নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

দীপ ছিল শিখা ছিল, কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই

৩১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৫



চিরসবুজ মান্না দে'র চিরসবুজ গান। ২০১৫ সালের দিকে অল্প কয়েকটি গান নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম; এরপর মান্না দে'র আরো কিছু গান যোগ করে আরেকটি পোস্ট দিয়েছিলাম। আজ আরো কয়েকটা গান যোগ করে এ পোস্টটি দিলাম।

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ

তীরভাঙা ঢেউ নীড়ভাঙা ঝড়

আবার হবে তো দেখা

তুমি নিজের মুখেই বললে যেদিন

যদি কাগজে লেখো নাম

ক' ফোঁটা চোখের জল

এইতো সেদিন তুমি আমারে বোঝালে

আমি ফুল না হয়ে

তুমি আর ডেকো না

শাওন রাতে যদি

কতদিন দেখি নি তোমায়

জীবনে কী পাব না

জানি তোমার প্রেমের যোগ্য আমি তো নই

পউষের কাছাকাছি রোদমাখা সেইদিন

ও কেন এত সুন্দরী হলো সুচিত্রা সেন

ও কেন এত সুন্দরী হলো - বিপাশা বসু

তুমি একজনই শুধু বন্ধু আমার

শুধু একদিন ভালোবাসা ব্লগার রাজীব ও সুরভি

সব তোমারই জন্য ব্লগার সুরভি ও রাজীব

হয়ত তোমারই জন্য

সবাই তো সুখী হতে চায়

খুব জানতে ইচ্ছে করে

দীপ ছিল শিখা ছিল

কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই

এই কূলে আমি আর ঐ কূলে তুমি


মন্তব্য ১১ টি রেটিং +৯/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৪

বিজন রয় বলেছেন: শুভ বিকেল।
+++++

২| ৩১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

নীল আকাশ বলেছেন: উনার খুব জানতে ইচ্ছে করে গানটা আমার মারাত্মক পছন্দ।
২বাংলায় উনি খুবই পরিচিত কিংবদন্তী গায়ক।
সুন্দর পোস্টের জন্য অভিনন্দন রইল।

৩| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:০২

খায়রুল আহসান বলেছেন: "প্রিয়" তে রাখার মত পোস্ট। রাখলাম এবং পোস্টে + দিয়ে গেলাম।

৪| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: প্রতিটা গান দারুন সুন্দর।

৫| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে দেখে খুশি হলাম।
সেবার বলেছেন চোখের সমস্যা চলছে, বেশি পড়াশোনা করতে পারছেন না। আশাকরি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। পোস্ট দেখেই বুঝেছি সুন্দর সুন্দর গান শুনছেন এবং আমাদেরকে শুনানোর ব্যবস্থা করেছেন। অজস্র ধন্যবাদ আপনাকে। আপনার দেওয়া লিঙ্কগুলি প্রত্যেকটা সুন্দর। কোনটা ছেড়ে কোনটা যে শুনি। মন্তব্য করার আগে বেশ কয়েকটি গান শুনলাম। পরে সময় নিয়ে আরো কিছু শুনবো।

শুভকামনা আপনাকে।

৬| ৩১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: তুমি কেমন করে গান করো হে গুণী

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৮

আখেনাটেন বলেছেন: পউষের কাছাকাছি রোদমাখা সেই দিন এখন শুনছি। :D

এই সকল গান কখনই পুরাতন হবার নয়।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩০

রাকু হাসান বলেছেন:

আপনি কেমন আছেন ? স্বাস্থ্য কেমন ? চোখের উন্নতি হয়েছে ?

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: মান্না দে'র কিছু গান প্রায়ই শুনা হয়। এখন কয়েকটা শুনলাম।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

দৃষ্টিসীমানা বলেছেন: আহা কি সময় , কি সময় চলে গেল ।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা হা !!!

যনে সূখের খনি!
স্মৃতির খনি
ভাললাগা আর ভালবাসার গানের খনি ;)

স্মৃতি কাতর করায় শুভেচ্ছা ভায়া :)

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.