নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
সর্বশেষ যেদিন ব্লগে ঢুকতে ট্রাই করেছিলাম, সেদিন এবং তার আগের দুদিন কোনোমতেই ঢুকতে পারি নাই। আজ সোহানী আপুর ফেইসবুক স্টেটাস দেখে ট্রাই করলাম- মাশা'ল্লাহ, ব্লগে ইন হতে পারলাম।
মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল- হয়ত ব্লগ চিরতরে হারিয়ে গেলো! এ নিয়ে ফেইসবুকে একটা গ্রুপ ওপেন করায় সেই কষ্ট আরো অনেক বেড়ে গিয়েছিল, এবং তা দেখে নিশ্চিতও হয়ে গিয়েছিলাম- হয়ত আমার ধারণাই ঠিক- ব্লগ আর নাই। তাই রাগ, ক্ষোভ আর কষ্টে ফেইসবুক গ্রুপেও যাই নি।
ক্রিকেটের জন্য বুকটা হাহাকার করছে। এটা ঠিক যে, টিমের প্রতি আমাদের প্রত্যাশ্যা হয়ে গিয়েছিল অনেক বেশি। টিম আগের চাইতে অনেক ভালো করেছে, অনেক উন্নতিও হয়েছে দলে, ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার মতো দলকে হারিয়েছে, বাকিগুলোরও কলজের পানি শুকিয়ে দিয়েছে। কোনো ম্যাচেই শোচনীয় পরাজয় ঘটে নি। দলের এই পারফরম্যান্স নিয়া আমি খুশি। সবাই হয়ত খুশি হবেন না। চুলছেঁড়া বিশ্লেষণ করতে করতে প্লেয়ারদের চুল আর নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে একাকার করে ফেলবেন। কিন্তু আমি বলবো, অত হতাশ হবার কিছু নাই। যারা আমাদের নীচের অবস্থানে গেছে, অন্তত তাদের দিকে তাকিয়ে হলেও একটু সান্ত্বনা পাওয়া যায়। র্যাংকিং হিসাবে আফগানিস্তানের উপরে ৯ অবস্থানে আমাদের থাকার কথা। সেখানে আমরা আজ পর্যন্ত ৭-এ আছি। হয়ত সাউথ আফ্রিকা কাল অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে আমরা নেমে যাব ৮-এ। সার্বিক ভাবে, ফলাফল সন্তোষজনক।
তো, এই দুখের দিনে একটু আনন্দ করার জন্যই আইলাম। কী করিব কোথায় যাইব কার কাছে কী গান শুনিব? নীচে কিছু গান দিলাম, পরাণ ভরিয়া শোনেন। এতে যদি কারো বুকের কষ্ট একবিন্দু কমে, নিজের শ্রম সার্থক হইছে মনে করে আমিও একটু হালকা বোধ করিব।
শুরুতেই একটা এপিক গান - যন্ত্রণা উপশমের জন্য - আমার অন্তরায় আমার কলিজায় - ডলি সায়ন্তনী
এর পরের গানটা ক্ল্যাসিক পর্যায়ে চলে গেছে - নুসরাত ফারিয়া অভিনীত গান - আমার অন্তরায় আমার কলিজায় - ডলি সায়ন্তনী
ও চাঁদ - এক দুর্ধ্বর্ষ প্রেমিকের গান - রূপঙ্কর গেয়েছেন। দারুণ একটা গান
খেলবে টাইগার্স জিতবে টাইগার্স আগামী বিশ্বকাপ - চল চল চল - দুখুমামার গান
তুই আমারে করলি পাগল - বিন্দু কনা
আবার ব্লগে ঢুকতে পারবো কিনা জানি না। পারলে ভালো, না পারলে খোদা হাফেজ।
০৬ ই জুলাই, ২০১৯ রাত ১:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সহমত
২| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ২:৫০
চাঁদগাজী বলেছেন:
ক্রিকেটে জাতি যতটুকু ভালো করেছে, অন্য কিছুতে এতটুকু এগুতে পারেনি; ফলে, এটাই বড় প্রাপ্তি
১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন চাঁদগাজী ভাই।
৩| ০৬ ই জুলাই, ২০১৯ ভোর ৬:৫৬
নাহিদ০৯ বলেছেন: ফেসবুক আসক্তি কমাতেই ব্লগে সক্রিয় হয়েছিলাম। আপাতত ফেসবুক এর কথা পড়লেও মনে কোন অনুভুতি হয়না এই জঙ্গলটা সম্পর্কে। ব্লগের জন্য কোন ফেসবুক গ্রুপ না খুলে বরং কোন বিকল্প গ্রুপ এর কথা ভাবা যেতে পারে যেমন হোয়াটসএ্যাপ বা টেলিগ্রাম।
এর মধ্যে হোয়াটসএ্যাপ বেশ প্রচলিত আর টেলিগ্রাম নাকি বেশ সিকিউরড বলে শুনেছি, তবে খুব বেশি জানা নাই।
১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফেইসবুক আসক্তি কমাতে পারছি না। আমার ইদানীংকালে আরেকটা আসক্তি হলো ইউটিউব। ইউটিউবেই বেশি সময় যাচ্ছে। ফলে ব্লগের জন্য সময় জুটছে খুব কম
আপনার সাথে একমত। বিকল্প গ্রুপ খোলা যেতে পারে। এবং তা অলরেডি খোলা আছে। ওটাও ব্লক কিনা, তা অবশ্য জানা নেই। তবে, যে কন্ডিশনে এই ব্লগ ব্লক করা আছে, একই কারণে বিকল্প ব্লগও বন্ধ করে দেয়া হবে বলে মনে হচ্ছে।
৪| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ক্রিকেট নিয়ে আমি অনেক হতাশ। অনেক আশা নিয়ে খেলা দেখতে বসি আর মন খারাপ করে ঘুমাতে যাই।
১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শেষ খেলাটায় জেতা দরকার ছিল। শেষের দুটো ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ায় যে কষ্ট পেয়েছি তা কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে। তবুও দীর্ঘশ্বাস চলে আসে।
৫| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দুধের স্বাদ ঘোলে মেটানো!!!!
সেমির স্বপ্ন নাই হয়ে গেলে আর কি গানে গানেই মনকে দাও সান্তনা
১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, দুধের স্বাদ পারি তো দই দিয়াই মেটাই
৬| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৩
মাহমুদুর রহমান বলেছেন: ক্রিকেটের পেছনে যে টাকা ব্যয় হয় সে টাকা দিয়ে বেকারদের কর্মসংস্থান করা ভালো।
৭| ০৭ ই জুলাই, ২০১৯ ভোর ৫:১৫
সোহানী বলেছেন: আমার সমস্যা হলো আমার সাথে চাকরী করে এক কলকাতা দাদা। অফিসে বসে সারাদিন খেলা দেখে আর আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করে............. সাকিব এটা করেছে, মুশফিক এ ঝামেলা পাকিয়েছে। একবার শুধু সহ্য করতে না পেরে বল্লাম আম্পায়ার যদি ইন্ডিয়ান টিম হয়ে খেলে তাহলেতো তাদের জিততে অসু্বিধা নেই। যে বল্লাম অমনি তেলে বেগুনে জ্বলে গেলো। আমি কানে তুলা দিয়ে সেখান থেকে চলে গেলাম। এরপর থেকে সে আরো বেশি কানের কাছে ঘ্যান ঘ্যান করে। মনে চায় চড়ায়ে দাঁতের পাটি খুলে ফেলি। কেমনে যে সহ্য করছি......................
৮| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: যদি খেলায় দেশের পারফরম্যান্স ব্যাখ্যা করতে যাই তাহলে আনন্দের চেয়ে বেদনাই বেশি। বিশ্বকাপে ভালোদলগুলোর মধ্যে আমাদের অভিজ্ঞতা অন্যদের তুলনায় অনেক কম। তবু টাইগাররা হতাশ করেনি । বৃষ্টি বিঘ্নিত টুর্নামেন্ট। তবু এবারে ফাইনাল খেলার মত খেলা আমি আগে দেখিনি। এইবারে ফাইনালে একজন আর্কিটেক্ট দেখলাম। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়া স্টিভওয়াহ কেও ম্লান করে দিয়ে স্টোকস অনন্য উচ্চতায়। বিশ্বাস হয় না। তাই তো বলি দারুন বিশ্বকাপ। ক্রিকেটের জয় হলো সবশেষে।
৯| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৩
ইসিয়াক বলেছেন: আমি যেদিনই খেলা দেখি সেদিনই বাংলাদেশ হেরে যায়। আর তাই এখন আর খেলা দেখিনা।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১:৩৯
শাহিন-৯৯ বলেছেন:
১৯৯৯ বিশ্বকাপে বাংলদেশের খেলা দেখে বেশি আনন্দ পেয়েছিলাম তখন কাপ জিতার স্বপ্ন ছিল না, ম্যাচ জেতার স্বপ্ন ছিল ম্যাচ জিতেছেল এবার সেমি-ফাইনাল স্বপ্ন ছিল----------
বাংলাদেশের ব্যার্থ হওয়ার মূল কারণ আমার দৃষ্টিতে--
১) প্রথম দশ অভার বল করার মত আগ্রাসী কোন বলার আমাদের নাই,
২) স্ট্রাইক রেট
৩) ফিল্ডিং
৪) একজন লেগ স্পিনারের অভাব