নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

মানবগ্রন্থ

১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৯

প্রতিটা মানুষ একেকটা সুবিশাল গ্রন্থ
কোনো কোনো গ্রন্থ সুবোধ্য, সুখপাঠ্য ও উপভোগ্য
কেউবা দুরূহ ও জটিল, কেউ কেউ স্মরণীয়, অবশ্যপাঠ্য;
বর্জনীয় কেউ কেউ
কেউ কেউ ভয়ানক সংক্রামক

কেউ হাত বাড়াবে, আলিঙ্গনে বুকে জড়াবে
কেউ কেউ দুধের মাছি
কেউ কেউ মৌমাছি, হুল ফোটাবে

কাউকে দেখে দৌড়ে তার বুকে ঝাঁপিয়ে পড়বে তুমি- এতটা আকাঙ্ক্ষিত
কারো কারো সান্নিধ্য ব্যাপক আনন্দময়, আরাধ্য
কাউকে দেখে ছুটে পালায়ে প্রাণ বাঁচাবে- ভয়ে, ঘৃণায়, তার কুটিলতায়

আমরা প্রতিদিনই অজস্র গ্রন্থ পড়ছি, অল্প অল্প,
কখনো-বা গভীর সবিস্তারে
প্রতিটা গ্রন্থই আমাদের অপার জ্ঞানের বহরে ধাবিত করে,
শেখায়, ভাবায়, প্রভূত আনন্দ দেয় কখনো, কখনো-বা বড্ড অবাক করে

দেখবে, একই মানুষ কারো কাছে সাধু, কারো কাছে চোর
কারো কাছে নিষ্ঠুর, কারো কাছে সদাশয়, হৃদয়বান
কারো কাছে মূর্খ, সে-মানুষই জ্ঞানবৃক্ষ কারো কাছে
কোনো কোনো নৃশংস খুনিরও অনুসারী জন্মায়, যারা মনে করেন
তিনি খুনি নন, মহামানব
তেমনি, কোনো মহামানবের কপালেও জুটে যেতে পারে
অলংঘ্য কলঙ্কের দাগ

কোনো কোনো সুবিদিত মহান মানুষ মানবতার অমোঘ বাণী কচলাবেন
হাড্ডিসার নেংড়া কুকুরের দুঃখে বুক চাপড়াবেন
থুত্থুরে, অনাথ বৃদ্ধার ভাঙা থালায় হাত পাতা দেখে
মুখ ঝামটা দিয়ে বলবেন- যা ভাগ, কাজ করে খা
এরা রাজপথে, ফেইসবুক আর ব্লগে পশু অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদমুখর
বাড়িতে- পান থেকে চুন খসলে বুয়ার শরীরে গরম লোহা ধরেন
এসব নির্মম হিপোক্রিটদের চিনে রাখো। এদের কাছ থেকেই আমরা
প্রকৃত ‘মানবতার’ শিক্ষা লাভ করি।

মুখের উপর দুমদাম কেউ তোমার প্রশংসা করবে, পূর্বাপর না ভেবেই,
যতখানি প্রাপ্য নও তার চেয়ে ঢের বেশি;
তেমনি কটূ কথায় আকস্মিক
তোমাকে অপমান করে বসবে, যদিও তুমি দোষের কিছু বলো নি;
নিজের উপর এদের নিয়ন্ত্রণ থাকে না; কখন কী বলে বসে- ভালোমন্দ
বুঝতে পারে না; খোঁজ নিয়ে দেখো, কেউ তাকে লাই দিয়ে মাথায় তুলেছে,
মাথায় উঠেই ধরাকে সরা জ্ঞানে ‘আমি কী হনুরে’ ভাব ধরেছে
সতত এদের থেকে নিরাপদ ও সতর্ক দূরত্বে থাকবে;
কারণ, এরা আদতে ইডিয়ট, যথার্থই ঋষভতুল্য।

প্রতিটা গ্রন্থ আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে থাকে
কখনো ভুলবশত কুশিক্ষাও নিয়ে থাকি

অজস্র বইয়ের ভেতর থেকে সেরা, অবশ্যপাঠ্য বইগুলো
আমাদের বুকশেলফে সাজিয়ে রাখতে হবে
তবে, কৃতজ্ঞতা ঐ দুষ্টুশীল ভ্রষ্ট গ্রন্থগুলোকেও- কারণ, ওরাই
আমাদের ভেতর ভালো বইগুলো চেনার ক্ষমতা সৃষ্টি করে।

১১ জানুয়ারি ২০২০

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন ।

১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা। শুভেচ্ছা।

২| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: বেশ পাকা হাত আপনার।

১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নায়করাজ রাজীব ভাই। শুভেচ্ছা রইল।

আগের পোস্টে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, জবাব পাই নি কিন্তু :)

৩| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লাগলো +

১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো। অনেকদিন পর ব্লগে দেখে ভালো লাগলো। অনেক অনেক শুভ কামনা থাকলো।

৪| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮

সোনালী ডানার চিল বলেছেন:
আজকে এবং এর আগের একটি কবিতা পড়ে আমার মনে হয়েছে আপনি
আপনি আপনার আগের লেখার থেকে একটু সরে এসেছেন, কবি তার কবিতায় নিজেকে
ভাঙবে এটাই তো কবি’র সবচে বড় সাফল্য।
আমার ব্যক্তিগত ধারণা কবিতা একটু একটু করে বিস্তৃর্ণ হচ্ছে ছকবাধা কারাগার ছেড়ে-
পারিপার্শ্বিকতা এবং নিয়ত জীবনযাপনের ছন্দই মূলত কবিতার প্রধান উপজীব্য হয়ে উঠছে;
আপনার এ কবিতাটি তার উদাহরণ; আর আমার এমন কবিতাই ভালো লাগে যেখানে নিজেকে
ব্যাখ্যা করা যায়, কিম্বা কবি’র বর্ণনার সাথে নিজেকে মেলানো যায়-

আপনার কবিতা পড়ে অনুপ্রেরণা পাই খলিল ভাই!

১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ কমেন্টে শুধু বর্তমান কবিতাই না, কবির অন্য কবিতা এবং কবি সম্পর্কেও আলোকপাত করা হয়েছে। এমন মূল্যায়ন খুবই দুষ্প্রাপ্য। নিজেকে ভাগ্যমান মনে করছি কামরুল ভাই আপনার বিদগ্ধ কমেন্টে নিজেকে বুঝতে পেরে।

এ কবিতা, এবং এর আগেরটি, যেটি আবার অনেক আগেই ব্লগে পোস্ট করা হয়েছিল - ঋজুরেখ বুদ্ধিমাত্রা এবং সেটিও আপনি পড়েছিলেন- মূলত দুটি কবিতায়ই মানব চরিত্রের কিছু বিশেষ বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করতে চেয়েছি। চারপাশের মানুষজনকে যত দেখি, মানবচরিত্রের বিচিত্রতা ততই আমাদের চোখে ধরা পড়ে। এগুলো যেমন ইন্টারেস্টিং, তেমনি রহস্যময়ও। সামগ্রিক প্রেক্ষাপটে, আমাদের নিজেদের বৈশিষ্ট্য বা বিচিত্রতাও একটা প্যাটার্ন তৈরি করে যাচ্ছে, যা থেকে আমরা বেরোতে পারি না।

আপনার মতো একজন কুশলী কবির কাছ থেকে এমন মন্তব্য পাওয়া অনেক আনন্দ ও অনুপ্রেরণার।

অনেক অনেক ধন্যবাদ কামরুল বসির ভাই। শুভেচ্ছা রইল।

৫| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬

আহমেদ জী এস বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,




আসলেই একেকটা মানুষের জীবন সুবিশাল গ্রন্থের মতোই ঘটনায় ঠাসা।
জীবনে পাপ অপাপের সংসারের গল্প আছে, ক্ষুধার দাপট আছে , সন্তানের প্রতিপালন আছে , আছে মারাত্মক যৌন আকর্ষন, আছে পরশ্রীকাতরতা, অবিমৃশ্যকারীতা, জোচ্চুরি, আছে মনের কথা স্পষ্ট করে উচ্চারণ করতে না পারার অভিঘাত।
আপোষ ভিন্ন জীবনের সংসারে টেকা যায়না । আর আপোষ মানেই কপটতা। আছে তেমন হাযারো কপটতার ঘনঘটাও।
ঘটনাগুলো কোনটি ফুলছাপ ফ্রক পরা বালিকার মতো, কোনটি বেণী দুলানো কিশোরীর মতো সেজেগুজে থাকা মনে হয়। কোনটি চপল বালকের মতো দূর্বার, কোনটি তরুন প্রানের মতো উচ্ছলতার দাগ রেখেও যায়। কোনটি তন্বী-শ্যামা, কোনটি পক্কবিম্বধরোষ্টি। সবাই কথা কয়ে যায় একেক সুরে। এর বাইরেও সুর আছে, ক্যানেস্তারা পেটানোর। আছে, কখনও আতস বাজীর মতো রং ছড়িয়ে ছাই হয়ে ঝরে পড়ার সুর।
একাধারে জীবনগ্রন্থটি যে গল্প-কবিতা-উপন্যাস- প্রবন্ধ ইত্যাকার সবটারই সমাহার! এসবের ভেতর থেকেই চিনে নিতে হয় কোনটি সোনা, কোনটি গিল্টি করা। কোনটি গন্ধরাজ, কোনটি গন্ধপোকা।

জীবনবোধের কবিতা। শেষের দু'টি লাইন সফল ভাবে গ্রন্থিত করেছেন প্রানীবৃত্তির কাদা ছেনে ছেনে প্রতিমা গড়ার ঢংয়ে।


১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কমেন্টের ভেতর আমি নিমজ্জিত ছিলাম। এখন উঠে রিপ্লাই দিতে বসছি :)

সোনালি ডানার চিল আর আপনার এই দীর্ঘ কমেন্ট নিঃসন্দেহে এই পোস্টের জন্য মূল্যবান সংযোজন। এ পোস্টের মর্যাদা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।

আপনার কমেন্টকে আমার পোস্টের মূল বক্তব্য হিসাবে ধরে নেয়া যায়, আবার একটা স্বতন্ত্র পোস্ট হিসাবেও ধরা যায়। তবে, উভয় ক্ষেত্রেই আমার এটা ভেবে ভালো লাগছে যে, আপনারাও আমার মতোই ভাবছেন, অর্থাৎ, আমি বিচিত্র বা অদ্ভুত কোনো কিছু সৃষ্টি করি নাই। এটা আমার জন্য আনন্দের।

অজস্র ধন্যবাদ আহমেদ জী এস ভাই, এমন মন্তব্য ও মূল্যায়নের জন্য।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭

নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর :)

১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধন্যবাদ নার্গিস জামান :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.