নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

এই আনন্দঘন দিনে শুধু গান আর গান

২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮



আজি আনন্দধারা বহিছে ভুবনে ব্লগ মুক্তির কারণে। এমন দিনে শুধু গান আর গান। ভালো লাগে ডুবে যেতে। ভালো লাগে আকাশে উড়তে, পাহাড়-সমুদ্রে ঘুরতে।
আজকের বেশিরভাগ গানই হলো রুনা লায়লার। এর সাথে আছে আবিদা সুলতানার দুটি, ফাহ্‌মিদা নবী ও ফেরদৌসী রহমানের ১টি করে জনপ্রিয় গান এবং সাবিনা ইয়াসমিনের একটা লালনগীতি। আরো পাবেন রুনা লায়লার একটা আগুন-জ্বালানো উর্দু ছায়াছবির গান (সিরিয়াল-২৫)। সবশেষে 'বোনাস' হিসাবে আমার বড়ো ছেলের কম্পোজ করা একটা ইন্সট্রুমেন্টাল মিউজিক, যেটি তার প্রথম কম্পোজিশন।

ও, ব্লগার/ফেইসবুকার সুমনা নীলের (বহতা) একটা কভার সং আছে সিরিয়াল-৬-এ (যখন থামবে কোলাহল)।

১।

মাগো তোর কান্না আমি সইতে পারি না - রুনা লায়লা

২।
এ কী বাঁধনে বলো জড়ালে আমায় - আবিদা সুলতানা

৩।
তুমি চেয়েছিলে ওগো জানতে (ভার্সন-১) - আবিদা সুলতানা

৪।
তুমি চেয়েছিলে ওগো জানতে (ভার্সন-২) - আবিদা সুলতানা

৫।
যখন থামবে কোলাহল - রুনা লায়লা

৬।
যখন থামবে কোলাহল - ফেইসবুকার/ব্লগার সুমনা নীল (বহতা ব্লগ)

৭।
যখন আমি থাকবো নাকো - রুনা লায়লা

৮।
মন চায় প্রতিদিন - রুনা লায়লা



৯।
আমাকে দেখার সেই চোখ তোমার কই গো - রুনা লায়লা

১০।
রূপে আমার আগুন জ্বলে - রুনা লায়লা

১১।
এই মনের মানুষ হইল কে - রুনা লায়লা

১২।
এই দিলের তালা খুললো কে - রুনা লায়লা

১৩।
ও বন্ধুরে প্রাণো বন্ধুরে

১৪।
রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা - রুনা লায়লা

১৫।
তুমি যাইবা কেমনে বলো যাইবা কোনখানে - রুনা লায়লা


১৬।
হাতের কাঁকন ফেলেছি খুলে - রুনা লায়লা

১৭।
হায়রে স্মৃতি বড়ো জ্বালাময় - রুনা লায়লা

১৮।
আমি রূপনগরের রাজকন্যা - ফেরদৌসী রহমান

১৯।
আমি রূপনগরের রাজকন্যা - ফাহ্‌মিদা নবী

২০।
আপন ঘরের খবর নে না (লালনগীতি) - সাবিনা ইয়াসমিন

২১।
গানেরই খাতায় স্বরলিপি লিখে (সংক্ষিপ্ত ভার্সন) -রুনা লায়লা

২২।
গানেরই খাতায় স্বরলিপি লিখে (মুভি ভার্সন) - রুনা লায়লা



২৩।
ভুলিতে পারি নে তাই (নজরুল গীতি) - রুনা লায়লা

২৪।
বুকে আমার আগুন জ্বলে - রুনা লায়লা

২৫।
দিল ধরকে মেয় তুম সে (উর্দু ছবি) - রুনা লায়লা

বোনাস

২৬।
আমার বড়ো ছেলের কম্পোজ করা ইন্সট্রুমেন্টাল (গিটার)

Tume, Composition and Guitar by Pilot

সবার জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা।



মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, রুনা লায়লা আপা আমার পছন্দের প্রথম শিল্পী।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমারও প্রথম পছন্দ রুনা লায়লা। ধন্যবাদ ঠাকুর ভাই।

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


আনন্দের সময় নিজে গাইতে হয়

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

তাতো গাইতেছিই, কিন্তু শোনাইতে/দেখাইতে পারতেছি না, এই আর কী :( আপনি কী কী গাইলেন?

৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: নদীর মাঝি বলে আহঃ উনার যা চুলের কাট ছিলো এতেই আমরা সবাই দিওয়ানা ছিলাম। হোয়াট আ গোল্ডেন টাইম উই পাস - - - -

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ সময়ের ভিডিওগুলোতে তাঁর কণ্ঠমাধুর্য ও আকর্ষণীয় চেহারার এক অপূর্ব সংমিশ্রণ ছিল। বিটিভি আমলের কথা বলছি। লাল/কমলা শাড়ি, হলুদ শাড়িতে তিনি তিনি অনন্যসাধারণা।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: প্রতিটা গান অত্যন্ত মনোমুগ্ধকর।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৮

প্রামানিক বলেছেন: গানগুলি চমৎকার

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩

কিরমানী লিটন বলেছেন: প্রতিটি গানই আমার খুব পছন্দের- চলুক, আনন্দের এই বহমান ধারা। ভালোবাসা আপনাকে.....

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রতিটা গানই আপনারও পছন্দের , এটা জেনে ভালো লাগলো। আপনার জন্যও ভালোবাসা।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর সব গান।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ২৫ নং গানটা শুনলাম। বেশ ভালো গেয়েছেন।
গানটা সম্ভবত বেশ আগের।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওটা ১৯৭০ সালে মুক্তি পাওয়া উর্দু ছবি 'আনজুমান'-এর গান। এ গানের জন্য রুনা লায়লা সেরা শিল্পীর পুরস্কার পান।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:০০

আখেনাটেন বলেছেন: 'তুমি যাইবা কেমনে' গানের মডেল দেখে তো বলতে মন চাচ্ছে 'তুমি যেমনে চাইবে তেমনেই যাইব'। :-P

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

বিষটা ক্লিয়ার করা অতীব জরুরি হয়ে পড়লো যে। যেমনে পারেন তেমনেই ছুটে বাইর হইতে চাইছেন, নাকি যে-কোনো প্রকারেই হউক তাহার কাছে যাইতে চাইছেন? শীঘ্র স্পষ্ট করুন :)

১০| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৬

মাআইপা বলেছেন: ২৬ নম্বরের লিংকটা আপডেট করতে হবে মনে হয়। শুনতেই হবে এটা।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লিংকটা ভুলে অন্য জায়গায় পড়ে গিয়েছিল। ঠিক করা হয়েছে। আপনার উৎসাহের জন্য ধন্যবাদ। ভালো লাগলো আমার।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৬

মামুণ বলেছেন: বহু দিন পর

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, বহুদিন পর আপনার কমেন্টের রিপ্লাই দিলাম। ধন্যবাদ বহুদিন পর আসার জন্য। শুভেচ্ছা।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

আমি কিন্তু ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলের গান গুলো শুনি।

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি কিন্তু সেটা জানি :) এবং আপনার কমেন্টের রিপ্লাইও নিয়মিত দিয়া থাকি :) ধন্যবাদ সেজন্য।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৯

ফয়সাল রকি বলেছেন: ভালো কালেকশন! সময় করে শুনবো। :)

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আশা করি সময় পেলে শুনবেন। ধন্যবাদ ফয়স্ল রকি।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

মাআইপা বলেছেন: কম্পোজিশনটা শুনলাম, দারুণ লাগলো এবং টাইটেলের সাথে এনিমেশনটাও ভাল হয়েছে। আশা করছি খুব শীঘ্রই আরো নতুন কম্পোজিশন শুনতে পাব। শুভকামনা রইল পিতা পুত্রের জন্য।

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছেলের কোনো কিছু ভালো বলে প্রশংসিত হলে ছেলের চাইতে বাবার আনন্দ হয় বেশি। ধন্যবাদ আপনাকে।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৯

সোহানী বলেছেন: একসময় মনে পড়ে ঈদের সময় রুনা লায়লার একক সঙ্গীত হতো। সারাদিন অপেক্ষায় থাকতাম…...।

একজন অসাধারন শিল্পী। আর কালেকশানে রাখার জন্য আপনার ব্লগটিই যথেষ্ট……..

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আর কালেকশানে রাখার জন্য আপনার ব্লগটিই যথেষ্ট…….. ধন্যবাদ আপু।

রুনা লায়লার গান যেগুলো আমার সংগ্রহে আছে, তা শুনতে চাইলে এখানে ক্লিক করবেন প্লিজ - রুনা লায়লার গান

১৬| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩২

সোহানী বলেছেন: আপনার ছেলের কম্পোজিশানও ভালো লেগেছে...

০৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু।

১৭| ০৭ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মিরোরডডল বলেছেন:



ধুলোর লিস্টে রুনার এতো গান অথচ আমার প্রিয় গানটাই নেই

মন যদি নাহি দাও
মন তবে নিও না


০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা একটা অসাধারণ গান। কিন্তু এখনো এটার ভিডিও করা হয় নি বলে আমার সংগ্রহে নেই। এরকম আরো অনেক গান পেন্ডিং আছে

১৮| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:২০

মিরোরডডল বলেছেন:



এটার যদি কখনও ভিডিও করা হয়, সেখানে অন্য কোনও মেয়ে না, রুনাকে নিয়েই যেন করে ধুলো ।
Look at her. Simplicity is the beauty. She was so attractive. No make-up, no jewellery but she was looking awesome. That’s how I loved her.

০৭ ই জুলাই, ২০২০ রাত ৮:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Would you plesae try if you could open and download this link? Just added now.

১৯| ০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:০৮

মিরোরডডল বলেছেন:



152 pages all good.
সেভ করে রাখলাম ধুলো ।
সিরিয়াসলি ? ৩৬ গল্প এখন হাতের মুঠোয় :)

০৭ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফেইসবুকে অনেক টেস্ট অ্যান্ড ট্রায়াল করছি লিংকগুলো নিয়ে। মিডিয়া ফায়ারে আমার ফাইলগুলো আপলোড করা আছে, কিন্তু মিডিয়া ফায়ার ওপেন করতে পারছি না। একটু প্লিজ এটাও ট্রাই করে প্লিজ বলুন আপনার ওখানে ওপেন হয় কিনা। স্যরি ট্রাবল দেয়ার জন্য।

২০| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:১৩

মিরোরডডল বলেছেন: স্যরি বলার কিছু নেই ধুলো । অফকোর্স ইউ ক্যান আস্ক ফর ইট ।
প্রথমটা খুব ইজি হয়ে গেলো কিন্তু এটা হচ্ছেনা :(
এটা ডাউনলোড করতে কোনও একটা প্রোগ্রাম আমার ল্যাপটপে নেই মনে হয় ।

০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ বুঝতে পেরেছি, মিডিয়াফায়ারের কোনো সমস্যা হচ্ছে। কেউ পারছেন না। ধন্যবাদ ট্রাই করার জন্য।

২১| ০৭ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৩

মিরোরডডল বলেছেন:
ইউ অলওয়েজ ওয়েলকাম ধুলো

১০ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: :)

২২| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:১০

মিরোরডডল বলেছেন:

এখানে এতদিন পর । ভুল করে ?
পান্তাভাতে যে একটা কমেন্ট দিয়েছি ধুলো কি মিস করেছে ওটা ।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: না, আপনাকে কোন পোস্টটা উৎসর্গ করেছিলাম, সেটা খুঁজতে যেয়ে দেখি আপনার একটা কমেন্টে রিপ্লাই দেয়া হয় নি। অনেক নোটিফিকেশন পাই না। আবার অন্যের অনেক কমেন্ট আমার ড্যাশবোর্ডের ডানে দেখা যায় না।

২৩| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৭

মিরোরডডল বলেছেন:



ধুলো কষ্ট করে কেন খুঁজবে ???
আমাকে বললেই হতো আমি বলে দিচ্ছি ।
ফেব্রুয়ারিতে লাইফ অভ ফানি থিংস ।

আহারে নিজেই ভুলে গেছে :|
ডোন্ট ওয়ারী আমিতো ফান করে কতকিছুই বলি ।

১০ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অবশেষে আমিও খুঁজে পেলুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.