|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
	দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।
 
 
পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
মনে করো তুমি আমি
অনাবিল আশ্বাসে হৃদয়ের বন্দরে
আলো ভেবে যারে আমি
একদিন ফুলের বনে
হারিয়ে যাওয়া গানের কলি
হারানো দিনকে যদি ফিরে আমি পাই
মন শুধু মন ছুঁয়েছে
১
মন শুধু মন ছুঁয়েছে
২
হঠাৎ দেখে চমকে
৩
পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
৪
অনাবিল আশ্বাস হৃদয়ের বন্দরে
৫
হারিয়ে যাওয়া গানের কলি
৬
আলো ভেবে যারে আমি
৭
মনে করো তুমি আমি
৮
একদিন ফুলের বনে
৯
আমার গল্প শুনে কারো চোখে করুণার জল যদি আসে 
 
১০
আকাশের সব তারা ঝরে যাবে
১১
ডালেতে লড়িচড়ি বইও চাতকী ময়না রে
১২
রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে
১৩
পাগল করিয়া গেল
১৪
হারানো দিনকে যদি ফিরে আমি পাই
বোনাস - অন স্ক্রিন ব্লগার জাহিদ অনিক
১৫
আমি কি বেঁচে আছি নাকি 
 ৩৬ টি
    	৩৬ টি    	 +৮/-০
    	+৮/-০  ০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ১:৫৭
০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ১:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ১, ১০ এবং ১৩ ছাড়া বাকি ১২টা গানই প্রথম অ্যালবাম 'তপন চৌধুরী'র অন্তর্ভুক্ত। সাপ্রতিক সময়েও কিছু ডুয়েট জনপ্রিয় হয়েছে, যেমন তুমি আমার প্রথম সকাল (শাকিলা জাফরের সাথে), ইত্যাদি।
তিনটা গান মেনশন করার জন্য ধন্যবাদ। আমি এ ৩টা আগে শুনি নি। এখন ল্যাপটপে শোনা শুরু করেছি।
শুভেচ্ছা রইল।
২|  ০২ রা জানুয়ারি, ২০২০  সকাল ৯:০৩
০২ রা জানুয়ারি, ২০২০  সকাল ৯:০৩
হাসান কালবৈশাখী বলেছেন: 
সুন্দর গান।
  ০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ১:৫৮
০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ১:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
৩|  ০২ রা জানুয়ারি, ২০২০  সকাল ৯:৪৬
০২ রা জানুয়ারি, ২০২০  সকাল ৯:৪৬
রাজীব নুর বলেছেন: গান গুলো খুব সুন্দর।
  ০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:০০
০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:০০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নায়করাজ রাজীব নুর ভাই। 
আপনি কি এটা কি দেখেছেন?
৪|  ০২ রা জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪৬
০২ রা জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪৬
জুল ভার্ন বলেছেন: চমৎকার! তপন চৌধুরীর আর একটা গান "ডালেতে নরি চড়ি বইওরে ময়না.... " - ভালোলাগে।
  ০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:০২
০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই। তপন চৌধুরীর গাওয়া ঐ গানটা নীচে দেখুন প্লিজ।
৫|  ০২ রা জানুয়ারি, ২০২০  সকাল ১১:৪৪
০২ রা জানুয়ারি, ২০২০  সকাল ১১:৪৪
নীল আকাশ বলেছেন: তপন চৌধুরির গান সেই সময় খুব জনপ্রিয় ছিল। গলাও ভালো উনার। 
৪ নাম্বার গান- অনাবিল আশ্বাসে - আমার খুব প্রিয় গান। 
  ০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:০৫
০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তপন চৌধুরীর একটা এক্সক্লুসিভ লাইভ স্টেজ শো (সোলস) দেখেছিলাম। তার গলা অসাধারণ। খুবই দরাজ ও পরিণত। স্টেজে তিনি অসম্ভব প্রিয়।
ধন্যবাদ নীল আকাশ।
৬|  ০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:০২
০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:০২
বিজন রয় বলেছেন: দুনিয়ার সব গান কি আপনার কাছে পাওয়া যাবে!
বাপরে!!
ছবিটা দারুন!!
  ০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:০৭
০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:০৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান হলো এমন, আমি মাঝে মাঝেই ভাবি- মৃত্যুর পর আমার আর কিছু চাই না, শুধু গানের ভেতরই ডুবে থাকতে চাই।
ছবিটা তপন চৌধুরীর খুব ইয়াং বয়সের। নেট থেকে সংগৃহীত।
ধন্যবাদ কবি বিজন রয়।
৭|  ০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:১১
০২ রা জানুয়ারি, ২০২০  দুপুর ২:১১
বিজন রয় বলেছেন: ছবিটা তপন চৌধুরীর তা বুঝতে পেরেছিলাম।
আর হ্যাঁ শ্রদ্ধেয়, আমি কবি নই। 
আপনি এখন সম্পূর্ণ সুস্থ তো?
  ০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৮
০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি ভাই, আমি আপনাদের দোয়ায় এখন বেশ ভালো আছি। দোয়া করবেন। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।
৮|  ০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৮
০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: 
অসাধারণ সব গান।
আমার খুব কয়েকটা গান আছে এখানে। এখনো শুনি
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য 
  ০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৪২
০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৪২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পলাশ ফুটেছে শিমুল ফুটেছে, এসেছে দারুণ মাস, আমি জেনে গেছি তুমি আসিবে না ফিরে, মিটিবে না পিয়াস- কিংবা, আমার গল্প শুনে, কারো চোখে করুণার জল যদি আসে, ভীষণ দুঃখ পাব, এ গানগুলো কোনো একসময়ে মনকে খুব আন্দোলিত ও বেদনাকাতর করতো; এখনো এগুলো শোনার সময় মন খুব ভারী হয়ে ওঠে।
অনেকদিন পরে ব্লগে দেখছি। অবশ্য আমিও অনিয়মিতভাবে অনিয়মিত  আশা করি ভালো ছিলেন এবং আছেন। শুভেচ্ছা রইল।
 আশা করি ভালো ছিলেন এবং আছেন। শুভেচ্ছা রইল।
৯|  ০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:২২
০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:২২
মিরোরডডল  বলেছেন: ধুলো , গানগুলো কেমন লাগলো জানাবেন ।
অনেক পুরনো গান তাই ইউটিউবে যেগুলো আছে রেকর্ডিং খুব একটা ভালোনা ।
কিছু লিঙ্ক দিলাম । 
আমিও সেটাই বলি । আই ক্যান কম্প্রোমাইজ এনিথিং বাট মিউজিক । গান ছাড়া থাকতে পারবোনা ।
শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব ।
নদী এসে পথ
চাঁদ এসে উকি দিলো জানালায়
প্রতিদিন প্রতিটি মুহূর্ত
ভুলে গেছো তুমি
  ০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৪
০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি গানগুলোর কথা লেখার পরই আমি ইউটুবে খুঁজে বের করেছি ওগুলো। তখনই প্রথমটা শোনা হয়ে গেছে। কাজের জন্য ব্যস্ত থাকায় বাকিগুলো বের করে রেখেছিলাম, এখন শুনবো।
১০|  ০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:২৭
০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:২৭
মিরোরডডল  বলেছেন: ওহ নো সবচেয়ে প্রিয়টাই দেয়া হয়নি
Here you go
আমি মুঠোর ভিতর পদ্ম নিয়ে
  ০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৭
০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এখন শুনছি। দারুণ সব গান।
ধন্যবাদ মিরোরডডল।
১১|  ০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৪৮
০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । সব হিট গান । আগে শোনা । সুন্দর শেয়ার ।
  ০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৮
০২ রা জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ গানগুলো আসলে এমন, যারা গান শোনেন তারা এগুলো শোনেন নি, তা হবার নয়। যাক ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে।
ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই +
১২|  ০২ রা জানুয়ারি, ২০২০  রাত ১০:৫৯
০২ রা জানুয়ারি, ২০২০  রাত ১০:৫৯
মোঃমোজাম হক বলেছেন: প্রায় প্রতিটা গানই আমার প্রিয়।
আপনার গানের সিলেকশন খুবই ভাল। গানের সাথে পিকচার গুলিও মানানসই হলে
পোয়াবারো  
  ০২ রা জানুয়ারি, ২০২০  রাত ১১:৪১
০২ রা জানুয়ারি, ২০২০  রাত ১১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জেনে ভালো লাগলো মোজাম ভাই। এখানে কোন ভিডিওটির পিকচারগুলি মানানসই হয়েছে বলে আপনি মনে করেন? 
১৩|  ০২ রা জানুয়ারি, ২০২০  রাত ১১:৫৮
০২ রা জানুয়ারি, ২০২০  রাত ১১:৫৮
শের শায়রী বলেছেন: ধীরাজ ভট্টচার্যের বইয়ের নামের মত বলতে হয় "যখন আমি যুবক ছিলাম"। সেই যৌবনে নিয়ে গেছেন। হ্যা এখনো গান শুনি তবে আগের থেকে কম। এই গুলোও শুনি। 
ধন্যবাদ ভাই পুরানো স্মৃতি মনে করিয়ে দেয়ায়।।
  ০৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ১১:৪৫
০৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ১১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গান শুনতে ভালো লাগে। গান বাজতে থাকবে, আর আমি কাজ করতে থাকবো, আমার অভ্যাসটা অনেকটাই এরকম। কিন্তু অফিসে তো আর গান বাজানো শোভন না  পড়ার সময়েও আমি মিউজিক অন করে রাখতে অভ্যস্ত
 পড়ার সময়েও আমি মিউজিক অন করে রাখতে অভ্যস্ত 
আপনাকেও ধন্যবাদ শের শায়রী।
১৪|  ০৪ ঠা জানুয়ারি, ২০২০  সকাল ৭:৪৩
০৪ ঠা জানুয়ারি, ২০২০  সকাল ৭:৪৩
সোহানী বলেছেন: এই পুঁচকা তপন চৈাধুরীকে চিনতেই পারছিলাম না। এক সময় তপন চৈাধুরী ছিল ধ্যান জ্ঞান....  । আবার মনে করিয়ে দিলেন।
 । আবার মনে করিয়ে দিলেন।
  ০৬ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:০৪
০৬ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জি আপু, ব্যাপারটা বুঝতে পেরেছি  আবার মনে করিয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করলাম।
 আবার মনে করিয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করলাম।
ধন্যবাদ। ভালো থাকবেন।
১৫|  ০৪ ঠা জানুয়ারি, ২০২০  সকাল ৮:৫৯
০৪ ঠা জানুয়ারি, ২০২০  সকাল ৮:৫৯
মলাসইলমুইনা বলেছেন: হবেনা ---'কলেজের করিডোরে', 'ফরেস্ট হিলের এক দুপুরে' কোথায় ?
  ০৬ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:০৫
০৬ ই জানুয়ারি, ২০২০  দুপুর ১২:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হ্যাঁ- 'কলেজের করিডোরে' সহ আরো অসংখ্য গান আছে উল্লেখ করার মতো।
ধন্যবাদ নাইমুল ভাই।
১৬|  ০৭ ই জানুয়ারি, ২০২০  দুপুর ২:৪০
০৭ ই জানুয়ারি, ২০২০  দুপুর ২:৪০
মোঃমোজাম হক বলেছেন: ভাই রাগ করবেননা, প্রথম গানটির কথাই বলি। মন শুধু মন ছুঁয়েছে -- 
ভারতীয় মডেলের (মেয়েটির) ছবিগুলি এই সুরের সঙ্গে মানান সই লাগছেনা।
এরচে ভাল লাগতো ঐ প্রিয় ব্যান্ডের ছবিও 
আবারো ধন্যবাদ
  ০৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৪
০৭ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মোজাম ভাই, মোটেও রাগ করি নাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে, আমার কাছে মানানসই মনে হয়েছে  আপনি আবার রাগ কইরেন না কিন্তু
 আপনি আবার রাগ কইরেন না কিন্তু 
১৭|  ০৮ ই জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:০২
০৮ ই জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:০২
মোঃমোজাম হক বলেছেন: 
  ০৮ ই জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪৪
০৮ ই জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাগ না করার জন্য ধন্যবাদ মোজাম ভাই। ছবিগুলো কীজন্য যোগ করা হয় তার ক্ষুদ্র একটা নোট ভিডি'র সাথে দেয়া থাকে 
যাহোক, গানটা শুনে যান 
১৮|  ১৪ ই জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:৫৪
১৪ ই জানুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:৫৪
আমি সাজিদ বলেছেন: কৈশোরের ভালোবাসার একটা নাম ছিলো সোলস। শুরুর দিকে আমি ভাবতাম পার্থ বড়ুয়াই বোধহয় ' মন শুধু মন ছুঁয়েছে' গেয়েছেন। পরে বিটিভিতে অনেক আগের সোলসের একটা ভিডিও দেখি, যেখানে তপন চৌধুরী গানটি গান। তখন বুঝতে পারি বাংলাদেশের ব্যান্ড সংগীতের শুরুর দিকের এই তুমুল জনপ্রিয় গানটি উনার গাওয়া, ভোকাল পরিবর্তনে পার্থ বড়ুয়া কাভার করে যাচ্ছেন। তপন চৌধুরীর কন্ঠটা স্বর্ণালী।
  ১৪ ই জানুয়ারি, ২০২০  রাত ৮:০৮
১৪ ই জানুয়ারি, ২০২০  রাত ৮:০৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শ্রাবন্তী মজুমদারও এই গানটা গেয়েছেন। তার কণ্ঠে অন্য এক মাদকতা আছে।
সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগা।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২০  রাত ৩:০৩
০২ রা জানুয়ারি, ২০২০  রাত ৩:০৩
মিরোরডডল বলেছেন: এই গানগুলো যতটুকু মনে পরে সবগুলোই প্রথম একক অ্যালবাম এর ।
আমার বাবা খুব শুনতেন ।
‘মন শুধু মন ছুঁয়েছে’ এটা ছিল সোলস এর শুরুর দিকে ।
সেই সময়ের তপন এর গানগুলো খুব সুন্দর ।
- নদী এসে পথ
- প্রতিদিন প্রতিটি মুহূর্ত
- আমি মুঠোর ভিতর পদ্ম নিয়ে