নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
-বাবু, কী হলো, কল ধরো না কেন?
-কল ধরে আর কী লাভ সোনা
কল ধরে কেউ হয় কি ধনী?
বকর বকর সারাটা দিন
আর কতকাল লাগবে ভালো?
আর কতকাল শুনতে হবে
রাত দুপুরে তোমার ঝাড়ি-
'গাধার মতো কত্ত ঘুমাও
কল ধরতেও হয় যে দেরি'!
কোথায় যেন ফুচকা বেচে
বারগার কোন্ টেক আউটে
তোমার সাথে হাঁটতে গিয়ে
পায়ের তলায় ফোসকা পড়ে
-কী হয়েছে, কও না সোনা
শরীর তোমার ঠিক আছে তো?
কোন সতীনে তোমার মাথায়
বেল ফাটিয়ে খাচ্ছে কাঁঠাল?
- কে আমারে কী বলেছে
তা জেনে আর লাভ কী তোমার?
ম্যাসেঞ্জারে চ্যাট করে কি
কেউ কোনোদিন প্রেম পেয়েছে?
খিদের চোটে খাচ্ছি পানি
আজকে বাসায় ভাত জোটে নি
ভাত খেয়েই কী লাভ বলো,
একদিন তো মরেই যাব।
২৯ মার্চ ২০১৮
'একদিন তো মরেই যাব'র সারাংশ
খেয়েদেয়ে আর কী হবে সোনামিঞা?
কাওরান বাজার থেকে কচি লাউ কিনে কী হবে, বাবু?
শোল মাছের ঝোলে কতটা স্বাদ,
তা চেখে দেখে কীইবা হবে?
দালানকোঠা, টাকাকড়ি, গাড়িবাড়ি দিয়ে
কী হবে আমার?
চন্দন পালঙ্কে শুয়েবসে রাতদিন ব্লগিং করে
কেউ কোনোদিন ধনী হইছে রে, সেফাতুল্লাহ?
প্রেমিকার পেছনে ঘুরতে ঘুরতে
জীবনটা তেজপাতা কইরা শেষমেষ কী পাবা?
এসবে কিছুই হবে না কাভা খাঁ,
একদিন তো মরেই যাবা।
***
'আজগুবি ছড়া'য় এটা নাই
'আজগুবি ছড়া' ডাউনলোড করতে চাইলে প্লিজ এখানে ক্লিক করুন।
উৎসর্গঃ
সেই বুদ্ধিমান ফটোশপিস্ট, যিনি নীচের স্ক্রিনশটটা তৈরি করে ফেইসবুকে ভাইরাল হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কমেন্টের উত্তর দিয়েই বা কী হবে? একদিন তো মরেই যাব
২| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৭
ইলি বলেছেন: হু একদিনতো মরেই যাবো। ধন্যবাদ।
০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকে ধন্যবাদ জানিয়ে কিন্তু অনেক কিছু পাব
৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ রাত ২:১৮
চাঁদগাজী বলেছেন:
একটু নড়েচড়ে বসতে হয়, লোক সংখ্যা কমে আসছে?
০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা
৪| ০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নায়করাজ রাজীব নুর
৫| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৮
নীলপরি বলেছেন: বাহ ! দারুণ ।
সেই কী হবে কিছু করে ?
শুভকামনা
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তাইতো! কিছু করে আর কীইবা হবে?
শুভকামনা আপনার জন্যও।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৭
আনু মোল্লাহ বলেছেন: বাহ! দারুণ।
মজা পাইছি।
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মজা পাইয়া আর কীইবা হবে?
তবু মজা পাইছেন যেহেতু, অন্তত ধন্যবাদটুকু নিন
৭| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটাই তো জীবন। এক দিন তো মরতেই হবে।
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এই সত্যের কাছে একদিন হার মানতেই হবে।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হাস্তেছি আর হাস্তেছি
হাসতে হাসতে মরেই যাবো
০৮ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত হেসে আর কী হবে? হাসতে হাসতে মরে যাবেন তো
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহা....
কমেন্ট করেইই বা কি হবে একদিন তো মরেই যাবো।
ভালোবেসেই বা কি হবে একদিন তো মরেই যাবো।