নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

প্রাণ

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৮

তোমার চোখে মেঘের মতো চোখ
তোমার বুকে ধান ফলানো বুক
হৃদয় তোমার নদীর হৃদয় আজো
গুপ্তধনের অমূল্য সিন্দুক

তোমার গানে আছে পাখির গান
তোমার প্রাণেই এই পৃথিবীর প্রাণ

১৯ আগস্ট ২০১৯

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২০

ইসিয়াক বলেছেন: ভালো।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমাদেরকে তো ভয়ংকর বিপদে ফেলেছেন আপনি, তাকে তো বাঁছিয়ে রাখতেই হবে; ফেল করলে, আমরা নেই!

৩| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:



আরেকটা লাইন কোনভাবে যোগ করা যায় না: "বিড়ালের সাতটি প্রাণই তোমার প্রাণ"?

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাকে তো আরো ভয়ঙ্কর বিপদে ফেলে দিলেন। ৭টি বিড়ালের রহস্য চুলের পাশ দিয়ে চলে গেল।

তোমার চোখে প্যাঁচার মতো ঘুম
অন্ধকারের নির্জনতার সুখ
নরম পায়ে ৭টি বেড়াল হাঁটে
আলতো ছোঁয়ায় হাসে মাটির বুক

৪| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২০

আখেনাটেন বলেছেন: অল্প কথায় অনেক কথার গাঁথা...........। :D

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আখেনাটেন। শুভেচ্ছা।

৫| ২০ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:০১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

অনেক দিন পর ব্লগে দেখলাম আপনাকে।

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। হ্যাঁ, অনেকদিন পরই। বিশেষ কোনো কারণ নেই, অন্যদিকে একটু বেশি মগ্ন থাকি, এই আর কী। ভালো থাকবেন।

৬| ২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০৩

সোহানী বলেছেন: এতো সর্টকাট কবিতা!!! চাদঁগাজী ভাই এর মতো বলি আরো না হয় কিছু এড করে দেন...........

৭| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন প্রিয় কবি!

আপনার কবিতা এক কাছের মনে হয় কেন জানিনা।
মুক্ত আলোর মতো।

অনেক মিস করেছি আপনাদের গত কয়েক মাস।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.