নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
আমাদের জাতীয় সঙ্গীতের যতগুলো ভার্সন আছে, তার মধ্যে 'জীবন থেকে নেয়া' ছায়াছবিতে গাওয়া ভার্সনটাই আমার কাছে সেরা মনে হয়। ছোটোবেলা থেকেই এ ভার্সনটা শুনে আসছি। স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের দিন এ গানটা মাইকে বাজানো হতো। এ গানের মিউজিকে রয়েছে এক আশ্চর্য সম্মোহনী ক্ষমতা, যা শোনামাত্র শরীর আন্দোলিত হতে থাকে, রক্তে এক অভূতপূর্ণ উত্তেজনা জেগে উঠতে থাকে। ছোটোবেলায় আমরা মাইকে এ ভার্সনটা ছাড়া অন্য কোনো ভার্সন শুনি নি; এবং এটা যখন, যেখানে, যতদূরেই মাইকে বাজানো হতো, আমি কান খাড়া করে তন্ময় হয়ে শুনতাম।
প্রাইমারি স্কুলে পড়ার সময় বছরে অন্তত একবার এটা শোনা হতো- একবার নিজেদের স্কুলের অ্যানোয়াল স্পোর্টসের দিন, এরপর অন্যান্য স্কুলের অ্যানোয়াল স্পোর্টস দেখতে যাওয়া সম্ভব হলে সেখানে শোনা হতো।
আমার জীবনের একটা মজার ঘটনা আছে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে। সেটি পড়তে পারেন এই লিংকে যেয়ে। জীবনে সর্বপ্রথম যে গানটি শুনেছিলাম
এবার নীচে দেখুন আমাদের জাতীয় সঙ্গীতের কয়েকটা ভার্সনসহ বেশ কয়েকটি জনপ্রিয় ও কালজয়ী দেশাত্মবোধক গান।
১
আমার সোনার বাংলা - সাবিনা ইয়াসমিন, অজিত রায় ও অন্যান্যরা
২
আমার সোনার বাংলা - ফাহমিদা নবী, লাকী আখন্দ ও মহিউজ্জামান চৌধুরী
৩
আমার সোনার বাংলা (অর্কেস্ট্রা) - আহমেদ ইমতিয়াজ বুলবুল
৪
আমার সোনার বাংলা - যন্ত্রসঙ্গীত (বাঁশি) - মীম হক
৫
ও আমার বাংলা মা তোর - সাবিনা ইয়াসমিন (ভার্সন-১)
৬
ও আমার বাংলা মা তোর - সাবিনা ইয়াসমিন (ভার্সন-২)
৭
ও আমার বাংলা মা তোর - ফাহমিদা নবী
৮
ও আমার বাংলা মা তোর - আবিদা সুলতানা
৯
আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায় - ডলি সায়ন্তনী
আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায় - হাইস্কুলে পড়ার সময়ে আমাদের স্কুলের বিজ্ঞান স্যার সফিকুল ইসলাম (টাঙ্গাইল) এ গানটা বিভিন্ন জাতিয় অনুষ্ঠানে প্রায়ই গাইতেন এবং তাঁর কণ্ঠেই এটা আমি প্রথম শুনেছিলাম। গানটা মনে দাগ কেটেছিল খুব।
১০
যদি আমাকে জানতে সাধ হয় - সাবিনা ইয়াসমিন
১১
যদি মরণের পরে কেউ প্রশ্ন করে - সাবিনা ইয়াসমিন
১২
ও আমার দেশের মাটি - রেজওয়ানা চৌধুরী বন্যা
১৩
ও আমার দেশের মাটি - রেজওয়ানা চৌধুরী বন্যা ও সাদী মোহাম্মদ
১৪
হায়রে আমার মনমাতানো দেশ - রুমানা ইসলাম
১৫
আমায় গেঁথে দাও না মাগো - রুনা লায়লা
দু টুকরো কবিতা দিয়ে শেষ করছি।
১
ভালোবেসে মনা পাগল হয়েছে
দুঃখ ভুলেছে, ভুলেছে সুখ
পথে পথে ঘুরে কারে যেন খোঁজে
হঠাৎ হঠাৎ চাপড়ায় বুক
১৪ ডিসেম্বর ২০১৯
২
কাল যে ভালো ছিল আজ সে মন্দ
আজ যে মন্দ নয়, কাল সে কী হবে?
সত্য যে কী ছিল, কোথায় দ্বন্দ্ব
কালের গর্ভে গোপনে লেখা রবে।
১৫ ডিসেম্বর ২০১৯
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
দেশের গানের একটা পোস্টের লিংক নীচে দিলাম।
ও আমার দেশ // জন্ম আমার ধন্য হলো মাগো // যে গানগুলো দেশের প্রতি আমাদের হৃদয়কে উদ্বেলিত করে, চোখ ভিজিয়ে দেয় জলে
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ কনফুসিয়াস। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১০
হাবিব ইমরান বলেছেন:
বিজয়ের শুভেচ্ছা। গানের সংগ্রহ ভালো লেগেছে।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হাবিব ইমরান। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
বিজয় দিবসের শুভেচ্ছা
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:১৪
জানা বলেছেন: মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ আপু। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
জাতীয় সঙ্গীতের যতগুলো ভার্সন আছে, তার মধ্যে 'জীবন থেকে নেয়া' ছায়াছবিতে গাওয়া ভার্সনটাই আমার কাছে সেরা মনে হয়।
আমারও তাই। চোখ ভিজে আসে। ছোটকালের অনেক কথা মনে পড়ে যায় ....
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ফাহমিদা নবীদের গাওয়া গানটাও বেশ ভালো লাগে, আর আছে ছায়ানটের গাওয়া একটা ভার্সন। অনেকে স্বরলিপি অনুযায়ী গেয়ে থাকেন, সেটাও আবার কারো কারো কাছে খুব ভালো লাগে, কিন্তু এগুলো আবার খুব ব্যাকরণসম্মত ভাবে গাইতে গিয়ে, আমার কাছে মনে হয়েছে, গানের প্রাণটাই হারিয়ে ফেলেছে।
ধন্যবাদ হাসান কালবৈশাখী ভাই। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০
হাসান কালবৈশাখী বলেছেন:
বিজয়ের গান দেশের গানের সংগ্রহ ভালো লেগেছে।
পোষ্টে আরো কিছু গানের লিঙ্ক এড করেন। প্রিয়তে নিলাম। মাঝে মাঝে শুনবো।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানের সংগ্রহ ভালো লেগেছে জেনে খুশি হলাম। আরো গোটা তিনেক গান যোগ করে দিয়েছি, আর পোস্টের নীচে অন্য একটা পোস্টের লিংক দিয়েছি।
ধন্যবাদ হাসান কালবৈশাখী ভাই।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯
হাবিব বলেছেন: দারুণ সংগ্রহ
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: সব গুলো গান আমার পছন্দের।
এখন এই গান গুলো শুনবো।
আপনাকে জানাচ্ছি বিজয়ের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি গানের খুব সমঝদার, নিয়মিত ইউটিবেও গান শোনেন। এটা খুব ভালো লাগে।
আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯
তারেক ফাহিম বলেছেন: পছন্দের গানের তালিকায় আপনার সাথে মিল আছে।
বিজয়ের শুভেচ্ছা জানবেন, জনাব।
১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কারো সাথে কোনো কিছু মিলে গেলে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এবং বিজয়ের শুভেচ্ছা।
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৫
সোহানী বলেছেন: বিশ্বাস করেন দেশে থাকতে এ ধরনের গানগুলো যত না ভালো লাগতো দেশের বাইরে তার চেয়ে হাজার গুন ভালো লাগে। মনের মাঝে উথাল পাতাল করে………………….।
ভালোলাগলো শেয়ার করার জন্য, কালেকশানে থাকবে।
বিজয় দিবসের শুভেচ্ছা কবি ভাই।
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৩
মলাসইলমুইনা বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
আমি সব বিজয় দিবসেই এই গানটা শুনি --এই গানটা না শুনে কলেজ থেকে মনে হয় কোনো বিজয় দিবস পার করিনি ।
এবার ইউটিউবে আপনার আপলোড করা গানটা শুনেই উথাল পাথাল আবেগে বিজয় দিবস পার করলাম । ব্লগে (স্বভাব বিরুদ্ধ) কবিতাও লিখলাম বিজয় দিবসে ! আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে হওয়া গানগুলোর মধ্যে রুনার এই গানটা অন্যতম সেরা । আমার সব সময়ের প্রিয় । সোহানীর কমেন্টের সাথে সম্পূর্ণ একমত । থ্যাংকস শেয়ার করার জন্য।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮
কনফুসিয়াস বলেছেন: লাল-সবুজের শুভেচ্ছা।