নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
শিল্পীর নাম সাইদা তানি। আমি এ শিল্পীর কণ্ঠে শাহ্ আব্দুল করিমের যে-কটা গান শুনেছি, আমার কাছে সেগুলো অন্য যে-কোনো শিল্পীর গাওয়া গানের চাইতে সেরা মনে হয়েছে। এখানে সাইদা তানির মোট ৭টা গান শেয়ার করলাম। গানগুলোর মিউজিক ডিরেক্টর ছিলেন ইবরার টিপু। সাইদা তানির গানে ইবরার টিপুর মিউজিক কম্পোজিনও অসাধারণ। দু-একটা গানের রেকর্ডিঙে সামান্য অডিও ত্রুটি আছে। ত্রুটিগুলো রেক্টিফাই করার চেষ্টা করেছি। 'আমি কুলহারা কলঙ্কিনী' গানটার মূল ভিডিওটি ফাস্ট ট্র্যাকে রেকর্ড করা হয়েছিল, যাতে প্রচুর ডিস্টরশন ছিল। ওগুলো ঠিক করে অডিও স্পিড একটু স্লো করে নরমাল স্পিডে এনেছি, প্লাস একটু রিমেইক ও এক্সেটেনশনও করা হয়েছে। যথারীতি, সবার নীচে ব্লগার পাপনের গাওয়া একটা ডুয়েট বোনাস হিসাবে পাবেন।
১। তোমার কি মায়া লাগে না - সাইদা তানি
২। সোনাবন্ধু ভুইলো না আমারে রে - সাইদা তানি
৩। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু - সাইদা তানি
৪। দরদিয়া রে বন্ধু দরদিয়া রে - সাইদা তানি
৫। বন্ধুয়ারে কই পাব সখী গো - সাইদা তানি
৬। তোমারও পিরিতি বন্ধু রে বন্ধু
৭। আমার বন্ধুয়া বিহনে গো
বোনাস - ব্লগার পাপনের সাথে শম্পার একটা ডুয়েট
২০০৯ সালে ব্লগার পাপনের কাছ থেকে এ গানের ডাউনলোড লিংক পাই। ব্লগার পাপন আর সহশিল্পী শম্পা এ গানটা গেয়েছিলেন। গানটা আমার খুবই ভালো লাগে। দেশে-বিদেশে যেখানেই গেছি, মাঝে মাঝে এটা শুনেছি।
আজ আকাশের মন ভালো নেই - ব্লগার পাপন ও শম্পা
কথা ও সুর- আবিদ রনি
শিল্পী - পাপন ও শম্পা
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই। শুভেচ্ছা।
২| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: দারুন সব গান।
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নায়করাজ রাজীব নুর ভাই।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি - - -
আহা!
কলিজার ভিত্রে কই জানি লাগে টান!!!!!!!!!!!
ধন্যবাদ ভাযা শেয়ারে
+++
১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কলিজার ভিত্রে কই জানি লাগে টান - মনের কথাই বলেছেন। গানগুলো শুনতে শুনতে মন অস্থির হয়ে ওঠে।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১১
নুরহোসেন নুর বলেছেন: প্রতিটি গান আমার ফেভারিট,
ধন্যবাদ লিংক দেওয়ার জন্য।
১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৫| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪১
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: শুনছি আর মন্তব্য করছি। ভালই লাগছে
১৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৬
সোহানী বলেছেন: আরে আসলেই দারুনতো………...।
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি আপু, আমার কাছে খুব ভালো লেগেছে এই আপুর গানগুলো।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৯
হাবিব বলেছেন: দারুণ কিছু গানের কালেকশন দিলেন। ধন্যবাদ খলিল ভাই