নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বহুদিনের পিরিত গো বন্ধু একই দিনে ভেঙো না || আব্দুল আলীমের কালজয়ী পল্লীগীতি

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯





প্রেমের মরা জলে ডোবে না


দোল দোল দোলুনি


ক্যান বা তারে সঁপে দিলাম


হলুদিয়া পাখি সোনারি বরণ


শোনো গো রূপসী কন্যা গো


আমার প্রাণের প্রাণ পাখি আমার হীরামন পাখি


চিরদিন পুষলাম এক অচিন পাখি


বহুদিনের পিরিত গো বন্ধু


কে গো নীরলে বসি



১০
রুপালি নদীরে রূপ দেইখা তোর হইয়াছি পাগল

১১
কে কথা কয় রে দেখা দেয় না - ভার্সন-১

১২
কে কথা কয় রে দেখা দেয় না - ভার্সন-২

১৩
আর কতকাল ভাসবো আমি

১৪
অসময় বাঁশি বাজায় কে রে

১৫
থাকতে তুমি অয়ার ঘাটাতে নাইয়া

১৬
নাইয়া রে নায়ে বাদাম তুইলা

১৭
মাঝি বাইয়া যাও রে

১৮
পিঞ্জিরার পাখির মতো আমি তারে উইড়া যাইয়া দেখি

১৯
কে যাও ভাটির দেশের নাইয়া রে ভাইটালি গান গাইয়া





২০
যারে ছেড়ে এলাম অবহেলে রে

২১
দয়া করে এসো দয়াল

২২
তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে

২৩
মেঘনার কূলে ঘর বান্ধিলাম

২৪
কে গো নীরলে বসি

মন্তব্য ৪৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: আমার প্রিয় শিল্পী।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মরমী গায়ক আব্দুল আলীম আমাদের সবার অতি প্রিয় শিল্পী। ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

বিজন রয় বলেছেন: বাংলার অমূল্য সম্পত্তি।
+++++

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঠিক বলেছেন। শুভেচ্ছা রইল বিজন রয়।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




কালজয়ী শিল্পী আব্দুল আলীম।



২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি কালজয়ী শিল্পী আব্দুল আলীমকে।

শুভেচ্ছা রইল ঠাকুর মাহমুদ।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

চোরাবালি- বলেছেন: এক সময় আশে পাশের কয়েক গ্রামের মধ্যে আমাদেরই রেডিও কাম ক্যাসেট প্লেয়ার। হক ব্যাটারি দিয়ে চালাতে হত, পরে অবশ্য এসিড ব্যাটারি কেনা হয়েছিল। খুলনা বেতার আব্দুল আলিমের গানের সিডিউলে আশে পাশের অনেকেই আসত আমাদের বাসায় গান শোনার জন্য। আমার বাবাও ছিলেন অত্যন্ত আনন্দ প্রেমী। সর্বদা অধিক মানুষ নিয়ে তিনি মাতামাতি করে থাকতে ভালোবাসতেন। চাঁদনীরাতে উঠানে মাদুর বিছিয়ে সবাই বসে গান শুন, কখনও রেডিও কখনও বা ক্যাসেট প্লেয়ারে। ঝলমলে এই রাতগুলি এখনও মনে পরে।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার স্মৃতিচারণ শুনে আমিও খুব নস্টালজিক হলাম। আমাদের পাড়ায় মাত্র একটি বাড়িতে, আমাদের দু বাড়ির পরের ঘরে একটা রেডিও ছিল। একাত্তর পরবর্তী সময়ের কথা বলছি, যখন আমি খুব ছোটো। সন্ধ্যার পর সেই বাড়ির উঠোনে বিছানা বিছিয়ে মাঝখানে রাখা হতো রেডিওটা; আমরা গোল হয়ে রেডিওর চারপাশে বসতাম। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে, খুব সম্ভবত দুর্বার অনুষ্ঠানে, বা এর আগে-পরের অনুষ্ঠানে পল্লীগীতি শোনানো হতো। পল্লীগীতি মানেই আব্দুল আলীমের গান একাধারে অনেকগুলো। সেই গান শেষ হয়ে গেলে রেডিও বন্ধ করে দেয়া হতো, আর আমরা মন খারাপ করতাম।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

রাজীব নুর বলেছেন: আপনার গানের পছন্দ খুব ভালো।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রশংসা পেয়ে খুব আনন্দিত হলাম নায়করাজ রাজীব ভাই। শুভেচ্ছা।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

কিরমানী লিটন বলেছেন: এ মাটির মরমি গায়ক প্রিয় আব্দুল আলীমের প্রতি বিমুগ্ধ ভালোবায় বিনম্র শ্রদ্ধা....

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শ্রদ্ধা আর ভালোবাসায় তিনি আমাদের মনে চিরজাগরুক থাকবেন।

শুভেচ্ছা রইল লিটন ভাই।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

জগতারন বলেছেন:
লাইক দিলাম ও সংগ্রহ করিয়া রাখিলাম।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই -এর প্রতি সুভেচ্ছা।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: লাইক দিয়ে সংগ্রহে রাখার জন্য অনেক ধন্যবাদ জগতারন। আপনার প্রতিও শুভেচ্ছা রইল।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

সোনালী ডানার চিল বলেছেন:
মরমি গায়ক আব্দুল আলিমকে নিয়ে আপনার এই পোষ্টটি প্রিয়তে রাখলাম।
আমরা যেন আমাদের মাটিকে ভুলে না যাই, শেকড়’কে না ভুলে যাই-

চমৎকার পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা শত চেষ্টা করলেও শিকড় থেকে বিচ্ছিন্ন হতে পারবো না। মাটির হৃদয় ভেদ করে আসা গানই যেন আব্দুল আলীমের গান; এই গান ভুলে যাওইয়া মানে নিজের অস্তিত্বকেই ভুলে যাওয়া।

সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ কামরুল বসির ভাই। শুভেচ্ছা।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বড্ড নস্টালজিক হলাম।
এক একটা গানের চরন পড়ছিলাম আর মনে হচ্ছিল যেন সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান 'দুর্বারে' গানটা শুনছি !!

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, উপরে 'দুর্বার' অনুষ্ঠানের কথা আমিও উল্লেখ করেছি। ছোটোবেলায় গান বলতে মূলত আব্দুল আলীমের গানই বুঝতাম। এর বাইরে অন্য শিল্পীদের নামও তেমন জানতাম না, যেমন নীনা হামিদ, ফেরদৌসী রহমানের গানও শুনেছি, কিন্তু তাদের নামের সাথে পরিচিত হতে সময় লেগেছিল। রেডিওর বাইরে মাইকে শুনতাম গান। কোনো কোনো মরসুমে মাইক বাজানোর হিড়িক পড়তো; মাইকে আব্দুল আলীমের গান কখনো বাজানো হবে, তা নিয়ে অপেক্ষায় থাকতাম।

ধন্যবাদ লিটন ভাই কমেন্টের জন্য।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২১

হাবিব বলেছেন: এই গানগুলো যে কত বার শুনেছি হিসাব নেই। আমার বাবাই এই গানের ক্যাসেট কিনে দিয়েছিলো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ হাবিব ভাই।

সালাম আপনার বাবার প্রতি।

ভালো থাকুন। শুভেচ্ছা।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: খুব প্রয়োজনীয় পোষ্ট এটি।
ধন্যবাদ রইল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়াকারকে দেখা গেল বহুদিন পর। ধন্যবাদ আপনাকে বরকতউল্লাহ ভাই। শুভেচ্ছা।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪২

পুলক ঢালী বলেছেন: আপনার বদান্যতায় অনেক অনেক আগে শোনা গানগুলি আবার শুনে প্রাণ জুড়িয়ে গেল। নাইয়ারে নায়ের বাদাম--মাঝি বাইয়া যাওরে -- গানগুলি এক সময় ছেলে বুড়ো সবার কন্ঠে কন্ঠে বাজতো। আজ ব্যান্ড রিমিক্সের ভীড়ে এগুলো হারিয়ে যেতে বসেছে ।
আপনাকে অনেক ধন্যবাদ কালেকশন গুলি শেয়ার করার জন্য।
ভাল থাকুন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলায় গান বলতে আমরা আসলে এগুলোকেই বুঝতাম। খুব ফানি ঘটনা হলো, রেডিওতে যখন পল্লীগীতি বা ছায়াছবির গানের পর অন্যান্য গানের অনুষ্ঠান শুরু হতো, তখন রেডিও বন্ধ করে দেয়া হতো :)

যদিও আমি সব গানেই ডুবে থাকি, তবে ফোক গান যে আমাকে বেশি টানে ও কাবু করে, সে বিষয়ে সন্দেহ নাই।

আপনাকে ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।

১৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

পুলক ঢালী বলেছেন: পুনশ্চ: জনাব আব্বাসউদ্দীনের গানের এমন কালেকশন থাকলে সেটাও শেয়ার করার জন্য অনুরোধ রইলো। :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আব্বাসউদ্দীন আহমদের গানের কালেকশনও একদিন শেয়ার করার প্ল্যান আছে। আশা করি শীঘ্রই দেয়া যাবে।

ধন্যবাদ পুলক ঢালী।

১৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার প্রশংসা পেয়ে খুব আনন্দিত হলাম নায়করাজ রাজীব ভাই। শুভেচ্ছা।

আমি কিন্তু আপনার গান গুলো শুনি। তা নিশ্চয়ই জানেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি যে আমার গানগুলো নিয়মিত শোনেন, তা আমি জানি এবং সেখানে আপনি কমেন্টও করে থাকেন। আপনার সর্বভুবন-বিচরণ-বৈশিষ্ট্যে আমি মুগ্ধ।

শুভেচ্ছা রইল নায়করাজ রাজীব ভাই।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৫

নুরহোসেন নুর বলেছেন: চমৎকার গানের সংযোজন!
ভাল লাগলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ নুরহোসেন নুর। শুভেচ্ছা।

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন: ওয়াও !!
দারুন কালেকশন ভাইয়া, কিছু গান আমার খুব ই প্রিয় :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মুগ্ধতায় খুবই আনন্দিত হলাম আপু। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

নীল আকাশ বলেছেন: মরমী গায়ক আব্দুল আলের অনেকগুলি গানই শুবা হয় নি। এক সাথে পেয়ে ভালোই হল। গানগুলি এক এক করে শুনা যাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পোস্ট লাইকড।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আব্দুল আলীমের প্রায় ৫০০'র মতো গান আছে। তাঁর গান খুঁজতে গিয়ে দেখলাম, অনেক গান আছে যেগুলো মনে হয় ৪০ বছর পর আবার শুনলাম। অনেক গান জীবনে প্রথম বারের মতো শুনলাম। আরো কত গান এখনো আড়ালে রয়ে গেছে তা জানা নেই।

ভালো থাকুন নীল আকাশ। শুভেচ্ছা।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

সৈয়দ সদানন্দ বলেছেন: অনেক দিন পর একটা মস্তবড় বিনোদন উপভোগ করে নিলাম । ভালো লাগলো অনেক ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মস্ত বড়ো বিনোদন উপভোগ করতে পেরেছেন জেনে আমিও আনন্দিত হলাম। ধন্যবাদ নিন। শুভেচ্ছা।

১৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১০

জুল ভার্ন বলেছেন: @ ছাই ভাই, সালাম নিবেন। কেমন আছেন?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রতিও সালাম রইল ভাই। বহুদিন পর আপনাকে ব্লগে দেখে খুব ভালো লাগলো। আপনাকে ফেইসবুকেও পাচ্ছি না অনেক দিন হলো। যেখানেই আছেন, কুশলেই আছেন আশা করি। ভালো থাকুন সবসময়। শুভেচ্ছা।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কালজয়ী শিল্পী আব্দুল আলীম , শ্রদ্ধায় অবনত হয়।
সুন্দর সংকলন। ++

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

ST COVER SONG বলেছেন: সময় পেলে আমার ইউটিউব চ্যানেলটা একবার দেখবেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আগ্রহ চাপা দিয়ে রাখতে পারলাম না। আপনার ব্লগ ও ইউটিউব চ্যানেল গুরে এলাম। আমি অবাক হচ্ছি এটা দেখে, একটা ১১ বছরের ক্লাস সিক্স-পড়ুয়া কিশোর একজন ব্লগার এবং ইউটিউবার। আপনার প্রতিভায় আমি মুগ্ধ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আপনার মতো আরেক প্রতিভা এইখানে। :) আমার ছোটো ছেলে। সেও ক্লাস সিক্সে পড়ে, এবার সেভেনে উঠবে।

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

ঘুড্ডির পাইলট বলেছেন: বহুদিনের পিরিত গো বন্ধু.....।
এই গানটা প্রথম শুনেছিলাম চন্দনা মজুমদারের গলায় ,
ভালো লাগলো ,,, অনেক গুলো গান সম্পন্ন লেখনী।
আ্পনার কথা সেদিন বলছিলাম একজন ব্লগারের সাথে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চন্দনা মজুমদারও এ গানটা ভালো গেয়েছেন।

সলিল চৌধুরীর মেয়ে অন্তরা চৌধুরীর ভার্সনটা আমার কাছে অদ্ভুত সুন্দর লাগে। এ ছাড়া, ফাতেমা তুজ জোহরা গেয়েছেন এক ঢঙে, আবার, নীনা হামিদ গেয়েছেন তাঁর নিজস্ব কালজয়ী ঢঙে। গান নিয়ে আমার প্রচুর পোস্ট রয়েছে। আর এই বহুদিনের পিরিত গো বন্ধু গান নিয়েও বেশ স্মৃতিচারণ রয়েছে।

আমি জানি না, হঠাৎ করে এ পুরোনো পোস্টটা আপনি কীভাবে পেলেন, তবে, বহুদিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। অনেক পুরোনো ব্লগার ফিরে আসছে, এবং ব্লগও বেশ চাঙ্গা হয়ে উঠছে। আশা করছি, ব্লগের আগামী দিনগুলো আবার মুখরিত হয়ে উঠবে।

দুঃখিত, কথা প্রসঙ্গে অনেকগুলো লিংক দিয়ে ফেলেছি। অন্য গানগুলো শুনতে চাইলে ওখানে যেতে পারেন, অন্যথায় ইগনোর করুন।

আমার কথা বলছিলেন জেনে ভালো লাগল, আবার ভয়ও লেগেছে কিন্তু :)

ধন্যবাদ পোস্টে আসার জন্য। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.