নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

বহুব্রীহি

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১২

একবাটি সুখ

বর্ষণক্লান্ত একটা ফুল
নিভে যেতে যেতে অতলে ডুবে যায় ঘ্রাণ।
তোমার দু চোখে পাহাড়ের সৌম্যতা,
দূরলীন ছায়াঢাকা লেলিহান হিংস্রতা।
একটা পরাজিত সিংহী মাটিতে পড়ে ছটফট করে কাঁদে
স্বপ্নভুক মানুষের বিকট উল্লাসে
রাতের নিগণ্ঠে খসে পড়ে থোকা থোকা অন্ধকার
খান খান ভেঙে যায় পাখিদের কামনা
তীব্র শিশিরগুচ্ছ রাতের জরায়ু ভেদ করে উঁকি দেয় ভোরের হৃদয়ে
তখনো আমি একবাটি সুখ হাতে ভেসে থাকি
আড়িয়াল বিলের কাকচক্ষু জলে

১২ অক্টোবর ২০১৪


কালপাখি

আমাদের কালপাখিটা ভয়ানক এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে ছটফট করছে। পাখা ঝাপটাচ্ছে।
সে মুক্তি চায়। আকাশে ডানা মেলে উড়ে যেতে চায় দিগন্ত থেকে দিগন্ত।

কিন্তু, সে জানে, কোনোদিন এ বন্দি খাঁচা থেকে তার মুক্তি হবে না। সে বেঁচে থাকবে,
কী মরে যাবে, that doesn't matter to any one of the world.

২৩ ডিসেম্বর ২০১৯


কবিতা

মেয়েটি কার জন্য কীজন্য কবিতা লিখতো, জানি না
কিন্তু আমার মনে হতো, ওর কবিতা লেখার কী দরকার
ও নিজেই একটা কবিতা

২১ ডিসেম্বর ২০১৯


কবিতারা

কিছু পাখি মাথা ছুঁয়ে উড়ে যাবে, কিছু তোমার হাতে এসে বসবে
সব ফুলে গন্ধ থাকে না, সব ফুল সুন্দর নয়, যদিও এর নাম ফুল
সবপাখি ছুঁতে চেয়ো না
তেমনি, গন্ধ শুঁকো না সব ফুলেরও

৮ অক্টোবর ২০১৮


একটা জ্বলন্ত মানচিত্র আমাকে কেবলই উদ্ভ্রান্ত করে

আমি পল্লীর মাটি থেকে উঠে এসেছি। আমার ভালো লাগে পল্লীর গান- ভাওয়াইয়া ও ভাটিয়ালি।
আমার গতরে কাদার গন্ধ। রোদে পুড়ে যাওয়া চামড়ায় ধান ও পাটের অনার্য ছায়ারা
মায়ার স্পর্শ মাখে।
আমার রক্তে গঙ্গারিডাই- পদ্মার ধারা; আমার দু চোখে আড়িয়াল বিল- অতীত ও আগামী।
আমার বক্ষে নূর হোসেনের গৌরব। আমাকে আন্দোলিত করে ১১ বালকের তীব্র জয়োল্লাস।
হায়রে সোনার দেশ, এখন দিনভর আমার চোখে বিশ্বজিৎকে কুপিয়ে মারার দগদগে স্মৃতি, আমাকে প্রকম্পিত
করে, আতঙ্কিত করে; একটা জ্বলন্ত মানচিত্র আমাকে কেবলই উদ্ভ্রান্ত করে প্রতিদিন।

১১ ডিসেম্বর ২০১২

ক্লু

কিছু তুমি বুঝবে, এবং রি-এক্ট করবে
কিছু তুমি বুঝবে না, এবং আরো অধিক রি-এক্ট করবে এই ভেবে যে, ওটাই পারমাণবিক বোমা

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:২২

ডঃ এম এ আলী বলেছেন:
প্রাণে সারা জাগানো কবিতা গুলিকে
প্রিয়তে তুলে রাখলাম । কবিতা হওয়া চাই এমনিই
একটি লাইনের অর্থ বুঝতে যেন রাত পার হয়ে যায়
তারপরেও কবিতার অনুরনন যেন থেকে যায়
হৃদয় মুলে।
অনেক অনেক শুভেচ্ছা রইল

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার মন্তব্যে খুবই অনুপ্রাণিত হলাম প্রিয় আলী ভাই। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল।

২| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৮

নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ উপস্হাপন, ভালো লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ নুরহোসেন নুর ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: হৃদয় দোলানো কবিতা কবি

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ইউসুফ হাওলাদার শাওন। শুভেচ্ছা।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নায়করাজ রাজীব ভাই।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

নার্গিস জামান বলেছেন: খুব খুব সুন্দর :)

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নার্গিস জামান। শুভেচ্ছা :)

৬| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৮

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর। লাইক এবং প্রিয়তে।
শুভকামনা।

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা পড়া, লাইক ও প্রিয়তে নেয়ায় খুব খুশি হলাম। শুভেচ্ছা।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই +

৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৬

সাইন বোর্ড বলেছেন: চমৎকার লিখেছেন ।

০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫

সেজুতি_শিপু বলেছেন: চমৎকার লেখা ! অনেক ভালো লাগলো ।

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ সেজুতি_শিপু। শুভেচ্ছা।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৯

অরূপ রতন আচার্য্য বলেছেন: সুন্দর লিখা

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ অরূপ রতন আচার্য্য। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.