলিশ করলেন
পড়তে গিয়ে দেখা গেলো ওগুলো বিক্ষিপ্তভাবে লেখা
নানান প্রসঙ্গের কিছু ফেইসবুক স্টেটাস
আমার এখন বন্ধ্যাত্ব চলছে। কিছুদিন গানে ডুবে ছিলাম
আজ সিনেমা দেখতে যেয়ে মন স্থির করতে 
পারি নি। কী করা যায় কী করা যায় ভাবতে ভাবতে
যথারীতি পুরোনো কবিতা ঘেঁটে এটা পেলাম আর
আপনাদের সকাশে ছেড়ে দিলাম। আপনারা পড়ছেন
এ আপনাদের অমায়িক বদান্যতা। আমি আর কবিতার
কী পাঠ দেব, আমি নিজেই পাঠ খুঁজছি শৈশব থেকে,
কৈশোর পেরিয়ে, যৌবন পেরিয়ে মধ্যগগনে আজও
৪|  ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:৩৩
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১১:৩৩
শায়মা বলেছেন: এই কবিতায় তো গোলাপের গন্ধ!!! 
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:২১
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি, অক্ষরগুলোতে গোলাপের পাঁপড়ি মাখানো হয়েছে
৫|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৩৯
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১২:৩৯
অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার! কবিতায় ভালোলাগা জানবেন
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:২৩
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অব্যক্ত কাব্য। শুভেচ্ছা।
৬|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৫:৩৮
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  ভোর ৫:৩৮
ল বলেছেন: আহ!! দারুণ কবিতা +++
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:২৬
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ মিস্টার ল। শুভেচ্ছা।
৭|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১৮
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:১৮
শিখা রহমান বলেছেন: অনেকদিন পরে আপনার কবিতা পেলাম। তবে এমন গোলাপগন্ধী মন উন্মনা করা কবিতার জন্যে অপেক্ষা করাই যায়।
শুভকামনা ও একরাশ ভালোলাগা রইলো কবি।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৩৬
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মন্তব্যে খুবই অনুপ্রাণিত হলাম আপু। গোলাপগন্ধি শুভেচ্ছা রইল
৮|  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:০২
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:০২
মনিরা সুলতানা বলেছেন: সুন্দর গোলাপের সুবাস লাগা কবিতা।
ভালোলাগা রাখলাম লেখায়।
  ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৩৭
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৩৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপু।
৯|  ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৫৯
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ১০:৫৯
জাহিদ অনিক বলেছেন: কখনো কখনো একটি গোলাপ নাকের সাথে লাগিয়ে বলতে ইচ্ছে করে, গোলাপ আমি তোমার গন্ধ বুঝি না।
মাঝেমাঝে কবিতা পড়ার পরেও বলতে ইচ্ছে করে- কবি, আমি কবিতা বুঝি না।
  ১৬ ই মার্চ, ২০১৯  সকাল ১১:০৪
১৬ ই মার্চ, ২০১৯  সকাল ১১:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা কবিতা লিখে ফেললেন দেখি!!!
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৪৭
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯  রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।